Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word bar 1 Bengali definition [বা:(র্‌)] (noun) (১) (ধাতু, কাঠ, সাবান, চকোলেট প্রভৃতি) যে কোনো কঠিন, অনমনীয় পদার্থের দীর্ঘ খণ্ড; যষ্টিকা(২) (জানালা, দরজা, তোরণের) গরাদে; শিক; অর্গল; হুড়কা; খিল; কাঠরা; (চুল্লি বা অগ্নিকুণ্ডের) শিক। (৩) (প্রাচীনকালে) শুল্ক আদায়ের জন্য রাস্তায় আড়াআড়িভাবে স্থাপিত প্রতিবন্ধক; কাঠরা: a toll bar, পারানি কাঠরা। (৪) নদীর মোহনায় কিংবা উপসাগরের প্রবেশপথে স্রোত বা জোয়ারবাহিত বালুর ঢিবি; মগ্নচড়া: The captain tried to avoid the bar. (৫) (লাক্ষণিক) বাধা; অন্তরায়; প্রতিবন্ধক: Lack of education is not always a bar to success. (৬) (রং, আলো ইত্যাদির) রেখা; ডোরা: a bar of red across the evening sky. (৭) (বিশেষত সামরিক) পদকের ফিতার উপর আড়াআড়িভাবে স্থাপিত ধাতব রেখাবিশেষ। এতে বোঝা যায় (ক) পদকধারী ব্যক্তি একই পুরস্কার দুবার পেয়েছেন; কিংবা (খ) তিনি কোনো বিশষ ক্ষেত্রে সক্রিয় ছিলেন; ধাতুলেখ। (৮) (সংগীতে) সাংকেতিক স্বরলিপিতে তালনির্দেশক সমমানের উল্লম্বরেখা; তালবিভাগ; তালাঙ্ক: The opening bars of the 9th symphony. (৯) (আদালতে) গরাদে: be tried at (the) bar, প্রকাশ্যে বিচার হওয়া। the prisoner at the bar আসামি। (১০) (সংসদে অসদস্যদের জন্য নির্ধারিত স্থান পৃথক করতে) গরাদে। (১১) (লাক্ষণিক) আদালত; বিচারালয়: at the bar of public opinion; the bar of conscience. (১২) the Bar আইনজীবীর পেশাbe called to the Bar ব্যবহারজীবী সম্প্রদায়ের সদস্যরূপে বৃত হওয়া; আইনজীবীর পেশায় যোগ দেওয়া। read for the Bar ওকালতি/ব্যারিস্টারি পড়া। (১৩) (ক) (পান্থনিবাস বা পানশালায়) যে ঘরে বা যে কাউন্টারে সুরাজাতীয় পানীয় পরিবেশিত হয়; পানঘর: the public Bar; the private Bar. (খ) (হোটেল, অনুমোদিত রেস্তোঁরা বা বাসগৃহে) উপর্যুক্তরূপ কাউন্টারসংবলিত কক্ষ; পানপ্রকোষ্ঠ। barmaid (noun) পানঘরে পানীয় পরিবেশনকারী মহিলা, পানাগারিকা। barman [বা:(র্‌)মান] (noun) (plural barmen) পানাগারিক। bartender (noun) সৌরিক; পানাগারিক (দ্রষ্টব্য cocktail lounge). (১৪) খাদ্যদ্রব্যাদি কেনা ও খাওয়া যায় এমন কাউন্টার: milk bar; a quick-lunch bar.
  • English Word bar 2 Bengali definition [বা:(র্‌)] (verb transitive) (barred, barring, bars) (১) (দ্বার, ফটক) খিল আঁটা; হুড়কা লাগানো; অর্গলবদ্ধ করা(২) (কাউকে) ভিতরে বা বাইরে রাখা: the boy barred himself in, ভিতর থেকে খিল এঁটে দিয়েছে। (৩) (পথ) রুদ্ধ/অবরুদ্ধ করা: bar a road/path. (৪) bar (from) নিষিদ্ধ করা: bar somebody from competition. (কথ্য) বারণ করা: We bar smoking in the parlour. (৫) (সাধারণত passive) রেখাঙ্কিত করা: a sky barred with clouds.
