Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word hors d’oeuvres Bengali definition [ওদোভ্রা America(n) ওদোভ্‌রা] (noun) (plural) রসনাতৃপ্তির জন্য আহারের শুরুতে পরিবেশিত ভোজ্য; প্রাবেশিক
  • English Word horse Bengali definition [হোস্‌] (noun) (১) ঘোড়া; অশ্ব; ঘোটক; তুরঙ্গ; তুরঙ্গম। দ্রষ্টব্য colt 1, filly, foal, mare, stallion. a dark horse যে ব্যক্তির গুণাগুণের পরিচয় এখনো পর্যন্ত মেলেনি। a horse of another colour সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। back the wrong horse প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত পক্ষকে সমর্থন করা; হারা ঘোড়ার পক্ষ নেওয়া। be/get on one’s high horse যোগ্য/উপযুক্ত সম্মান দাবি করা। eat like a horse প্রচুর/ঘোড়ার মতো গেলা। work like a horse কঠোর পরিশ্রম করা; গাধার মতো খাটা। flog a dead horse, flog দ্রষ্টব্য hold one’s horses ইতস্তত করা; সংযম দেখানো; লাগান টানা। look a gift horse in the mouth কোনোকিছু অকৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা, বিশেষত প্রাপ্ত বস্তুর দোষত্রুটি বের করার জন্য খুঁটিয়ে পরীক্ষা করা (ঘোড়ার দাঁত দেখে বয়স বোঝা যায় বলে); তুলনীয় ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া। put the cart before the horse, দ্রষ্টব্য cart. (straight) from the horse’s mouth (উপদেশ, উদ্দেশ, বিশেষত ঘোড়দৌড়ে কোনো ঘোড়ার জেতার সম্ভাবনা বেশি, এ বিষয়ক গোপন তথ্য) প্রত্যক্ষ সূত্র থেকে; টাটকা; (একেবারে) ঘোড়ার মুখ থেকে। (২) (সমষ্টিগত singular) অশ্বারোহী বাহিনী; আশ্বিক: horse and foot, আশ্বিক ও পদাতিক বাহিনী; light horse, হালকা অস্ত্রসজ্জিত অশ্বারোহী সেনাদল, লঘু আশ্বিক; horse artillery, অশ্বারূঢ় গোলন্দাজ বাহিনী: the Horse Guards, দ্রষ্টব্য guard 1 (৬). (৩) কোনোকিছুর অবলম্বন স্বরূপ- অনেক সময় পায়াযুক্ত কাঠামো: a clothes-horse. কাপড় শুকানোর চৌপায়া; a vaulting-horse.লাফিয়ে পার হওয়ার জন্য ব্যায়ামশালায় রক্ষিত স্থূল কাষ্ঠ খণ্ডবিশেষ; উল্লঙ্ঘন-কুঁদো। (৪) (যৌগশব্দ) horse-back (noun) অশ্বপৃষ্ঠ (কেবল)। on horse back অশ্বপৃষ্ঠে; অশ্বারোহণে। horsebox রেলপথে কিংবা মোটরগাড়ির পিছনে জুড়ে অশ্বপরিবহনের জন্য বদ্ধ বাহনবিশেষ; অশ্ববাহ। horse-chestnut (noun) স্তবকিত সাদা বা গোলাপি পুষ্পবিশিষ্ট; বিস্তীর্ণশাখ বৃহৎ বৃক্ষবিশেষ; ঐ বৃক্ষের উজ্জ্বল লালচে-তামাটে বাদাম। horse-flesh (noun) [uncountable noun] (ক) (খাদ্যরূপে) ঘোড়ার মাংস। (খ) (সমষ্টিগতভাবে) অশ্ব বা অশ্বজাতি: He is no judge of horse