Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word cunning 2 Bengali definition [কানিং] (noun) (১) [uncountable noun] ধূর্ত ব্যক্তি(২) (প্রাচীন প্রয়োগ) দক্ষতা: His hand has lost its cunning.
  • English Word cunt Bengali definition [কান্ট্‌] (noun) (১) স্ত্রীজননেন্দ্রিয়(২) কামের সামগ্রী হিসেবে বিবেচিত স্ত্রীলোক(৩) (নিন্দা) ঘৃণ্য ব্যক্তি: You stupid cunt.
  • English Word cup 1 Bengali definition [কাপ্‌] (noun) (১) কাপ; পেয়ালা: a tea cup. not my cup of tea (কথ্য) (২) = chalice. (৩) (লাক্ষণিক) কোনো ব্যক্তির সঞ্চয়; অভিজ্ঞতা: His cup of happiness. (৪) (পুরস্কার হিসেবে প্রদত্ত সানা-রুপার) কাপcup-final (ফুটবল) প্রতিযোগিতার শেষ দিন। cup-tie (noun) (ফুটবলে) বাছাই খেলা। (৫) in his cups আংশিক অথবা পূর্ণমাতালcup-bearer (noun) উৎসবে পানীয় সরবরাহকারী রাজ-পরিচারক। (৬) পেয়ালা আকৃতির কোনো কিছু: the cups of a bra. (৭) বরফযুক্ত সুগন্ধি মদ: cider-cup. cupful [কাপফুল] (noun) (plural cupfuls) কানায় কানায় পূর্ণ; পেয়ালাভর্তি।
  • English Word cup 2 Bengali definition [কাপ্‌] (verb transitive) পেয়ালাকৃতির কিছুতে রাখা: to cup his hands.
  • English Word cupboard Bengali definition [কাবাড্] (noun) রান্নার কাজে বা আহারে ব্যবহৃত তৈজসপত্র রাখার তাকওয়ালা কুলুঙ্গি বা দরজাসহ আলমারিcupboard-love উদ্দেশ্যপ্রণোদিত ভালোবাসা; কিছু পাওয়ার লোভে আদর-সোহাগ; কপট ভালোবাসা।
  • English Word Cupid Bengali definition [কিয়ূপিড্‌] (noun) রোমানপুরাণে বর্ণিত প্রেমের দেবতা; কিউপিড; (তির-ধনুক হাতে পাখাবিশিষ্ট) প্রেমের প্রতীক সুদর্শন বালক।
  • English Word cupidity Bengali definition [কিয়ূপিডাটি] (noun) [uncountable noun] ধনসম্পত্তির লোভ
  • English Word cupola Bengali definition [কিয়ূপালা] (noun) ছোট গম্বুজ
  • English Word cuppa Bengali definition [কাপা] (noun) (British/Britain অপশব্দ) চায়ের পেয়ালা: What about a cuppa?
  • English Word cupric Bengali definition [কিয়ূপ্রিক্] (adjective) তাম্রপূর্ণ
  • English Word cupronickel Bengali definition [কিয়ূপ্‌রোউনিক্‌ল্‌] (noun) [uncountable noun] মুদ্রা তৈরিতে ব্যবহৃত তামা ও নিকেলের খাদবিশেষ
  • English Word cur Bengali definition [কা(র্‌)] (noun) রাগী স্বভাবের বাজে কুকুর; কাপুরুষোচিত ও অভদ্র আচরণকারী ব্যক্তি
  • English Word cura-çao, cura-çoa Bengali definition [কিয়ূরসাউ America(n) কিয়ূরসাউ] (noun) [uncountable noun] তিতা কমলার সুগন্ধযুক্ত মিষ্টস্বাদের মদ
  • English Word curable Bengali definition [কিয়ূরাব্‌ল্‌] (adjective) (রোগ) নিরসনযোগ্য; উপশমযোগ্যcurability [কিয়ূআরাবিলাটি] (noun) উপশমযোগ্যতা।
  • English Word curacy Bengali definition [কিয়ুআরাসি] (noun) (plural curacies) ইংল্যান্ডের আঞ্চলিক গির্জার সহকারী যাজকের অফিস
  • English Word curate Bengali definition [কিয়ুআরাট্‌] (noun) ইংল্যান্ডের আঞ্চলিক গির্জার সহকারী পাদরি
  • English Word curative Bengali definition [কিয়ুআরাটিভ্‌] (adjective) উপশমসহায়ক; আরোগ্য-সহায়ক: the curative value of sea air.
