Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word barium Bengali definition [বেআরিআম্‌] [Uncountable noun] (১) নরম; রজতশুভ্র ধাতুবিশেষ; (প্রতীক Ba) যার যৌগসমূহ শিল্প-কারখানায় ব্যবহৃত হয়; বেরিয়ম(২) barium (meal) রাসায়নিক দ্রব্যবিশেষ (বেরিয়াম সালফেট), যা অন্ত্রের রঞ্জনছবি নেওয়ার আগে অন্ত্রে প্রবেশ করানো হয়; বেরিয়াম শরবত
  • English Word bark 1 Bengali definition [বা:ক্‌] [Uncountable noun] বাকল; বল্কল; ছাল। □(verb transitive) (১) (গাছের) বাকল ছাড়ানো; ছাল তোলা(২) (ঘষা লেগে হাঁটু, আঙুলের গাঁট, জঙ্ঘাগ্র প্রভৃতি স্থানে) ছুলে যাওয়া
  • English Word bark 2 Bengali definition [বা:ক্‌] (noun) শিয়াল-কুকুরের ডাক; ঘেউঘেউ; হুক্কাহুয়া; (লাক্ষণিক) বন্দুকের গুড়ুম গুড়ুম; (কাশির) খকখক। His bark is worse than his bite (লাক্ষণিক) বদমেজাজি হলেও বিপজ্জনক বা দুর্জন নয়; কামড়ের চেয়ে গর্জনটাই ভায়নক। □ (verb intransitive), (verb transitive) (১) (কুকুর, শেয়াল ইত্যাদি সম্বন্ধে) ঘেউ ঘেউ/হুক্কাহুয়া করাbark up the wrong tree (লাক্ষণিক) উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। (২) গর্জন করা; গর্জে ওঠা: The commander barked out his orders.
  • English Word bark 3, barque Bengali definition [বা:ক্‌] (noun) (১) ছোট জাহাজ (৩ থেকে ৫ টি মাস্তুল ও পালযুক্ত)। (২) (কাব্যিক) তরি
  • English Word barker Bengali definition [বা:কা(র্‌)] (noun) (কথ্য) (১) ভ্রাম্যমাণ বিনোদনের মণ্ডপ বা দোকানের সামনে উচ্চস্বরে অনুষ্ঠান; পণ্য ইত্যাদির গুণকীর্তনে নিযুক্ত ব্যক্তি; ঘোষক(২) (অপশব্দ) পিস্তল
  • English Word barley Bengali definition [বা:লি] [Uncountable noun] যবbarleycorn [Uncountable noun] যবের দানা; (কথ্য) অঙ্কুরিত যব থেকে তৈরি সুরা, যেমন বিয়ার, যবসুরা। barley sugar [Uncountable noun] খাঁটি চিনি থেকে তৈরি কঠিন মিঠাইবিশেষ; যবশর্করা। barley water [Uncountable noun] যবের গুঁড়া সিদ্ধ করে তৈরি পানীয়বিশেষ; যবের পানি। pearl barley (noun) যবচূর্ণ।
  • English Word barm Bengali definition [বা:ম্‌] [Uncountable noun] yeast; সুরামণ্ড
  • English Word barmy Bengali definition [বা:মি] (adjective) (British/Britain কথ্য) মাথা খারাপ; খেপা; হাবা
  • English Word barn Bengali definition [বা:ন্‌] (noun) (১) গোলাবাড়ি; গোলাঘর; শস্যাগারbarn dance (noun) এক ধরনের গ্রাম্যনৃত্য। barn door (noun) গোলাবাড়ির (প্রশস্ত) দরজা; (কথ্য লাক্ষণিক) লক্ষ্যভ্রষ্ট হওয়া কঠিন এমন নিশানা। barn door fowl (noun) গৃহকুক্কুট। barn storm (verb intransitive) (America(n)) রাজনৈতিক বক্তৃতাদান, নাট্যাভিনয় ইত্যাদি উদ্দেশ্যে দ্রুতগতিতে গ্রামাঞ্চলে পরিভ্রমন। সুতরাং barn stormer (noun) ঐ ধরণের পরিব্রাজক। barn yard (noun) = farmyard, গোলাবাড়ির উঠান। (২) (অবজ্ঞাসূচক) যে কোনো সাদামাটা বড় বাড়ি; গোলাবাড়ি(৩) (America(n)) গবাদি পশু বা ঘোড়ার আশ্রয়ের জন্য বাড়ি; বাস, ট্রাম ডিপো
  • English Word barnacle Bengali definition [বা:নাক্‌ল] (noun) শামুকজাতীয় ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী, যা জলের নীচে পাথর, জাহাজের তল, কাষ্ঠখণ্ড ইত্যাদির গায়ে লেগে থাকে; কম্বুক
