Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word acquaintance Bengali definition [আকোয়েইন্‌টান্‌স্‌] (noun) (১) [Uncountable noun] অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়: He has little acquaintance with recent English writings in India. have a nodding acquaintance with (কোনো ব্যক্তি বা বিষয়ের সঙ্গে) কিঞ্চিৎ পরিচয় থাকা। make somebody’s acquaintance, make the acquaintance of somebody কারো সঙ্গে পরিচয় করা বা পরিচিত হওয়া। (up) on (further) acquaintance পরিচিত হওয়ার আরো কিছু সময়/ দিন পরে। (২) [Countable noun] পরিচিত ব্যক্তি; আলাপী: He is an acquaintance of mine. (৩) (প্রাচীনতর ইংরেজি, সমষ্টিবাচক) পরিচিতজন: You seem to have a wide acquaintance, বহুপরিচিত মানুষ।
  • English Word acquiesce Bengali definition [আকোইএস্] (verb transitive) (১) সম্মত বা রাজি হওয়া; সায় দেওয়া; নীরবে বা বিনা আপত্তিতে মেনে নেওয়া(২) acquiesce in কোনো ব্যবস্থা, সিদ্ধান্ত ইত্যাদি বিনা প্রতিবাদে মেনে নেওয়া: to acquiesce in an absurd proposal. acquiescence [অ্যাকোইএস্‌ন্‌স্‌] (noun) মৌনসম্মতি (-দান)। acquiescent [অ্যাকোইএস্‌ন্‌ট্] (adjective) মৌনসম্মতিপূর্ণ, প্রশ্রয়প্রবণ।
  • English Word acquire Bengali definition [আকোয়াইআ(র্)] (verb transitive) অর্জন করাan acquired taste (পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে) অর্জিত রুচি। acquirement (noun) (১) [Uncountable noun] (acquisition এখন অধিক প্রচলিত) অর্জন(২) [Countable noun] = accomplishment (৩) (এটিই এখন অধিক প্রচলিত); গুণ
  • English Word acquisition Bengali definition [অ্যাকোইজিশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] গ্রহণ; অর্জন: acquisition of knowledge. (২) [Countable noun] অর্জিত বস্তু বা ব্যক্তি: Would you kindly have a look at my new acquisitions?
  • English Word acquisitive Bengali definition [অ্যাকোইজাটিভ্] (adjective) (১) অর্জনে অভ্যস্ত; অর্জনপ্রিয়; অর্জনেচ্ছু: acquisitive of new ideas. the acquisitive society যে সমাজ অধিক থেকে অধিকতর বস্তু অর্জনের উপর গুরুত্ব দেয়; অর্জনপ্রবণ সমাজ। (২) লোভলালসাপূর্ণ; জড়বাদী
  • English Word acquit Bengali definition [আকোয়িট্] (verb transitive) (১) acquit somebody (of/on something) নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া(২) আচরণ করা; উত্তীর্ণ হওয়া: She acquitted herself well. acquittal [আকোইট্‌ল্‌] [Uncountable noun, Countable noun] বেকসুর খালাস: The villagers were angry at the acquittal of the persons accused of rape. acquittance (noun) ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়।
  • English Word acre Bengali definition [এইকা(র্)] [Countable noun] ভূমির মাপের একক; ৪৮৪০ বর্গগজ বা প্রায় ৪০০০ বর্গমিটার; একরGod’s Acre (সমাধির জন্য) গির্জার প্রাঙ্গণ। acreage [এইকারিজ্] [Uncountable noun] একরের মাপে জমির পরিমাণ: The financial value of its acreage has been increasing rapidly.
  • English Word acrid Bengali definition [অ্যাক্‌রিড্‌] (adjective) (গন্ধ বা স্বাদ) অত্যন্ত কটু; ঝাঁজালো; তীব্রacrid smell (লাক্ষণিক) তিক্ত বা ক্রুদ্ধ মন্তব্য, সমালোচনা ইত্যাদি: His speech is full of acrid smell criticism of the present government.
