Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গোমস্তা, গমস্তা Bengali definition [গোমোস্‌তা] (বিশেষ্য) ১ তহসিলদার; যে কর্মচারী খাজনা আদায় করে; খাজনা আদায়কারী ব্যক্তি। ২ জমিদার বা মহাজনের পাওনার তাগিদদার বা আদায়কারী। ৩ প্রতিনিধি। {(ফারসি) গুমাশতাহ্‌ }
  • Bengali Word গোরাচাঁদ Bengali definition [গোরাচাঁদ] (বিশেষ্য) গৌরাঙ্গ; শ্রীচৈতন্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৌরচন্দ্র>}
  • Bengali Word গোয় Bengali definition [গোয়ো] (ব্রজবুলি) (ক্রিয়া) কাটায়; অতিবাহিত করে। ২ গোপন করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌}
  • Bengali Word গেড়ে বসা Bengali definition [গেড়ে বশা] (ক্রিয়া) কায়েমি হয়ে বা অটল হয়ে বসা। {(তুলনীয়) (হিন্দী) গাঢ়না}
  • Bengali Word গেয় Bengali definition [গেয়ো] (বিশেষণ) ১ গান করার উপযুক্ত; গীতযোগ্য। ২ গাওয়া হয় এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+য(যৎ)}
  • Bengali Word গেয়ান Bengali definition [গেয়ান] (বিশেষ্য) জ্ঞান; বোধ; চৈতন্য। গেয়ানবোধ (বিশেষ্য) জ্ঞান-বোধ; বোধশোধ; জ্ঞানবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) জ্ঞান>}
  • Bengali Word গৈবি, গৈবী Bengali definition গায়েবি
  • Bengali Word গৈরিক Bengali definition [গোইরিক্‌] (বিশেষ্য) ১ গিরিমাটি। ২ রংবিশেষ; গেরুয়া রং (ঝাণ্ডায় তোমার গৈরিক ফোটে--সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সোনা। ৪ গেরুয়া কাপড়। □ বিন ১ পর্বতে উৎপন্ন। ২ গেরুয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word গৈরেয় Bengali definition [গোইরেয়ো] (বিশেষ্য) ১ গিরিমাটি। ২ পর্বতে উৎপন্ন বস্তু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+এয়(ঢক্‌)}
  • Bengali Word গো বেড়েন Bengali definition গো
  • Bengali Word গো ১ Bengali definition [গো] (বিশেষ্য) ১ গরু; ধেনু; গাভী। ২ গো-জাতি। ৩ বৃষ; ষাঁড়। ৪ চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় (গোচর)। ৫ ধরণী; পৃথিবী (গোস্বামী)। গোক্ষীর (বিশেষ্য) গুরুর দুধ; গোদুগ্ধ। গো-খাদক (বিশেষণ) গোমাংসভোজী। গো-গর্দভ (বিশেষণ) (বিশেষ্য) অজমূর্খ; রেট মূর্খ (অনেক গো-গর্দভ যে পরীক্ষায় পাস করিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। গোগর্ভ (বিশেষ্য) গাভীর উদর (গোগর্ভে সমুৎপন্ন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গো-গ্রাস (বিশেষ্য) ১ প্রায়শ্চিত্তের পর গরুর মুখে ঘাস দানের হিন্দু প্রথা। ২ গরুর মতো বড় গ্রাসে দ্রুত গলাধঃকরণ (গো-গ্রাসে গেলা)। গোগ্রাসী (বিশেষণ) সর্বগ্রাসী (আজো খোলা আছে গোগ্রাসী তার হাঁ-যে-বুদ্ধদেব বসু)। গোঘ্ন (বিশেষণ) ১ গো হত্যাকারী; গো-ঘাতক। □ (বিশেষ্য) অতিথি। গোচন্দন (বিশেষ্য) গোরোচনা। গোচারণ (বিশেষ্য) গরু চরানো; গরুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি খাওয়ানো। গোদান (বিশেষ্য) হিন্দুদের মধ্যে ধেনুদানরূপ ধর্মকার্য। গোদোহনী, গোদোহিনী (বিশেষ্য) দুগ্ধ দোহনের পাত্র; দুধের কেঁড়ে। গোধন (বিশেষ্য) গরুরূপ সম্পদ। গোবৎস (বিশেষ্য) বাছুর। গো-বেড়েন (বিশেষ্য) গরুকে প্রহার করার ন্যায় নির্দয় প্রহার। গো-বৈদ্য (বিশেষ্য) ১ গাভীর রোগের চিকিৎসক। ২ হাতুড়ে চিকিৎসক; quack। গোব্রজ (বিশেষ্য) ১ গোষ্ঠ। ২ গোচারণ ক্ষেত্র। গো-ভাগাড় (বিশেষ্য) গরুর মৃতদেহ ফেলার স্থান। গোমূত্র (বিশেষ্য) চোনা। গো-মেধ (বিশেষ্য ) প্রাচীন কালে হিন্দুদের গরুকে বলিদান দ্বারা অনুষ্ঠিত একপ্রকার যজ্ঞ; গোবধে নিষ্পন্ন যজ্ঞবিশেষ। গোযান (বিশেষ্য) গরুর গাড়ি। গো-রক্ত (বিশেষ্য) গরুর রক্ত-হিন্দুবিশ্বাস অনুযায়ী গোহত্যা ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর অপরাধ (গোরক্ত-ব্রহ্মরক্তপাত)। গোরক্ষক (বিশেষ্য) রাখাল। গোরস (বিশেষ্য) ১ গরুর দুধ (গোরস সহিতে যেন না মিলএ তেল-দৌলত উজির বাহরাম খান)। ২ গরুর দুধ থেকে প্রস্তুত ঘৃত ইত্যাদি। গো-শালা (বিশেষ্য) ১ গোয়াল। ২ গরু রাখার স্থান। গোস্তন (বিশেষ্য) ১ গুলান; গরুর স্তন (চলিতে দুলিছে শত গোস্তন পূর্ণ শীতল রসে- সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ চার-নরী হার। গোস্তনী (বিশেষ্য) গোস্তনের ন্যায় যে ফল; দ্রাক্ষাফল; আঙুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+ও(ডো)}
  • Bengali Word গো ২ Bengali definition [গো] (অব্যয়) সম্বোধনসূচক শব্দবিশেষ (সখী গো, হ্যাঁ গো)। {অগো, ওগো>}
  • Bengali Word গো-গর্দভ, গোগর্ভ Bengali definition গো
  • Bengali Word গো-দান, গো-দোহনী, গো-দোহিনী Bengali definition গো
  • Bengali Word গো-ধন Bengali definition গো
  • Bengali Word গো-ব্রজ Bengali definition গো
  • Bengali Word গো-ভাগাড় Bengali definition [গোভাগাড়] (বিশেষ্য) গরু মারা গেলে যে স্থানে ফেলে দেওয়া হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ (বাংলা) ভাগাড়}
  • Bengali Word গো-মক্ষিকা Bengali definition [গোমোক্‌খিকা] (বিশেষ্য) যে মাছি গরুকে দংশন করে; কুকুরে মাছি; ডাঁশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+মক্ষিকা}
  • Bengali Word গো-রক্ত, গোরক্ষক Bengali definition গো
  • Bengali Word গোঁ Bengali definition [গোঁ] (বিশেষ্য) জিদ (সমাজ তার নিজের গোঁ ছাড়ে না-প্রথম চৌধুরী)। গোঁ গোঁ ( অব্যয়) যন্ত্রণা; ক্রোধ প্রভৃতিজনিত কাতরানি বা অস্ফুট গর্জন। {(ফারসি) গুংগ্‌, তুলি. (হিন্দী) গুংগা; অথবা, ধ্বন্যাত্মক}
  • Bengali Word গোঁজ Bengali definition [গোঁজ্‌] (বিশেষ্য) খোঁটা; কীলক। □ (বিশেষণ) বিরক্তি হেতু নির্বাক নিশ্চল ও গম্ভীর (তুফানি গোঁজ হয়ে রইল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তুলনীয়) (হিন্দী) গোজা}
  • Bengali Word গোঁজা, গুঁজা Bengali definition [গোঁজা, গুঁজা] (ক্রিয়া) ১ প্রবেশ করানো; পোঁতা। ২ নত করা (ঘাড় গোঁজা)। ৩ কোনো প্রকারে সামান্য আশ্রয় লাভ করা (মাথা গোঁজা)। □ (বিশেষ্য) ১ উক্ত সকল অর্থে। ২ অন্য কিছুর ভিতর যা গুঁজে দেওয়া হয়। ৩ মেরামত কার্যের জন্য যা গুঁজে দেওয়া হয় (চালে খড় গোঁজা); গুঁজি। ৪ কোনো প্রকারে দেওয়া মিল; গোঁজামিল। □ (বিশেষণ) গুঁজে দেওয়া হয়েছে এমন। গোঁজামিল, গোঁজামিলন (বিশেষ্য) ১ বাজে বুঝ দেওয়া মিল; যেন তেন প্রকারে মিল (দায়ে পড়িয়া মিলন গোঁজামিলন মাত্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফাঁকি। {(বাংলা) গোঁজ+আ}
