Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গোলমরিচ Bengali definition [গোল্‌মোরিচ্‌] (বিশেষ্য) গোলাকার ঝাল মসলা-বিশেষ; পেঁপের বিচির মতো এক প্রকার ঝালমরিচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল+ (তৎসম বা সংস্কৃত শব্দ) মরিচ<মৃ+ইচ্‌; মরিশাস নামক দ্বীপ}
  • Bengali Word গোড়, ঘোড় Bengali definition [গোড়্‌, ঘোড়্‌] (বিশেষ্য) ১ মূলদেশ; গোড়া। ২ চরণ; পা। ৩ গোড়ালি (গুড়-ঘুড়ো-তোলা খড়ম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গোড় তোলা (বিশেষণ) উঁচু গোড়ালিযুক্ত; উঁচু হিলওয়ালা (গোড়-তোলা জুতা)। গোড়ে গোড় দেওয়া-১ পায়ের সঙ্গে পা মিলোনো। ২ পদাঙ্ক অনুসরণ করা। ৩ মতে সম্মতি দেওয়া; পোঁ ধরা; মোসাহেবি করা; চামচে হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট, ঘুটিকা>}
  • Bengali Word গোড়া Bengali definition [গোড়া] (বিশেষ্য) ১ মূলদেশ; মূল (গাছের গোড়া, কাজের গোড়া)। ২ নৈকট্য; সন্নিধান (দোর-গোড়া)। ৩ ভিত্তি; ভিত্তিমূল (গোড়া পত্তন করা)। ৪ আদি; সূত্রপাত (গোড়া থেকে শুরু করা)। ৫ মূল কারণ; জড় (নষ্টের গোড়া)। গোড়া কেটে আগায় পানি/জল ঢালা-কারো সর্বনাশ করে পরে কপট সহৃদয়তা দেখিয়ে তার যৎসামান্য উপকারের নিষ্ফল চেষ্টা করা। গোড়া গুড়ি (ক্রিয়াবিশেষণ) ১ সর্বারম্ভে; সর্বপ্রথমে (গোড়াগুড়ি আর কয়জন জানে)। ২ প্রথম বা আরম্ভ থেকে (বিষয়টার গোড়াগুড়ি জানা আছে)। □ (বিশেষ্য) সূচনা; আরম্ভ; আদি; প্রথম (গোড়াগুড়ি থেকে বলো)। গোড়ায় গলদ-মূলেই দোষ বা ভুল; সূচনাতেই ত্রুটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুল্‌ফা> (বাংলা) গোড়া+আ}
  • Bengali Word গোড়াইল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গোড়ায়িল] (ক্রিয়া) গমন করল; পিছু পিছু গেল (সেইক্ষণ হৈতে তক্ষক গোড়াইল-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট, ঘুটিকা>গোড়+আ}
  • Bengali Word গোড়ানো, গুড়ানো Bengali definition [গোড়ানো, গুড়ানো] (বিশেষ্য) গুটানো (তারক বানর তাদের পাছেতে লাঙ্গুল গোড়ায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ড্‌>আনো}
  • Bengali Word গোড়ালি Bengali definition [গোড়ালি ] (বিশেষ্য) গুল্‌ফ, পাদমূল; পাদমূলের পশ্চাৎ অংশ (মনসার গায়ে লাগে গোড়ালির পানি-ক্ষেমানন্দ দাস)। {গোড়া + আলি}
  • Bengali Word গোড়ালেবু, গোড়ানেবু Bengali definition [গোড়ালেবু, গোড়ানেবু] (বিশেষ্য) এক প্রকার তীব্র অম্লস্বাদযুক্ত লেবু। {গোড়া+লেবু, নেবু}
  • Bengali Word গোড়ে Bengali definition [গোড়ে] (বিশেষ্য) সুন্দর করে গাঁথা ফুলের মোটা মালা। {গড়িয়া> (কলকাতার এ স্থানে এ ধরনের মালা পাওয়া যেত)}
