Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গেঁটা, গ্যাঁটা Bengali definition [গ্যাঁটা] (বিশেষণ) বেঁটে অথচ মোটা ও শক্তিশালী। গেঁটাগোটা, গেঁটাগোঁট্টা, গাঁট্টগোঁট্টা (বিশেষণ ) বেঁটেখাটো মোটাসোটা ও শক্তপোক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>}
  • Bengali Word গেঁটে Bengali definition [গেঁটে] (বিশেষণ) ১ গাঁটযুক্ত; গ্রন্থিবিশিষ্ট; গ্রন্থিল (গেঁটে বাঁশ, গেঁটে লাঠি)। ২ গ্রন্থি থেকে বা গ্রন্থিতে উৎপন্ন (গেঁটে বাত)। ৩ গ্রন্থিসংক্রান্ত। গেঁটে-গেঁটে (বিশেষণ) গ্রন্থি বা কাঁটাবহুল (পাগলো গেঁটে গেঁটে কাদা মাখা খরখরে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>গাঁটা+ (বাংলা) ইয়া>এ}
  • Bengali Word গেঁট্টাগোঁট্টা Bengali definition গেঁটা
  • Bengali Word গেঁতো Bengali definition [গেঁতো] (বিশেষণ) ১ বিলম্বে কার্যকরণে অভ্যস্ত; দীর্ঘসূত্রী। ২ কুঁড়ে; অলস। {(হিন্দী) গাওদী}
  • Bengali Word গেঁথে Bengali definition [গেঁথে] (অসমাপিকাক্রিয়া) গ্রন্থন বা রচনা করে (মালা গেঁথে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গ্রস্থ}
  • Bengali Word গেঁদা Bengali definition গাদা
  • Bengali Word গেঁদে বসা Bengali definition [গেঁদে বসা] (ক্রিয়া) চেপে বসা; জুড়ে বসা; অধিকার করে বসা (এখন ‘বাঁকুড়ার চুলবুলে’ সাহসী ছুঁড়ি এসে আমার মনের আসনে জোর গেঁদে বসেছেন-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাধ্‌>}
  • Bengali Word গেঁহু, গেহুঁ Bengali definition [গেঁহু, গেহুঁ] (বিশেষ্য) গম (গেহুঁর রুটি, গরম কোর্মা কালিয়া-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোধূম; (ফারসি) গন্দম; (হিন্দী) গেহুঁ}
  • Bengali Word গেঁড় Bengali definition [গেঁড়্‌] (বিশেষ্য) ১ কন্দ। ২ গাঁটযুক্ত মূল (কচুর গেঁড়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক>গেণ্ডুঅ>}
  • Bengali Word গেঁড়া, গ্যাঁড়া Bengali definition [গ্যাঁড়া] (বিশেষ্য) চুরি; মরণ; অপহরণ, আত্মসাৎকরণ (গেঁড়া দেওয়া বা মারা)। □ (বিশেষণ ) বেঁটে। গেঁড়াকল (বিশেষ্য) কঠিন বা জটিল বন্ধন; যে বিপদ থেকে অব্যাহতি পাওয়া কঠিন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক>}
  • Bengali Word গেঁড়ি Bengali definition [গেঁড়ি] (বিশেষ্য) একপ্রকার ছোট শামুক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি}
  • Bengali Word গেঁড়ু, গেঁড়ুয়া Bengali definition [গেঁড়ু, গেঁড়ুয়া] (বিশেষ্য) ১ গোলক; ভাঁটা; বল। ২ স্তবক; তোড়া; মালা (ফুলের গেঁড়ুয়া লুফিয়া ধরয়ে- চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক}
  • Bengali Word গেঁড়ো Bengali definition [গেঁড়ো] (বিশেষ্য) ১ কলার এঁটে বা থোড়ের নিম্নাংশ। ২ বৃহদাকার কচু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>}
