Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word custodian Bengali definition [কাস্‌টোউডিআন্‌] (noun) রক্ষক; জিম্মাদার; প্রহরী; তত্ত্বাবধায়ক
  • English Word custody Bengali definition [কাস্‌টাডি] (noun) (১) [uncountable noun] প্রহরা; তত্ত্বাবধান; রক্ষণাবেক্ষণ: He was placed in the custody of his relatives. She had left her ornaments in safe custody. (২) কারাগারin custody হাজতে। give somebody into custody পুলিশের হাতে তুলে দেওয়া। take somebody into custody বন্দি করা।
  • English Word custom Bengali definition [কাস্‌টাম্‌] (noun) (১) [uncountable noun] প্রথা; অভ্যাস: Everybody should know his social custody. To observe the death anniversary of my father has become the custody of our family. (২) সামাজিক রীতিনীতি(৩) কোনো ব্যবসায়ীর প্রতি খরিদ্দারদের নিয়মিত সমর্থন(৪) (plural) আমদানি-রপ্তানি শুল্কcustomhouse (noun) শুল্কভবন। customs union বিভিন্ন রাষ্ট্র বা প্রদেশের মধ্যে শুল্কচুক্তি। custom-built খরিদ্দার কর্তৃক নির্দিষ্ট। custom-made (adjective) (পোশাক) মাপ দিয়ে তৈরি; মাপ অনুসারে তৈরি।
  • English Word customary Bengali definition [কাস্‌টামারি America(n) [কাস্‌টামেরি] (adjective) প্রথানুসারী; প্রথানুগ; রেওয়াজমাফিক: The customary vote of thanks. customarily [কাসটামারালি America(n) কাসটামেরালি] (adverb) প্রথানুসারে।
  • English Word customer Bengali definition [কাস্টামা(র্‌)] (noun) (১) খরিদ্দার; ক্রেতা(২) (কথ্য) গোঁয়ার লোক
  • English Word cut 1 Bengali definition [কাট্] (verb transitive), (verb intransitive) (past participle, past tense cut) (১) কাটা (ক) কেটে ফেলা: She cut her finger herself. (খ) ফসল কাটা: He will cut (= harvest) paddy soon. (গ) ছাঁটা: He will have his hair-cut. hair-cut (noun) চুল-কাটা। চুলের ছাঁট। (ঘ) কেটে বাদ দেওয়া; বিভাজন করা। (ঙ) কমানো: They have cut my salary. (চ) ছোট ছোট টুকরায় বিভক্ত করা; টুকরা টুকরা করে কাটা: He has cut the bread. (ছ) দুই ভাগে ভাগ করা; (ফিতা) কাটা: The President will cut the tape and open the show. (জ) পথ, সুড়ঙ্গ ইত্যাদি কাটা: They will cut a tunnel through the hill. (২) (ক) (ভালো/খারাপ কাটে এমন যন্ত্র প্রসঙ্গে): The knife cuts well. (খ) (কোনো দ্রব্য কাটছাঁটের যোগ্যতা প্রসঙ্গে): The tailor could not cut the cloth well. (৩) (কথ্য) কেটে পড়া; কাটা মারা: to cut a class. (৪) (রেখা প্রসঙ্গে) পরস্পর ছেদ করা: the line AB cuts CD. (৫) (ক্রিকেট, টেনিস ইত্যাদি খেলার ক্ষেত্রে) স্পিন বলের মতো আঘাত করা; বলের একধারে আঘাত করা; কাট করা(৬) cut one’s coat according to one’s cloth আয় বুঝে ব্যয় করাcut (off) a corner কোনাকুনি যাও। cut corners (লাক্ষণিক) সংক্ষেপ করা। cut a disc/record গান ইত্যাদি রেকর্ড করা। cut the ground from under somebody/from under somebody’s feet কারো পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়া; কারো পরিকল্পনা বানচাল করে দেওয়া। cut no/not much ice (with somebody) (কারো উপর) কোনো প্রভাব না-পড়া। cut one’s losses আর্থিক অপচয়ের আশঙ্কায় পরিকল্পনা বাতিল করা। cut a tooth দাঁত-ওঠা। one’s teeth on something শেখা; অভিজ্ঞতা লাভ করা: You should accept this job to cut your teeth on. cut both ways (বিতর্কে) পক্ষে-বিপক্ষে সমান তালে যুক্তি উপস্থাপন করা। (৭) cut somebody dead দেখে না- দেখার ভান করা; চিনে না-চেনার ভান করা: He cut me dead in the party. cut it fine (কথ্য) কম সময়ে কিছু করা। cut somebody/something free (from) কেটে মুক্ত হওয়া: Don’t bind me with the ropes, I will cut myself free, ঢিলে করা; বিচ্ছিন্ন হওয়া (যেমন পরিবার থেকে)। cut something open ফাটিয়ে ফেলা। cut something short সংক্ষেপিত করা: to cut a long lecture short. (৮) Cut! (সিনেমায়) কাট; অভিনয় এবং দৃশ্যগ্রহণ থামানো(৯) (past participle- সহ ব্যবহার) cut and dried (মতামতের ক্ষেত্রে) পরিবর্তনের সম্ভাবনাহীনcut flowers ঘরদোর সাজানোর উদ্দেশ্যে কাগজ ইত্যাদির তৈরি ফুল। cutglass ফুল তোলা/আঁকা গ্লাস। cut price (attributively adjective) কম দামে ছাড়া; হ্রাসকৃত মূল্যের। cut-rate (attributively adjective)= cut-price. cut tobacco খণ্ডিত-বিখণ্ডিত। cutting (participial adjective) (ক) প্রবল: a cutting wind. (খ) ব্যঙ্গ; মর্মভেদী: cutting remarks. (১০) (adverbial particle এবং pres-সহ ব্যবহার). cut across something (ক) কোনাকুনি পথ ধরা। (খ) ভিন্নমত পোষণ করা। cut at somebody/something কঠোর আঘাত হানার উদ্দেশ্যে তলোয়ার, চাবুক ইত্যাদি তাক করা। cut something away কেটে ফেলে দেওয়া; কেটে অংশবিশেষ বাদ দেওয়া: The doctor cut away the infectious finger. cut something back (ক) (ঝোপঝাড়) ছেঁটে দেওয়া। (খ) কমানো; হ্রাস করা: cut back production. cutback (noun) (উৎপাদন)হ্রাস। cut something/somebody down (ক) কেটে নামানো: to cut down a tree. (খ) মেরে ফেলা অথবা তলোয়ার/ধারালো অস্ত্র দিয়ে আহত করা। (গ) (রোগের ফলে) স্বাস্থ্য নষ্ট হওয়া। (ঘ) পরিমাণ কমানো; ব্যয় সংকোচন করা: cut down expenses. (ঙ) মূল্যহ্রাসে রাজি করানো: They have managed to cut him down by 50. (চ) দৈর্ঘ্য কমানো: They have cut down my article. cut down on বিভাগের পরিমাণ কমানো: I have been trying to cut down on whisky. cut somebody down to size (কথ্য) কোনো ব্যক্তি যদি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, তাকে বুঝিয়ে দেওয়া যে সে তত গুরুত্বপূর্ণ নয়: I will cut him down to size. cut in (on) পিছন থেকে এসে দ্রুত অতিক্রম করা: Some drivers always cut in (on other cars). cut somebody in (কথ্য) লাভজনক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা: The businessmen have cut him in. cut in (on) into (কথোপকথনে) নাক গলানো; কথার মাঝে কথা বলা: He always cuts into the story. cut in half/two/three, etc; cut into halves/quarters/thirds, etc বিভক্ত করা/হওয়া: She has cut the mangoes into halves. cut into something (ক) ভিতরে ছুরি চালিয়ে কাটা: She has cut into her birthday cake. (খ) বাধা