Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গাঙ্গ ২ Bengali definition [গাঙ্‌গো] (বিশেষণ) গঙ্গাসম্বন্ধীয়। ২ গঙ্গাজাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+অ(অণ্‌)}
  • Bengali Word গাঙ্গেয় Bengali definition [গাঙ্‌গেয়ো] (বিশেষ্য) মহাভারতোক্ত গঙ্গার পুত্র ভীষ্ম। □বিণ ১ গঙ্গা-বিধৌত বা গঙ্গাতীরবর্তী (গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত)। ২ গঙ্গাসম্বন্ধীয়। ৩ গঙ্গাজাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঙ্গা+এয়(ঢক্‌)}
  • Bengali Word গাছ ১ Bengali definition [গাছ্‌] (বিশেষ্য) ১ বৃক্ষ; তরু। ২ লতা গুল্ম প্রভৃতি (কুমড়াগাছ)। ৩ বৃক্ষসদৃশ বস্তু (ঘানিগাছ)। □ (বিশেষণ) বৃক্ষের মত লম্বা; বেজায় লম্বা; ঢেঙা (মেয়েটা দিনে দিনে গাছ হয়ে উঠছে)। গাছ-কোমর বাঁধা (ক্রিয়া) গাছে চড়া বা কোনো ভারী কাজ কিংবা ঝগড়া করার পূর্বে শাড়ির আঁচল বিশেষ ভঙ্গিতে বা শক্ত করে কোমরে জড়ানো। গাছ-গাছড়া, গাছ-গাছালি ( বিশেষ্য) ১ নানা জাতীয় বৃক্ষলতা। ২ ঔষধ হিসাবে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। গাছ থেকে পড়া (ক্রিয়া) অত্যন্ত আশ্চর্যান্বিত হওয়া। গাছ -পাথর (বিশেষ্য) তুলনা, পরিমাণ বা হিসাবের জন্য সমবয়সের বৃক্ষ বা প্রস্তর (বয়সের গাছ-পাথর নেই)। গাছপালা (বিশেষ্য) ১ বৃক্ষ পল্লব লতা পাতা ইত্যাদি। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি-(ব্যঙ্গার্থ ) কার্যারম্ভের পূর্বেই ফলভোগের উচ্চাশা এবং প্রস্তুতি। গাছে চড়ানো (ক্রিয়া) ((আলঙ্কারিক)) প্রশংসা বা চাটুকারিতা দ্বারা কাউকে অযথা সামাজিক মর্যাদা দান করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া (ক্রিয়া) ১ (ব্যঙ্গার্থ) প্ররোচনা দিয়ে কঠিন কাজে নামিয়ে সরে পড়া। ২ বড়ো আশা দিয়ে শেষে নিরাশ করা। গাছেরও খাওয়া তলারও কুড়ানো (ক্রিয়া) ১ সব দিক দিয়ে লাভের চেষ্টা। ২ অত্যন্ত স্বার্থপরের মতো কাজ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গচ্ছ>}
  • Bengali Word গাছ ২, গাছা ১, গাছি ১ Bengali definition [গাছ্‌, গাছা, গাছি] দীর্ঘ ও সরু পদার্থ নির্দেশক প্রত্যয়বিশেষ; টা, টি, খানা, খানি (লাঠি গাছ, এক গাছা দড়ি, মালাগাছি)। {(বাংলা) গাছ}
  • Bengali Word গাছা ১ Bengali definition গাছ২
  • Bengali Word গাছা ২ Bengali definition [গাছা] (বিশেষ্য) পিলসুজ; দীপাধার; দীপরক্ষক। {গাছ+আ}
  • Bengali Word গাছালি, গাছালী Bengali definition [গাছালি] (বিশেষ্য) গাছ-গাছড়া; বুনো লতাগুল্ম (গাছ-গাছালি; এখনও যখন ও ফতুল্লাহর গাছালীর মাথায় খানিক এসে থেমে যায় চাঁদ-আবদুল গনি হাজারী)। {গাছ+আলি}
  • Bengali Word গাছি ১ Bengali definition গাছ২
  • Bengali Word গাছি ২, গাছী Bengali definition [গাছি] (বিশেষ্য) খেজুর ও তালগাছে চড়ে গাছের উপযুক্ত স্থানে কেটে রস সংগ্রহ করে যারা; খেজুর ও তাল রস সংগ্রাহক ও উক্ত পেশাজীবী; সিউলি। {(বাংলা) গাছ+ই}
  • Bengali Word গাছড়া Bengali definition [গাছড়া] (বিশেষ্য) ১ ছোটো ছোটো বুনো গাছ; তুচ্ছ লতাগুল্ম। ২ ঔষধে ব্যবহার করা হয় এমন উদ্ভিজ্জ। {গাছ+ড়া}