  • English Word bar 3 Bengali definition [বা:(র্‌)] barring [বা:রিঙ্‌] (preposition(al)) (কথ্য) ছাড়া; ব্যতীত; যদি না: They will leave by tomorrow barring accidents. bar none বিনা ব্যতিক্রমে। bar one একটি ব্যতীত।
  • English Word bar 4 Bengali definition [বা:(র্‌)] (noun) ভূমধ্যসাগরের বড় আকারের মৎস্যবিশেষ; বারbar code (noun) (মোড়ক, বই ইত্যাদির উপর) সাদাকালো রেখার নকশাসংবলিত ছাপ; যার মধ্যে কম্পিউটারের সাহায্যে উদ্ধারযোগ্য তথ্য নিহিত থাকে; রেখাসংকেত।
  • English Word baracuda Bengali definition [ব্যারাকূডা] (noun) ক্যারিবীয় সাগরের বৃহৎ হিংস্র মৎসবিশেষ; বারাকুদা
  • English Word barb Bengali definition [বা:ব্‌] (noun) (১) তীর, বল্লম, বড়শির বাঁকানো অংশ; কাঁটা(২) (লাক্ষণিক) অপ্রীতিকর; বেদনাদায়ক মন্তব্য; খোঁচাbarbed (adjective) (১) কাঁটাওয়ালাbarbed wire কাঁটাতার। (২) (লাক্ষণিক) অপ্রীতিকর; বেদনাদায়ক; মর্মভেদী: barbed comment.
  • English Word barbarian Bengali definition [বা:বেআরিআন্‌] (adjective), (noun) অসভ্য; অসংস্কৃত; বর্বর (ব্যক্তি)।
  • English Word barbaric Bengali definition [বা:ব্যারিক্‌] (adjective) বর্বরোচিত; বর্বরসুলভ; অমার্জিত; অসংস্কৃত; অসভ্য
  • English Word barbarism Bengali definition [বা:বারিজাম] [Uncountable noun] (১) বর্বরতা; দুরাচারত্ব; ম্লেচ্ছত্ব; ক্রূরতা: living in barbarism. (২) [Countable noun] বিশেষত কথায় বা লেখায় বিদেশী বা অশিষ্ট শব্দের মিশ্রণঘটিত ভাষার অপপ্রয়োগ; ম্লেচ্ছিত; ম্লেচ্ছাচার
  • English Word barbarity Bengali definition [বা:ব্যারাটি] [Uncountable noun, Countable noun] বর্বরতা; ক্রূরতা; নিষ্ঠুরতা; পাশবিকতা: the barbarities of modern warfare.
  • English Word barbarize Bengali definition [বা:বারাইজ্‌] (verb transitive) বর্বরে পরিণত করা; বর্বর করে তোলা
  • English Word barbarous Bengali definition [বা:বারাস্] (adjective) অসভ্য; বর্বর; নিষ্ঠুর; জংলি; অমার্জিত; অসংস্কৃতbarbarously (adverb) বর্বরোচিতভাবে; নির্মমভাবে।
  • English Word barbate Bengali definition [বা:বেইট্‌] (adjective) দাড়ির মতো লোমযুক্ত; শ্মশ্রুল
  • English Word barbecue Bengali definition [বা:বিকিঊ] (noun) ষাঁড়, শূকর, ভেড়া প্রভৃতির মাংস আস্ত ঝলসানোর জন্য লোহার শিকের কাঠামোবিশেষ। এরূপ প্রক্রিয়ায় ঝলসানো মাংসবিশেষ।
  • English Word barbel Bengali definition [বা:ব্‌ল্‌] (noun) মিঠা পানির এক প্রকার ইউরোপীয় বড় মাছ; বার্বেল
  • English Word barbell Bengali definition [বা:বেল্‌] (noun) (শরীরচর্চার জন্য) দুদিকে ভারযুক্ত দণ্ডবিশেষ; ভারদণ্ড
  • English Word barber Bengali definition [বা:বা(র্‌)] (noun) নাপিত; ক্ষৌরিক (তুলনীয় hairdresser) barber’s pole চক্রাকারে রঞ্জিত এবং সংকেতরূপে ব্যবহৃত দীর্ঘ দণ্ডবিশেষ; নাপিতের খুঁটি। barber’s shop (America(n) = barber shop) ক্ষৌরাগার।
  • English Word barbican Bengali definition [বা:বিকান্‌] (noun) (পুরাকালে কোনো কোনো নগর বা দুর্গের বাইরের প্রতিরক্ষারুপে ব্যবহৃত সুরক্ষিত ভবন, বিশেষত কোনো তোরণ বা সেতুর উপর দ্বিতল) রক্ষণস্তম্ভ
