অ পৃষ্ঠা ৫২
- Bengali Word অভেদ Bengali definition [অভেদ্] (বিশেষ্য) ১ ভেদের অভাব। ২ ঐক্য। □ (বিশেষণ) অভিন্ন; নির্বিশেষ (অভেদ হইল ভেদ এ বড় বিরোধ-ভারতচন্দ্র রায় গুণাকর)। অভেদনীয়, অভেদ্য (বিশেষণ) ১ ভেদ করা যায় না এমন; ভেদের অযোগ্য (অভেদ্য কবচে ধর্ম্ম আবরেন তারে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ অপ্রবেশ্য। অভেদাত্মা (বিশেষণ) অভিন্ন হৃদয়; একাত্ম (আজকে অভেদাত্মা তাদের সঙ্গে-মনোজ বসু)। অভেদী (-দিন্) (বিশেষণ) ভেদভাবহীন; উদার (অভেদী প্রকৃতি-প্যামি)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভেদ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অভোগ Bengali definition [অভোগ্] (বিশেষ্য) অব্যবহার; ভোগরাহিত্য। অভোগ্য (বিশেষণ) ভোগের অযোগ্য বা অসাধ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভোগ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অভোজন Bengali definition [অভোজোন্] (বিশেষ্য) অনাহার; উপবাস। □ (বিশেষণ) অখাদ্য; অভক্ষ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ ভোজন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অভোজ্য Bengali definition [অভোজ্জো] (বিশেষণ) অখাদ্য; অভক্ষ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভোজ্য; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অভ্যঙ্গ Bengali definition [ওব্ভোঙ্গো] (বিশেষ্য) তৈলাদি দ্বারা অঙ্গমর্দন; আভাং। {(তৎসম বা সংস্কৃত) অভি+অঙ্গ}
- Bengali Word অভ্যঞ্জন Bengali definition [ওব্ভোন্জোন্] (বিশেষ্য) আপাদমস্তক তৈলাক্ত করণ; anointing। {(তৎসম বা সংস্কৃত) অভি+ Öঅন্জ্+অন(ল্যুট্)}
- Bengali Word অভ্যন্তর Bengali definition [ওব্ভোন্তর্] (বিশেষ্য) ভিতর; মধ্য। অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক (অপপ্রয়োগ), আভ্যন্তরীণ (অশুদ্ধ কিন্তু প্রচলিত) ( বিশেষণ) ১ মধ্যবর্তী; অন্তর্বর্তী। ২ অভ্যন্তরে আছে এমন; ভিতরের। ৩ মানসিক {(তৎসম বা সংস্কৃত) অভি+অন্তর}
- Bengali Word অভ্যবহার Bengali definition [ওব্ভোবহার্] (বিশেষ্য) ভোজন, ভক্ষণ; আহার (অর্কপত্র অভ্যবহার করাতে চক্ষুর দোষ জন্মিয়া অন্ধ হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) {(তৎসম বা সংস্কৃত) অভি+অব+ Öহৃ+অ(ঘঞ্)}
- Bengali Word অভ্যর্থনা Bengali definition [ওব্ভোর্থোনা] (বিশেষ্য) ১ সংবর্ধনা; আপ্যায়ন; সাদরে গ্রহণ (রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্ভাষণ। অভ্যর্থনা-সভা, অভ্যর্থনা-সমিতি (বিশেষ্য) অভ্যর্থনার নিমিত্ত গঠিত সমিতি; reception committee। অভ্যর্থিত (বিশেষণ) অভ্যর্থনা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অভি+ Öঅর্থি+ অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word অভ্যর্হিত Bengali definition [ওব্ভোর্হিতো] (বিশেষণ) সম্মানিত; পূজিত। অভ্যর্হণা (বিশেষ্য) সংবর্ধনা; সম্মাননা। {(তৎসম বা সংস্কৃত) অভি+ Öঅর্হ্+ ত(ক্ত)}