  • Bengali Word গাজন Bengali definition [গাজোন্‌] (বিশেষ্য) ১ চৈত্র মাসের শেষে হিন্দুদেবতা শিবের উৎসব; গম্ভীরা। ২ শিব সম্পর্কিত গান (চড়ক পূজায় গাজন গাহি নাচে নযুর দল-(জসীমউদ্‌দীন))। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট-অনাবশ্যকভাবে বহু ব্যক্তির কর্ম সম্পাদনের প্রয়াসে মতভেদজনিত কারণে সমস্ত কাজকর্ম পণ্ড হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জন>(পালি) গজ্জন>(প্রাকৃত) গজ্জণ>(বাংলা) গাজন}
  • Bengali Word গাজর Bengali definition [গাজোর্‌] (বিশেষ্য) ভক্ষ্য মূলবিশেষ; একজাতীয় সবজি; carrot। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জর>}
  • Bengali Word গাজি, গাজী Bengali definition [গাজি] (বিশেষ্য) ১ আল্লাহর নির্দেশ অনুযায়ী ইসলামের জন্য যে যুদ্ধ করে (কই সে গাজী কোথায় আজি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সুপ্রসিদ্ধ ইসলামি যোদ্ধা ও পীর; পুঁথি সাহিত্যের অন্যতম নায়ক। গাজির গান (বিশেষ্য ) মুসলিম গায়কগণ কর্তৃক গীত গাজি সংক্রান্ত গীতবিশেষ। গাজির পট (বিশেষ্য) ২ গাজির বীরত্বের নির্দশনস্বরূপ দীর্ঘ গ্রাম্য চিত্রপট-যা দেখিয়ে গাজির গান গাওয়া হয়। ২ দীর্ঘ ফর্দ বা চিঠি। {(আরবি) গাজী }
  • Bengali Word গাট্টা Bengali definition গাঁট্টা
  • Bengali Word গাঠরি Bengali definition গাঁটরি
  • Bengali Word গাণনিক Bengali definition [গানোনিক্‌] (বিশেষ্য) গণনাকারী; হিসাবরক্ষক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণনা+ইক}
  • Bengali Word গাণপত্য Bengali definition [গানোপোত্‌তো] (বিশেষণ) হিন্দুদেবতা গণপতি বা গণেশ সম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ গণেশপূজক সম্প্রদায়বিশেষ। ২ গণনায়কত্ব; গণাধিপত্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণপতি+য(যক্‌)}
  • Bengali Word গাণিতিক Bengali definition [গানিতিক] (বিশেষণ) ১ গণিতজ্ঞ; গণিতশাস্ত্রবিশেষ। ২ গণিতঘটিত (মেন্ডেল তত্ত্বই বলো, আর গাণিতিক যুক্তিশাস্ত্রই বল- রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গণিতসম্বন্ধীয়; গণিত বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণিত+ইক}
  • Bengali Word গাণ্ডিব, গাণ্ডীব Bengali definition [গান্‌ডিব্‌] (বিশেষ্য) ১ ধনু (অযতনে গাণ্ডীব টেনেও কেউ লড়াই জেতেনি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মহাভারতোক্ত অর্জুনের ধনুক; পৌরাণিক ধনুবিশেষ (গাণ্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষারসে-(কাজী নজরুল ইসলাম))। গাণ্ডীবী, গাণ্ডীবধন্বা (বিশেষ্য) গাণ্ডীবধারী অর্থাৎ তৃতীয় পাণ্ডব অর্জুন (হে গাণ্ডীবী, বিষ্ফারি বিশাল বক্ষ করিলে যোজনা-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাণ্ডি+ব}
  • Bengali Word গাণ্ডে পিণ্ডে, গণ্ডে পিণ্ডে Bengali definition [গান্‌ডেপিন্‌ডে, গন্‌ডেপিন্‌ডে] (ক্রিয়াবিশেষণ) গলা পর্যন্ত; আকণ্ঠ; অতিরিক্ত ঠেসে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গণ্ডপিণ্ড=(গণ্ডস্থান)>}
  • Bengali Word গাত (ব্রজবুলি) Bengali definition [গাত্‌] (বিশেষ্য) গাত্র; শরীর; গতর; দেহ (ধরণী হইলে মঝু গাত-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র}