flesh. horsefly (noun) (plural horseflies) ডাঁশ (মশা); ঘোড়ামাছি। horsehair (noun) [uncountable noun] ঘোড়ার কেশর বা লেজের লোম; অশ্বলোম। horselaugh (noun) কর্কশ অট্টহাসি; অশ্বহাস। horseman [হোস্‌মান্‌] (noun) (plural men) অশ্বারোহী; ঘোড়সওয়ার; অশ্বকোবিদ। horsemanship [হোস্‌মান্‌শিপ্] (noun) [uncountable noun] অশ্বচালনানৈপুণ্য। horsemeat = horse flesh. horse-play (noun) [uncountable noun] স্থূল; হৈচৈপূর্ণ কৌতুক বা খেলা; অশ্বক্রীড়া। horsepond (noun) ঘোড়ার জলপান ও স্নানের জন্য পুকুর। horsepower (noun) [uncountable noun] অশ্বশক্তি (এক অশ্বশক্তি = প্রতি সেকেন্ডে ৫৫০ ফুট-পাউন্ড)। horserace (noun) ঘোড়দৌড়; অশ্বধাবন। horseradish [uncountable noun] মূলাজাতীয় এক ধরনের ঝাঁজালো স্বাদের কন্দ। horse-sense (noun) কাণ্ডজ্ঞান; হ্রস্বদীর্ঘজ্ঞান। horseshoe [হোস্‌শূ] (noun) (ঘোড়ার পায়ের) নাল; উক্ত নালের আকৃতিবিশিষ্ট কোনোকিছু: a horseshoe table, অশ্বখুরাকৃতি টেবিল। horsewhip (noun), (verb transitive) (horsewhipped, horsewhipping, horsewhips) ঘোড়ার চাবুক; কশা; কশাঘাত করা। horsewoman (noun) অশ্বারোহিণী।
  • English Word horsy Bengali definition [হোসি] (adjective) ঘোড়াসম্পর্কিত; অশ্বীয়; আশ্ব; অশ্বপ্রিয়; অশ্বপ্রেমী; আশ্বিক; ঘোড়দৌড়প্রিয়
  • English Word hortative Bengali definition [হোটাটিভ্‌] (adjective) (আনুষ্ঠানিক) উপদেশক; প্রবোধক
  • English Word horticulture Bengali definition [হোটিকাল্‌চা(র্)] (noun) [uncountable noun] উদ্যানকর্ষণ; উদ্যানবিদ্যাhorticultural [হোটিকাল্‌চারাল্‌] (adjective) উদ্যানবিষয়ক; উদ্যানবিদ্যাঘটিত: a horticultural society, উদ্যানবিদ্যা সমিতি। horticulturist [হোটিকাল্‌চারিস্‌ট্] (noun) উদ্যানবিদ্যাজ্ঞ; উদ্যানকোবিদ।
  • English Word hosanna Bengali definition [হোউজ্যানা] (noun), (interjection) (ঈশ্বরের) প্রশংসাসূচক ও বন্দনামূলক ধ্বনি; ‘পরিত্রাহি’ (এই ধ্বনি)।
  • English Word hose 1 Bengali definition [হোউজ্‌] (noun) [countable noun, uncountable noun] (রাবার, ক্যানভাস কিংবা প্লাস্টিকের তৈরি জলবাহী) নমনীয় নলhosepipe (noun) জলনালি। (verb transitive) hose (down) (বাগানে) নল দিয়ে জল সেচন করা; (মোটরগাড়ি ইত্যাদি) নল দিয়ে ধোয়া: hose (down) the car.
  • English Word hose 2 Bengali definition [হোউজ্‌] (noun) (১) (সমষ্টিগত plural মোজার বাণিজ্যিক নাম)। (২) (ইতিহাস) কোমর থেকে হাঁটু বা পা পর্যন্ত সেকালের পুরুষের পরিধেয়বিশেষ; ইজের: dressed in doublet and hose.
