Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গামোছা Bengali definition গামছা
  • Bengali Word গাম্ভারি Bengali definition [গাম্‌ভারি] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও তার কাষ্ঠ (বসিল গাম্ভারি পীঠে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গম্ভারিকা, গম্ভারী>}
  • Bengali Word গাম্ভীর্য Bengali definition [গাম্‌ভির্‌জো] (বিশেষ্য) ১ গম্ভীর ভাব; গম্ভীরতা। ২ অচাপল্য; অবিকারিত্ব; অচাঞ্চল্য। ৩ গুরুত্ব; প্রগাঢ়তা। ৪ মহিমা (গাম্ভীর্যপূর্ণ পরিবেশ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গম্ভীর+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word গাযী Bengali definition গাজি
  • Bengali Word গারত, গারৎ Bengali definition [গারোত্‌] (বিশেষণ) বিনষ্ট; নিপাত; বিধ্বস্ত (চিরতরে তারা গারৎ হয়েছে-গোলাম মোস্তফা )। □ (বিশেষ্য) লুণ্ঠন। {(আরবি) গারত্‌ }
  • Bengali Word গারদ Bengali definition [গারোদ্‌] (বিশেষ্য) ১ জেল; কয়েদ; কারাদণ্ড (গারদ হয়েছে)। ২ জেলখানা; কারাগার; ফাটক (তবুও সর্বদা মনে হয় আছি এক আশ্চর্য গারদে -আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) guard, (তুলনীয়) (হিন্দী) গারদ}
  • Bengali Word গারি ১ (ব্রজবুলি), গারী ১ Bengali definition [গারি] (বিশেষ্য) গালি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালি; (হিন্দী) গারী}
  • Bengali Word গারী ৩ Bengali definition [গারি] (বিশেষ্য) ১ আগার; সংসার; গৃহস্থালী। ২ ঘরনি; গৃহিণী (অপুত্র যাহার গারী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) অগার> (প্রাকৃত) গার+ (বাংলা) ঈ}
  • Bengali Word গারুড় Bengali definition [গারুড়্‌] (বিশেষণ) গরুড় সম্পর্কিত। □ (বিশেষ্য) ১ এক-প্রকার মহামূল্য রত্ন; মরকত মণি। ২ ব্যূহ রচনার একটি প্রণালি। ৩ সাপের বিষ নামানোর মন্ত্রবিশেষ। গারুড়িক, গারুড়ী (বিশেষ্য) বিষবৈদ্য; বিষ-চিকিৎসক (ঔঝা বৈদ্য গারুড়ী আইল বহুগুণী-সৈয়দ আলাওল)। ২ সাপের ওঝা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গরুড়+অ(অণ্‌)}
  • Bengali Word গারুয়া Bengali definition [গারুয়া] (বিশেষ্য) খেলার বল; গেণ্ডুয়া; ball (পর-হস্তগত যদি হইল গারুয়া পুনি ফিরাইতে পারে সেই সে খেড়ুয়া- সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দুক>(প্রাকৃত) গেন্দুঅ>}
  • Bengali Word গারো Bengali definition [গারো] (বিশেষ্য) আসামের গারো পর্বত অঞ্চলের অধিবাসী।
  • Bengali Word গার্গী Bengali definition [গার্‌গি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ প্রাচীন ভারতের স্বনামধন্য বিদুষী। ২ গর্গ মুনির কন্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গার্গ্য+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word গার্জিয়ান Bengali definition গার্জেন
  • Bengali Word গার্জেন, গার্জিয়ান Bengali definition [গার্‌জেন্‌, গার্‌জিয়ান্‌] (বিশেষ্য) অভিভাবক; তত্ত্বাবধায়ক (এমনি করিয়া যাহাতে গার্জিয়ানরা টাকা না পাঠান -ড. কাজী দীন মুহম্মদ)। {(ইংরেজি) guardian}
  • Bengali Word গার্টার Bengali definition [গার্‌টার] (বিশেষ্য) মোজা বাঁধবার জন্য ব্যবহৃত ফিতা। {(ইংরেজি) garter}
  • Bengali Word গার্ডচেন Bengali definition [গার্‌ড্‌চেন্‌] (বিশেষ্য) ১ সরু শৃঙ্খলযুক্ত কেশবিন্যাসের উপরকরণবিশেষ (ঐ সঙ্গে বেলোয়ারি চূড়ী .... ও চুলের গার্ডচেনের অসঙ্গত খদ্দের-কালীপসন্ন সিংহ)। ২ গলা থেকে ঝুলানো ঘড়ির চেন। {(ইংরেজি) guard+chain}