  • Bengali Word গাতব্য Bengali definition [গাতব্‌বো] (বিশেষণ) গীতযোগ্য; গণনের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+তব্য}
  • Bengali Word গাতা (-তৃ) Bengali definition [গাতা] (বিশেষণ) গান করে এমন; গায়ক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word গাত্র Bengali definition [গাত্‌ত্রো] (বিশেষ্য) ১ শরীর; গা; দেহ; অঙ্গ। ২ পার্শ্বদেশ; উপরিভাগ বা বহির্ভাগ (পর্বতগাত্র)। গাত্র কণ্ডূয়ন ( বিশেষ্য) গা চুলকানো। গাত্র জ্বালা, গাত্র দাহ (বিশেষ্য) ১ গায়ে জ্বালা বা দাহ। ২ ((আলঙ্কারিক)) ঈর্ষা ক্রোধ ইত্যাদি মানসিক ভাব; হিংসা বিরক্তি ইত্যাদি মনোভাব। গাত্র-মার্জনী (বিশেষ্য) যা দ্বারা গাত্র মার্জনা করা হয়; গাত্র মার্জনা কার্যে ব্যবহৃত গামছা তোয়ালে ইত্যাদি। গাত্র-হরিদ্রা (বিশেষ্য) গায়ে হলুদ; বিবাহের পূর্বে বর ও কন্যাকে নিজ নিজ বাড়িতে হলুদ মাখিয়ে স্নান করানো রূপ জনপ্রিয় আচারবিশেষ। গাত্রানুলেপনী (বিশেষ্য) গায়ে অঙ্গরাগ বা ঔষধ প্রয়োগ করার তুলি। গাত্রাবরণ, গাত্রাবরণী ( বিশেষ্য) ১ গায়ের চাদর; উড়নি; উত্তরীয়। ২ জামা; কাপড়চোপড়; আংরাখা। ৩ বর্ম; সাঁজোয়া। গাত্রোত্থান (বিশেষ্য) দেহ উত্তোলন; গা তোলা। ২ শোয়া থেকে উঠে বসা বা দাঁড়ানো; শয্যা ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌+ত্র(ত্রন্‌)}
  • Bengali Word গাথক Bengali definition [গাথোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ গীতিকার; সংগীতিরচয়িতা; পদকর্তা; গাঁথনদার। ২ গায়ক; সংগীতকারী। গাথিকা (স্ত্রীলিঙ্গ)। {√গৈ+থক(থকন্‌)}
  • Bengali Word গাথা Bengali definition [গাথা] (বিশেষ্য) ১ কবিতা; শ্লোক; গান। ২ এক প্রকার গীতিকবিতা; ballad; পালা গান। ৩ বর্ণনা; গুণকথন (যশোগাথা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+থ(থন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word গাদ Bengali definition [গাদ্‌] (বিশেষ্য) ১ তরল পদার্থের ময়লা; তলানি; কাইট; শিটা (নইলে যে তাদের গাদে পড়ে থাকতে হয়-প্রথম চৌধুরী)। ২ তরল পদার্থের উপরে ভেসে ওঠা ময়লা; সরের ন্যায় ভেসে ওঠা ময়লা। গাদ কাটা (ক্রিয়া) ময়লা কাটা; ময়লা বের বা দূর করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্দ>গর্দ>; (তুলনীয়) (হিন্দী) গাদ}
  • Bengali Word গাদন Bengali definition [গাদোন্‌] (বিশেষ্য) ১ গাদাগাদি করে ঠেসে দেওয়া; ঠাসা। ২ টেসে খাওয়া; পেট পুরে খাওয়া। ৩ প্রহার। {(বাংলা) √গাদ্‌+অন}
  • Bengali Word গাদবা, গাব্দা Bengali definition [গাব্‌দা] (বিশেষণ) ১ ভারী; ওজনযুক্ত (পায়ে পরে গাবদা বুট আর পট্টি-(কাজী নজরুল ইসলাম))। ২ স্থূল; বেমানান রকম মোটা। গাবদা-গোবদা, গাবদা-গোব্দা (বিশেষণ) মোটাসোটা (সেই নরম তুলতুলে .... ভালো কাপেট পেতে গাব্দা-গোব্দা তাকিয়ায় হেলাদ দিয়ে বসবেন-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দী) গাবদী}
  • Bengali Word গাদা ১ Bengali definition [গাদা] (ক্রিয়া) ঠাসা; চাপাচাপি করে ভরা। □ (বিশেষ্য) গাদন। □ (বিশেষণ) ঠেসে ভরা হয়েছে বা হয় এমন। গাদা বন্দুক (বিশেষ্য) এক ধরনের বন্দুক যাতে গুলিবারুদ ঠেসে ভরতে হয়। {(বাংলা) √গাদ্‌+আ}