Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গোঁয়ানো, গোঙানো, গোঙ্গানো (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গোঁয়ানো, গোঙানো, গোঙ্‌গানো] (ক্রিয়া) ১ কাটানো। ২ অতিবাহিত হওয়া (মিছে খেলায় দিন গোঁয়ান-রামরাম বসু)। ৩ পশ্চাতে যাওয়া; অনুগমন করা (সকল লোক পশ্চাতে গোঁয়ায়-কৃত্তিবাস ওঝা)। ৪ মিলে মিশে থাকা; বনিবনা হওয়া। □ (বিশেষ্য) ১ অতিবাহন; যাপন; কাটানো। ২ অতিবাহিত; যাপিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গমন>}
  • Bengali Word গোঁয়ার Bengali definition [গোঁয়ার্‌] (বিশেষণ) ১ অতিশয় জেদবিশিষ্ট; জেদি; একগুঁয়ে। ২ কাণ্ডজ্ঞানহীন; হোঁৎকা; rash; হঠকারী; উদ্ধত। ৪ দুঃসাহসী। ৫ অশিক্ষিত; অমার্জিত; অসভ্য। গোঁয়ার-গোবিন্দ (বিশেষণ) (বিশেষ্য) কাণ্ডজ্ঞানহীন হঠকারী একগুঁয়ে ও দুঃসাহসী; জেদি ও অত্যন্ত ক্রোধী (আমি পল্টনের গোঁয়ার-গোবিন্দ সেপাই)। গোঁয়ারতুমি, গোঁয়ারতমি, গোঁয়ার্তুমি, গোঁয়ার্তমি (বিশেষ্য) গোঁয়ারের কাজ; হঠকারিতা ও দুঃসাহসিকতার ভাব (গোঁয়ারতুমি করতে গেলেই মুশকিল বাধে-রবীন্দ্রনাথ ঠাকুর; এমনি একটি গোয়ার্তমি যেন তাঁকে পেয়ে না বসে -মোতাহের হোসেন চৌধুরী)। {(উর্দু) গঁয়ার, (হিন্দী) গাঁওয়ার}
  • Bengali Word গোঁয়ারা, গোমরা Bengali definition [গোঁয়ারা, গোম্‌রা] (বিশেষ্য) ১ মুহররমের তাজিয়া; হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেনের কৃত্রিম শবাধার। ২ মুহররম উৎসব। {(ফারসি) গোর (=কবর) বহু }
  • Bengali Word গোই (ব্রজবুলি) Bengali definition [গোই] (অসমাপিকাক্রিয়া) গোপন করে (বসনে অঙ্গ সব গোই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্‌> (বাংলা) √গোপ্‌+ই, গোপি>}
  • Bengali Word গোইন্দাগিরি Bengali definition গোয়েন্দা
  • Bengali Word গোকর্ণ Bengali definition [গোকর্‌নো] (বিশেষ্য) ১ অনামিকা ও অঙ্গুষ্ঠ বিস্তৃত করলে তাদের মধ্যে যে ফাঁক হয় তা। ২ গণ্ডূষ। ৩ অশ্বতর। ৪ সাপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+কর্ণ}
  • Bengali Word গোকুল Bengali definition [গোকুল] (বিশেষ্য) ১ গরুর পাল। ২ গোষ্ঠ। ৩ যমুনা তীরের একটি গ্রাম; হিন্দু পুরাণোক্ত কৃষ্ণের বাল্য লীলাভূমি। গোকুলে বাড়া (ক্রিয়া) কোনো অজ্ঞাত স্থানে লুকিয়ে শক্তি বৃদ্ধি করা। গোকুলের ষাঁড় (বিশেষণ) (বিশেষ্য) স্বেচ্ছাচারী, যথেচ্ছাচারী, ও অনিষ্টকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+কুল}
  • Bengali Word গোক্ষীর Bengali definition গো
  • Bengali Word গোক্ষুর Bengali definition [গোক্‌খুর, গোখুর্‌] (বিশেষ্য) ১ একজাতীয় কাঁটাগাছ। ২ গরুর খুর। ৩ গোখরো সাপ। গোক্ষুরা, গোখুর, গোখরা, গোখরো ( বিশেষ্য) বিষধর সর্পবিশেষ যার ফণায় গরুর ক্ষুরের চিহ্ন আছে। গোখুরা বাঁধন (বিশেষ্য) সাপের গায়ের ছাপের অনুকরণে বেত্রবন্ধন (ফুস্যির সাথে রাঙতা জড়ায়ে গোখুরা বাঁধনে আঁটি-(জসীমউদ্‌দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ক্ষুর}