  • Bengali Word গোয়াল ১, গোহাল Bengali definition [গোয়াল্‌, গোহাল] (বিশেষ্য) গরুর ঘর; গোশালা; গো-গৃহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোশাল>গোআল, গোহাল (আ স্থানে য়+শ্রুতি)}
  • Bengali Word গোয়াল ২, গোয়ালা, গয়লা Bengali definition [গোয়াল, গোয়ালা, গয়্‌লা] (বিশেষ্য) ১ দুগ্ধ ব্যবসায়ী। ২ গোপালক; গোপ। গোয়ালিনী, গয়লানি (স্ত্রীলিঙ্গ)। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ-১ গোয়ালা হয়েও দুধের পরিবর্তে আমানি খায়। ২ নামসর্বস্ব অসার; কাজের লোক নয় যে। {স.( য়-শ্রুতির ফলে); গোপলক>}
  • Bengali Word গোয়েন্দা Bengali definition [গোয়েন্‌দা] (বিশেষ্য) গুপ্তচর। গোয়েন্দাগিরি (বিশেষ্য) ১ গোয়েন্দা পেশা। ২ গুপ্তচরবৃত্তি; গোয়েন্দার কাজ। {(ফারসি) গোয়িন্দাহ }
  • Bengali Word গৎ Bengali definition [গত্‌] (বিশেষ্য) ১ গানের নির্ধারিত বা বাঁধা সুর; নির্দিষ্ট সুরবিন্যাস (শিরীন স্বর ঐ বেণু বীণার মধুর গৎ-(কাজী নজরুল ইসলাম))। ২ নিয়ম (বাঁধা গৎ; সব গৎবাঁধা জীবনের রুটিন-বাঁধা কাজ-ওবায়েদুল হক)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গতি>}
  • Bengali Word গড় গড় Bengali definition [গড়্‌গড়্‌] (অব্যয়) গাড়ি ইত্যাদি চলার, মেঘগর্জনের, কোনো কিছু আবর্তিত হওয়ার বা গড়িয়ে যাওয়ার শব্দ। গড় গড় করে (ক্রিয়াবিশেষণ) অতি সহজে; আবলীলাক্রমে; কোথাও না আটকে (গড়গড় করে মুখস্থ বলা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গড় ১ Bengali definition [গড়্‌] (বিশেষ্য) ১ কেল্লা; দুর্গ (মদিনার গড় নিল হানিফ কাড়িয়া-হেয়াত মাহমুদ)। পরিখা; খাত। ৩ ঢেঁকি দ্বারা শস্যাদি কোটার গহ্বর। গড়খাই (বিশেষ্য) ১ কেল্লার চতুর্দিকের খাত বা পরিখা (পাখি ভরা গড় খাই যাবার কায়দা নাই-সৈয়দ হামজা)। ২ দুর্গের দুর্ভেদ্যতা বিধানের জন্য গভীর খাত (তাঁহার এক দৃঢ় গড়খাই করা ছিল; নবাবের সৈন্যসকল পলাইয়া তথায় আশ্রয় লইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গড়খানা (বিশেষ্য) গভীর গহ্বর বা পরিখা (নদী জিনি গড়খানা-ভারতচন্দ্র রায় গুণাকর)। গড়ের বাদ্যি (বিশেষ্য) ১ কেল্লার সেনাদলের বাজনা। ২ বিলাতি ব্যান্ড পার্টির বাজনা। গড়ের মাঠ (বিশেষ্য) ১ বৃহৎ শহর বা নগরমধ্যস্থ দুর্গ বা অট্টালিকাসমূহের মধ্যবর্তী মাঠ বা সমতল জমি; esplanade। ২ কলকাতার ফোর্ট উইলিয়মের পার্শ্ববর্তী মাঠ। {(প্রাকৃত) গঢ়ো; মুণ্ডারি.}
  • Bengali Word গড় ২ Bengali definition [গড়্‌] (বিশেষ্য) প্রণতি; প্রণাম; প্রণিপাত; দণ্ডবৎকরণ। গড় করা (ক্রিয়া) প্রণাম করা। গড় হওয়া (ক্রিয়া) প্রণত বা দণ্ডবৎ হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) Öগল্‌>; (তৎসম বা সংস্কৃত শব্দ) গুল্‌ফ; (হিন্দী) গোড়}