- Bengali Word অভ্যস্ত , অভ্যস্তা Bengali definition ⇒ অভ্যাস
- Bengali Word অভ্যাগত Bengali definition [ওব্ভাগতো] (বিশেষ্য) ১ আগন্তুক; গৃহাগতব্যক্তি (পরম সমাদরে অতিথিসেবা ও অভ্যাগতপরিচর্যা প্রাপ্ত হইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নিমন্ত্রিত অতিথি; মেহমান; অভ্যাগতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নারী; আগন্তুক; আগতা (অভ্যাগতা, কারুকার্যকারিণীর নিকট ধরাসনে উপবেশণ করিয়া…-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অভি+আগত}
- Bengali Word অভ্যাগম Bengali definition [ওব্ভাগম্] (বিশেষ্য) ১ আগমন; উপস্থিতি (চাপা পড়ে রইলো অন্যদের অভ্যাগমে, অন্য নানা প্রসঙ্গে ও আয়োজনে-বুদ্ধদেব বসু)। ২ ফলপ্রাপ্তি। ৩ অভুত্থান। ৪ যুদ্ধ; বিরোধ। {(তৎসম বা সংস্কৃত) অভি+আগম}
- Bengali Word অভ্যাগমন Bengali definition [ওব্ভাগমোন্] (বিশেষ্য) উপস্থিতি; আগমন। {(তৎসম বা সংস্কৃত) অভি+আগমন}
- Bengali Word অভ্যাস Bengali definition [ওব্ভ্যাস্] (বিশেষ্য) ১ প্রতিনিয়ত আচরণজাত স্বভাব। ২ শিক্ষাহেতু বারবার আবৃত্তি বা চেষ্টা। ২ পরিচয়; অভিজ্ঞতা। অভ্যস্ত (বিশেষণ) ১ নিত্য আচরণজাত; স্বভাবপ্রাপ্ত; অভিজ্ঞ। ২ সুপরিচিত; অভ্যাস দ্বারা আয়ত্ত (চারিদিগের অভ্যস্ত জগৎটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পুনঃপুন কৃত। অভ্যস্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বভাবপ্রাপ্তা; অভিজ্ঞা (অনাচারে অভ্যস্তা হইয়াছেন- রাজশেখর বসু (পরশু))। অভ্যাসী (-সিন্) (বিশেষণ) অভ্যাসকারী। অভ্যাসিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ Öঅস্+অ(ঘঞ্)}
- Bengali Word অভ্যাহার Bengali definition [ওব্ভ্যাহার] (বিশেষ্য) ডাকাতি; লুটপাট। {(তৎসম বা সংস্কৃত) অভি+আহার}
- Bengali Word অভ্যুত্থান Bengali definition [ওব্ভুত্থান্] (বিশেষ্য) উত্থান; উদয়; ওঠা। ২ উন্নতি; সমৃদ্ধি। ৩ বিদ্রোহ। অভ্যুত্থিত (বিশেষণ) অভ্যুত্থান করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অভি+উত্থান}
- Bengali Word অভ্যুদিত Bengali definition ⇒ অভ্যুদয়
- Bengali Word অভ্যুদয় Bengali definition [ওবĐভুদয়্] (বিশেষ্য) ১ সমুত্থান; উদয়; উদ্গম। ২ শ্রীবৃদ্ধি; সমৃদ্ধি। ৩ উৎসব। অভ্যুদিত (বিশেষণ) উত্থিত; উদিত; উদ্গত। { (তৎসম বা সংস্কৃত) অভি+উদয়}
- Bengali Word অভ্যূদাহরণ Bengali definition [ওব্ভুদাহরোন্] (বিশেষ্য) প্রতিকূল দৃষ্টান্ত। {(তৎসম বা সংস্কৃত) অভি+উদাহরণ}
- Bengali Word অভ্র Bengali definition [অব্ভ্রো] (বিশেষ্য) ১ খনিজ ধাতুবিশেষ; mica। ২ মেঘ (আকাশে ভাসে শরতের শুভ্র অভ্ররাশি)। ৩ আকাশ। অভ্রংলিহ (বিশেষণ ) গগনস্পর্শী; অত্যুচ্চ (অভ্রংলিহ ঢেউএ নিমিষে নিমেষে মুছে দিয়ে যায়-বিষ্ণু দে)। অভ্রভেদী (-দিন্) (বিশেষণ) ১ আকাশ অথবা মেঘ ভেদকারী; (অভ্রভেদী চূড়া)। ২ আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রভেদী চূড়া যদি যায় গুঁড়া হয়ে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ অনমনীয়; দৃঢ়; অত্যধিক (অভ্রভেদী গাম্ভীর্য ভূমিসাৎ করিয়া দিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {( তৎসম বা সংস্কৃত) Öঅভ্র্+অ(অচ্)}