  • Bengali Word গার্হপত্য Bengali definition [গার্‌হোপোত্‌তো] (বিশেষ্য) ১ বেদের বিধানমতো গৃহস্থ যে অগ্নি আজীবন প্রজ্বলিত রাখে (স্তিমিত গার্হপত্য অগ্নি নিশুতি-নিথর গেহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ গৃহপতি সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহপতি+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word গার্হস্থ Bengali definition গার্হস্থ্য
  • Bengali Word গার্হস্থ্য, গার্হস্থ Bengali definition [গার্‌হোস্‌থো] (বিশেষ্য) ১ গৃহস্থ-ধর্ম; গৃহস্থ-আশ্রম; গৃহস্থের জীবন। ২ গৃহস্থ সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহস্থ+য(ষ্যঞ্‌), অ}
  • Bengali Word গাল টিপলে দুধ বেরোয় Bengali definition গাল
  • Bengali Word গাল পারা, গাল ফোলানো, গাল বাড়িয়ে চড় খাওয়া, গাল বাদ্য Bengali definition গাল
  • Bengali Word গাল ১ Bengali definition [গাল্‌] (বিশেষ্য) ১ গণ্ড; কপোল। ২ মুখবিবর; মুখ (ধান খুঁটে গালে দিচ্ছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল গল্প (বিশেষ্য) অলীক বা রচিত কাহিনীর বর্ণনা; কল্পনা; কল্পিত কাহিনী বা গল্প (গালগল্প রচনার বাদশাকে কেউ আমরা দুষেছি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল টিপলে দুধ বেরোয়-নিতান্তই অবোধ বা অল্পবয়স্ক। গাল পাট্টা (বিশেষ্য) চাপদাড়ি; দুই গালজোড়া ঘন স্কশ্রু। গাল ফোলানো (ক্রিয়া) রাগ বা অভিমান করা। গাল বাড়িয়ে চড় খাওয়া (ক্রিয়া) যেচে অপমানিত হওয়া। গাল বাদ্য (বিশেষ্য) মুখ ফুলিয়ে গালে আঘাত করে শব্দকরণ। □ (বিশেষণ ) ((আলঙ্কারিক)) ধ্বনিসর্বস্ব (এমন গালবাদ্য কবিতা এইভাবে মনের সঙ্গে বিযুক্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গালে গালে চড়ানো (ক্রিয়া) সঙ্গে সঙ্গে প্রহার বা শাস্তি দেওয়া। গালে চড়ানো (ক্রিয়া) ক্রোধ; আক্ষেপ বা ক্ষোভ উদ্রেকে গালে চড় মারা; শাস্তি দেওয়া। গালে চুনকালি দেওয়া (ক্রিয়া) অপরাধের শাস্তিস্বরূপ লাঞ্ছনা; বংশের বা আত্মীয়স্বজনের কলঙ্কের কারণ হওয়া। গালে লাগা (ক্রিয়া) ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের ভিতর কুটকুট করা। গালে হাত দেওয়া (ক্রিয়া) অবাক হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল্ল>}
  • Bengali Word গাল ২ Bengali definition [গাল্‌] (বিশেষ্য) কটুবাক্য কথন; গালাগালি; তিরস্কার। গাল দেওয়া, গাল মন্দ করা (ক্রিয়া) তিরস্কার করা; বকুনি দেওয়া; কটুবাক্য বলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি> (প্রাকৃত) √গাল্‌}
  • Bengali Word গালচে Bengali definition গালিচা
  • Bengali Word গালন Bengali definition [গালোন্‌] (বিশেষ্য) ১ গেলে ফেলা। ২ ছাঁকা। ৩ চুয়ানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+ণিছ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গালা ১ Bengali definition [গালা] (বিশেষ্য) লাক্ষা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>}
  • Bengali Word গালা ২ Bengali definition [গালা] (ক্রিয়া) ১ গলিয়ে ফেলা। ২ ফাটিয়ে ভিতরের পদার্থ বের করা (ফোঁড়া গালা)। ৩ তরল পদার্থ নিষ্কাশিত করা (ফেন গালা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+ণিচ্‌+আ}
  • Bengali Word গালাগাল, গালাগালি Bengali definition গালি
  • Bengali Word গালানো Bengali definition [গালানো] (ক্রিয়া) গলিয়ে ফেলা; দ্রবকরণ। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালা+ (বাংলা) আনো}
  • Bengali Word গালি Bengali definition [গালি] (বিশেষ্য) ১ কটুবাক্য। ২ ভর্ৎসনাপূর্ণ বাক্য; ভর্ৎসনা। ৩ অশ্লীল শব্দ প্রয়োগ; অশিষ্ট বাক্য। গালাগালি, গালাগাল (বিশেষ্য) ভর্ৎসনা; কটুবাক্য প্রয়োগ; গালি (গালাগালি দেওয়া বা করা)। গালি গালাজ (বিশেষ্য) কটু বা তৎসদৃশ বাক্য ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি+ই(ইন্‌)}