  • English Word hosier Bengali definition [হোউজি্আ(র্) America(n) hosier জা(র্)] (noun) মোজা ও জাঙিয়া ব্যবসায়ী; অন্তর্বাসিকhosiery [হোউজিআরি America(n) হোউজারি] (noun) [uncountable noun] অন্তর্বাসিক কর্তৃক বিক্রীত পণ্যসামগ্রী; হোসিয়ারি।
  • English Word hospice Bengali definition [হস্‌পিস্‌] (noun) (১) সরাই; পান্থনিবাস(২) মুমূর্ষু ব্যক্তিদের হাসপাতাল; সেবাদান
  • English Word hospitable Bengali definition [হস্‌পিটাব্‌ল্] (adjective) অতিথিপরায়ণ; অতিথিবৎসল; অতিথিপ্রিয়hospitably [[হস্‌পিটাব্‌লি] (adverb) অতিথিপরায়ণতার সঙ্গে; সাতিথ্য।
  • English Word hospital Bengali definition [হসপিট্‌ল্] (noun) আরোগ্যশালা; আরোগ্যনিকেতন; হাসপাতালgo to hospital (চিকিৎসার জন্য) হাসপাতালে যাওয়া। hospitalize, hospitalise (verb transitive) হাসপাতালে পাঠানো/ভর্তি করা। hospitalization, hospitalisation [হস্‌পিটালাইজেইশ্‌ন America(n) [হস্‌পিটালিজেইজেইশ্‌ন] (noun) হাসপাতালে অবস্থান; হাসপাতালবাস।
  • English Word hospitality Bengali definition [হস্‌পিট্যালাটি] (noun) [uncountable noun] আতিথেয়তা; অতিথিসেবা; আতিথ্য; অতিথিসৎকার; মেহমানদারি
  • English Word Host Bengali definition [হোউস্‌ট্] (noun) the Host খ্রিস্টের মৃত্যুর স্মারণিক ভোজনে যে রুটি খাওয়া হয়; খ্রিস্টান্ন
  • English Word host 1 Bengali definition [হোউস্‌ট্] (noun) (১) বিপুল/অগণিত সংখ্যা; রাশি রাশি: The measure is likely to create host s of enemies, অসংখ্য শত্রু। (২) (পুরাতনী) সেনাদল; অনীকিনী: Lord of Hosts, হিব্রুদের ঈশ্বর; অনীকেশ্বর; জেহোভা।
  • English Word host 2 Bengali definition [হোউস্‌ট্] (noun) (১) নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা; গৃহকর্তা (বহুবচনে শব্দটি উভলিঙ্গ হিসেবে ব্যবহৃত হতে পারে): The Whiteheads are excellent hosts. (২) সরাইওয়ালা; হোটেলওয়ালা(৩) (জীববিদ্যা) যে জীব পরজীবীকে আশ্রয় দেয়; পরাশ্রয় (verb transitive) (America(n) কথ্য) নিমন্ত্রাতারূপে কাজ করা।
  • English Word hostage Bengali definition [হস্‌টিজ্‌] (noun) দাবি মেটানোর প্রতিশ্রুতিস্বরূপ প্রদত্ত বা রক্ষিত ব্যক্তি (বিরল বস্তু); শরীরবন্ধক; জিম্মি: take somebody hostage. give hostages to fortune অসতর্ক পদক্ষেপের দ্বারা ভবিষ্যৎ বিপদের ঝুঁকি নেওয়া; দৈবের হাতে জিম্মি হওয়া।
  • English Word hostel Bengali definition [হসট্‌ল্] (noun) যে ভবনে (কর্তৃপক্ষের আনুকূল্যে) ছাত্রছাত্রী, প্রশিক্ষার্থী প্রভৃতির জন্য আহার ও বাসস্থানেরব্যবস্থা করা হয়; ছাত্রাবাসyouth hostel অবকাশযাপনকালে তরুণদের ব্যবহারের জন্য অতিথিশালাবিশেষ; যুবনিবাস। hosteller [হস্‌টালা(র্)] (noun) ছাত্রাবাস থেকে ছাত্রাবাসে, বিশেষত যুবনিবাস থেকে যুবনিবাসে পর্যটনরত ব্যক্তি; যুবনিবাসবিহারী।
  • English Word hostess Bengali definition [হোউস্‌টিস্‌] (noun) (১) আমন্ত্রয়িত্রী; আতিথ্যকর্ত্রী; গৃহকর্ত্রী(২) সরাইওয়ালি; হোটেলওয়ালি
  • English Word hostile Bengali definition [হস্‌টাইল্ America(n) হস্‌ট্‌ল্] (adjective) (১) শত্রুপক্ষীয়; বৈরী: a hostile army, শত্রুবাহিনী। (২) প্রতিকূল; বৈরী; বিদ্বেষী; শত্রুভাবাপন্ন: a hostile crowd; hostile looks; hostile to reform. hostilely (adverb) বৈরীভাবে।
  • English Word hostility Bengali definition [হস্‌টিলাটি] (noun) [uncountable noun] বৈর; বৈরিতা; বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা: feelings of hostility; show hostility to somebody. (plural hostilities) যুদ্ধবিগ্রহ; যুদ্ধাবস্থা; বৈরিতা: open/suspend hostilities.