  • English Word acrimony Bengali definition [অ্যাক্‌রিমানি America(n) অ্যাক্‌রিমাউনি] [Uncountable noun] (আনুষ্ঠানিক) মেজাজ, আচার-আচরণ ও ভাষার তিক্ততা; উগ্রতা; স্বভাবকটুতাacrimonious [অ্যাক্‌রিমাউনিআস্] (adjective) (যুক্তিতর্ক, বাগ্‌বিতণ্ডা, শব্দ ইত্যাদি) তিক্ত; কটু।
  • English Word acrobat Bengali definition [অ্যাক্‌রাব্যাট্] (noun) শারীরিক কসরত প্রদর্শনে পারদর্শী ব্যক্তি; কসরতবাজacrobatic [অ্যাক্‌রাব্যাটিক্] (adjective) কসরতবাজসদৃশ, কসরতি; acrobatic feats, কসরতনৈপুণ্য। acrobatics (noun) (plural) (singular verb–সহ ব্যবহৃত হয়) কসরতবাজি।
  • English Word acronym Bengali definition [অ্যাক্রানিম্] [Countable noun] কোনো নামের আদ্যক্ষরসমূহের সমন্বয়ে গঠিত শব্দ, যেমন UNO (United Nations Organization); আদ্যক্ষরা।
  • English Word acropolis Bengali definition [আক্রপালিস্] (noun) প্রাচীনকালে গ্রিক নগরীর সুরক্ষিত অংশ, বিশেষত এথেন্সেরthe Acropolis অ্যাক্রোপলিস।
  • English Word across 1 Bengali definition [আক্রস্ America(n) আক্রোস্] (adverb) (preposition(al)-এর সকল অর্থে "verb(s)" -এর সঙ্গে ব্যবহৃত হয়) এপারওপার; আড়াআড়িভাবে: helped the child across, পার হতে সাহায্য করেছে। The road is only 20m across, ২০ মিটার প্রশস্তacross from (America(n): উলটোদিকে; বিপরীত দিকে: just across from here.
  • English Word across 2 Bengali definition [আক্রস্ America(n) আক্রোস্] (preposition(al)) (১) একদিক থেকে অন্যদিকে: across a river, a dam across a river. across-the-board বিশেষত কোনো পেশা বা শিল্পের সকল সদস্য, দল ইত্যাদি-সহ: an across the-board wage increase, সর্বজনীন বেতনবৃদ্ধি। (২) ওপারে; ওধারে: The school is across the canal. (৩) আড়াআড়ি: The little girl stood with her arms across her chest. (verb(s) – সহ) দ্রষ্টব্য come (১৫). দ্রষ্টব্য drop 2 (১৩). দ্রষ্টব্য get (১৭). দ্রষ্টব্য put 1.(১১) এবং দ্রষ্টব্য run 1 (২৮).
  • English Word acrostic Bengali definition [আক্রস্‌টিক্‌ America(n) আক্রোস্‌টিক্‌] (noun) শব্দের ধাঁধা বা বিন্যাস, যাতে পঙ্‌ক্তিসমূহের প্রথম কিংবা প্রথম ও শেষ বর্ণ মিলে এক বা একাধিক শব্দ গঠন করে
  • English Word acrylic Bengali definition [আক্রিলিক্] (noun) acrylic fibre পোশাকের কাপড় ইত্যাদি তৈরি করার (বিভিন্ন ধরণের) কৃত্রিম তন্তুবিশেষ; অ্যাক্রিলিক তন্তুacrylic resin (noun) প্লাস্টিকের পরকলা; বিমানের জানালা প্রভৃতি তৈরি করতে শিল্প-কারখানায় ব্যাপকভাবে ব্যবহৃত (বিভিন্ন ধরণের) স্বচ্ছ, বর্ণহীন প্লাস্টিকবিশেষ।
