Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Easter Bengali definition [ইসটা(র্‌)] (noun) খ্রিস্টান ধর্মমতে কবর থেকে যিশুর পুনরুত্থান উপলক্ষে ২১ শে মার্চ বা তৎপরবর্তী রবিবারে যে অনুষ্ঠান পালিত হয়: Easter day; Easter sunday; Easter week; the Easter holidays. Easter egg (noun) ইস্টার উৎসব উপলক্ষে ব্যবহৃত রঞ্জিত ডিম বা চকোলেটের তৈরি ডিম।
  • English Word easterly Bengali definition [ঈস্‌টালি] (adjective) পূর্বদিকস্থ; পূর্বদিক থেকে আগত (বায়ু)। □(adverb) পূর্বাভিমুখে: in an easterly direction. □ (noun) (plural easterlies) পুবালি বাতাস।
  • English Word eastern Bengali definition [ঈস্‌টান্‌] (adjective) পূর্বদিকের; পূর্বদেশীয়; প্রাচ্যদেশ সম্পর্কীয়; প্রাচ্যবাসীeastern block সোভিয়েত ইউনিয়নের নীতি সমর্থনকারী পূর্ব ইউরোপীয় দেশসমূহের গোষ্ঠী। the Eastern church প্রাচ্যদেশীয় গির্জা; গ্রিস; পূর্ব ইউরোপ; রাশিয়া প্রভৃতি দেশসমূহে যে খ্রিস্টীয় মতবাদ প্রচলিত। the Eastern Hemisphere পূর্বগোলার্ধ; আফ্রিকা; এশিয়া ও ইউরোপ। eastern most [ঈস্‌টান্‌মৌস্‌ট্] (adverb) সর্বাপেক্ষা পূর্বদিকের।
  • English Word easy Bengali definition [ঈজি] (adjective) (easier, easiest) (১) অনায়াস; সহজ; স্বচ্ছন্দ; অবাধ(২) আরামদায়ক; যন্ত্রণা; ঝঞ্ঝাট বা উদ্বেগ থেকে মুক্ত; স্বস্তিপূর্ণ ও শান্তিপূর্ণan easy chair আরামকেদারা। on easy terms সহজ শর্তে; (কোনো দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে) কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে। easy of access সহজে প্রবেশাধিকার লাভ করা যায় এমন। easy on the ear/eye শুনতে বা দেখতে প্রীতিকর। easy come, easy go (অর্থ বা টাকা-পয়সা) সহজে অর্জিত; সহজে ব্যয়িত। easy going (ব্যক্তি) অলস, শান্ত, ধীর; যেমন চলছে তাতেই সন্তুষ্ট। easy manners সহজ আচরণ বা চালচলন। (৩) (বাণিজ্য) (পণ্যদ্রব্য ও অর্থঋণ) সহজলভ্য। □(adverb) সহজভাবে। take it easy (আদেশ) বেশি পরিশ্রম বা তাড়াহুড়া কোরো না। go easy on/with অতিরিক্ত ব্যয় না করা। Easier said than done (প্রবাদ) বলা সহজ কিন্তু করা কঠিন। stand easy! (কুচকাওয়াজ আদেশ), দ্রষ্টব্য ease 1; ‘আরামে দাঁড়াও’ অবস্থার চেয়ে বেশি নড়াচড়া করা যায় এমনভাবে দাঁড়ানোর আদেশeasily [ঈজালি] (adverb) (১) সহজে; আয়াসহীনভাবে(২) নিঃসন্দেহে: Bushra is easily the prettiest girl in the class. (৩) সম্ভবত: That may easily be the case.