সৃষ্টি করা: The meeting has cut into my free time. cut somebody/something off (from) (ক) কেটে ফেলে দেওয়া: He has cut his infectious fingers off. (খ) বিচ্ছিন্ন করা/হওয়া: the cut off the gas supply. cut out থেমে যাওয়া; বন্ধ হওয়া। cut something out (ক) (সংবাদ-সাময়িকী থেকে) কেটে নেওয়া: Sometimes I cut the articles out. (খ) কেটে কেটে বের করা: Cut out a path through the jungle. (গ) (কাপড়) কেটে আকৃতি দেওয়া: Cut out a dress. (ঘ) (কথ্য) বাদ দেওয়া; বাতিল করা: He has cut out the details. (ঙ) (কোনো কিছু) করা থেকে বিরত থাকা। cut somebody out বাতিল করা; সরিয়ে দেওয়া: They have cut out all the rivals. cut it/that out (কথ্য); (imperative) যুদ্ধ থামাও: Now just cut it out, you two. cut out (the dead) wood (কথ্য) অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া। (not) be cut out for যোগ্যতাসম্পন্ন হওয়া (না-হওয়া): He is not cut out for that hard work. have one’s work cut out (for one) যথাসম্ভব কাজ করা: He will have his work cut out for him. cut out (noun) (ক) ডিজাইন। (খ) (বিদ্যুৎ) সার্কিট বিচ্ছিন্ন রাখার পদ্ধতিবিশেষ। cut somebody to the heart/quick মনে কষ্ট দেওয়া: His behaviour will cut her to the heart. cut somebody/something to pieces ধ্বংস করে দেওয়া: He has cut the enemy to pieces. cut something/somebody up (ক) টুকরা করে কাটা: cut up one’s meat. (খ) ধ্বংস করা: cut up the enemy’s forces. (গ) মনে কষ্ট পাওয়া: They were badly cut up by the news of their defeat. (ঘ) কঠোর সমালোচনা করা: The critics have cut up the latest book of Mr Khan. cut up (into) কাটা যেতে পারে: This piece of cloth will cut up into four shirts. cut up (for) (কথ্য) যোগ্যমূল্যের হওয়া: He had left £ 100,000 for his heir though he was cut up for twenty thousand. cut up rough (অপশব্দ) আক্রমণাত্মক আচরণ করা: They will cut up rough, if you do not support him.
  • English Word cut 2 Bengali definition [কাট্] (noun) (১) কাটার কাজ; তলোয়ার/চাবুকের আঘাত/খোঁচা; আঘাতের দাগ: a deep cut in the leg. He has some cuts on his face. cut and thrust (প্রায়ই লাক্ষণিক) প্রবল তর্কবিতর্ক: The cut and thrust of debate. (২) আকার, পরিমাণ ও দৈর্ঘ্য হ্রাস: a cut in salaries. (৩) (চলচ্চিত্র সম্পাদনার কাজে ব্যবহৃত পরিভাষা) চলচ্চিত্রের অপ্রয়োজনীয় বা আপত্তিকর অংশ: There were several cuts in the film. (৪) কাটার ফলে প্রাপ্ত জিনিস: a nice cut up beef. (৫) পোশাক-পরিচ্ছদ কাটার স্টাইল: You will like the cut of the young tailor. (৬) (ক্রিকেট, টেনিস) দ্রুত ও জোরালো মার: a cut to the boundary. (৭) কাউকে আঘাত করে এমন মন্তব্য: That remark was a cut at me. (৮) চেনাশোনার ব্যাপার অস্বীকার: give somebody a cut. (৯) short cut সংক্ষিপ্ত (পথ)। (১০) a cut above (কথ্য) যোগ্যতর: He is a cut above the other colleagues. (১১) সুড়ঙ্গ; রেলপথ; খাল(১২) ব্লক অথবা প্লেট; যেগুলোতে কেটে ছবি আঁকা হয়: wood cut.