  • English Word barney Bengali definition [বা:নি] (noun) কোলাহলপূর্ণ তর্কাতর্কি
  • English Word barometer Bengali definition [বারমিটা(র্‌)] (noun) আবহাওয়ার পূর্বাভাস প্রদান এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা নির্ণয়ের উদ্দেশ্যে আবহমণ্ডলের চাপ মাপার যন্ত্রবিশেষ; ব্যারোমিটার। (লাক্ষণিক) (জনমত, বাজারদর ইত্যাদির) পরিবর্তন বা অস্থিরতার পূর্বাভাসসূচক কোনো কিছু। barometric [ব্যারামেট্‌রিক্‌] (adjective) ব্যারোমিটারসংক্রান্ত।
  • English Word baron Bengali definition [ব্যারন্‌] (noun) (১) (British/Britain) অভিজন; অভিজন শ্রেণির অন্তর্ভুক্ত সর্বনিম্ন খেতাবপ্রাপ্ত ব্যক্তি (‘লর্ড ব্যারন’ নামে অভিহিত); ভিনদেশি সমমর্যাদার খেতাবপ্রাপ্ত ব্যক্তি (‘ব্যারন’ নামে অভিহিত)। (২) (মূলত America(n)) বড় শিল্পপতি; কুবের: oil barons; beer baron. baronage [ব্যারন্‌ইজ্‌] (noun) ব্যারন শ্রেণি; ব্যারনদের তালিকাপুস্তক। baroness [ব্যারনিস্‌] (noun) ব্যারনের স্ত্রী; নিজ যোগ্যতায় ব্যারন উপাধিপ্রাপ্ত নারী। baronial [ব্যারৌনিআল্‌] (adjective) ব্যারনসম্পর্কিত; ব্যারনসূলভ। barony (noun) ব্যারনের পদমর্যাদা; ব্যারনত্ব: confer a barony on somebody.
  • English Word baronet Bengali definition [ব্যারানিট্‌] (noun) ব্রিটেনের বংশানুক্রমিক অভিজাততন্ত্রের নিম্নতম খেতাবপ্রাপ্ত শ্রেণির সদস্য; ব্যারনের চেয়ে নূন্যতর ও নাইটের চেয়ে উচ্চতর পদমর্যাদার অধিকারী; ব্যারনিট; সংক্ষিপ্তরূপ ‘বার্ট’ যা নামের পরে যুক্ত হয়, যেমন Sir John Williams, Bart. baronetcy [ব্যারনিট্‌সি] (noun) ব্যারনিটের পদমর্যাদা বা খেতাব।
  • English Word baroque Bengali definition [বারক্‌ (America(n) বারোক্‌] (noun), (adjective) (১) সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপে (বিশেষত স্থাপত্যে) অলংকারবহুল কিন্তু অতিরঞ্জনমূলক শিল্পরীতি; বারোক(২) জটিল ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনাসমৃদ্ধ
  • English Word barouche Bengali definition [বারূশ্‌] (noun) চার চাকার ঘোড়াটানা গাড়িবিশেষ, যার দুটি আসনে মোট চার যাত্রী মুখোমুখি বসতে পারে, যার উপরের ঢাকনা ভাঁজ করে গুটিয়ে রাখা যায়; বারুশ
  • English Word barrack 1 Bengali definition [ব্যারাক্‌] (noun) (১) (সাধারণত indefinite article singular verb-সহ plural) সৈন্যদের বসবাসের জন্য দীর্ঘ ভবনবিশেষ; সৈন্যালয়; ব্যারাক(২) সাদামাটা বা কুৎসিত ঢঙের যে কোনে বাড়ি
  • English Word barrack 2 Bengali definition [ব্যারাক্‌] (verb transitive), (verb intransitive) টিটকারি দেওয়া; প্রতিবাদসূচক চিৎকার করা (যেমন ক্রিকেট ম্যাচে শ্লথগতি খেলার বিরুদ্ধে); বিদ্রুপ করা। barracking (noun) মন্থরলয়ে করতালি ইত্যাদি।
  • English Word barrage Bengali definition [ব্যারা:জ্‌ America(n) বারা:জ্‌] (noun) (১) [Countable noun] (১) সেচের জন্য পানি সংরক্ষণের উদ্দেশ্যে নদীর উপর আড়াআড়িভাবে নির্মিত কৃত্রিম অবরোধ; সেতুবন্ধ; বাঁধ; জলবন্ধক। দ্রষ্টব্য dam. (২) (সামরিক) কোনো নির্দিষ্ট এলাকা অভিমুখে অবিরাম, প্রচন্ড গুলিবর্ষণের দ্বারা সৃষ্ট অবরোধ; অগ্নিব্যূহ(৩) balloon barrage; barrage balloon, দ্রষ্টব্য balloon.
