Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গোপীযন্ত্র, গুপীযন্ত্র Bengali definition [গোপিজন্‌ত্রো, গুপীযন্ত্র] (বিশেষ্য) এক তারযুক্ত এক প্রকার বাদ্যযন্ত্র। {গোপী+যন্ত্র}
  • Bengali Word গোপ্তব্য, গোপ্য Bengali definition [গোপ্‌তোব্‌বো, গোপ্‌পো] (বিশেষণ) ১ গোপনীয়; অপ্রকাশ্য; গোপন করার যোগ্য। ২ রক্ষণীয়; রক্ষণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্‌+তব্য, য(ণ্যৎ)}
  • Bengali Word গোপ্তা ১ (-প্ত্‌) Bengali definition [গোপ্‌তা] (বিশেষণ) রক্ষক; রক্ষাকর্তা। গোপ্ত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word গোপ্তা ২ Bengali definition গোতা
  • Bengali Word গোপ্য Bengali definition গোপ্তব্য
  • Bengali Word গোফা Bengali definition [গোফা] (বিশেষ্য) ১ গুহা। ২ সাধনার নির্জন স্থান; নির্জন সাধন-স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুহা>}
  • Bengali Word গোবদা, গোব্দা Bengali definition [গোব্‌দা] (বিশেষণ) ১ অশোভন ধরনের স্থূল; বেমানান মোটা; মাংসল। ২ ফোলা। {(তুলনীয়) (হিন্দী) গব্‌দা}
  • Bengali Word গোবর Bengali definition গোবোর্‌] (বিশেষ্য) গো-বিষ্ঠা; গোময়। গোবর-গণেশ (বিশেষ্য), (বিশেষণ) হাঁদা; অকর্মণ্য ও স্থূলবুদ্ধি। গোবর-গাদা (বিশেষ্য) ১ গোবরের স্তূপ। □ (বিশেষণ) অন্তঃসারশূন্য (গভীর গবেষণা করেও তার গোবর-গাদা মগজে এর কারণটা আর সেঁদোয় না- নই)। গোবর ছড়া (বিশেষ্য) পানিতে গোলা গোবরের ছিটা। গোবর-ভরা ( বিশেষণ) ১ অসার; অন্তঃসারশূন্য। ২ সম্পূর্ণ বুদ্ধিহীন। গোবরে পদ্মফুল-হীন-অবস্থাজাত মহৎ ব্যক্তি; নীচকুলজাত গুণবান ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোমল>; (তৎসম বা সংস্কৃত শব্দ) গোবিট্‌>}
  • Bengali Word গোবরাট, গোবরাঠ Bengali definition [গোব্‌রাট, গোবরাঠ্‌] (বিশেষ্য) দরজার বা জানালার চৌকাঠের নিচের কাঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ভকাঠ>}
  • Bengali Word গোবর্ধন, গোবর্দ্ধন Bengali definition [গোবোর্‌ধন্‌] (বিশেষ্য) ১ বৃন্দাবনের একটি পাহাড়ের নাম। ২ বৃহৎ স্তূপ (মিঠে কড়া ভ্যালসা অম্বরি ও ইরানি তামাকের গোবর্দ্ধন হয়েছে-কালীপসন্ন সিংহ)। গোবর্ধনধারী (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ √বৃধ্‌+অন}
  • Bengali Word গোবাঘ, গোবাঘা Bengali definition [গোবাঘ্‌, গোবাঘা] (বিশেষ্য) ১ যে বাঘ গরু শিকার করে। ২ নেকড়ে বাঘ। ৩ চিতা বাঘ। ৪ হায়েনা। {গো+বাঘ}
  • Bengali Word গোবিন্দ Bengali definition [গোবিন্‌দো] (বিশেষ্য) (হিন্দু পুরাণোক্ত) কৃষ্ণ; বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ √বিদ্‌+অ(শ)}
  • Bengali Word গোবুচন্দ্র Bengali definition গবুচন্দ্র
  • Bengali Word গোবেচারা, গো-বেচারি, গো-বেচারী Bengali definition [গোবেচারা, গো-বেচারি, গো-বেচারী] (বিশেষণ) নিরীহ; শান্তশিষ্ট; নির্বিরোধ ভালো মানুষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+(ফারসি) বেচারাহ }
  • Bengali Word গোবৈদ্য Bengali definition গো১
  • Bengali Word গোব্দা Bengali definition গোবদা
  • Bengali Word গোবৎস Bengali definition গো
  • Bengali Word গোমতল্লাশ, গোমতল্লাস Bengali definition [গোম্‌তল্‌লাশ্‌] (বিশেষ্য) নিখোঁজ জিনিসের খোঁজকরণ; গুপ্ত জিনিসের সন্ধান (আমরা এখানে গোমতল্লাস করিব -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) গুম্‌+তলাশ }
  • Bengali Word গোমতী Bengali definition [গোমোতি] (বিশেষ্য) নদীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+মৎ(মতুপ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word গোমরা Bengali definition গোঁয়ারা
  • Bengali Word গোমরাহ Bengali definition গুমরাহ
  • Bengali Word গোমরাহি Bengali definition [গোম্‌রাহি] (বিশেষ্য) বিপথগমন। {(ফারসি) গুম্‌রাহী }
  • Bengali Word গোমসা Bengali definition [গোম্‌শা] (বিশেষণ) ১ গম্ভীর; নির্বাক; অপ্রফুল্ল; বিষণ্ন; গম্ভীর (মুখটা কেমন গোমসা দেখাচ্ছে না- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ গুমট; মেঘাচ্ছন্ন্ {গুম্‌+সা}
  • Bengali Word গোমায়ু Bengali definition [গোমায়ু] (বিশেষ্য) শৃগাল; শিয়াল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+√মি+উ(উণ্‌)}
  • Bengali Word গোমুখ Bengali definition [গোমুখ্‌] (বিশেষ্য) ১ গরুর মুখ। ২ গরুর মুখের আকারের বাদ্যযন্ত্র। ৩ হিন্দুদের জপমালার ঝুলি। ৪ হিন্দুদেবতা শিবের অনুচরবিশেষ; প্রমথ বিশেষ। □ (বিশেষণ) গরুর মুখাকৃতিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+মুখ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word গোমুখী Bengali definition [গোমুখি] (বিশেষ্য) ১ হিমালয়স্থ গোমুখাকৃতি গহ্বর যার মধ্য দিয়ে গঙ্গানদী প্রবহমান। ২ হিন্দুদের জপমালার ঝুলি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+মুখ+ঈ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word গোমুত্র Bengali definition গো
  • Bengali Word গোমূর্খ, গোমুখ্যু Bengali definition [গোমুর্‌খো, মুক্‌খু] (বিশেষণ) গণ্ডমূর্খ; নিরেট মূর্খ; বর্ণজ্ঞানহীন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+মূখ}
  • Bengali Word গোমে গোমে Bengali definition গুম১
  • Bengali Word গোমেদ Bengali definition [গোমেদ্‌] (বিশেষ্য) ১ কমলা রঙের মণিবিশেষ (রবির কিরণ ছড়ায় তরল গোমেদ মাণিক মনঃশিলায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বৈদুর্য মণি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+√মিদ্‌+অ; ৬(তৎপুরুষ সমাস)}