  • English Word cute Bengali definition [কিয়ূট্] (adjective) (cuter, cutest) (১) তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন; তীক্ষ্ণধী(২) (America(n) কথ্য) আকর্ষণীয়; সুন্দর; মনোরমcutely (adverb) বুদ্ধির সঙ্গে; আকর্ষণীয়ভাবে। cuteness (noun) তীক্ষ্ণবুদ্ধি; রম্যতা।
  • English Word cuticle Bengali definition [কিয়ূটিক্‌ল্‌] (noun) চামড়ার বাইরের স্তর
  • English Word cutlass Bengali definition [কাট্‌লাস্] (noun) (১) (ইতিহাস) কিছুটা বক্রদাঁতবিশিষ্ট নাবিকব্যবহৃত ছোট একধারী তলোয়ার(২) কোকো-উৎপাদনকারীদের ব্যবহৃত কাটারি
  • English Word cutler Bengali definition [কাট্‌লা(র্‌)] (noun) ছুরি, কাঁটাচামচ ইত্যাদি নির্মাতা ও মেরামতকারীcutlerly (noun) [uncountable noun] উক্তরূপ সামগ্রীর ব্যবসায়; স্টেনলেস স্টিলের তৈরি টেবিলে ব্যবহার্য ঐ জাতীয় সামগ্রী।
  • English Word cutlet Bengali definition [কাট্‌লিট্] (noun) কাটলেট: a veal cutlet.
  • English Word cutpurse Bengali definition [কাট্‌পাস্‌] (noun) (ইতিহাস) পকেটমার
  • English Word cutter Bengali definition [কাটা(র্‌)] (noun) (১) কোনো কিছু কর্তন করে যে বা যন্ত্র: a tailor’s cutter; a wire-cutter. (২) এক-মাস্তুলবিশিষ্ট নৌযান; তীর এবং জাহাজের মধ্যে ব্যবহৃত জাহাজের নিজস্ব নৌকা
  • English Word cutthroat Bengali definition [কাটমথ্রোউট্‌] (noun) (১) খুনি(২) (attributive(ly) ব্যবহার) বর্বর; নিষ্ঠুর: cutthroat competition, দুর্বল প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করার প্রতিযোগিতা। cutthroat razor ক্ষুর।
  • English Word cutting Bengali definition [কাটিং] (noun) (১) সড়ক; রেলপথ অথবা খালের জন্য মাটি কেটে তৈরি উন্মুক্ত পথরেখা(২) (সংবাদপত্রের) কাটিং (= America(n) clipping). (৩) (গাছের) কলম(৪) [uncountable noun] চলচ্চিত্র-সম্পাদনার পদ্ধতিবিশেষcutting-room (noun) চলচ্চিত্র সম্পাদনার কক্ষবিশেষ। □ (participial adjective) দুঃখজনক: cutting remarks.
  • English Word cuttlefish Bengali definition [কাট্‌ল্‌ফিশ্‌] (noun) সামুদ্রিক প্রাণিবিশেষ
  • English Word cyanide Bengali definition [সাইআনাইড্‌] (noun) [uncountable noun] বিষাক্ত রাসায়নিক পদার্থবিশেষ: potassium cyanide.
  • English Word cybeloaf Bengali definition [সাইবা(র্‌)লোফ্] (noun) অফিস বা শিক্ষালয়ে ইন্টারনেটে প্রকৃত কাজ না করে ব্যক্তিগত কাজে লিপ্ত থাকা (মেসেজিং, চ্যাটিং, ইমেইলিং, ব্লগিং বা পর্নো ছবি দেখা): What I am doing right now in class that’s cyberloafing.
  • English Word cyber Bengali definition [সাইবা(র্‌)] (noun) সাইবার একটি ইংরেজি prefix বা উপসর্গ। ব্যক্তি, বস্তু অথবা কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্ক, ভার্চুয়াল রিয়েলিটি অথবা তথ্যপ্রযুক্তির যুগ বোঝাতে উপসর্গটি ব্যবহৃত হয়: And increasingly, power will be exercised in the diffuse domain of cyber interactions. মার্কিন গণিতবিদ নরবার্ট ওয়েনার cybernetics শব্দে প্রথম cyber উপসর্গটি ব্যবহার করেন। পরে cyber উপসর্গ থেকে তৈরি হয়েছে cyber art (কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার আর মাল্টিমিডিয়ার সাহায্যে শিল্পকলা); cyber culture (কম্পিউটার কালচার); cyber fashion (তথ্যপ্রযুক্তিপ্রেমী; আধুনিক প্রজন্মের পাঙ্ক স্টাইলের ফ্যাশন); cyber phobia (কম্পিউটার বা নতুন প্রযুক্তিভীতি); cyberpunk (সায়েন্স ফিকশন বা অদূর ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে, এমন ধরনের ফ্যাশন বা জীবনধারণ রীতি, সাধারণ জীবনে হাইটেক প্রযুক্তি) cyber-security তথ্য-নিরাপত্তা। এটা Computer security ও IT security নামেও পরিচিত; cyberspace (কম্পিউটার নেটওয়ার্কের আওতার কল্পিত একটি অবয়বহীন অবস্থা); cybertalk (তথ্যপ্রযুক্তির ডিভাইস ব্যবহার করে অন্যের সঙ্গে কথা বলা) ইত্যাদি টার্ম।
  • English Word cyberbully Bengali definition [সাইবা(র্‌)বুলি] (noun) সাইবার-কুতুব; সাইবার মাস্তান; যিনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যমের ব্লগে ঢুকে বিরক্তিকর বা অসম্মানজনক মন্তব্যের মাধ্যমে বা কারো ই-মেইলে অনবরত মেসেজ পাঠান; উক্ত ধরনের বিরক্তি উৎপাদন: Cyberbully sentenced to six years.