  • Bengali Word গোগাল Bengali definition [গোগাল্‌] (বিশেষ্য) কালি (তাদের অনেকেরই চোখে ‘গোগাল’ পড়ে গেছে- নই)। {আঞ্চলিক}
  • Bengali Word গোগালচি Bengali definition [গোগাল্‌চি] ঝুঁটি (গোড়ার গোগালচির মত আমার সামনের লম্বা চুলগুলো ধরে দমাদম প্রহার-(কাজী নজরুল ইসলাম))।
  • Bengali Word গোগ্রাস, গোগ্রাসী Bengali definition গো
  • Bengali Word গোঙরানি, গোংরানি Bengali definition [গোঙ্‌রানি] (বিশেষ্য) গোঁ গোঁ শব্দ; ক্রুদ্ধ চাপা গর্জন (ঝড়ের গোঙরানিতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গোঙানো, গোঙ্গানো Bengali definition [গোঙানো, গোঙা্‌গানো] (ক্রিয়া) ১ গোঁ গোঁ ধ্বনি করা। ২ গোঁ গোঁ শব্দে গোঙাতে গোঙাতে কাঁদা। গোঙানি, গোঙ্গানি বি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গোচ Bengali definition গোছ
  • Bengali Word গোচর Bengali definition [গোচর্‌] (বিশেষ্য) ১ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়। ২ (জ্যোশা) দৃষ্টি বা প্রভাবের ক্ষেত্র (শনির গোচর শুদ্ধি)। ৩ অবগতি; জ্ঞান (গোচরে আনয়ন)। ৪ জ্ঞাতসার (অগোচর)। ৫ গোচারণক্ষেত্র। □ (বিশেষণ) প্রত্যক্ষ; সাক্ষাৎ বিষয়ীভূত (কর্ণগোচর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+চর}
  • Bengali Word গোচারণ, গো-চন্দন Bengali definition গো
  • Bengali Word গোছ, গোচ Bengali definition [গোছ্‌, গোচ্‌] (বিশেষ্য) ১ গুচ্ছ; স্তবক; আঁটি; (পানের গোছ)। ৪ হাঁটুর নিচের ও গোড়ালির উপরের অংশ। গোছগাছ ( বিশেষ্য) বিন্যাস; সাজানো; শৃঙ্খলার সঙ্গে স্থাপন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুচ্ছ}
  • Bengali Word গোছল Bengali definition গোসল
  • Bengali Word গোছা Bengali definition [গোছা] (বিশেষ্য) ১ গুচ্ছ; থোকা (নোটের গোছা)। ২ হাঁটুর নিচের ও গোড়ালির উপরের অংশ। গোছাগোছা (বিশেষ্য ) পুঞ্জ পুঞ্জ; রাশীকৃত; থোকা থোকা; গুচ্ছ গুচ্ছ (কেবল গোছা-গোছা অশথপাতায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুচ্ছ}
  • Bengali Word গোছানো, গুছানো, গুছনো Bengali definition [গোছানো, গুছানো, গুছনো] (ক্রিয়া) ১ সাজানো; শৃঙ্খলার সঙ্গে স্থাপন করা; সুবিন্যস্ত করা (ঘর গোছানো)। ২ সংস্থান বা ব্যবস্থা করা। ৩ হাসিল বা সম্পন্ন করা (কাজ গোছানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুচ্ছ> (বাংলা) গোছ+আনো}
  • Bengali Word গোছালো Bengali definition [গোছালো] (বিশেষণ) ১ সুবিন্যস্ত; সাজানো; শৃঙ্খলার সঙ্গে স্থাপিত (গোছালো ঘর)। ২ সুশৃঙ্খলভাবে কাজ করে এমন। □ (বিশেষ্য) হিসাব করে কাজ করে যে, সুশৃঙ্খল হিসাবি (গোছালো ব্যক্তি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুচ্ছ> (বাংলা) গোছ+আলো}