  • English Word eat Bengali definition [ঈট্] (verb transitive), (verb intransitive) (past tense ate [এট্ America(n) এইট্] past participle eaten [ঈট্‌ন্‌]) (১) খাওয়া; আহার করা; ভক্ষণ বা ভোজন করা; গলাধঃকরণ করাto eat (up) সম্পূর্ণ খেয়ে বা গিলে ফেলা: The mother told the child to eat up his food. eat one’s head off (বিশেষত প্রাণী সম্বন্ধে) পশুকে খাওয়ানোর খরচ সেই পশুর মূল্যমানের অধিক হওয়া। eat one’s heart out নীরবে যন্ত্রণাদগ্ধ হওয়া; মরমে মরা। eat one’s words কথায় ভুল ছিল তা স্বীকার করা; কথা ফিরিয়ে নেওয়া। (২) ক্রমশ ক্ষয় করা বা ক্ষয় হওয়া: The acid has eaten away/into/through the metal; (লাক্ষণিক) সম্পূর্ণরূপে গ্রাস করা: He is eaten up with jealousy. eating-apple (noun) কাঁচা অবস্থায় খাওয়ার উপযোগী আপেল। eating-house (noun) ভোজনশালা; রেস্তোরাঁ; যে দোকানে বসে খাওয়া যায়। eats (noun) (plural) (অপশব্দ) রান্না করা বা তৈরি খাদ্য; There were plenty of eats. eatable (adjective) খাওয়ার যোগ্য; ভক্ষণযোগ্য। □(noun) (সাধারণত plural) খাদ্যদ্রব্য বিশেষত কাঁচা। eater (noun) (১) ভক্ষণকারী(২) না-রেঁধে খাওয়ার উপযুক্ত ফল, যেমন আপেল, নাশপাতি
  • English Word eau Bengali definition [ওউ] (noun) eau de cologne [ওউ ডা কলোউন্‌] [ফরাসি] জার্মানির কোলন নগরীতে তৈরি সুগন্ধিবিশেষ; ওডিকোলন
  • English Word eaves Bengali definition [ঈভ্‌জ্‌] (noun) ছাঁইচ; ছাদ বা চালের প্রান্তভাগ; ঘরের ছাদের প্রলম্বিত অংশ
  • English Word eavesdrop Bengali definition [ঈভজ্‌ড্রপ] (verb intransitive) (eavesdropped, eavesdropping, eavesdrops) (১) eavesdrop (on) আড়িপাতা; গোপনে অন্যের কথা শোনাeavesdropper (noun) যিনি আড়ি পাতেন।
  • English Word ebb Bengali definition [এব্‌] (verb intransitive) (১) ভাটা পড়া; জোয়ারের জল নেমে যাওয়া(২) (লাক্ষণিক) কমে যাওয়া: His luck is beginning to ebb. □ (noun) (১) ভাটা(২) (লাক্ষণিক) অবনতি; অধোগতি; মন্দা: His fortune is at low ebb now. ebb tide (noun) ভাটা; ভাটার টান বা স্রোত।
  • English Word ebola Bengali definition [ইবোলা] (noun) ইবোলা ভাইরাস ডিজিজ, ইবোলা হেমোরেজিক ফিভার, ইবোলা অথবা এবোলা হল ইবোলা ভাইরাসঘটিত প্রাণঘাতী মনুষ্য রোগ। সর্বপ্রথম ১৯৭৬ সালে এ ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়; Scientists have proved that ebola is not a death sentence. ebolanoia [ইবোলানুইআ] (noun) (ebola আর paranoia মিলে তৈরি; বিকল্প বানান ebola-noia) ইবোলা ভাইরাস ভীতি; ইবোলানুইয়া: Let’s try to keep ebola under control. ebolanoid (adjective)
  • English Word ebonite Bengali definition [এবানাইট্] [noun] [Uncountable noun] (বাণিজ্য) কঠিনকৃত কালো রাবারবিশেষ
  • English Word ebony Bengali definition [এবানি] [noun] [Uncountable noun] আবলুস কাঠ। □(adjective) আবলুস কাঠের তৈরি; আবলুস কাঠের মতো কালো।
  • English Word ebullient Bengali definition [ইবালিআন্‌ট্‌] (adjective) উচ্ছ্বসিতebullience [ইবালিআন্‌স্‌] (noun) উচ্ছ্বাস।
  • English Word eccentric Bengali definition [ইক্‌সেন্‌ট্রিক] (adjective) (১) (কোনো ব্যক্তি বা তার আচরণ) অদ্ভুত; অস্বাভাবিক; খামখেয়ালি; পাগলাটে(২) (বৃত্ত) ভিন্নকেন্দ্রী। □(noun) (১) eccentric person অদ্ভুত স্বভাবের; পাগলাটে বা খামখেয়ালি লোক(২) (বল) ঘূর্ণায়মান গতিকে অগ্রপশ্চাৎ গতিতে রূপান্তরিত করার কৌশল
  • English Word eccentricity Bengali definition [এক্‌সেনট্রিসাটি] [noun] (১) [Uncountable noun] খামখেয়ালিপনা; অস্বাভাবিকতা। [Countable noun] (plural eccentricities) এ ধরনের আচরণ বা অভ্যাস।
  • English Word ecclesiastic Bengali definition [ইক্লীজিঅ্যাস্‌টিক্] (noun) পুরোহিত, বিশেষত খ্রিস্টান ধর্মযাজক; পাদরিecclesiastical [ইক্লীজিঅ্যাস্‌টিক্ল্] (adjective) গির্জা বা যাজক সম্পর্কীয় (অপিচ acclesiastic). ecclesiastically (adverb)
  • English Word echelon Bengali definition [এশালন্‌] (noun) (১) ক্ষমতা বা দায়িত্বের স্তর: the higher echelons of the bureaucracy. (২) সৈন্যদল, রণতরি, বিমান প্রভৃতির সোপানবৎ বিন্যাস
