Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word arithmetic Bengali definition [অ্যারিথমাটিক্‌] (noun) অঙ্কশাস্ত্র; পাটিগণিতarithmetical [অ্যারিথমেটিক্‌ল্‌] (adjective) আঙ্কিক; পাটিগাণিতিক। arithmetical progression সমান্তর শ্রেণী। arithmetician [আরিথ্‌মাটিশ্‌ন্] (noun) অঙ্কশাস্ত্রবিদ।
  • English Word ark Bengali definition [আ:ক্‌] (noun) (বাইবেলে) (১) যে জাহাজে করে Noah (কোরআনে হজরত নূহ) এবং তার পরিবার মহাপ্লাবন থেকে জীবনরক্ষা করেছিলেন(২) Ark of the Covenant যে কাঠের সিন্দুকে ইহুদি আইনসংক্রান্ত রচনাবলী রক্ষিত হতো
  • English Word arm 1 Bengali definition [আ:ম্‌] (noun) (১) বাহু: She held her baby in her arms. baby/child/infant in arms কোলের শিশু। (hold, carry something) at arm’s length বাহু সম্পূর্ণ প্রসারিত করে (কোনো কিছু ধরা, বহন করা)। chance one’s arm, দ্রষ্টব্য chance 2. keep somebody at arm’s length (লাক্ষণিক) কাউকে দূরে সরিয়ে রাখা; কারো কাছ থেকে দুরে থাকা। (welcome somebody/something) with open arms বাহু প্রসারিত করে বা দু হাত বাড়িয়ে (অভ্যর্থনা বা গ্রহণ করা)। walk arm in arm (দুজনে) বাহুবদ্ধ হয়ে (হাতে হাত ধরে) হাঁটা। arm-band (noun) (কাপড় ইত্যাদির তৈরি) বাহুবন্ধনী। armchair (noun) আরাম কেদারা। armchair critic যে ব্যক্তি কাজ না করে কেবল বসে বসে সমালোচনা করে। armhole (noun) (জামা ইত্যাদির) হাতার ফাঁক। armpit (noun) বগল। (২) (জামা ইত্যাদির) হাতা: the arms of a coat. (৩) গাছের বড় শাখা বা ডাল(৪) বাহুসদৃশ বস্তু: the arms of a chair. (৫) (লাক্ষণিক) the (long) arm of the law, আইনের হাত (আইনের ক্ষমতা বা কর্তৃত্ব)। armful [আ:মফুল্] (noun) এক বা দুই বাহুতে যতটা ধরা যায়: He carried in packets by the armful.
  • English Word arm 2 Bengali definition [আ:ম্‌] (noun) কোনো দেশের সশস্ত্র বাহিনীর শাখা বা বিভাগ: the infantry arm.
