Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word effect Bengali definition [ইফেক্‌ট্‌](noun) [noun] (১) [Countable noun, Uncountable noun] ফলাফল; পরিণতি; প্রভাব: Our advice had no effect on him. the effects of medicine. of no effect, বৃথা; কাজে না-আসা। in effect. (ক) কার্যত; সত্যিকার অর্থে। (খ) (নিয়মকানুন) কার্যকর: The law is still in effect. bring/carry/put something into effect কার্যে পরিণত করা; কার্যকর করা। come into effect কার্যে পরিণত হওয়া: Your plan did not come into effect. give effect to সক্রিয় করা; পরিণতির দিকে এগিয়ে নেওয়া। take effect (ক) উদ্দিষ্ট ফলাফল পাওয়া। (খ) বলবৎ হওয়া; সক্রিয় হওয়া। (২) [Countable noun, Uncountable noun] দর্শক; শ্রোতা; পাঠকের মনে প্রতীতি জন্মানো(৩) to this/that effect এই/সেই অর্থেto the effect that বর্ণনাবহ: He has received a cable to the effect that….. to the same effect, একই মর্মে। (৪) (plural) দ্রব্য; সম্পদ: personal effects. no effects (সংক্ষেপে N/E) জমাকারীর হিসাবে টাকা না-থাকলে চেক ফেরত দেওয়ার সময় ব্যাংক কর্মচারীরা চেকের উপর ওই কথাগুলো লিখে রাখেন। □ (verb transitive) কার্যকর করা; সম্পাদন করা; ফলপ্রসূ করা।
  • English Word effective Bengali definition [ইফেক্‌টিভ্‌] (adjective) (১) ফলপ্রসূ; কার্যকর: effective measures. (২) মনে দাগ কাটতে সক্ষম: an effective scheme. (৩) বাস্তবিক; বিদ্যমান: the effective membership. effectively (adverb) কার্যকরভাবে। effectiveness (noun) কার্যকারিতা।
  • English Word effectual Bengali definition [ইফেক্‌চুআল্‌] (adjective) (ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়) সার্থক: an effectual measure. effectually [ইফেক্‌চুআলি] (adverb) effectualness (noun)
  • English Word effeminate Bengali definition [ইফেমিনাট্] (adjective) (পুরুষদের ক্ষেত্রে, নিন্দার্থে) মেয়েলি (স্বভাবের): an effeminate manner/voice/walk. effeminacy [ইফেমিনাসি] [noun] [Uncountable noun] মেয়েলিস্বভাব; মেয়েলিপনা
  • English Word effendi Bengali definition [এফেন্‌দি] (noun) (আরবদেশে) শিক্ষিত অথবা ক্ষমতাশালী ব্যক্তি; (তুরস্কে) মহাশয়।
  • English Word effervesce Bengali definition [এফাভাস্‌] (verb intransitive) বুদ্বুদ নির্গত করা; (গ্যাসের ক্ষেত্রে) বুদ্বুদ আকারে ছাড়া; (লাতিন) (ব্যক্তি) আনন্দে উচ্ছ্বসিত। effervescence [এফাভেসনস্] [noun] [Uncountable noun] ভাবোচ্ছ্বাস; চরম উত্তেজনা। effervescent [এফাভাসনট্] (adjective) উচ্ছ্বাসপ্রবণ; উৎফুল্ল।
  • English Word effete Bengali definition [ইফীট্] (adjective) জীর্ণ; ক্ষীণ; দুর্বল: effete culture. effeteness (noun) বিলুপ্তি; জীর্ণতা।
  • English Word efficacious Bengali definition [এফিকেইশাস্‌] (adjective) (ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় না) ঈপ্সিত ফল দিতে সক্ষমefficaciously (adverb) efficacy [এফিকাসি] [noun] [Uncountable noun] ফলপ্রসূতা।
  • English Word efficient Bengali definition [ইফিশ্‌নট্] (adjective) (১) (ব্যক্তি) সুদক্ষ(২) কার্যকর: efficient method. efficiently (adverb) দক্ষভাবে; দক্ষতার সঙ্গে। efficiency [ইফিশনসি] (noun) দক্ষতা।
  • English Word effigy Bengali definition [এফিজি] (noun) (Plural) effigies) [Countable noun] কোনো ব্যক্তির পুত্তলিকা; প্রতিমূর্তি (কাঠ, পাথর ইত্যাদিতে তৈরি)। in effigy প্রতীক হিসেবে: burn a person in effigy, ঘৃণার প্রতীকরূপে কুশপুত্তলিকা দাহ করা।
  • English Word efflorescence Bengali definition [এফলারেস্‌ন্‌স্‌ ‌] [noun] [Uncountable noun] (আনুষ্ঠানিক) কুসুমের কাল; পুষ্পবিকাশ; ফুল-ফোটাefflorescent [এফলারেস্‌ন্‌ট্‌] (adjective) পুষ্পিত; ফুল ফুটছে এমন।
  • English Word effluent Bengali definition [এফলুআনট্] [noun] (১) [Countable noun] স্রোতোধারা(২) [Uncountable noun] কল-কারখানা থেকে নির্গত ময়লা পানি
  • English Word efflux Bengali definition [এফলাক্‌স্‌] [noun] [Uncountable noun] গ্যাস/তরল পদার্থের উৎসরণ; উৎসরণশীল বস্তু
  • English Word effort Bengali definition [এফাট্] [noun] [Uncountable noun] প্রচেষ্টা; শক্তিপ্রয়োগ: I can do it without effort. effortless (adjective) উদ্যমহীন; বিনাপ্রচেষ্টায়।
  • English Word effrontery Bengali definition [ইফান্‌টারি] [noun] [Uncountable noun] ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস। [Countable noun] (Plural) effronteries): How can you have the effrontery to ask for another loan?