  • English Word curator Bengali definition [কিয়ুআরেইটা(র্‌)] (noun) জাদুঘর-রক্ষক; জাদুঘর-পরিচালক
  • English Word curb Bengali definition [কাব্‌] (noun) (১) লাগাম; ঘোড়া নিয়ন্ত্রণে রাখতে চোয়ালের নিচে স্থাপিত চেইন(২) (লাক্ষণিক) রাশ; লাগাম: Put a curb on his activities. (৩)= lerb.  (verb transitive) (১) লাগাম পরানো(২) (মনোভাব) নিয়ন্ত্রণ করা
  • English Word curd Bengali definition [কাড্‌] (noun) (১) (প্রায়ই plural) দই(২) (যৌগশব্দ) দইসদৃশ বস্তু: lemon-curd.
  • English Word curdle Bengali definition [কাড্‌ল্‌] (verb intransitive), (verb transitive) দইয়ে পরিণত হওয়া/করা: Don’t curdle this milk. (লাক্ষণিক) a blood-curdling (ভয়ে) রক্ত জমিয়ে দেয় এমন।
  • English Word curé Bengali definition [কিয়ুরেই] (noun) ফ্রান্সের আঞ্চলিক গির্জার পাদরি
  • English Word cure 1 Bengali definition [কিয়ুআ(র্‌)] (noun) [countable noun] (১) চিকিৎসা; উপশম(২) ওষুধ অথবা চিকিৎসাপদ্ধতি(৩) আত্মার পরিচর্যা; উক্ত দায়িত্ব
  • English Word cure 2 Bengali definition [কিয়ুআ(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) cure somebody (of something) চিকিৎসা করা; অপদেবতার হাত থেকে রক্ষা করাcure-all (noun) সর্বরোগের মহৌষধ। (২) লবণ দিয়ে অথবা শুকিয়ে মাংস-সংরক্ষণ করা
  • English Word curfew Bengali definition [কা:ফিয়ূ] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) বাতি নেভানো এবং আগুন ঢাকার সংকেত হিসেবে বাজানো ঘণ্টা(২) (আধুনিক ব্যবহার) সান্ধ্যআইন
  • English Word curio Bengali definition [কিয়ুআরিও ] (noun) (plural curios) অভূতপূর্ব শিল্পকর্ম
  • English Word curiosity Bengali definition [কিয়ুআরিঅসাটি] (noun) (১) [uncountable noun] ঔৎসুক্য(২) [countable noun] (plural curiosities) অদ্ভুত অথবা দুর্লভ বস্তু; আজব বস্তু
  • English Word curious Bengali definition [কিয়ুআরিআস্] (adjective) (১) curious (to do something); curious (about something) (সদর্থক) উৎসুক: He is a curious baby. (২) curious (about something) নাকগলানো স্বভাবের; অত্যুৎসুক: curious friends. (৩) আজগুবি; দুর্বোধ্য; অস্বাভাবিক(৪) (প্রায়ই প্রাচীন প্রয়োগ) যত্নের ফলcuriously (adverb) উৎসুকভাবে।
  • English Word curium Bengali definition [কিয়ুআরিআম্‌] (noun) [uncountable noun] ইউরেনিয়াম থেকে কৃত্রিমভাবে তৈরি ধাতব-উপাদান
  • English Word curl 1 Bengali definition [কা:ল] (noun) (১) [countable noun] বাঁক; কোঁকড়ানো চুলের গুচ্ছ(২) [uncountable noun] বাঁকা ভাব