  • English Word arm 3 Bengali definition [আ:ম্‌] (verb transitive), (verb intransitive) arm (with) অস্ত্র সজ্জিত করা: অস্ত্র সরবরাহ করা; যুদ্ধের প্রস্তুতি নেওয়া: They were armed with machine guns; (লাক্ষণিক) armed with the latest information. the armed forces/services সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। armed neutrality সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে নিরপেক্ষ থাকার নীতি।
  • English Word armada Bengali definition [আ:মা:ডা] (noun) বৃহৎ রণতরির বহর, বিশেষত স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ১৫৮৮ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে যে রণতরির বহর (the Armada) পাঠিয়েছিলেন
  • English Word Armageddon Bengali definition [আ:মাগেড্‌ন্‌] (noun) (১) (বাইবেলি) মহাকালের অন্তে শুভ ও অশুভ শক্তির যে সর্বশেষ যুদ্ধ হবে বলে ভবিষ্যদ্বাণী আছে, এই যুদ্ধ সেখানে সংঘটিত হবে। দ্রষ্টব্য Rev 1 6: 1 6. (২) (লাক্ষণিক) শুভাশুভের যেকোনো (অনুরূপ) দ্বন্দ্ব
  • English Word armament Bengali definition [আ:মামান্‌ট্‌] (noun) (১) (সাধারণত plural) সামরিক বাহিনী ও তার যুদ্ধোপকরণ; নৌ, সেনা ও বিমানবাহিনী(২) (সাধারণত plural) যুদ্ধাস্ত্র; বিশেষত বড় কামান: the armaments industry. (৩) [Uncountable noun] সামরিক বাহিনীকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়া; যুদ্ধের আয়োজন; রণসজ্জা
  • English Word armature Bengali definition [আ:মাচুআ(র্)] (noun) (বিদ্যুৎ) বৈদ্যুতিক মোটর বা ডায়নামোর বিদ্যুৎপ্রবাহ উৎপাদনকারী অংশ; বৈদ্যুতিক মোটরের পেঁচানো তার বা কয়েল
  • English Word armistice Bengali definition [আ:মিস্‌টিস্‌] (noun) সাময়িক যুদ্ধবিরতি চুক্তিArmistice Day ১১ই নভেম্বর- প্রথম বিশ্বযুদ্ধের অবসানকারী যুদ্ধবিরতি চুক্তির বার্ষিকী হিসেবে এই দিনটি পালিত হয় (America(n)= Veterans’ Day) দ্রষ্টব্য . remembrance.
  • English Word armor Bengali definition দ্রষ্টব্য armour.
  • English Word armorial Bengali definition [আ:মোরিআল] (adjective) কুলচিহ্ন ও বংশপরিচয়বিদ্যাবিষয়ক; কুলবস্ত্রবিষয়ক। দ্রষ্টব্য arms (২): armorial bearings, কুলচিহ্ন
  • English Word armour Bengali definition (America(n) = armor) [আ:মা(র্)] [Uncountable noun] (১) (সাধারণত ধাতব) বর্ম: a suit of armour. (২) রণতরী, সামরিক ট্যাঙ্ক, মোটরগাড়ি ইত্যাদির ধাতব আচ্ছাদন বা বর্ম(৩) বর্ম-আচ্ছাদিত সামরিক ট্যাঙ্ক, মোটরগাড়ি ইত্যাদির বহরarmour-plate (noun) বর্ম হিসেবে ব্যবহৃত ধাতব পাত। armoured (participial adjective) (১) বর্ম–আচ্ছাদিত: an armoured car. (২) বর্ম-আচ্ছাদিত সামরিক ট্যাঙ্ক, সামরিক যান, কামান ইত্যাদি দ্বারা সজ্জিত: an armoured division. armourer (noun) (১) অস্ত্র ও বর্মনির্মাতা; অস্ত্র ও বর্ম মেরামতকারী(২) আগ্নেয়াস্ত্রের তত্ত্বাবধায়ক বা ভাণ্ডারিarmoury [আ:মারি] (noun) অস্ত্রাগার।
  • English Word arms Bengali definition [আ:ম্‌জ্] (noun) (plural) (১) অস্ত্র; (একবচনে ব্যবহৃত fire-arms লক্ষণীয়): The enemy had plenty of arms and ammunition. arms-race অস্ত্র প্রতিযোগিতা। firearms আগ্নেয়াস্ত্র। small arms হাতে বহন করা যায় এমন আগ্নেয়াস্ত্র; যথা রিভলভার, রাইফেল। lay down (one’s) arms যুদ্ধ বন্ধ করা: অস্ত্র সংবরণ করা। take up arms; rise up in arms (সাহিত্যিক, লাক্ষণিক) অস্ত্র হাতে নেওয়া; যুদ্ধের জন্য তৈরি হওয়া। under arms অস্ত্র দিয়ে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে এমন। (be) up in arms (about/over) (সাধারণত লাক্ষণিক) (কারো/কোনো কিছুর বিরুদ্ধে) প্রতিবাদমুখর হওয়া। (২) (কুলচিহ্ন ও বংশপরিচয়বিদ্যা) অভিজাত পরিবার, শহর, বিশ্ববিদ্যালয় ইত্যাদির ব্যবহৃত সচিত্র নকশাcoat of arms এরূপ নকশা, কুলচিহ্ন (বর্মে খচিত বা অঙ্কিত থাকে)।
  • English Word army Bengali definition [আ:মি] (noun) (১) (singular অথবা' plural verb-সহ) সেনাবাহিনীarmy corps (noun) সেনাবাহিনীর প্রধান উপশাখা। army list (noun) কমিশনপ্রাপ্ত সেনা অফিসারদের সরকারি তালিকা। (২) সংগঠিত দল: the Salvation Army; বিরাট সংখ্যা; বিরাট দল: an army of beggars.