  • English Word barbitone Bengali definition [বা:বিটোন্‌] [Uncountable noun] স্নায়বিক দৌর্বল্য তৈরির জন্য নিদ্রা-উদ্রেককর ভেষজবিশেষ, বার্বিটোন
  • English Word barbiturate Bengali definition [বা:বিটিউ্যরাট্‌] [Countable noun, Uncountable noun] (রসায়ন) (সম্ভবত বিপজ্জনক) নিদ্রকার প্রতিক্রিয়াজনক জৈবযৌগ; স্নায়ুর প্রশান্তি কিংবা ঘুমানোর বাটিকাবিশেষ; বার্বিটিউরেট
  • English Word barcarole, barcarolle Bengali definition [বা:কারোল্‌] (noun) ভেনিসের গন্ডোলার মাঝিদের গান; বার্কারোলে
  • English Word bard Bengali definition [বা:ড্‌] (noun) (১) (বিশেষত সেলটিক) চারণ(২) (সাহিত্যিক) কবি: the Bard of Avon, শেক্সপিয়র। bardic (adjective) চারণিক; চারণ। bardolatry [বা:ডলাট্‌রি] [Uncountable noun] শেক্সপিয়রের প্রতি অতিভক্তি; কবিপূজা।
  • English Word bare 1 Bengali definition [বেআ(র্‌)] (adjective) (barer; barest) (১) বস্ত্র-, আচ্ছাদন-, আশ্রয়- কিংবা অলংকারবিহীন; নগ্ন; অনাবৃত; বিবস্ত্র; নিরাভরণ; খালি: fight with bare hands, খালি হাতে; bare to the waist, কোমর পর্যন্ত বিবস্ত্র; with his head bare, নগ্নশিরে; bare floors, অনাবৃত মেঝে; a bare hillside, নিষ্পাদপ/বৃক্ষপত্রহীন গিরিতট; hills bare of vegetation তৃণগুল্মহীন গিরিশ্রেণি। sleep on bare boards খালি তক্তপোশে ঘুমানো। lay bare উন্মোচিত/অনাবৃত/উদ্ঘাটিত করা। in one’s bare skin বিবস্ত্র; নগ্নদেহ। bareback (adverb) (ঘোড়া) জিন ছাড়া; খালি পিঠে: ride bareback পালান ছাড়া ঘোড়ায় চড়া। bare backed (adjective) নগ্নপৃষ্ঠ। □(adverb) = bareback. barefaced (adjective) নির্লজ্জ; উদ্ধত; নগ্ন; প্রগলভ। barefacedly (adverb) নির্লজ্জভাবে; নগ্নভাবে। bare foot (adverb) জুতামোজাহীন অবস্থায় খালিপায়ে; নগ্নপদে: be/go/walk bare foot. bare footed; (adjective) নগ্নপদ। □ (adverb) = barefoot. bare-headed (adjective) নগ্নশির; নগ্নমস্তক; অনাবৃতমস্তক। bare-legged (adjective) মোজাহীন; নগ্নজঙ্ঘ। (২) শূন্য বা শূন্যপ্রায়; রিক্ত বা রিক্তপ্রায়: a room bare of furniture, আসবাবপত্রহীন ঘর; bare shelves, শূন্য তাক। (৩) নিছক; কেবল; মাত্র: the bare necessities of life, নিছক জীবনোপায়/প্রাণযাত্রা: earn a bare living, জীবনোপায়মাত্র অর্জন করা; কায়ক্লেশে জীবননির্বাহ করা: approved by a bare majority, নামমাত্র সংখ্যাগরিষ্ঠতায়; a bare possibility, সম্ভাবনামাত্র। barely (adverb) (১) রিক্তভাবে; নামমাত্র; স্বল্প: barely furnished rooms. (২) নামমাত্র; সামান্য: We barely know him. They barely had time to visit the museum, সময় ছিল না বললেই চলে। bareness (noun) রিক্ততা; নগ্নতা।
  • English Word bare 2 Bengali definition [বেআ(র্‌)] (verb transitive) অনাবৃত/উন্মোচিত/উদ্ঘাটিত/নগ্ন করা; ব্যক্ত করা: bare one’s head; bare the end of a wire, (সংযুক্ত করার আগে) তারের প্রান্ত অনাবৃত করা। bare one’s heart মন খুলে কথা বলা; হৃদয় উন্মোচন করা। bare its teeth (জন্তু) ক্রোধে দাঁত বের করা; দন্তব্যাদান করা।
  • English Word barf Bengali definition [বা:ফ্‌] (verb) (American(n) কথ্য) বমি করাbarfy (adjective)