  • Bengali Word গড় ৩ Bengali definition [গড়্‌] (বিশেষ্য) গড়পড়তা বা মোটামুটি হিসাব; স্থূল বা মাঝামাঝি ধরনের গণনা; average (গড়ে চার টাকা করে পড়ে)। গড়পড়তা (ক্রিয়াবিশেষণ) মোটামুটিভাবে; গড়ে; স্থূল গণনায় (গড়পড়তা মানুষের গড়পড়তা ইচ্ছার সমষ্টি-এইতো সমাজ-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌>}
  • Bengali Word গড় ৪ Bengali definition [গড়্‌] (বিশেষ্য) চেহারা; গঠন; কদ (সুন্দর গড়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট(ন)>গঠ>গড়}
  • Bengali Word গড়ই Bengali definition [গড়ই] (বিশেষ্য) মৎস্যবিশেষ।
  • Bengali Word গড়খাই, গড়খান Bengali definition গড়১
  • Bengali Word গড়গড়া Bengali definition [গড়গড়া] (বিশেষ্য) ১ তামাক খাওয়ার জন্য ব্যবহৃত ধাতুনির্মিত বৃহৎ হুঁকা (গদি পাওয়াবধি খুব কড়া, নিচি নিজ হাতে গড়গড়া-হম রাজা ভড়ং -সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ক্ষুদ্র আলবোলা। ৩ কুলকুচা; gargle। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গড়ন Bengali definition [গড়োন] (বিশেষ্য) ১ গঠন; নির্মাণ (গড়ন ভঙ্গিতে সই আছে কত খল-চণ্ডীদাস)। ২ চেহারা; সৌষ্ঠব; গঠনপারিপাট্য। গড়নদার (বিশেষ্য) ধাতু গলিয়ে ও পিটিয়ে যে জিনিস গড়ে। গড়ন-পিটন, গড়ন-পেটন (বিশেষ্য) গঠন; দেহসৌষ্ঠব (কেমন গড়ন-পিটন, কেমনই বা হেলন দোলন-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থন, (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘটন}
  • Bengali Word গড়পড়তা Bengali definition গড়৩
  • Bengali Word গড়া ১ Bengali definition [গড়া] (বিশেষ্য) এক প্রকার মোটা থান ধুতি (‘গড়া’ যে পরে গো, ফেরে খালি পায়ে শোয় কম্বল পাড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {মুণ্ডারি. গড়ো>}
  • Bengali Word গড়া ২ Bengali definition [গড়া] (ক্রিয়া) ১ প্রস্তুত করা; তৈরি করা; নির্মাণ করা; (গহনা গড়া; ভাঙিয়া গড়িতে পারে সে বড় বিরাট-চণ্ডীদাস)। ২ সৃষ্টি করা (আল্লাহ মানুষ গড়েছেন)। ৩ লেখাপড়া শেখানো; পালন করা (মা-ই সন্তানদের গড়েন)। ৪ উৎসাহিত বা উন্নত করা (দেশ বা জাতি গড়া)। ৫ সংগঠন করা (দল গড়া)। ৬ প্রতিষ্ঠা করা (বিদ্যালয় গড়া)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ নির্মিত; গঠিত (হাতে গড়া রুটি)। ২ বানানো বা সাজানো (গড়া কথা, গড়া সাক্ষী)। গড়পেটা (বিশেষ্য) পছন্দমতো আকৃতিদান বা সৃজন; আপন রুচি অনুযায়ী গঠন বা সৌষ্ঠবদান (বিশ্বামিত্রকে গড়া-পেটা করতে দিতে বিশ্বকর্মা আপত্তি করলেন না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মনগড়া (বিশেষণ) কাল্পনিক; অসত্য; অলীক; অবাস্তব। শিব গড়তে বাঁদরগড় (ক্রিয়া) খুব উৎকৃষ্ট কিছু সৃষ্টি করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘটা>}