  • English Word arnica Bengali definition [আ:নিকা] [Uncountable noun] ভাঙা ও মচকানির চিকিৎসায় ব্যবহৃত বৃক্ষজাত ওষুধবিশেষ
  • English Word aroma Bengali definition [আরৌমা] (noun) (১) সুগন্ধ; সৌরভ: the aroma of Japanese tea. (২) (লাক্ষণিক) বৈশিষ্ট্য; বিশেষ লক্ষণযুক্ত পারিপার্শ্বিকতা: the aroma of wealth. aromatic [অ্যারম্যাটিক] (adjective) সুগন্ধময়; ঝাঁজালো।
  • English Word arose Bengali definition [আরৌজ্] arise–এর Past tense.
  • English Word around 1 Bengali definition [আরাউন্‌ড্‌] (adverb) (১) (all) around চতুর্দিকে; এখানে-সেখানে: We heard shouts of joy from all around. I left my things lying around. (২) (কথ্য) (স্থান বা সময়ের দিক থেকে) খুব দূরে নয়; কাছাকাছি: I’ll be around in case you should need me. have been/has been around প্রচুর ঘুরেছি/ঘুরেছ/ঘুরেছে; এই জীবন আর জগৎটাকে দেখেছি/ দেখেছ/ দেখেছে; দুনিয়াদারির অভিজ্ঞতা হয়েছে; He seems to have been around a lot. দ্রষ্টব্য about 2 (‌১,২,৩), দ্রষ্টব্য round 2, দ্রষ্টব্য shop (১), দ্রষ্টব্য sleep 2 (২)।
  • English Word around 2 Bengali definition [আরাউন্‌ড্‌] (prepositional) (১) (all) around সবদিকে; সর্বত্র: He has been all around Dhaka. (২) (আংশিক বা পুরো) ঘিরে বা বেষ্টন করে: She threw her arms around his shoulder. We ran around the building. দ্রষ্টব্য about 3 (১, ২, ৩), দ্রষ্টব্য round 4.
  • English Word arouse Bengali definition [আরাউজ্] (verb transitive) জাগানো; উদ্রেক করা: Her sufferings aroused our sympathy. She aroused me from my sleep. (২) (কাউকে) সক্রিয় করা; কামোত্তেজনা জাগানো: fully aroused.
