Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গড়ে Bengali definition [গোড়ে] (বিশেষণ) ১ অলস; গেঁতো; দীর্ঘসূত্রী। ২ সারাদিন শুয়ে গড়িয়ে থাকতে চায় এমন। গড়ে গোরু (বিশেষ্য) যে গোরু লাঙ্গল টানতে টানতে শুয়ে পড়ে ও সহজে উঠতে চায় না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গড়্‌>}
  • Bengali Word গড়ের বাদ্যি, গড়ের মাঠ Bengali definition গড়১
  • Bengali Word গয় Bengali definition [গয়া] (বিশেষ্য) বিহার প্রদেশের একটি স্থানের নাম; হিন্দুদের তীর্থক্ষেত্রবিশেষ। গয়ালি, গয়াল (বিশেষ্য ) গয়ার পাণ্ডা। {(হিন্দী) গয়+আ}
  • Bengali Word গয়ংগচ্ছ Bengali definition [গয়োঙ্‌গচ্‌ছো] (বিশেষ্য) ১ যাচ্ছি যাবো ভাব; যাত্রায় বিলম্ব (গয়ংগচ্ছ করচি কেন কইছি তা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ দীর্ঘসূত্রতা; ঢিলেমি। ৩ কুঁড়েমি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ১ ‘পিণ্ড গয়াং গচ্ছ>}
  • Bengali Word গয়না ১ Bengali definition গহনা১
  • Bengali Word গয়না ২, গয়নার নৌকা Bengali definition গহনা২
  • Bengali Word গয়বি, গয়বী Bengali definition গায়েবি
  • Bengali Word গয়র Bengali definition [গয়র্‌] (বিশেষণ) ভিন্ন; ব্যতীত। গয়র-ইসলামি (বিশেষণ) ইসলাম-বহির্ভূত; ইসলাম বিরোধী (গয়্‌র-ইসলামী ভাবধারা-মাওলানা মুস্তাফিজুর রহমান)। গয়র হাজির (বিশেষণ) অনুপস্থিত। {(আরবি) গায়ির }
  • Bengali Word গয়রত Bengali definition [গয়্‌রত্‌] (বিশেষ্য) ১ আত্মসম্মানবোধ। ২ মর্যাদাবোধ। ৩ ঈর্ষা। {(আরবি) গায়রত}
  • Bengali Word গয়রহ Bengali definition [গয়্‌রহো] (অব্যয়) ইত্যাদি; প্রভৃতি; অন্যান্য; অপরাপর; সংক্ষিপ্তরূপ : গং। {(আরবি) রগায়রাহ্‌ }
  • Bengali Word গয়লা, গয়লানি Bengali definition গোয়াল
  • Bengali Word গয়ানদার Bengali definition [গয়ান্‌দার্‌] (বিশেষ্য) গায়ক (প্রত্যেক নৌকায় গয়ানদার-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গায়ন>+(ফারসি) দার}
  • Bengali Word গয়ার, গয়ের Bengali definition [গয়ার্‌, গয়ের্‌] (বিশেষ্য) শ্লেষ্মা; কফ (অনবরত কাস্‌ছেন ও গয়ের ফেলচেন-কালীপসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌>গল+(বাংলা) আর>}
  • Bengali Word গয়াল Bengali definition [গয়াল্‌] (বিশেষ্য) বন্য মহিষ বা বন্য বৃষ (বাঘ ভাল্লুক হাতী গয়াল করে চলাফেরা-পূর্ববঙ্গ গীতিকা)। {(ইংরেজি) গয়াল gayal, (তৎসম বা সংস্কৃত শব্দ) গরল}
  • Bengali Word গয়ের Bengali definition গয়ার