Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word arabesque Bengali definition [অ্যারাবেস্ক্‌] [Countable noun] (কলা) ডালপালা, পাতা সর্পিল বস্তু ইত্যাদির কারুকার্যময় নকশা; (ব্যালে নৃত্য) এক পায়ের উপর দাঁড়িয়ে অন্য পা পিছনের দিকে প্রসারিত করা নর্তকের বিশেষ ভঙ্গিমা।
  • English Word Arabian Bengali definition [আরেইবিআন্] (noun), (adjective) (সৌদি) আরবের লোক; আরব দেশের লোক; আরবগণ; আরব–দেশীয়; আরবীয়the Arabian Nights ‘আরব্য–রজনী’ বা ‘আরব্যোপন্যাস’ নামে পরিচিত প্রাচীন আরবদের বিখ্যাত গল্পমালা। the Arabian camel এক কুঁজওয়ালা উটবিশেষ।
  • English Word Arabic Bengali definition [অ্যারাবিক্] (adjective) আরবগণসম্পর্কিতArabic numerals ০, ১, ২, ৩ (0,1,2,3) প্রভৃতি সংখ্যা (তুলনীয় roman numerals). দ্রষ্টব্য পরি ৪(noun) আরবি ভাষা।
  • English Word Arabist Bengali definition [অ্যারাবিস্‌ট্] (noun) আরবি ভাষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ের ছাত্র বা বিশেষজ্ঞ
  • English Word arable Bengali definition [অ্যারাব্‌ল্] (adjective) (জমি সম্বন্ধে) চাষযোগ্য; সাধারণত চাষ করা হয় এমন
  • English Word arachnid Bengali definition [‌আরাক্‌নিড্] (noun) (প্রাণীবিদ্যা) মাকড়াবর্গীয় কীট
  • English Word arbiter Bengali definition [আ:বিটা(র্)] (noun) (১) arbiter (of) (কোনো কিছুর উপর) পরিপূর্ণ নিয়ন্ত্রণের অধিকারী ব্যক্তি; নিয়ন্তা: the sole arbiter of one’s destiny, ভাগ্যনিয়ন্তা। (২) = arbitrator.
  • English Word arbitrary Bengali definition [আ:বিট্রারি America(n) আ:বিট্রেরি] (adjective) (১) শুধু আবেগনির্ভর; যুক্তিনির্ভর নয়: অযৌক্তিক(২) একনায়কসুলভ; স্বেচ্ছাচারী; স্বৈরাচারী
  • English Word arbitrate Bengali definition [আ:বিট্রেইট্] (verb transitive), (verb intransitive) arbitrate (between) সালিস দ্বারা নিষ্পত্তি করা; মধ্যস্থতা করা: A committee was appointed to arbitrate between the company and the union. The two sides agreed to arbitrate their differences.
  • English Word arbitration Bengali definition [আ:বিট্রেইশ্‌ন্] [Uncountable noun] সালিস-নিষ্পত্তি; মধ্যস্থতার দ্বারা নিষ্পত্তি; মধ্যস্থতা: The parties agreed to refer the dispute to arbitration; [Countable noun] এরূপ নিষ্পত্তির দৃষ্টান্ত। go to arbitration সালিস নিষ্পত্তি করা: The refused to go to arbitration.
  • English Word arbitrator Bengali definition [আ:বিট্রেইটা(র্)] (noun) (আইন সম্বন্ধীয়) মধ্যস্থতাকারী; সালিস নিষ্পত্তিকারী
  • English Word arbor Bengali definition দ্রষ্টব্য arbour.
  • English Word arboreal Bengali definition [আ:বোরিআল্] (adjective) (আনুষ্ঠানিক) বৃক্ষসম্পর্কিত; বৃক্ষবিষয়ক; বৃক্ষবাসী: arboreal animals, যথা বানর।
  • English Word arboretum Bengali definition [আ:বারীটাম্‌] (noun) (plural 'arboretums' বা 'arboreta') বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য যে স্থানে গাছ লাগানো হয়
  • English Word arbour Bengali definition (America(n) = arbor) [আ:বা(র্)] (noun) নিকুঞ্জ; কুঞ্জবনarboriculture [আ:বারিকাল্‌চা(র্‌)] (noun) বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃক্ষগুল্মের চাষ; গাছচর্চা (বিশেষত যেসব গাছের তক্তা হয়)।
  • English Word arc Bengali definition [আ:ক্] (noun) বৃত্তের পরিধি বা অন্য কোনো বক্ররেখার অংশ; চাপarc-lamp, arc-light (noun(s)) বৈদ্যুতিক বাতিবিশেষ, এতে দুটি কার্বনদণ্ডের মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত বিদ্যুৎপ্রবাহ থেকে উজ্জ্বল আলো বৃত্তাকারে বিচ্ছুরিত হয়।
  • English Word arcade Bengali definition [আ:কেইড্] (noun) ধনুকাকৃতি ছাদ বা খিলানে ঢাকা পথ– সাধারণত এর এক বা উভয় পাশে দোকানপাট থাকে; আচ্ছাদিত বাজারamusement arcade, দ্রষ্টব্য amusement.