  • English Word arpeggio Bengali definition [আ:পেজিওউ] (noun) (Plural arpeggios) (সংগীত) সংগীতের স্বর, যা একের পর এক বাজানো হয়
  • English Word arquebus Bengali definition [আ:কুইবাস্] (noun) সেকেলে বন্দুকবিশেষ
  • English Word arrack Bengali definition [অ্যারাক্] (noun) প্রাচ্য দেশসমূহে প্রস্তুত তাড়ি, পচাই প্রভৃতি জাতীয় মদ
  • English Word arraign Bengali definition [আরেইন্] (verb transitive) (আইন সম্বন্ধীয়) (কারো বিরুদ্ধে) অভিযোগ দায়ের করা; বিচারের জন্য (কাউকে) আদালতে হাজির করা: arraigned on a charge of forgery. arraignment (noun)
  • English Word arrange Bengali definition [আরেইন্‌জ্] (verb transitive), (verb intransitive) (১) সাজিয়ে রাখা; গোছানো: She was arranging the flowers in a vase. I arranged the books on the table. (২) আয়োজন করা; স্থির করা; কোনো কিছুর খুঁটিনাটির প্রতি লক্ষ্য রাখা: A meeting has been arranged between the management and the union. He arranged everything for my stay in Chittagong. You can’t expect me to arrange for everything. (৩) arrange (with somebody) (for/about something) সমঝোতায় আসা(৪) arrange (for) (কোনো সংগীতকে) বিশেষ উদ্দেশ্যে উপযোগী করে নেওয়া; arrange a piece of music for the sitar. (৫) মীমাংসা করা; নিরসন করা; মেলানো: I am often asked to arrange differences between the husband and the wife (এ অর্থে settle, adjust অধিক প্রচলিত শব্দ)।
  • English Word arrangement Bengali definition [আরেইন্‌জ্‌মান্‌ট্‌] (noun) (১) [Uncountable noun] সুবিন্যস্তকরণ; সজ্জিতকরণ; সাজানোর রীতি/ধরণ/ ব্যবস্থা: She was pleased with the arrangement of furniture in our drawing room. (২) (plural) আয়োজন; প্রস্তুতি: I have made arrangments for my trip to Nepal. (৩) [Uncountable noun] মতৈক্য; সমঝোতা: The holding of a national convention of teachers is a matter for arrangement, আলোচনার মধ্য দিয়ে স্থির করতে হবে। The board failed to come to any arrangment over the distribution of funds. (৪) (কোনো সংগীতকে) বিশেষ উদ্দেশ্যে উপযোগীকরণ: an arrangement for the sarod.
  • English Word arrant Bengali definition [অ্যারান্‌ট্‌] (adjective) (সর্বদা খারাপ ব্যক্তি বা বস্তু) পুরাদস্তুর; ডাহা: an arrant liar; arrant nonsense. array [আরেই] (verb transitive) (সাহিত্যিক) (১) (বিশেষত সৈন্য) যুদ্ধের জন্য বিন্যস্ত করা: The colonel arrayed his troops for battle. (২) সজ্জিত করা বা হওয়া: arrayed in ceremonial robes. □ (noun) (সাহিত্যিক) (১) বিন্যাস: troops in battle array. (২) পোশাক: in bridal array. (৩) array (of) প্রদর্শনী: a brilliant array of handicrafts.
  • English Word arrears Bengali definition [আরিআজ্] (noun) (plural) (১) বকেয়া টাকা: arrears of wages. be in/fall into arrears (with) পাওনা পরিশোধে বিলম্ব করা। (২) (হাতে) জমে থাকা কাজ: arrears of correspondence, উত্তরের অপেক্ষায় জমে থাকা চিঠিপত্র।
  • English Word arrest Bengali definition [আরেস্‌ট্‌] (verb transitive) (১) (প্রক্রিয়া বা গতি) রোধ করা; থামানো: Over-population arrests the growth of national income. (২) (কারো মনোযোগ) আকর্ষণ করা: The flying kite arrested the boy’s attention. (৩) আইনবলে (কাউকে) গ্রেফতার করা: The police arrested the leader of the striking workers. □ (noun) গ্রেফতার: Several arrests have been made so far by the police. under arrest বন্দি হিসেবে ধৃত; বন্দিদশা। be/place/put under arrest বন্দি হওয়া: The rebels were put under arrest. arrester (noun) আকর্ষক বা গতিরোধক। arrester hook বিমানবাহী জাহাজের পাটাতনে অবতরণকারী বিমানের গতি কমানোর জন্য ব্যবহৃত গতিরোধক আংটাবিশেষ। arresting (adjective) বিশেষভাবে লক্ষণীয়; মনোযোগ দাবি করে এমন।