Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গোটিক Bengali definition [গোটিক্‌] (বিশেষণ) একটিমাত্র; গুটি; এক (কোটিতে গোটিক হয়-চণ্ডীদাস)। {(বাংলা) গুটি+এক}
  • Bengali Word গোঠ ১ Bengali definition [গোঠ্‌] (বিশেষ্য) ১ গবাদি পশুর চারণভূমি বা ঘাস খাওয়ার স্থান; গোষ্ঠ; বাথান; গোচারণভূমি। ২ গোয়াল (গাই বাছুর সব ফিরে আসছে মাঠের ধার দিয়ে নদীর পার দিয়ে নিজের মাঠে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠ>}
  • Bengali Word গোডিম Bengali definition [গোডিম্‌] (বিশেষ্য) ১ ডিম থেকে বের হওয়ার পর যে অবস্থা। ২ শিশুর জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত কাল। {গুডিম; (তৎসম বা সংস্কৃত শব্দ) গুদ (মল নির্গমনের পথ) + ডিম্ব>}
  • Bengali Word গোণা Bengali definition গনা
  • Bengali Word গোণী Bengali definition [গোনি] (বিশেষ্য) থলে; বস্তা (গলদেশে বালুকাপূর্ণ গোণী বদ্ধ করিয়া, নদীতে নিক্ষিপ্ত করাইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ>}
  • Bengali Word গোতম Bengali definition গৌতম
  • Bengali Word গোতা, গোত্তা, গোপ্তা Bengali definition [গোতা, গোত্‌তা, গোপ্‌তা] (বিশেষ্য) মাথা নিচের দিকে এই অবস্থায় (ঘুড়ির মতো পাক খেয়ে) সবেগে পতন (বেয়াড়া ঘুড়ির মতো গোত্তা খেয়ে সেদিকে ঢুঁ দিলুম-সৈয়দ মুর্তাজা আলী)। {(আরবি) গূতা }
  • Bengali Word গোত্র ১ Bengali definition [গোত্‌ত্রো] (বিশেষ্য) ১ বংশ; কুল। ২ (হিন্দুদের) বংশপ্রবর্তক ঋষির সন্তান-পরম্পরা বা ঋষিপ্রবর্তিত বংশ (ভরদ্বাজ গোত্র)। ৩ সম্প্রদায়। গোত্রজ (বিশেষণ) একই গোত্রভুক্ত; জ্ঞাতি; সগোত্র (পিকিং থেকে প্যারিস পর্যন্ত মানুষ মাত্রই এক গোত্রজ- প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√গু+ত্র}
  • Bengali Word গোত্র ২ Bengali definition [গোত্‌ত্রো] (বিশেষ্য) পর্বত। গোত্র প্রধান (বিশেষ্য) পর্বতশ্রেষ্ঠ হিমালয়। গোত্রভিৎ, গোত্রভিদ (বিশেষ্য) বজ্রদ্বারা পর্বত বিদীর্ণকারী হিন্দুদেবতা ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) সগো+ √ত্রৈ+অ(ক)}
  • Bengali Word গোদ Bengali definition [গোদ্‌] (বিশেষ্য) রোগবিশেষ যাতে পা ফুলে যায়; শ্লীপদ। গোদের উপর বিষফোড়া-(বিদ্যাপতি)দের উপর বিপদ (কাহারো কাহারো গোদের উপর বিষফোড়া অবস্থা-মাহবুব-উল-আলম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোদ (মস্তিষ্ক, সম্ভবত তা থেকেই মাথার মতো মোটা অর্থে অর্থান্তর}
  • Bengali Word গোদা Bengali definition [গোদা] (বিশেষণ) ১ গোদাযুক্ত (আকাশে সরষে ফোটে, গোদা ঠ্যাং লাফিয়ে ওঠে- নই)। ২ স্থূল; মোটা (গোদা জাম)। □ (বিশেষ্য) ১ বানর-দলপতি; বানর-প্রধান। ২ (মন্দ অর্থে) প্রধান লোক; দলপতি; নায়ক (পালের গোদা শ্রীমান্‌ বজ্রনাথ বিদ্যারত্ন খুড়- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গোদা পায়ের লাথি-বাইরে দেখতে ভয়ঙ্কর হলেও কার্যত তেমন নয়। {(বাংলা) গোদ+আ}
  • Bengali Word গোদাবরী Bengali definition [গোদাবোরি] (বিশেষ্য) দক্ষিণ ভারতের একটি নদী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ √দা+বর+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word গোধা, গোধিকা Bengali definition [গোধা, গোধিকা] (বিশেষ্য) গোসাপ; গুই সাপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুধ্‌+অ(ঘঞ্‌)+আ, +ই(ইন্‌) + ক(কন্‌)+আ}
  • Bengali Word গোধুম, গোধূম Bengali definition [গোধুম] (বিশেষ্য) গম (গোধূম ক্ষেতের ভিড়ে-জীবনানন্দ দাশ)। গোধুমচুর্ণ ( বিশেষ্য) আদা; ময়দা। {(ফারসি) গনদুম্‌, (তৎসম বা সংস্কৃত শব্দ) √গুধ্‌+উম}
  • Bengali Word গোধুলি Bengali definition [গোধুলি] (বিশেষ্য) সন্ধ্যাবেলা; সায়ংকাল; সূর্যাস্ত কাল; যখন গরুর পাল ধূলি উড়াইয়া গৃহে ফেরে (গোধূলির লাল রং তখন আকাশে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ধূলি}