  • English Word act 1 Bengali definition [অ্যাক্‌ট্‌] [Countable noun] (১) কর্ম; কার্য; কৃতকর্ম; কাজ: an act of kindness. Acts (of the Apostles) (NT) খ্রিস্টের দ্বাদশ শিষ্যের প্রচারকার্যের বিবরণ। (২) কোনো কিছু করার প্রক্রিয়া/মুহূর্ত; ক্রিয়া। (catch somebody) in the (very) act of (doing something) হাতেনাতে (ধরে ফেলা); (কিছু) করার সময়: in the act of breaking into the house; In the act of picking fruits he fell from the ladder. Act of God নিয়ন্ত্রণের অতীত প্রাকৃতিক শক্তিনিচয়ের পরিণামস্বরূপ কোনো কিছু (যেমন ঝড়, বন্যা, ভূমিকম্প); দৈবদুর্বিপাক। অপিচ দ্রষ্টব্য grace (৩)। (৩) কোনো বিধায়ক পরিষদকর্তৃক প্রণীত আইন; বিহিতক; অধিনিয়ম: an Act of Parliament. (৪) (নাটকের) অঙ্ক(৫) কোনো অনুষ্ঠানসূচিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানসমূহের যে কোনো একটি; অনুষ্ঠান: a circus/variety act. (৬) (কথ্য) ছল; ব্যপদেশ; ভান: Are you really serious or is it merely an act? put on an act (কথ্য) (স্বার্থসিদ্ধির জন্য) ছল/ভান করা।
  • English Word act 2 Bengali definition [অ্যাক্‌ট্‌] (verb transitive, verb intransitive) (১) কিছু করা; কাজ করা; সক্রিয় হওয়া: He acted promptly to defeat the machinations of his enemies. act (up) on (a suggestion/somebody’s advice/an order) ইঙ্গিত, পরামর্শ ইত্যাদি অনুসরণ করা। (২) (স্বাভাবিকভাবে) কাজ করা; প্রয়োজন সিদ্ধ করা: Is the valve acting well? act (up) on কিছুর উপর কাজ করা: This drug acts on the nervous system. (৩) পেশাগত বা দাফতরিক ক্ষমতায় কাজ করা: The superintendent acted wisely. act as দোভাষী, মধ্যস্থ প্রভৃতি হিসেবে কাজ করা। act for/on behalf of কৌঁসুলি/ব্যবহারজীবী হিসেবে মামলায় কারো প্রতিনিধিত্ব করা। (৪) অভিনয় করা: His plays won’t act, অভিনয়োপযোগী নয়। act something out এমন সব ক্রিয়া সম্পন্ন করা, যা কোনো স্নায়বিক পীড়াগ্রস্ত ব্যক্তির ভয়, সংবাধ (inhibition) ইত্যাদির প্রতিনিধিত্ব করে এবং ঐসব ভয়, সংবাধ ইত্যাদি অবচেতন মন থেকে বের করে আনতে সাহায্য করে। act up (কথ্য) অসদাচরণের দ্বারা দৃষ্টি আকর্ষণ করা; খারাপভাবে কাজ করে বিরক্তি, ক্ষোভ বা কষ্টের কারণ হওয়া: His leg/telephone/ VCR has been acting (এখন playing অধিক প্রচলিত) up the whole week-end.