  • Bengali Word গেঁয়ে Bengali definition গাঁইয়া
  • Bengali Word গেঁয়ো Bengali definition গাঁইয়া
  • Bengali Word গেংগানো Bengali definition গোঙানো
  • Bengali Word গেও Bengali definition [গেয়ো] (ক্রিয়া) (ব্রজবুলি) গেলো বা গিয়েছে (হরি গেও মধুপুর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌>}
  • Bengali Word গেঙানো, গেংগানো Bengali definition গোঙানো
  • Bengali Word গেছো Bengali definition [গেছো] (বিশেষণ) ১ গাছ সংক্রান্ত। ২ বৃক্ষসমূহে সঞ্চরণশীল বা ভ্রমণশীল; গাছে গাছে থাকে এমন। ৩ গাছে চড়তে ভালবাসে এমন (গেছো মেয়ে)। ৪ পুরুষভাবাপন্ন; দুর্দান্ত; ডানপিটে। {(বাংলা) গাছ+উয়া>}
  • Bengali Word গেজ Bengali definition [গেজ্‌] (বিশেষ্য) অঙ্কুর; গেঁজ (তরু-গেজ তুল্য গাছ হৈব ভূমি হোতে-সৈয়দ আলাওল)। {(ফারসি) গজ}
  • Bengali Word গেজা Bengali definition [গ্যাজা] (বিশেষ্য) সুস্বাদু বা ভালো খাবার (শুকরের হাতে তুমি সপিআছ গেজা-শেখ ফয়জুল্লাহ)। {(আরবি) গিযা }
  • Bengali Word গেজেট Bengali definition [গেজেট্‌] (বিশেষ্য) ১ সংবাদপত্র; newspaper (গেজেট করেছি পাঠ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সরকারি ইস্তাহার; সরকারি ফরমানের বিবরণ। ৩ (ব্যঙ্গার্থ) যার কাছে সর্বপ্রকার সংবাদ থাকে; যে যাবতীয় খবর সংগ্রহ করে এবং বলে বেড়ায়। {(ইংরেজি) gazette}
  • Bengali Word গেঞ্জি, গঞ্জি Bengali definition [গেন্‌জি, গোঞ্জি] (বিশেষ্য) মেশিনে বোনা ছোট জামাবিশেষ; পুরুষের অন্তর্বাস। {(ইংরেজি) guernsey}
  • Bengali Word গেট Bengali definition [গেট্‌] (বিশেষ্য) ফটক; সদর দরজা; প্রবেশদ্বার। {(ইংরেজি) gate}
  • Bengali Word গেণ্ডু, গেণ্ডুক Bengali definition [গেন্‌ডু, গেণ্ডুক] (বিশেষ্য) ভাঁটা; কন্দুক; বল; গোলক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দুক> (পালি) গেন্দুঅ> (বাংলা) গেণ্ডুক}
  • Bengali Word গেণ্ডুয়া, গেন্দুক Bengali definition [গেন্‌ডুয়া, গেন্‌দুক্‌] (বিশেষ্য) বন্দুক; বল; গোলক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গেণ্ডুক}
  • Bengali Word গেদা Bengali definition [গ্যাদা] (বিশেষ্য) শিশু (কার জানি গেদা ছাড়িয়াছে দুধ দুদিন সে উপবাস-বন্দে আলী মিয়া)। □ (বিশেষণ) অল্পবয়স্কা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ভিত>গদ্দিঅ>}
  • Bengali Word গেনু Bengali definition [গেনু] (ক্রিয়া) (পদ্য.) গমন করলাম; গেলাম। {গেলাম>}
  • Bengali Word গেন্দা ১ Bengali definition [গ্যান্‌দা] (বিশেষ্য) শিশুসন্তান; শিশুপুত্র। গেন্দী (স্ত্রীলিঙ্গ) (গেন্দীটারে আধমরা কৈরা ফালাইছ- মুহম্মদ মনসুরউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্বিত>গেদা>}
  • Bengali Word গেন্দা ২ Bengali definition গাঁদা