  • English Word cybercafe Bengali definition [সাইবা(র্‌)ক্যাফি] (noun) সাইবার কাফে; যেখানে নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ কম্পিউটার ব্যবহার করতে পারে, যাতে থাকে ইন্টারনেট সংযোগ: Bushra is running a cybercafe in Chittagong. বিকল্প বানান cyber-cafe. বিকল্প নাম internet cafe.
  • English Word cyberchondriac Bengali definition [সাইবা(র্‌)কন্‌ডিআক্] (noun) সাইবার রোগী; যিনি ইন্টারনেটে বাস্তব ও কল্পিত রোগের লক্ষণগুলো ইচ্ছার বিরুদ্ধেও খুঁজে বেড়ান: Many health professionals warn the web has created a world of cyberchondriacs.
  • English Word cybernetics Bengali definition [সাইবানেটিক্‌স্‌] (noun) (singular verb) সাইবারনেটিকস; জীববিজ্ঞানের সমতুল্য বিষয়াবলির সঙ্গে যান্ত্রিক ও বৈদ্যুতিক নিয়ন্ত্রণ-তুলনায় প্রায়োগিক তত্ত্বcybernetic (adjective).
  • English Word cyberslacker Bengali definition [সাইবারস্ল্যাকা(র)] (noun) অফিসের ইন্টারনেট বা মেইল ফ্যাসিলিটি দাফতরিক কাজে ব্যবহার না করে যিনি ব্যক্তিগত কাজে লাগান; সাইবাস্ল্যাকার: A generation of cyberslackers. □(noun) cyberslacking [সাইবা(র্‌)স্ল্যাকিং] (noun) (cyber ও slacking-যোগে গঠিত) উক্ত ধরনের কাজ: Cyberslacker became the most common way of unproductive time spent at the workplace. cyclamen [সিকলামান্‌ America(n)সাইক্‌লামান্‌] তীক্ষ্ণ গন্ধের ফুলবিশিষ্ট গাছবিশেষ।
  • English Word cycle Bengali definition [সাইক্‌ল্‌] (noun) (১) ঘটনাচক্র; চক্র; আবর্ত: The cycle of the cyclones. (২) সৃষ্টিশীল কোনো রচনার পূর্ণাঙ্গ সেট অথবা সিরিজ: a song cycle, eg by Tagore; the Arabian night cycle. (৩) বাইসাইকেল অথবা মোটরসাইকেলের সংক্ষিপ্ত রূপ।  (verb intransitive) সাইকেল চালানো।
  • English Word cyclic Bengali definition [সাইক্লিক্‌] (adjective) বৃত্তাকারে বিন্যস্ত; আবর্তনশীল
  • English Word cyclical Bengali definition [সাইক্‌লিক্‌ল্‌] (adjective)= cyclic.
  • English Word cyclist Bengali definition [সাইকলিস্‌ট্] (noun) সাইকেল আরোহী
  • English Word cyclone Bengali definition [সাইক্‌লোউন্‌] (noun) সাইক্লোন; ঘূর্ণিঝড়cylonic [সাইক্লানিক্‌] (adjective) ঘূর্ণিঝড়সংক্রান্ত; ঘূর্ণিঝড়-আক্রান্ত।