  • English Word acting Bengali definition [অ্যাক্‌টিঙ্] (adjective) সাময়িকভাবে অন্যের দায়িত্বে অধিষ্ঠিত; কার্যকরী: The acting Principal/President. □[Uncountable noun] অভিনয়। acting copy অভিনেতা-অভিনেত্রীর ব্যবহার্য লিপি।
  • English Word actinism Bengali definition [অ্যাক্‌টিনিজাম্] [Uncountable noun] আলোকরশ্মির যে ধর্ম রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তন ঘটায় (যেমন আলোকচিত্রের ফিল্মে); অর্চিতা: actinic [অ্যাক্‌টিনিক্] (adjective) অর্চিতা সম্বন্ধীয়; আর্চিক: actinism rays, সূর্যের রশ্মি-বিকিরণের উপাদান।
  • English Word actinium Bengali definition [অ্যাক্‌টিনিআম্] [Uncountable noun] (রসায়ন) ইউরেনিয়মের স্বাভাবিক ক্ষয়জনিত তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক Ac); অ্যাকটিনিয়াম
  • English Word activate Bengali definition [অ্যাক্‌টিভেইট্‌] (verb transitive) সক্রিয়/সচল করা; (রসায়ন) (তাপে) বিক্রিয়া ত্বরান্বিত করা; (পদার্থবিদ্যা) রশ্মি বিকীর্ণ করানো। activation [অ্যাক্‌টিভেইশ্‌ন্‌] (noun) সক্রিয়করণ।
  • English Word active Bengali definition [অ্যাক্‌টিভ্] (adjective) (১) সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ: an active brain; an active volcano; an active imagination. on active service (নৌ-বাহিনী, সেনা-বাহিনী, বিমান-বাহিনী) (British/Britain) সক্রিয় সামরিক দায়িত্বে নিয়োজিত বিশেষত যুদ্ধকালে; (America(n) পূর্ণ কর্তব্যপালনে নিয়োজিত (মজুদ বাহিনীর অন্তর্ভুক্ত নয়)। under active consideration সক্রিয় বিবেচনাধীন। (২) (ব্যাকরণ) the active (voice) কর্তৃবাচ্য। দ্রষ্টব্য passive. actively (adverb) সক্রিয়ভাবে।
  • English Word activist Bengali definition [অ্যাক্‌টিভিস্‌ট্‌] [Countable noun] (রাজনৈতিক আন্দোলন ইত্যাদিতে) সক্রিয় অংশগ্রহণকারী ব্যক্তিactivism [অ্যাক্‌টিভিজম্‌] (noun) (সাধারণত) কোনো বিতর্কিত রাজনৈতিক ইস্যুতে নানা পন্থায় প্রকাশ্য অথবা গোপনে আন্দোলন: They split bitterly on the role of women’s activist.
  • English Word activity Bengali definition [অ্যাক্‌টিভাটি] (noun) (plural activities) (১) [Uncountable noun] সক্রিয়তা; কর্মপরায়ণতা; কর্মিষ্ঠতা(২) [Countable noun] কার্যকলাপ; কাজকর্ম
  • English Word actor Bengali definition [অ্যাক্‌টা(র্)] (noun) (১) অভিনেতা; নট(২) উল্লেখযোগ্য ঘটনা প্রভৃতিতে অংশগ্রহণকারী ব্যক্তি; নট; পাত্র
  • English Word actress Bengali definition [অ্যাক্‌ট্রাস্‌] (noun) অভিনেত্রী
  • English Word actual Bengali definition [অ্যাক্‌চুআল্] (adjective) প্রকৃত; সত্যিকার; বাস্তবactually [অ্যাক্‌চুআলি] (adverb) (১) প্রকৃতপক্ষে; বস্তুত; সত্যিকারভাবে(২) আশ্চর্য মনে হলেও বা অবিশ্বাস্য হলেও; সত্যি সত্যি: The prices of consumer goods have actually been falling in recent times. actuality [অ্যাক্‌চুঅ্যালাটি] (noun) (plural actualities) (১) [Uncountable noun] প্রকৃত অস্তিত্ব; বাস্তবতা; সত্যতা; প্রকৃতত্ব(২) [Countable noun সাধারণত plural] প্রকৃত অবস্থা বা তথ্য; বাস্তবতা; বাস্তব অবস্থা
  • English Word actuary Bengali definition [অ্যাক্‌চুআরি America(n) অ্যাক্‌চুএরি] (noun) (plural actuaries) (মৃত্যুর হার, অগ্নিকাণ্ডের পৌনঃপুন, চুরি, দুর্ঘটনা ইত্যাদি পর্যেষণা করে) বিমার কিস্তির পরিমাণ গণনায় বিশেষজ্ঞ ব্যক্তি; আহিলকারactuarial [অ্যাক্‌চুএআরিআল্] (adjective) আহিলকারবিষয়ক; আহিলকারী।
  • English Word actuate Bengali definition [অ্যাক্‌চুএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (কর্মে) প্রবর্তিত/ প্রণোদিত/প্রবৃত্ত করা: Actuated by love of humanity, he dedicated himself to the service of his fellow human beings.