  • Bengali Word গড়াগড়ি Bengali definition [গড়াগড়ি] (বিশেষ্য) ১ মাটিতে লুণ্ঠিত অবস্থা; লুটোপুটি। ২ ছড়াছড়ি; প্রাচুর্যজনিত হেলা-ছড়ার অবস্থা (সোনা রূপাএ গড়াগড়ি না ছিল কাঙ্গাল-মগা)। গড়াগিড় দেওয়া (ক্রিয়া) একটু শুয়ে বিশ্রাম করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গড়+আ, গড়+ই}
  • Bengali Word গড়ানো ১ Bengali definition [গড়ানো] (ক্রিয়া) অপরের দ্বারা গঠন বা নির্মাণ করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘট্‌>+ণিচ্‌+ (বাংলা) আনো}
  • Bengali Word গড়ানো ২ Bengali definition [গড়ানো] (ক্রিয়া) ১ গড়িয়ে যাওয়া; গড়িয়ে নামা। ২ ঢালা (জল গড়ানো)। ৩ শুয়ে বিশ্রাম করা (একটু গড়িয়ে নেওয়া)। ৪ লুণ্ঠিত হওয়া (ধুলায় গড়ানো)। ৫ ভূলুণ্ঠিত হওয়া (গড়িয়ে পড়া)। ৬ অতিশয় আহ্লাদ বা ভাবাবেগ দেখানো (আনন্দে গড়িয়ে পড়া)। ৭ বয়ে যাওয়া; প্রবাহিত হওয়া (পানি গড়িয়ে যাওয়া)। ৮ পৌঁছানো; অনেক অগ্রসর হওয়া বা পরিচিত হওয়া (ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে)। ৯ চুঁইয়ে পড়া বা ক্ষরিত হওয়া (মাথা থেকে তেল গড়ানো; কষ গড়ানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। গড়ানে (বিশেষণ) ১ ঢালু; ক্রমাবনত (গড়ানে জায়গা)। ২ গড়ায় এমন। গড়ায় গড়ায়, গড়া গড়া (ক্রিয়াবিশেষণ) পাশাপাশি; সারি সারি (গড়ায় গড়ায় পড়ে থাকে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘট্‌+আনো>}
  • Bengali Word গড়িমসি Bengali definition [গোড়িমোশি] (বিশেষ্য) ১ ঢিলামি; দীর্ঘসূত্রতা; হচ্ছে হবে ভাব। ২ অনিচ্ছাজনিত এড়িয়ে যাওয়ার ভাব; টালবাহানার ভাব (কি জানি কেন গড়িমসি শুরু করেন -ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গড়+ই+মসি, অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) গো> গর+ই+ (তৎসম বা সংস্কৃত শব্দ) মহিষ>মসি}
  • Bengali Word গড়ু Bengali definition [গোড়ু] (বিশেষ্য) কুঁজ বা গলগণ্ডাদির মতো দেহের স্থানবিশেষের মাংসস্ফীতি। □ (বিশেষণ) কুব্জ; কুঁজা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ড>}
  • Bengali Word গড়ুলী-মন্ত্র Bengali definition [গোড়ুলি মন্‌ত্রো] (বিশেষ্য) গরুড় মন্ত্র (গড়ুলী ও মন্ত্র কেবা নাগের মাথায় যায় যে ঝাড়ি-(জসীমউদ্‌দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গরুড় মন্ত্র>}