Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word admittance Bengali definition [আড্‌মিট্‌ন্‌স্‌] [Uncountable noun] (বিশেষত সরকারি বা সর্বজনীন নয় এমন স্থানে) প্রবেশাধিকার; প্রবেশ: No admittance except on business.
  • English Word admix Bengali definition [অ্যাড্‌মিক্‌স্‌] (verb transitive, verb intransitive) মেশা বা মেশানো; মিশ্রিত করা বা হওয়া; উপকরণ হিসাবে যোগ করা
  • English Word admixture Bengali definition [অ্যাড্‌মিক্‌স্‌চা(র্)] (noun) (আনুষ্ঠানিক) = mixture.
  • English Word admonish Bengali definition [আড্‌মনিশ্] (verb transitive) (আনুষ্ঠানিক) মৃদু ভর্ৎসনা/তিরস্কার করা; সতর্ক করে দেওয়া: The workers were repeatedly admonished for being late. admonition [অ্যাড্‌মানিশ্‌ন্‌] [Uncountable noun] মৃদু তিরস্কার; ভর্ৎসনা; হুঁশিয়ারি; সতর্কীকরণ। admonitory [অ্যাড্‌মনিট্‌রি America(n) অ্যাড্‌মনিটোরি] (adjective) মৃদু ভর্ৎসনাপূর্ণ; সদুপদেশপূর্ণ: an admonitory letter.
  • English Word ado Bengali definition [আডূ] [Uncountable noun] (পুরাতনী) অকারণ হৈচৈ; উত্তেজনা; অস্থিরতা: much ado about nothing.
  • English Word adobe Bengali definition [আডাউবি] [Uncountable noun] কাদা ও খড়কুটামিশ্রিত রোদে পোড়ানো ইট: (attributive(ly)) an adobe house.
  • English Word adolescence Bengali definition [অ্যাডালেস্‌ন্‌স্‌] [Uncountable noun] শৈশব ও যৌবনের মধ্যবর্তী কাল; বয়ঃসন্ধি; কৈশোর; এই সময়কার প্রবৃদ্ধিadolescent [অ্যাডালেস্‌ন্‌ট্] (adjective), (noun) যৌবনে পদার্পনোদ্যত; প্রাপ্তকৈশোর; কিশোর; সদ্যোযুবক।
  • English Word adopt Bengali definition [আডপ্‌ট্] (verb transitive) (১) পোষ্যগ্রহণ করা; দত্তক নেওয়া। দ্রষ্টব্য footer. (২) (ভাব বা প্রথা) নিজের বলে গ্রহণ ও ব্যবহার করা; পরিগ্রহণ/ অবলম্বন করা: to adopt a foreign custom. (৩) (প্রতিবেদন বা সুপারিশ) গ্রহণ করাadoption [আডপ্‌শ্‌ন্] (noun) গ্রহণ; পোষ্যগ্রহণ; পোষ্যকরণ; অবলম্বন; পরিগ্রহণ: country of one’s adoption. নিজের নির্বাচিত দেশ। adoptive (adjective) দত্তক; পোষ্যকারক; পোষ্যক: his adoptive parents, পালক মাতাপিতা।
  • English Word adore Bengali definition [আডো(র্)] (verb transitive) (১) পূজা/উপাসনা/ভজনা করা; গভীরভাবে ভালোবাসা ও শ্রদ্ধা করা; ভক্তি করা(২) (কথ্য; ঘটমানকালে ব্যবহার নেই) অত্যন্ত পছন্দ করা: Latifa adores her father. adorable [আডোর্‌আবল্] (adjective) ভালোবাসার যোগ্য; প্রীতিকর; মনোমোহন; স্নেহার্হ। adorably [আডোর্‌আব্‌লি] (adverb) মনোমোহনরূপে ইত্যাদি। adoration [অ্যাডারেইশ্‌ন্‌] [Uncountable noun] পূজা; উপাসনা; আরাধনা; ভক্তি; প্রেম: her adoration for her husband. adorer (noun) (কোনো ব্যক্তির) আরাধক; উপাসক; পূজারি। adoring (adjective) প্রেমময়; প্রেমপরিপূর্ণ। adoringly (adverb) প্রেমপরিপূর্ণভাবে।
  • English Word adorn Bengali definition [আডোন্‌] (verb transitive) শ্রীমণ্ডিত/অলংকৃত/ভূষিত করা; সাজানো; অলংকার পরা; বৈশিষ্ট্যমণ্ডিত করাadornment [Uncountable noun] অলংকরণ; প্রসাধন; [Countable noun] অলংকার; আভরণ; ভূষণ।
  • English Word adrenal Bengali definition [আড্‌রীন্‌ল্] (adjective) (ব্যবচ্ছেদবিদ্যা) বৃক্কসংলগ্ন বা বৃক্ক সম্পর্কিত; বৃক্কীয়: adrenal glands.