  • Bengali Word গোঁট Bengali definition ঘোঁট
  • Bengali Word গোঁপ Bengali definition গোঁফ
  • Bengali Word গোঁফ, গোঁপ Bengali definition [গোঁফ্‌, গোঁপ] (বিশেষ্য) ওষ্ঠদেশের লোমসমূহ; মোচ; গুম্ফ; moustache। গোঁফ খেজুরে (বিশেষণ) অতিশয় অলস; অত্যন্ত কুড়ে (গোঁফের উপরে খেজুর পড়িয়া আছে অথচ সেটি মুখের মধ্যে টানিয়া লইবার কষ্ট স্বীকার করে না এমন অলস)। গোঁফে তা দেওয়া ১ ভবিষ্যৎ লাভের আশায় উৎফুল্ল হওয়া। ২ বিনা কাজে কেবল শৌখিনতা করিয়া কাটানো (বিবাহের পর হইতে গোঁফে তা দিয়া সে বেশ আরামে থাকিবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুম্ফ}
  • Bengali Word গোঁসাই, গোসাই, গোসাঞি Bengali definition [গোঁশাই, গোশাই, গোশায়িঁ] (বিশেষ্য) ১ প্রভু (কুমারের প্রাণ মাত্র রাখক গোসাই-সৈয়দ আলাওল)। ২ জগদীশ্বর। ৩ বৈষ্ণব সম্প্রদায়ের গুরুবংশীয় ব্যক্তিদের উপাধি। ৪ বৈষ্ণব। ৫ হিন্দুদের মধ্যে স্বামী বা পূজনীয় ব্যক্তিদের বলা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোস্বামী; গো=পৃথিবী, স্বামী=প্রভু}
  • Bengali Word গোঁৎ, গোঁতা, গোঁত্তা Bengali definition [গোঁত্‌, গোঁতা, গোঁত্‌তা] (বিশেষ্য) ১ মাথা নিচু করে জলের মধ্যে বেগে প্রবেশের ভাব। ২ আকাশে বায়ুস্রোতে গুঁতা মারার ভঙ্গিতে কাত হয়ে হঠাৎ টাল খেয়ে নিচে নামার ভাব। ৩ মাথা নিচু করে মস্তকের দ্বারা ধাক্কা দেওয়া বা ঢুঁ দেওয়া (যুদ্ধের জন্যে এগিয়ে এসে হায়দরিকে এক গোঁত্তা বসিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গোঁৎ খাওয়া (ক্রিয়া) হঠাৎ টাল খাওয়া বা ঘুরে পড়া (সাধের ঘুড়িটা গোঁৎ খেয়ে-সুকুমার রায়)। গোঁৎ মারা (ক্রিয়া) মাথা কিছু নিচু করে বেগে বা টাল খেতে খেতে নিচে নামা। {(আরবি) গূতাহ (=ডুব)}
  • Bengali Word গোঁড় Bengali definition [গোঁড়্‌] (বিশেষ্য) নাভিতে বৃদ্ধিপ্রাপ্ত মাংসপিণ্ড বা পিণ্ডাকার উচ্চনাভি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাণ্ড>}
  • Bengali Word গোঁড়া ১ Bengali definition [গোঁড়া] (বিশেষণ) উচ্চ নাভিযুক্ত। গোঁড়ালেবু, গোঁড়ানেবু (বিশেষ্য) গোঁড়যুক্ত অতিশয় অল্পস্বাদ ও বৃহদাকার একজাতীয় লেবু; জামির। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোণ্ড+ (বাংলা) আ}
  • Bengali Word গোঁড়া ২ Bengali definition [গোঁড়া] (বিশেষণ) ১ ধর্মমতে অন্ধবিশ্বাসী ও একগুঁয়ে, orthodox (ধর্মবিশ্বাসে গোঁড়া হলেও জাফর ছিলেন সর্ববিদ্যাবিশারদ-আবদুল মওদুদ)। ২ অতিশয় সংরক্ষণশীল মনোভাবাপন্ন; প্রাচীনপন্থি; প্রচলিত মতবিশ্বাসে অতিশয় নিষ্ঠাবান। ৩ অন্ধভক্ত; প্রবল ‍অনুরাগী। ৪ অত্যধিক পক্ষপাতী। গোঁড়ামি, গোঁড়ামো (বিশেষ্য) ১ ধর্মমত অন্ধবিশ্বাসের সঙ্গে ও একগুঁয়েভাবে অনুসরণ (গোঁড়া সমর্থক); ধর্মান্ধতা। ২ একান্ত রক্ষণশীলতা। ৩ অন্ধ ভক্তি। ৪ অত্যন্ত পক্ষপাত বা পক্ষপাতের আতিশয্য। {(বাংলা) গোঁড়+আ}