  • Bengali Word গোজা Bengali definition [গোজা] (বিশেষ্য) কুব্জ; কুঁজা; বক্রপৃষ্ঠ; গোঁজা; নত (মওলানা সাহেব রুকু যাওয়ার মত গোজা হইয়া-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুব্জ>কুঁজা>গোজা}
  • Bengali Word গোট ১, গোঠ Bengali definition [গোট্‌, গোঠ্‌] (বিশেষ্য) স্ত্রীলোকের কোমরের অলঙ্কারবিশেষ; মেখলা; কটিভূষণ; কিঙ্কিণী; gridle (গোট পড়েছে অপরাজিতা-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটিত্র>কটি>অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিক>গুটি>}
  • Bengali Word গোট ২ Bengali definition [গোট্‌] (বিশেষ্য) ১ আস্ত। ২ এক; গুটি। গোটগাট (ক্রিয়াবিশেষণ) ১ আস্ত আস্ত; গোটা গোটা। ২ একে একে; গুটি গুটি। গোটে গোটে (ক্রিয়াবিশেষণ) একে একে; ক্রমে ক্রমে; এক এক করে (রাজপুত্র হাসিয়া উড়ান, গোটে গোটে ধনুকের বাণ ফুরান -দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠী>গোটা/অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) এক> (প্রাকৃত) এক্ক+টা>গোটা}
  • Bengali Word গোটা Bengali definition [গোটা] (বিশেষণ) ১ অখণ্ড; আস্ত (ইরানে ও বাহরায়েনের মাঝখানে যে রহিয়াছে গোটা পারস্য উপসাগর-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। ২ সংখা নির্দেশক টি, টা কেবল (এক গোটা)। গোটা কতক, গোটাকত, গোটা কয়েক (বিশেষণ) সামান্য কয়েকটি (গোটা কতক কথা জিজ্ঞাস্য আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গোটা গোটা ( বিশেষণ) আস্ত আস্ত। গোটা সিদ্ধ (বিশেষ্য) অভঙ্গ মাষকলাই ইত্যাদি সিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠক>গোটা/ অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) এক> (প্রাকৃত) এক্‌ক+টা>গোটা}
  • Bengali Word গোটা ২ Bengali definition [গোটা] (বিশেষ্য) গুঁড়া; বিশেষত বিবিধ মশলার চূর্ণ। গোটার মশলা (বিশেষ্য) বিবিধ মশলার মিশ্রণ যা ভেজে গুঁড়া করে ব্যঞ্জনাদিতে ব্যবহার করা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডি>গোটা/ অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কুট্টিত>কোটা>গোটা}
  • Bengali Word গোটা ৩ Bengali definition [গোটা] (বিশেষ্য) ১ ছোটো ছোটো ফল। ২ বিষফল (সাধ করিয়া খাই পিরীত গাছের গোটা-পূর্ববঙ্গ গীতিকা)। গোটানাল (বিশেষ্য) ১ গাঁজলা; লালাস্রাব (বালিসটে ময়লা তাতে আবার তোমার গোটানালে রাতদিন রসবতী-দীনবন্ধু মিত্র)। ২ ফেনা; বিষফল ওল লঙ্কা ইত্যাদি মুখে দিলে মুখে যে গাঁজলা ওঠে (জিভ চার আঙ্গুল বেরিয়ে পড়ে মুখে গোটানাল ভাঙ্গছে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠ>}
  • Bengali Word গোটা ৪ Bengali definition [গোটা] (বিশেষ্য) সোনা বা রুপার জরি।{(হিন্দী) গোটা}
  • Bengali Word গোটানো Bengali definition গুটানো