  • English Word adrenalin Bengali definition [আড্‌রেনালিন্] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) হৃদযন্ত্রের ক্রিয়ারোধের চিকিৎসায় ব্যবহৃত উপাদানরূপে প্রস্তুত বৃক্কীয় গ্রন্থিনিঃসৃত হরমোন; আড্রেনালিন
  • English Word adrift Bengali definition [আড্‌রিফ্‌ট্‌] (adverb), (predicatively adjective) (জাহাজ, নৌকা) ভাসমান; নিয়ন্ত্রণবিহীন ও বায়ু–জলতাড়িত; ভাসতে ভাসতে: We were surprised to see that our boat had been cut adrift; (আলংকারিক অর্থ) পারিপার্শ্বিকের পুরো আয়ত্তে; লক্ষ্যহীনভাবে: turn somebody adrift, নিঃসম্বল অবস্থায় পাঠিয়ে দেওয়া।
  • English Word adroit Bengali definition [আড্রইট্] (adjective) adroit (at/in) দক্ষ; নিপুণ; কুশলী; উদ্ভাবনকুশল; কর্মকুশল: adroit handing of an awkward situation. adroitly (adverb) দক্ষতার সঙ্গে ইত্যাদি। adroitness (noun) দক্ষতা; নিপুণতা ইত্যাদি।
  • English Word adsorb Bengali definition [আড্‌সোব্] (verb transitive) (বিজ্ঞান) রাসায়নিক প্রক্রিয়া ঘটা বা ঘটানো, যাতে কোনো কঠিন পদার্থের উপরিভাগে সাধারণত কোনো গ্যাসের অত্যন্ত পাতলা একটি স্তর জমে বা জমানো হয়; আচিত করা বা হওয়া: oxygen adsorbs on iron. adsorbent [আড্‌সোবান্‌ট্‌] (adjective) আচয়ী। adsorption [আড্‌সোপ্‌শ্‌ন্‌] (noun) আচয়।
  • English Word adulate Bengali definition [আডিউলেইট্] (verb transitive) হীনভাবে তোষামোদ করাadulation [আডিউলেইশ্‌ন্‌ America(n) আডিজুলেইশ্‌ন্‌] [Uncountable noun] (বিশেষত অনুগ্রহ লাভের প্রত্যাশায়) অতিপ্রশংসা; তোষামোদ; অতিভক্তি প্রদর্শন; স্তাবকতা।
  • English Word adulterate Bengali definition [আডাল্‌টারেইট্] (verb transitive) ভেজাল দেওয়া/ মেশানো; দূষিত /অপকৃষ্ট/হীনমূল্য করাadulterant [আডাল্‌টারান্‌ট্] (noun) ভেজাল; খাদ। adulteration [আডাল্‌টারেইশ্‌ন্‌] (noun) ভেজাল; অপমিশ্রণ; মিশাল।
  • English Word adultery Bengali definition [আডাল্‌টারি] [Uncountable noun] বিবাহিত ব্যক্তির স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য ব্যক্তির সঙ্গে স্বেচ্ছায় যৌনমিলন; ব্যভিচারadulterer [আডাল্‌টারা(র্)] (noun) পরদারগামী; ব্যভিচারী। adulteress [আডাল্‌টারিস্] (noun) ব্যভিচারিণী। adulterous [আডাল্‌টারাস্] (adjective) ব্যভিচারসম্পর্কিত; ব্যভিচারঘটিত; ব্যভিচারী।
  • English Word adumbrate Bengali definition [অ্যাডাম্‌ব্রেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) অস্পষ্টভাবে বা সংক্ষেপে ইঙ্গিত/আভাস দেওয়া; আভাসিত করা; (অনাগত ঘটনার) পূর্বাভাস দেওয়া।
  • English Word advaita Bengali definition [আদ্‌দোইতো] [Uncountable noun] ব্যক্তি ও ঈশ্বর এক- এই মতবাদে বিশ্বাসী বেদান্ত দর্শনের একটি শাখা; অদ্বৈত: Advaita philosophy, বেদান্ত দর্শনের অদ্বৈত বেদান্ত নামক শাখা।
  • English Word advance 1 Bengali definition [আড্‌ভা:ন্‌স্‌ America(n) আড্‌ভ্যান্‌স্‌] (noun) (১) [Uncountable noun, Countable noun] সম্মুখগতি; অগ্রগতি; প্রগতি; উন্নতিin advance (of) পূর্বেই; আগাম; অগ্রগামী: Don’t spend your salary in advance. (২) অগ্রিম; আগাম: an advance party. (৩) [Countable noun] অগ্রিম হিসাবে প্রদত্ত অর্থ; আগাম; বায়না; দাদনadvance booking (হোটেলের কক্ষ, রঙ্গালয়ের আসন প্রভৃতি) অগ্রিম সংরক্ষণ।