  • Bengali Word গোনা ১ Bengali definition [গোনা] (ক্রিয়া) গণনা করা; হিসাব করা। (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। গোনাগাঁথা (বিশেষণ) কাঁটায় মাপা বা হিসাব করা; গোনা-গুনতি। গোনাগুনতি (বিশেষণ) ১ নির্দিষ্টসংখ্যক বা নিতান্ত মাপা অর্থাৎ অল্পসংখ্যক (এই প্রকার কমবখ্‌ত নিতান্ত গোনা-গুনতি-মনোজ বসু)। ২ কমও নয় বেশিও নয়; ঠিক ঠিক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণনা>}
  • Bengali Word গোনা ২, গোনাহ, গোনাহ্‌ Bengali definition গুনা১
  • Bengali Word গোপ Bengali definition [গোপ্‌] (বিশেষ্য) ১ গোরক্ষক; গোয়ালা; ঘোষ। ২ গোয়ালা জাতি। ৩ রাজা; ভূপ। ৪ ভূম্যধিকারী। ৫ হিন্দুদের ঘোষ সম্প্রদায়ের ব্যক্তিদের উপাধিবিশেষ। গোপকন্যা, গোপবালা (বিশেষ্য) গোপজাতীয় কন্যা। গোপবধূ (বিশেষ্য) গোপ-পত্নী; গোপনারী। গোপবল্লভ (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত কৃষ্ণ। □ (বিশেষণ) গোপীদের প্রিয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+√পা+অ(ক)}
  • Bengali Word গোপত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গোপতো] (বিশেষণ) গুপ্ত; লুক্কায়িত; অগোচর (দেখিতে গোপত রূপ ভাবিতে বিষম-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুপ্ত>}
  • Bengali Word গোপথ Bengali definition [গোপথ্‌] (বিশেষ্য) যে পথে গরু চলে; গরুর চলাচলের দ্বারা তৈরি পথ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+পথ}
  • Bengali Word গোপন Bengali definition [গোপোন্‌] (বিশেষ্য) কাউকে না জানানো; লুকানো। □ (বিশেষণ) গুপ্ত; গোপনীয়; অপ্রকাশিত (গোপন কথা)। গোপনীয় (বিশেষণ) ১ গোপন রাখার যোগ্য এমন। ২ অপ্রকাশ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্‌+অন}
  • Bengali Word গোপা Bengali definition [গোপা] (বিশেষ্য) ১ গোপকন্যা। ২ শাক্যসিংহের পত্নী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোপ+আ}
  • Bengali Word গোপাঙ্গনা Bengali definition [গোপঙ্‌গনা] (বিশেষ্য) গোপ কুলবধূ; গোয়ালিনী; গোপনারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোপ+অঙ্গনা}
  • Bengali Word গোপাল ১ Bengali definition [গোপাল্‌] (বিশেষ্য) ১ গোরক্ষক; রাখাল; গোয়ালা। ২ হিন্দু পুরাণোক্ত শ্রীকৃষ্ণের বালক বয়সের নাম। ৩ রাজা। ৪ পাল বংশের প্রথম রাজা। ৫ আদুরে সন্তান। গোপালক (বিশেষ্য) গোয়ালা। গোপাল-কাছা (বিশেষণ) গোপালের ন্যায় কাছাবিহীন বা মুক্ত কচ্ছ (উল ঝলুল পায় গোপাল-কাছা হইয়া-(কাজী নজরুল ইসলাম))। গোপালন ( বিশেষ্য) গরুর প্রতিপালন; গরুর সেবা বা পরিচর্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+পাল}
  • Bengali Word গোপাল ২ Bengali definition [গোপাল্‌] (বিশেষ্য) গরুর পাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+পাল}
  • Bengali Word গোপালভোগ Bengali definition [গোপাল্‌ভোগ্‌] (বিশেষ্য) এক প্রকার উৎকৃষ্ট জাতের আম। {গোপাল+ভোগ}
  • Bengali Word গোপালষ্টমী Bengali definition [গোপালশ্‌টোমি] (বিশেষ্য) কার্তিক মাসে শুক্লাষ্টমী তিথি; উক্ত তিথিতে হিন্দুদের পালনীয় ব্রত ও পূজা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোপ+অষ্টমী}
  • Bengali Word গোপিকা, গোপিনী, গোপী Bengali definition [গোপিকা, গোপিনি, গোপি] (বিশেষ্য) গোয়ালিনী; গোপনারী; গোপবধূ। গোপিনীবল্লভ, গোপীজনবল্লভ ( বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত কৃষ্ণ। গোপীচন্দন (বিশেষ্য) কৃষ্ণের লীলাস্থল বৃন্দাবনের ইষৎ পীত মৃত্তিকা; বৈষ্ণবদের অঙ্কনযোগ্য তিলক মাটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোপ+ঈ)ঙীপ্‌)>গোপী, +ক(কন্‌)+ আ)টাপ্‌), ইন্‌(ইনি) + ই(ঙীপ্‌)}
  • Bengali Word গোপিত Bengali definition [গোপিতো] (বিশেষণ) ১ গুপ্ত; লুক্কায়িত। ২ রক্ষিত। {(বাংলা) √গোপি+ত(ক্ত)}
  • Bengali Word গোপিনী, গোপী, গোপীজনবল্লভ, গোপীচন্দন Bengali definition গোপিকা