  • English Word hot Bengali definition [হট্] (adjective) (hotier, hottest) (১) গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণbe in/get into hot water (বোকামির দরুন) মুশকিলে পড়া; হতশ্রদ্ধ/অশ্রদ্ধেয় হওয়া। be/get hot under the collar ক্ষুব্ধ/রুষ্ট/উত্তেজিত হওয়া; মেজাজ খারাপ হওয়া। make a place/make it too hot for somebody (লাক্ষণিক) কারো বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তুলে তাকে স্থানত্যাগে বাধ্য করা। (২) ঝাল; ঝাঁজালো: Do you like hot dish? (৩) উগ্র; উত্তেজিত; তীব্র; চণ্ড; প্রচণ্ড; প্রবল: get hot over an argument; a man with a hot temper. be hot on the trail of somebody/on somebody’s tracks পায়ে পায়ে পশ্চাদনুসরণ/পশ্চাদ্ধাবন করা। (৪) (শিকারে পশুর গন্ধ) তীব্র ও টাটকা(৫) (সংগীত, বিশেষত জাজ) আবেগোদ্দীপ্ত এবং দ্রুততালের; উচ্চণ্ড(৬) (কথ্য, চোরাই মাল) (হদিস করার জন্য পুলিশের দৃঢ়সংকল্প তৎপরতার মুখে) বিলিব্যবস্থা/হজম করা কঠিন; গরম(৭) (adverb হিসেবে) (ক) সম্প্রতি; টাটকা: hot off the press, নিচে hot news দ্রষ্টব্য । (খ) blow hot and cold (লাক্ষণিক) একবার গরম একবার নরম হওয়া। (গ) give it somebody hot উত্তম শিক্ষা/উত্তমমধ্যম দেওয়া। (৮) (noun(s) ও participle- সহ বিশিষ্ট প্রয়োগ) hot-air balloon (noun) দ্রষ্টব্য balloon. hotbed (noun) উদ্ভিদের দ্রুত প্রবৃদ্ধির জন্য পচা সার প্রয়োগে উত্তপ্ত কেয়ারি বা বীজতলা; সারালো জমি; (লাক্ষণিক) উর্বর ক্ষেত্র/লালনভূমি: a hotbed of vice/crime. hot-blooded (adjective) সহজে আবেগোদ্দীপ্ত হয় এমন; উদ্দামপ্রকৃতি। hotcross bun (noun) গুড ফ্রাইডে-পর্বে ভক্ষণকৃত ক্রুশচিহ্নিত পিঠাবিশেষ। hotdog (noun) স্যান্ডউইচের মধ্যে পিঁয়াজ ও সরিষাসহযোগে খাওয়ার জন্য সসেজবিশেষ। hotfoot (adverb) ব্যগ্রপদে; ক্ষিপ্তগতিতে: run hot after the pickpocket. □ (verb intransitive) তাড়াতাড়ি পা চালিয়ে যাওয়া: hot it down to the station. hotgospeller (noun) (কথ্য) অত্যুগ্র খ্রিস্টীয় ধর্মপ্রচারক। hothead (noun) মাথাগরম লোক; খ্যাপা। hot-headed (adjective) মাথাগরম; খ্যাপা। hot-house (noun) কোমল প্রকৃতির উদ্ভিদের চাষের জন্য সাধারণত কাচনির্মিত; উত্তাপিত ঘর; উষ্ণোদ্যান। hot line (noun) রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেমন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা (টেলিফোন বা টেলিপ্রিন্টার); প্রত্যক্ষ যোগাযোগসূত্র; সরাসরি সংযোগ। hot money (noun) [uncountable noun] সুদের উচ্চহার এবং নিরাপত্তার লোভে এক অর্থব্যবস্থাপনা কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ফটকাবাজারিদের দ্বারা স্থানান্তরিত স্বল্পমেয়াদি তহবিল; গরম টাকা। অপিচ উপরে ৬ দ্রষ্টব্য hot news (noun) [uncountable noun] সাম্প্রতিক (বিশেষত চাঞ্চল্যকর) সংবাদ, গরম/টাটকা খবরhotplate (noun) রান্নার চুল্লির সমতল উপরিভাগ; রান্না করা, জল ফোটানো ইত্যাদি উদ্দেশ্যে গরম করা যায় (যেমন বৈদ্যুতিকভাবে) এমন অনুরূপ কোনো তল (যা চুল্লির অংশ নয়); তাপফলক। hotpotato (noun) (লাক্ষণিক কথ্য) এমন কোনো বিষয় যার বিহিত করা দুরূহ বা অপ্রীতিকর: a political hot. hotrod (noun) (America(n) অপশব্দ) সুপারচার্জারযুক্ত গাড়ি; অত্যাহিত গাড়ি। the hot seat (noun) (১) (খুনিদের বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করতে) বৈদ্যুতিক চেয়ার(২) (লাক্ষণিক) যেসব পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অনেক সময় দুরূহ যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে হয়, যেমন রাষ্ট্রপ্রধানদেরhot stuff (noun) [uncountable noun] (অপশব্দ) (ব্যক্তি বা বস্তু) খাসা মাল। hot-tempered (adjective) বদমেজাজ; রগচটা; খিটখিটে; উগ্রস্বভাব। hot-water-bottle (noun) উষ্ণতার জন্য গরম পানি ভরে শয্যার নিচে রাখার (সচরাচর রাবারের) আধারবিশেষ; গরম জলের বোতল। (verb transitive), (verb intransitive) (hotted, hotting, hots) hot (something) up (কথ্য) তাতা; তেতো/গরম হয়ে ওঠা; (লাক্ষণিক) অধিকতর উত্তেজনাপূর্ণ হওয়া: The situation is hotting up. hotly (adverb) সরোষে; উত্তেজিতভাবে; উগ্রভাবে; তীব্রভাবে: He replied hot..., a hot debated question.
  • English Word hotchpotch Bengali definition [হচ্‌পচ্‌] (noun) জগাখিচুড়ি: That article is a hotchpotch of halfbaked ideas.
  • English Word hotel Bengali definition [হোউটেল] (noun) ('a' বা 'an') হোটেল; উত্তরণশালাhotelier [হোউটেলিএই America(n) হোউটেল্‌ইয়েই] (noun) হোটেলওয়ালা; হোটেল-মালিক; হোটেলরক্ষক।
  • English Word hotspot Bengali definition [হটস্পট] (noun) কোনো ওয়াইফাই রাউটারের মাধ্যমে প্রেরিত রেডিও তরঙ্গ যতটুকু জায়গাজুড়ে বিস্তৃত, ততটুকু বিস্তৃতিই হটস্পট (সাধারণত বিমানবন্দর, তারকাযুক্ত হোটেল, ট্রেন স্টেশন হটস্পট হয়ে থাকে); ওয়াইফাই জোন; হটস্পট; Local hotspots are in any case more likely at cellphone frequencies.
  • English Word hound Bengali definition [হাউন্‌ড্] (noun) শিকার বা দৌড়ের জন্য ব্যবহৃত কয়েক জাতের কুকুর; শিকারি কুকুর; ডালকুত্তা: fox hound; blood hound, grey hound (শুধু hound বললে সচরাচর foxhound- কেই বোঝায়)। follow the hounds; ride to hounds ডালকুত্তার ঝাঁক নিয়ে শিকার করা। Master of Hounds (ব্রিটেনে ঘোড়া ও কুকুর নিয়ে নিয়মিতভাবে শিয়াল ও হরিণ শিকারকালে) শিকারিদলের নেতা; সর্দার শিকারি। (verb transitive) ডালকুত্তা নিয়ে শিকার/তাড়া/অনুধাবন করা; হয়রানি/হেনস্তা/পীড়িত করা: be hounded by one’s creditors.
  • English Word hour Bengali definition [আউআ(র)] (noun) (১) দিনের চব্বিশ ভাগের একভাগ; ঘণ্টা; সময়: the happiest hours of her life. at the eleventh hour শেষ মুহূর্তে। the small hours রাত তিনটা বা চারটা; রাতের শেষ প্রহর। hourglass (noun) বালিঘড়ি। hour hand (noun) ঘণ্টার কাঁটা। (২) দিনাংশ; নির্দিষ্ট কালপরিমাণ; ঘণ্টা: to strike the hours; at an early hour, সকাল সকাল; at all hours of the day andnight; অবিরাম; অষ্টপ্রহর। (৩) (plural) (বিশেষত কাজের) নির্ধারিত সময়: school hours; office hours. after hours কাজের সময়ের পরে; অফিসের পরে। out of hours কাজের সময়ের বাইরে বা আগেপরে। leep good/ bad/early/late/ regular, etc hours যথাসময়ে/দেরিতে/সকাল সকাল ঘুম থেকে ওঠা/ঘুমানো; কাজ শুরু/শেষ করা; বেরোনো/ফেরা ইত্যাদি; সময়স্রোতের কোনো নির্দিষ্ট বিন্দু; বর্তমান সময়: questions of the hour, বর্তমানের/আজকের প্রশ্ন: in the hour of danger, বিপৎকালে; in a good/an evil hour, সুসময়/দুঃসময়ে।
  • English Word houri Bengali definition [হুআরি] (noun) হুরি
  • English Word hourly Bengali definition [আউআলি] (adverb) (১) প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার(২) যেকোনো মুহূর্তে: They are expecting news hour. □ (adjective) (১) প্রতি ঘণ্টায় ঘটে বা করা হয় এমন; ঘণ্টা-অন্তর: an hour bus service. (২) অবিরাম: live in hour dread of bombing.