  • English Word advance 2 Bengali definition [আড্‌ভা:ন্‌স্‌ America(n) আড্‌ভ্যান্‌স্‌] (verb intransitive, verb transitive) (১) অগ্রসর হওয়া; এগিয়ে আসা বা যাওয়া: The tiger advances silently. (২) (খরচ, দাম) বাড়া; চড়া(৩) এগিয়ে দেওয়া বা নেওয়া: to advance a date. দ্রষ্টব্য postpone; উপস্থাপিত/পেশ করা: to advance one’s opinion; পদোন্নতি দেওয়া; সহায়ক হওয়া। (৪) (মূল্য) বৃদ্ধি করা (= কথ্য, put up). (৫) আগাম (অর্থ) দেওয়া: to advance money to farmers. advanced (participial adjective) অত্যন্ত অগ্রসর: advanced in age, অতিবৃদ্ধ; advanced courses of study, প্রাগ্রসর পর্যেষণা–কার্যক্রম। দ্রষ্টব্য elementary. advanced level (সংক্ষেপ A level) (GCE পরীক্ষা সম্বন্ধে) গ্রেট ব্রিটেনে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে এমন; প্রাগ্রসর পর্যায়। advancement [Uncountable noun] পদোন্নতি; উন্নতি: the advancement of science.
  • English Word advantage Bengali definition [আড্‌ভা:ন্‌টিজ্‌ America(n) আড্‌ভ্যান্‌টিজ্‌] (noun) (১) [Countable noun] উপকারী বা দরকারি কিছু; সুবিধা; সুযোগhave/gain/win an advantage (over); give somebody an advantage (over) সুযোগ পাওয়া/অর্জন করা; কাউকে সুযোগ দেওয়া। have the advantage of somebody এমন কিছু বা এমন কাউকে জানা যা ঐ ব্যক্তি জানে না। (২) [Uncountable noun] লাভ; উপকার: How much advantage did you gain from your acquaintance with the Prime Minister? take advantage of somebody তার সঙ্গে চালাকি করা; তাকে প্রতারিত করা। take (full) advantage of something (পূর্ণ) সুযোগ গ্রহণ করা। to advantage সর্বোত্তমভাবে দেখা বা ব্যবহার করা যায় এমনভাবে: You should make the journey in summer to the best advantage, সর্বাধিক সুবিধাজনক। be/prove to somebody’s advantage কারো জন্য লাভজনক/সহায়ক হওয়া। turn something to advantage লাভজনকভাবে ব্যবহার করা; সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়া। (৩) [Uncountable noun] (টেনিস) ডিউসের (deuce) পরে অর্জিত প্রথম পয়েন্ট। □(verb transitive) উপকার করা।
  • English Word advantageous Bengali definition [অ্যাড্‌ভান্‌টেইজাস্‌] (adjective) লাভজনক; উপকারক; সুবিধাজনকadvantageously (adverb) সুবিধাজনকভাবে।
  • English Word advent Bengali definition [অ্যাড্‌ভান্‌ট্‌] (noun) (১) (সাধারণত definite article–সহ singular) (গুরুত্বপূর্ণ অগ্রগতি, ঋতু ইত্যাদির) আগমন; অভ্যাগম: the advent of scientific age. (২) Advent (গির্জা সম্বন্ধীয়) খ্রিস্টের আগমন; বড়দিনের পূর্ববর্তী (চারটি রবিবারসহ) মৌসুম(৩) শেষ বিচারের দিন খ্রিস্টের দ্বিতীয় আগমনAdventist [অ্যাড্‌ভান্‌টিস্‌ট্‌ America(n) আড্‌ভেন্‌টিস্‌ট্‌] (noun) খ্রিস্টের পুনরাগমন এবং বিশ্বজগতের আশু সমাপ্তিতে বিশ্বাসী ব্যক্তি।
  • English Word adventitious Bengali definition [অ্যাড্‌ভেন্‌টিশাস্] (adjective) (আনুষ্ঠানিক) দৈবাগত; দৈবিক; আপতিক; অস্থানিক: adventitious aid.