  • English Word arcane Bengali definition [আ:কেইন্] (adjective) গোপনীয়; রহস্যময়
  • English Word arch 1 Bengali definition [আ:চ্] (noun) (১) ধনুকাকৃতি খিলান(২) (also archway) স্থাপত্য–অলংকার বা তোরণ হিসেবে নির্মিত খিলানে ঢাকা পথ: a triumphal arch. (৩) যেকোনো ধনুকাকৃতি বস্তু, লতা ইত্যাদির বেয়ে ওঠার জন্য নির্মিত ধনুকাকৃতি কাঠামো। □ (verb transitive), (verb intransitive) (১) ধনুকাকারে বাঁকানো: The horse arched its neck. (২) ধনুকাকৃতি হওয়া: Tall trees arched over the passage.
  • English Word arch 2 Bengali definition [আ:চ্] (attributively adjective) (বিশেষত নারী ও শিশু) সকৌতুক দুষ্টুমিতে ভরা; সকৌতুক দুষ্টুমিপূর্ণ: an arch glance, বাঁকা চাহনি; an arch smile, বাঁকা হাসি। archly (adverb)
  • English Word arch- Bengali definition [আ:চ্‌] (prefix) প্রধান; বিশিষ্ট; চরম: arch enemy.
  • English Word archaeology Bengali definition (অপিচ archeology) [আ:কিঅলাজি] [Uncountable noun] প্রত্নতত্ত্ব; প্রত্নবিদ্যাarchaeological [আ:কিআলজিক্‌ল্] (adjective) প্রত্নতাত্ত্বিক। archaeologist [আ:কিঅলাজিস্‌ট্] (noun) প্রত্নতত্ত্ববিদ।
  • English Word archaic Bengali definition [আ:কেইইক্‌] (adjective) (১) (কোনো ভাষার বিশেষ শব্দ) বিশেষ ক্ষেত্র বা উদ্দেশ্য ছাড়া ব্যবহারহীন এমন; অপ্রচলিত শব্দ(২) প্রাচীন; সেকেলেarchaism [আ:কেইজাম্] [Countable noun] অপ্রচলিত শব্দ বা অভিব্যক্তি; [Uncountable noun] অপ্রচলিত শব্দ, রীতি, অভিব্যক্তি ইত্যাদির ব্যবহার বা অনুকরণ।
  • English Word archangel Bengali definition [আ:কেইন্‌জ্‌ল্] (noun) উঁচু শ্রেণীর দেবদূত বা ফেরেশতা
  • English Word archbishop Bengali definition [আ:চ্‌বিশাপ্] (noun) প্রধান ধর্মযাজকarchbishopric (noun) প্রধান ধর্মযাজকের পদ; প্রধান ধর্মযাজকের পরিচালনাধীন গির্জা–অঞ্চল।
  • English Word archdeacon Bengali definition [আ:চ্‌ডীকান্‌] (noun) (Church of England–এ) পদমর্যাদায় বিশপের এক ধাপ নিচে অবস্থানকারী ধর্মযাজক– ইনি গ্রামীণ যাজকদের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেনarchdeaconry (noun) উক্ত ধর্মযাজকের পদ বা আবাসিক ভবন।
  • English Word archdiocese Bengali definition [আ:চ্‌ডাইআসিস্] (noun) প্রধান ধর্মযাজকের এলাকা
  • English Word archduke Bengali definition [আ:চ্‌ডিঊক America(n) আ:চ্‌ডূক্‌] (noun) পূর্বতন অস্ট্রীয় সম্রাটদের পুত্র বা ভ্রাতুষ্পুত্র বা তাদের উপাধি
  • English Word archer Bengali definition [আ:চা(র্)] (noun) তীরন্দাজarchery [আ:চারি] (noun) ধনুর্বিদ্যা।
  • English Word archetype Bengali definition [আ:কিটাইপ্] (noun) আদিরূপ; পরিবর্তনীয় নয় এমন আদর্শ রূপ; মৌল আদর্শarchetypal [আ:কিটাইপ্‌ল্] (adjective)