  • English Word house 1 Bengali definition [হাউস্‌] (plurals [হাউজিজ্‌]) (noun) (১) গৃহ; বাড়ি; ঘরবাড়ি; ভবন। দ্রষ্টব্য home 1 (১). get on like a house on fire (মানুষ) চট করে বন্ধুত্ব/মনের মিল হয়ে যাওয়া। under house arrest গৃহবন্দি। (২) (সাধারণত কোনো prefix-যোগে) কোনো উদ্দেশ্য বা কার্যোপলক্ষে নির্মিত বাড়ি: hen house; cow house; store house; ware house; alms house; bake house; custom house etc. উক্ত ভুক্তিসমূহ দ্রষ্টব্যthe House of God গির্জা; ভজনালয়; খোদার ঘর। house of cards তাসের ঘর। on the house সরাই, কোম্পানি ইত্যাদির নিজ খরচে। (৩) ব্যবস্থাপকসভা; সংসদ ভবন: the House of Commons, লোকসভা: the House of Lords, লর্ডসভা: The House of Parliament, ব্যবস্থাপকসভা। the House (কথ্য, British/Britain) (ক) পরিপণভবন (স্টক এক্সচেঞ্জ)। (খ) লোকসভা বা লর্ডসভা: enter the House, ব্যবস্থাপকসভার সদস্য হওয়া। (গ) (America(n)) প্রতিনিধিপরিষদ। (ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান। (৪) [uncountable noun] keep house ভালো খাবারদাবার এবং প্রচুর আরাম-আয়েশের ব্যবস্থা করাkeep open house যেকোনো সময়ে অতিথিসৎকারে প্রস্তুত থাকা। set/put one’s house in order (নিজের) ঘর সামলানো/পরিপাটি করা। (৫) সংসার; পরিবার-পরিজন; বংশ; রাজবংশ: The House of Windsor, ব্রিটিশ রাজবংশ: an ancient house; an old trading house, প্রাচীন ব্যবসায় প্রতিষ্ঠান। (৬) রঙ্গালয়ের দর্শকমণ্ডলী; শ্রোতৃবৃন্দ; প্রেক্ষাগৃহ: a full house. পূর্ণ প্রেক্ষাগৃহ; The second house (= performance) starts... , দ্বিতীয় প্রদর্শনী/অনুষ্ঠান… bring down the house; bring the house down তুমুল করতালি ও সমর্থন লাভ করা। (৭) (যৌগশব্দ) houseagent (noun) (British/Britain) বাড়ি বিক্রি ও ভাড়া দেওয়ার দালাল; বাড়ির আহিলদার। দ্রষ্টব্য (America(n)) realtor. housboat (noun) বসবাস করার জন্য সুসজ্জিত নৌকা; বজরা। housebound (adjective) গৃহানুবদ্ধ (যেমন স্বাস্থ্যহীনতার দরুন): housebound women and children. housebreaker (noun) (ক) চুরি করার জন্য যে দিনের বেলায় অন্যের ঘরে প্রবেশ করে; গৃহতস্কর; গৃহভেদক। দ্রষ্টব্য burglar.(খ) (America(n) = house wrecker) পুরনো বাড়ি ভাঙার জন্য নিযুক্ত শ্রমিক; গৃহভঞ্জক। housecoat (noun) দিনের বেলায় বাড়িতে মেয়েদের পরার সুতি বা রেশমি কোট। housecraft (noun) [uncountable noun] গার্হস্থ্যবিদ্যা। housedog (noun) বাড়ি পাহারা দেওয়ার জন্য প্রশিক্ষিত কুকুর; গৃহকুকুর; পাহারাদার কুকুর। house-father (noun) কোনো প্রতিষ্ঠানে শিশুদের দায়িত্বে নিযুক্ত