  • English Word effusion Bengali definition [ইফিউজন্‌] (noun) (১) (তরল পদার্থের, যেমন রক্তের) উৎসরণ; নির্গমন(২) [Countable noun] (অপ্রতিরোধ্য) ভাবোচ্ছ্বাস: emotional effusion.
  • English Word effusive Bengali definition [ইফিঊসিভ] (adjective) উচ্ছ্বাসপ্রবণ; আবেগপ্রবণeffusively (adverb) effusiveness (noun) আবেগপ্রবণতা।
  • English Word eft Bengali definition [এফট] (noun) গোসাপ
  • English Word egalitarian Bengali definition [ইগ্যালিটেআরিআন্‌] (noun), (adjective) (ব্যক্তির ক্ষেত্রে) সমতাবাদী; যিনি সব নাগরিকের সমান অধিকার ও সমান সুযোগ-সুবিধার নীতি বিশ্বাস করেন। তুলনীয় elitist. egalitarianism [ইগ্যালিটেআরিইজাম্] (noun) সমতাবাদ।
  • English Word egest Bengali definition [ইজেসট্] (verb) দেহের ভেতর থেকে বের করা; নিঃসরণ করা; খুলে ফেলা. egestion (noun) নিঃসরণ egestive (adjective)
  • English Word egg 1 Bengali definition [এগ্‌] (noun) ডিম; ডিম্বকোষa bad egg (কথ্য) অযোগ্য অথবা অসৎ ব্যক্তি। as sure as eggs (কথ্য) নিঃসন্দেহে। in the egg অঙ্কুরোদ্গমকালে; প্রাথমিক পর্যায়ে; অবিকশিত। put all one’s eggs in one basket কোনো বিষয়ে নিজের যথাসর্বস্ব নিয়োগ করে ঝুঁকি নেওয়া। teach one’s grandmother to suck eggs অধিকতর বিজ্ঞ ব্যক্তিকে পরামর্শ দেওয়া। egg-cup (noun) সিদ্ধ ডিম ধারণের উপযোগী ছোট কাপ। egg-head (noun) (কথ্য) বুদ্ধিজীবী; তাত্ত্বিক। eggplant (noun) বেগুনজাতীয় গাছ। eggshell (noun) ডিমের খোলা। egg-whisk (noun) ডিম ফেটানোর পাত্র।
  • English Word egg 2 Bengali definition [এগ্‌] (verb transitive) egg somebody on প্ররোচিত করা
  • English Word eglantine Bengali definition [এগলান্‌টাইন্‌] [noun] [Uncountable noun] একজাতীয় গোলাপফুল; বনগোলাপবিশেষ
  • English Word ego Bengali definition [এগোউ America(n) ঈগোউ] (noun) (the) ego (মনোবিজ্ঞান) অহংবোধ; স্বাতন্ত্র্যবোধ; আত্মমর্যাদাegotrip (noun) (কথ্য) আত্মকেন্দ্রিকতা। □ (verb intransitive) আত্মকেন্দ্রিক হয়ে কাজ করা।
  • English Word egocentric Bengali definition [এগোউসেন্ট্রিক্ America(n) ঈগোউসেন্ট্রিক্] (adjective) আত্মকেন্দ্রিক; অহংসর্বস্ব
  • English Word egoism Bengali definition [এগোউইজাম্‌ America(n) ঈগোউইজাম্‌] [noun] [Uncountable noun] (১) (দর্শন) নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠতর বা অধিকতর গুরুত্বপূর্ণ মনে করার মানসিকতা; আত্মাভিমান(২) আত্মবাদ, দ্রষ্টব্য altruism. egoist [এগোউইস্‌ট্‌] (noun) অহংবাদী; আত্মবাদী। egoistic [এগোউইস্‌টিক্ America(n) ঈগোউইস্‌টিক্] egoistical [এগোউক্ল্] (adjective) অহংবাদী; অহংকারী।
  • English Word egotism Bengali definition [এগোউটিজাম America(n) ঈগোউটিজাম] [noun] [Uncountable noun] আত্মপ্রচারegotist [এগোউটিসট্] আত্মপ্রচারক; স্বার্থপর ব্যক্তি। egotistic [এগাটিস্‌টিক্ America(n) ঈগ্‌টিস্‌টিক্] (adjective) আত্মশ্লাঘাপূর্ণ। egotistically [ঈগ্‌টিস্‌টিক্‌লি] (adverb) আত্মশ্লাঘাপূর্ণভাবে।
  • English Word egregious Bengali definition [ইগ্রীজিআস্] (adjective) (আনুষ্ঠানিক) কুখ্যাত; অসাধারণ (খারাপ ব্যক্তি অথবা খারাপ কিছু): egregious folly.
  • English Word egress Bengali definition [ঈগ্রেস্] (noun) (আনুষ্ঠানিক) [Uncountable noun] বহির্গমনের (অধিকার); প্রস্থান
  • English Word egret Bengali definition [ঈগ্রেট্] (noun) পিঠ ও লেজে সুন্দর ও লম্বা পালকবিশিষ্ট এক প্রকারের সারস পাখি