  • English Word echo 1 Bengali definition [একোউ] (noun) (plural echoes [একোউজ্]) (১) [Countable noun, Uncountable noun] প্রতিধ্বনি; অনুরণনecho-chamber প্রতিধ্বনি তৈরি করতে স্বাভাবিক বা কৃত্রিম স্থান। echo-sounding প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা বা পানির নিচের কোনো বস্তুর উপরিভাগ থেকে দূরত্ব পরিমাপের পদ্ধতিecho-sounder (noun) এই কাজে ব্যবহৃত যন্ত্র। (২) (বক্তব্য) পুনরুক্তি; অনুকরণ
  • English Word echo 2 Bengali definition [একোউ] (verb intransitive), (verb transitive) echo (back) (১) (স্থান সম্বন্ধে) প্রতিধ্বনি করা বা হওয়া(২) (শব্দ) প্রতিধ্বনিত বা অনুরণিত হওয়া(৩) পুনরাবৃত্তি বা অনুকরণ করা; পুনরুক্ত হওয়া
  • English Word éclat Bengali definition [এইক্লা America(n) এইক্লা] [noun] [Uncountable noun] (ফরাসি) জাঁকজমক; আড়ম্বর; বিশেষ সাফল্য বা কৃতিত্ব; প্রশংসা
  • English Word eclectic Bengali definition [ইক্লেক্‌টিক্] (adjective) (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেয় এমন
  • English Word eclipse Bengali definition [ইক্লিপ্‌স্] [noun] [Countable noun] (১) গ্রহণ; সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ এসে পড়লে, অথবা সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবী এসে পড়লে, তেমন অবস্থায় সূর্য ও চাঁদের আলোর সাময়িক, আংশিক বা পূর্ণ আচ্ছাদন: lunar eclipse, চন্দ্রগ্রহণ; solar eclipse, সূর্যগ্রহণ। (২) (লাক্ষণিক) সুনাম, শক্তি, দীপ্তি বা ঔজ্জ্বল্য হ্রাস। □(verb transitive) (১) (চাঁদ, গ্রহ ইত্যাদি) ম্লান করা; অন্ধকার করা(২) (লাক্ষণিক) দীপ্তিতে ছাড়িয়ে যাওয়া; ঔজ্জ্বল্য ম্লান করে দেওয়া: Her beauty eclipsed the beauty of all other women in the party.
  • English Word ecliptic Bengali definition [ইক্লিপ্‌টিক্] (noun) আকাশে সূর্যের পরিক্রমণপথ; গ্রহণরেখা
  • English Word eco-terrorism Bengali definition [ঈকো-টেররিজাম্‌] (noun) ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে পরিবেশের ভয়াবহ বিপর্যয়; প্রতিবেশ-সন্ত্রাস: eco-terrorism is closely related to civil disobedience.
  • English Word ecocide Bengali definition [ঈকোসাইড্‌] [noun] [Uncountable noun, Countable noun] (eco আর cide মিলে তৈরি) ইচ্ছাকৃত বা জেনেবুঝেই পরিবেশদূষণ অথবা যুদ্ধ বাধিয়ে প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন: However, we tend to be less aware of our own ecocide. ecocidal (adjective)
  • English Word ecofriendly Bengali definition [ঈকোফ্রেন্ডলি] (adjective) স্বাভাবিক প্রকৃতিপরিবেশ বা এটার অধিবাসীদের কোনো ক্ষতি করে না এমন; প্রতিবেশবান্ধব: President on Tuesday flagged off a ecofriendly solar-powered car in Dhaka.
  • English Word ecology Bengali definition [ঈক্‌ল্‌জি] [noun] [Uncountable noun] বাস্তব্যবিদ্যা; যে বিদ্যায় পরিবেশের সঙ্গে জীবজগতের সম্পর্ক আলোচিত হয়; ইকোলজecological [ঈকালজিক্‌ল্‌] (adjective) বাস্তব্যবিদ্যাসংক্রান্ত; পরিবেশদূষণ সংক্রান্ত: the ecological effects of nuclear tests. ecologically [ঈক্‌ল্‌জিক্লি] (adverb) ecologist [ঈক্‌লজিস্‌ট্‌] (noun) বাস্তব্যবিদ্যার ছাত্র; বাস্তব্যবিদ্যাবিদ।
  • English Word economic Bengali definition [ঈকানমিক্ America(n) একনমিক্] (adjective) (১) অর্থনীতিসংক্রান্ত; অর্থনৈতিক: the economic policy. (২) শিল্পবাণিজ্যসংক্রান্ত: economic geography.
  • English Word economical Bengali definition [ঈকানমিক্‌ল্‌ America(n) একনমিক্‌ল্‌] (adjective) মিতব্যয়ী; হিসাবিeconomically [ঈকানমিক্‌লি] (adverb)
  • English Word economics Bengali definition [ঈকানমিক্‌স্‌ America(n) এক্‌নমিক্‌স্‌] [noun] [Uncountable noun] অর্থনীতি; দ্রব্যের উৎপাদন; বণ্টন ও ভোগসংক্রান্ত বিজ্ঞানeconomist [ইকনামিস্ট্] (noun) (১) অর্থনীতিবিদ(২) মিতব্যয়ীeconomize, economise [ইকনামাইজ] (verb transitive), (verb intransitive) economize (on something) মিতব্যয়ী হওয়া; ব্যয়সংকোচ করা: He will economize on domestic expenses.