- Bengali Word অভ্রম Bengali definition [অভ্রোম্] (বিশেষ্য) ১ লজ্জা; শরম; অপ্রতিভ অবস্থা (মেয়েটা অভ্রমে পড়েছে)। ২ অভ্রান্তি; প্রমাদশূন্যতা। Þ অভ্রান্ত বিণ। {( তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভ্রম}
- Bengali Word অভ্রাতৃক Bengali definition [অভ্রাত্ত্রিক্] (বিশেষণ) ভ্রাতা নেই এমন; ভ্রাতৃহীন। {(তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্)+ভ্রাতৃ+ক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অভ্রান্ত Bengali definition [অব্ভ্রান্তো] (বিশেষণ) ১ ভুল হয় না এমন; ভুল করে না এমন। ২ নির্ভুল; প্রমাদশূন্য। ৩ সঠিক। অভ্রান্তি (বিশেষ্য)। অভ্রান্তলক্ষ্য (বিশেষ্য) অব্যর্থ সন্ধান; স্থির লক্ষ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভ্রান্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অভয় Bengali definition [অভয়্] (বিশেষ্য) ১ ভয়শূন্যতা; নির্ভীকতা। ২ আশ্বাস। ৩ সাহস। ৪ ভরসা (অভয় আশ্বাস ভরা নয়ন বিশাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) নির্ভীক; সাহসী। অভয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভয়হীনা। □ (বিশেষ্য) দুর্গা। অভয়ারণ্য (বিশেষ্য) যে বরে পশু-পাখি নির্ভয়ে বিচরণ করতে পারে। অভয়ে (ক্রিয়াবিশেষণ) নির্ভয়ে; অকাতরে (যুঝিব আমরা অভয়ে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভয়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অমঙ্গল Bengali definition [অমোঙ্গোল্] (বিশেষ্য) ১ অকল্যাণ; মঙ্গলের অভাব। ২ বিপদ (অমঙ্গলের সাথে সংগ্রাম-তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ক্ষতি; অপকার। □ (বিশেষণ) অশুভ; অকল্যাণময় (হায়রে মঙ্গলধ্বনি অমঙ্গল দিনে-মাইকেল মধুসূদন দত্ত)। অমঙ্গল্য (বিশেষণ) অকল্যাণকর, অশুভ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মঙ্গল; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অমজবুত Bengali definition [অমোজ্বুত্] (বিশেষণ) অদৃঢ়; অপোক্ত; দুর্বল (বনেদ হয়েছে অমজবুত-সত্যেন্দ্রনাথ দত্ত)। {অ(নঞ্)+ মদ্বূত্ আ.}
- Bengali Word অমত Bengali definition [অমত্] (বিশেষ্য) অসম্মতি। অমতি (বিশেষ্য) ১ অরুচি; অপ্রবৃত্তি। ২ কুমতি। অমতে ( ক্রিয়াবিশেষণ) ইচ্ছার বিরুদ্ধে; অসম্মতিতে। {অ(নঞ্)+মত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অমধুর Bengali definition ⇒ অমধুরতা
- Bengali Word অমধুরতা Bengali definition [অমোধুরতা] (বিশেষ্য) রূঢ়তা; কর্কশতা (কিছু অমধুরতা ব্যক্ত ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অমধুর বিণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+মধুরতা; (নঞ্ তৎপুরুষ সমাস)}