ব্যক্তি; শিশুপালক; শিশুরক্ষক। houseflag (noun) কোম্পানিবিশেষের জাহাজে ওড়ানো পতাকা; কোম্পানির পতাকা। উপরে ৫ দ্রষ্টব্য housefly (noun) (plural houseflies) দ্রষ্টব্য fly 1. houseful [হাউসফুল্‌] (noun) একঘর (পরিমাণ)। household (noun) সংসার; পরিবার-পরিজন; গৃহজন: house hold cavalry/troops, (রাজা বা রানির) প্রাসাদরক্ষী অশ্বারোহী বাহিনী/সেনাদল; house hold duties, গৃহকার্য; গৃহব্যাপার; house hold expenses, সংসারখরচ। household word সচরাচর ব্যবহৃত শব্দ বা নাম; ঘরোয়া/সুপরিচিত শব্দ। householder (noun) যে ব্যক্তি নিজস্ব বা ভাড়াটে বাড়িতে বাস করে, হোটেলে বা অন্যের সঙ্গে ঘর ভাড়া করে থাকে না; গৃহস্বামী; গৃহাধিকারী। housekeeper (noun) সংসারের কাজকর্ম দেখাশোনার জন্য নিযুক্ত ব্যক্তি; গৃহরক্ষক। houselights (noun) (plural) রঙ্গালয়: সিনেমা ইত্যাদি প্রেক্ষাগৃহে ব্যবহৃত বাতিবিশেষ। housemaid (noun) (প্রধানত ঘরদোর পরিষ্কার করার জন্য) গৃহপরিচারিকা। housemaid’s knee (হাঁটু গেঁড়ে বসার জন্য) জানুপ্রদাহ। houseman [হাউসমান্‌] (noun) (plural housemen) (British/Britain) হাসপাতালে চিকিৎসক বা শল্যবিদের সহকারী (America(n) = intern); আবাসিক সহকারী। house martin (noun) মামুলি পাখিবিশেষ; যা বাড়ির দেওয়ালে বা পাহাড়ের গায়ে বাসা বাঁধে; আবাবিল। housemaster (noun) স্কুলের ছাত্রাবাসের দায়িত্বে নিয়োজিত শিক্ষক; গৃহাধ্যক্ষ। housemother (noun) কোনো প্রতিষ্ঠানে শিশুদের দায়িত্বে নিয়োজিত মহিলা; শিশুরক্ষিকা। houseparty (noun) গ্রামস্থ বাড়িতে কয়েক দিনের জন্য আমন্ত্রিত অতিথিদের আনন্দোৎসব; সাংবাসিক সমাবেশ। house physician (noun) (হাসপাতালে) আবাসিক চিকিৎসক। houseproud (adjective) গৃহব্যাপারে অত্যন্ত যত্নশীল; গৃহব্রতী; গৃহগর্বী। houseroom (noun) স্থান; ঠাঁই: He wouldn't give that chest house room, উপহার হিসেবেও গ্রহণ করতে নারাজ। house sparrow (noun) ছাতার। house surgeon (noun) (হাসপাতালে) আবাসিক শল্যবিদ। housetop (noun) গৃহচূড়া; গৃহশীর্ষ: cry/publish/proclaim something from the house tops, কোনোকিছু তারস্বরে/প্রকাশ্যে/ঢাকঢোল পিটিয়ে ঘোষণা/প্রচার করা। house-trained (adjective) (গৃহপালিত জীবজন্তু) বাড়ির ভেতরে যাতে মলমূত্রত্যাগ না-করে সেইভাবে শিক্ষাপ্রাপ্ত। house-warming (noun) গৃহপ্রবেশ। housewife (noun) (ক) গৃহকর্ত্রী; গৃহবধূ। (খ) [হাজিফ্] (সেকেলে) সুচ-সুতা রাখার পাত্র। housewifely (adjective) গৃহিণীসুলভ; গৃহস্থালিসংক্রান্ত। housewifery [হাউস্‌ওয়িফারি] (noun) [uncountable noun] গৃহিণীপনা। housework (noun) [uncountable noun] গৃহকর্ম। দ্রষ্টব্য home 1 (৭) ভুক্তিতে homework.