  • English Word adventure Bengali definition [আড্‌ভেন্‌চা(র্)] (noun) (১) [Countable noun] অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনা, বিশেষত কোনো রোমাঞ্চকর বা বিপদসংকুল যাত্রা বা কর্মকাণ্ড; (দুঃসাহসিক) অভিযান; অভিযাত্রাadventure playground (noun) শিশুদের খেলার মাঠ, যেখানে তাদের খেলার জন্য কাঠ, ধাতু ইত্যাদির বড় বড় সামগ্রী ও কাঠামো থাকে; অভিযান–ময়দান। (২) [Uncountable noun] ঝুঁকি; বিপদ; রোমাঞ্চ: fond of adventure, রোমাঞ্চপ্রিয়; a life of adventure, রোমাঞ্চকর/দুঃসাহসপূর্ণ জীবন। □(verb transitive) সাহস/দুঃসাহস করা (এই অর্থে venture অধিক প্রচলিত)। adventurer (noun) (১) (দুঃসাহসী) অভিযাত্রিক; রোমাঞ্চসন্ধানী(২) যে ব্যক্তি ঝুঁকিপূর্ণ বা অসাধু পন্থায় মুনাফা অর্জনে অপরাঙ্মুখ; ফটকাবাজadventuress [আড্‌ভেন্‌চারিস্] (noun) মহিলা অভিযাত্রিক, বিশেষত যে মহিলা সুবিধা পেতে চাতুরীর আশ্রয় নিতে পিছপা হয় না; ফটকাবাজ নারী; সাহসিকা। adventurous [আড্‌ভেন্‌চারাস্] (adjective) (১) রোমাঞ্চাভিলাষী; রোমাঞ্চ-অন্বেষী(২) রোমাঞ্চপূর্ণ; বিপদসংকুল: an adventure voyage. adventuresome (আড্‌ভেন্‌চাসাম্) (adjective) (বিরল) = adventurous.
  • English Word adverb Bengali definition [অ্যাড্‌ভা্‌ব্] (noun) (ব্যাকরণ) যে শব্দ ‘কোথায়,’ ‘কখন,’ ‘কীভাবে’-এর উত্তর দেয় এবং verb’s, adjective’s ও অন্য adverb’s-এর গুণাগুণ বা ধরন নির্দিষ্ট করে; ক্রিয়াবিশেষণ। adverbial [অ্যাড্‌ভা্‌বিআল্] (adjective) ক্রিয়াবিশেষণীয়। □(noun) ক্রিয়াবিশেষণ বা ক্রিয়াবিশেষণীয় বাক্যাংশ। adverbially [অ্যা্ড্‌ভা্‌বিআলি] (adverb) ক্রিয়াবিশেষণরূপে।
  • English Word adversary Bengali definition [অ্যাড্‌ভাসারি America(n) অ্যাড্‌ভাসেরি] (noun) (plural adversaries) শত্রু; সপত্ন; (প্রতিযোগিতায়) বিপক্ষ; প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।
  • English Word adverse Bengali definition [অ্যাড্‌ভা্‌স্] (adjective) প্রতিকূল; অননুকূল; বিরুদ্ধ; বৈরীadversely (adverb) প্রতিকূলভাবে; বিপ্রতীপভাবে।