  • English Word barrator Bengali definition [ব্যারাটা(র্‌)] (noun) মামলাবাজ (ব্যক্তি)।
  • English Word barred Bengali definition [বা:ড্‌] bar 2 -এর past tense, past participle.
  • English Word barrel Bengali definition [ব্যারাল্‌] (noun) (১) তক্তা বা প্লাস্টিকের তৈরি, লোহার পাত বা বলয় দিয়ে বাঁধা গোলাকার আধার; পিপা; ব্যারেলbarrel roofed vault (noun) বেলনাকার (cylindrical) বা অর্ধ-বেলনাকার ছাদ। (২) রাইফেল, রিভলভার বা পিস্তলের নল(৩) ঝরনা কলমের নল(৪) barrel organ (noun) বাদ্যযন্ত্রবিশেষ, একটি হাতল ঘোরালে এই যন্ত্রের অঙ্গীভূত একটি স্তম্ভক কতকগুলো ঘাটের উপর যান্ত্রিকভাবে সংগীত সৃষ্টি করে; সাধারণত অর্থ উপর্জনের জন্য কোনো একক বাদক পথ চলতে চলতে এই বাদ্য বাজিয়ে থাকে; ব্যারেল অরগ্যান। □(verb transitive) (barrelled, barrelling, barrels) পিপাভর্তি করা। barrelled (participial adjective) পিপাবন্দি: barrelled beer. lock, stock and barrel সমস্তটা; সর্বতোভাবে। barrel-chested ব্যারেলের মতো সামনের দিকে প্রলম্বিত থাকে এমন বুকবিশিষ্ট।
  • English Word barren Bengali definition [ব্যারান্‌] (adjective) (১) (জমি) অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়(২) (বৃক্ষ) অফল; নিষ্ফল; নির্বীজ(৩) (নারী ও জন্তু) বন্ধ্যা; অসূতি; অপ্রসূতি(৪) (লাক্ষণিক) নিষ্ফল; অনর্থক; বিফল; শুষ্ক: a barren subject/discussion; an attempt that was barren of results. barrenness (noun) বন্ধ্যত্ব; নিষ্ফলতা; নির্বীজতা; ঊষরতা।
  • English Word barricade Bengali definition [ব্যারিকেইড্‌] (noun) প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে কোনো কিছুর সামনে (গাছ, পিপা, পোড়া বা উলটানো মোটরগাড়ি প্রভৃতির) অবরোধ; পথাবরোধ; অবরোধক। (verb transitive) barricade (in/off) (রাস্তাঘাটে) অবরোধ সৃষ্টি করা; অবরুদ্ধ করা।
  • English Word barrier Bengali definition [ব্যারিআ(র্‌)] (noun) (১) (দেওয়াল, রেল, বেড়া, ঘুরন্ত দরজা প্রভৃতি) যা-কিছু চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা চলাচল নিয়ন্ত্রণ করে; প্রতিবন্ধক: The Himalayas are a natural barrier between India and the Central Asia. অপিচ দ্রষ্টব্য crash 1 (১), দ্রষ্টব্য half (৩), দ্রষ্টব্য heat 1 (৫) ও দ্রষ্টব্য sound 2 (৩)। (২) (লাক্ষণিক) অন্তরায়; বাধা; প্রতিবন্ধক
  • English Word barring Bengali definition [বা:রিঙ্‌] (preposition(al)) ব্যতীত; বাদে। দ্রষ্টব্য bar 3.
  • English Word barrio Bengali definition [ব্যারিও] (noun) আমেরিকান শহরের অংশ, যেখানে দরিদ্র হিস্পানিদের বসবাস
  • English Word barrister Bengali definition [ব্যারিস্‌টা(র্‌)] (noun) (ইংল্যান্ডে) উচ্চ আদালতে ওকালতি করার সনদপ্রাপ্ত আইনজীবী; ব্যারিস্টার। দ্রষ্টব্য advocate, solicitor, counsel.
  • English Word barrite Bengali definition [ব্যারাইট্‌] (noun) মেয়েদের চুল ঠিক রাখার জন্য ধাতু বা প্লাস্টিকের ক্লিপ
  • English Word barrow 1 Bengali definition [ব্যারো] (noun) (১) = wheel barrow. (২) (অপিচ hand-barrow, coster’s barrow) হাতে ঠেলার দুই চাকার ছোট গাড়িবিশেষ; হাতগাড়িbarrow-boy/ barrow-man [ব্যারোম্যান্‌] (noun) হাতগাড়িতে করে ফলমূল, শাকসবজি ফেরি করে বেড়ায় এমন ব্যক্তি; হাতগাড়িওয়ালা। (৩) (অপিচ luggage-barrow) (রেলস্টেশন, হোটেল ইত্যাদি স্থানে) মালামাল বহনের জন্য দুই চাকার ধাতব কাঠামোবিশেষ; হাতগাড়ি