  • English Word bargain Bengali definition [বা:গিন্‌] (noun) (১) (কোনো কিছু কেনাবেচা বা বিনিময়ের জন্য আলোচনার মাধ্যমে উপনীত) চুক্তি; রফা; (শিল্প-কারখানায়) (বেতন, কাজের সময় ইত্যাদি বিষয়ে ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে সম্পাদিত) চুক্তি; সংবিদ; উপর্যুক্ত চুক্তিবলে অর্জিত কোনো কিছুA bargain’s a bargain চুক্তি যখন হয়েছে, তা অবশ্যমান্য। drive a hard bargain সুবিধাজনক চুক্তি সম্পাদনের চেষ্টা করা; দর কষাকষি করা। a good/bad bargain নিজ পক্ষে সুবিধাজনক/অসুবিধাজনক চুক্তি। into the bargain উপরন্তু; তদুপরি; অধিকন্তু। make/strike a bargain (with somebody) (কারো সঙ্গে) রফা করা। bargaining position (বিতর্ক ইত্যাদিতে) অবস্থান: We are in a good/bad bargaining position. (২) হ্রাসকৃত মূল্যে প্রদত্ত; ক্রীত বা বিক্রীত দ্রব্য: a bargain sale, সুলভ বিক্রয়; bargain-basement, দোকানের সর্বনিম্ন তল যেখানে পণ্যাদি সুলভে বিক্রি হয়, সুলভে বিক্রির তলা; bargain-counter, যে কাউন্টারে সস্তায় বিক্রির জন্য পণ্যাদি প্রদর্শিত হয়; সস্তার কাউন্টার; bargain-hunter, সস্তা শিকারি। □(verb intransitive), (verb transitive) (১) bargain (with somebody) (for something) চুক্তিতে পৌঁছতে আলাপ-আলোচনা চালানো; কথাবার্তা বলা: They bargained with the management for the accommodation of the guests. (২) bargain about = bargain over. bargain for প্রত্যাশা করা; প্রস্তুত থাকা: We did not bargain for your taking this initiative. get more than one bargains for (কথ্য) কোনো কিছুর পরিণামে অপ্রীতিকরভাবে বিস্মিত হওয়া। bargain over something কোনো কিছুর জন্য দরকষাকষি করা। (৩) শর্ত আরোপ করা: The workers bargained that they should be allowed to enjoy one month’s paid holiday. (৪) bargain away বিকিয়ে দেওয়া: bargain away ones freedom.
  • English Word barge 1 Bengali definition [বা:জ্‌] (noun) (১) নদী, খাল, পোতাশ্রয় ইত্যাদিতে যাত্রী ও পণ্য বহনের জন্য শক্তিচালিত জাহাজ পালযুক্ত বা পালবিহীন প্রশস্ততল বড় নৌকাবিশেষ; নিজস্ব ইনজিনসহ অনুরূপ নৌকা; বজরা(২) অফিসারদের ব্যবহারের জন্য রণতরি(৩) উৎসব-অনুষ্ঠানের জন্য দাড়ঁটানা বড় নৌকা; বজরাbargepole (noun) লগি। not touch somebody/something with a barge pole: I would not touch it with a barge-pole আমি ওটা মনেপ্রাণে ঘৃণা/অবিশ্বাস করি।
  • English Word barge 2 Bengali definition [বা:জ্‌] (verb intransitive) (কথ্য) (১) barge into/against (কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে) সজোরে ধাক্কা খাওয়া (উপর) হুড়মুড় করে পড়া(২) barge about নিজ অঙ্গপ্রত্যঙ্গের উপর নিয়ন্ত্রণ নেই এমনভাবে কিংবা (বস্তু, ব্যক্তি) অসাবধানে; স্খলিতপদে চলাফেরা করাbarge in/into নাক গলানো; অনধিকার প্রবেশ করা: I detest your barging into our conversation.
  • English Word bargee Bengali definition [বা:জী] (noun) বজরার মাঝি/মাল্লাswear like a bargee মাল্লাদের মতো (উচ্চস্বরে ও অশ্লীল শব্দে) গালি পাড়া।
  • English Word baritone Bengali definition [ব্যারিটোন্‌] (noun) খাদ (bass) ও তারের (tenor) মাঝামাঝি পুরুষের কণ্ঠস্বর; মন্দ্রস্বর