Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গরু Bengali definition গোরু
  • Bengali Word গরুঅ, গরুয়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গোরুঅ, গরুয়া] (বিশেষণ) ১ গুরু; বিষম; দুরূহ (গিরিসম গরুঅ মান-(বিদ্যাপতি ))। ২ স্থূল; ভারী (গরুঅ জগন-বড়ু চণ্ডীদাস)। ৩ অতিশয়; অধিক (গরুয়া লাগে শীত-দ্বিজমাধব)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরুক>(প্রাকৃত) গরুঅ}
  • Bengali Word গরুত্মন্ত Bengali definition [গোরুত্‌মন্‌তো] (বিশেষ্য) পক্ষী (কিম্ব নাগারি গরুড় গরুত্মন্ত-কুলপতি-মাইকেল মধুসূদন দত্ত)। গরুত্মান, গরুত্মান্‌ বি ১ গরুড়। ২ পক্ষী। □ (বিশেষণ) পাখাযুক্ত; পক্ষবিশিষ্ট। গরুত্মতী, গরুৎমতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পক্ষিণী। ২ পক্ষযুক্তা। ৩ পালক-সমন্বিতা (গরুৎমতী তরী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গরুৎ+মৎ(মতুপ্‌)}
  • Bengali Word গরুমুখী Bengali definition গুরমুখী
  • Bengali Word গরুৎ Bengali definition [গেরুত্‌] (বিশেষ্য) পক্ষ; পাখা; পালক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ্‌+উৎ(উতি)}
  • Bengali Word গরুড় Bengali definition [গোরুড়] (বিশেষ্য) ১ পুরাণোক্ত পক্ষিশ্রেষ্ঠ; হিন্দুমতে বিষ্ণুর বাহন এবং কশ্যপ ও বিনতার পুত্র। ২ ঈগল পাখি। গরুড়ধ্বজ (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু; কৃষ্ণ। □ (বিশেষণ) গরুড় মূর্তি অঙ্কিত ধ্বজবিশিষ্ট। গরুড় বাহন (বিশেষ্য) বিষ্ণু। গরুড়-শয়ন হিন্দু পুরাণমতে জন্মের পূর্বে গরুড় যেমন দীর্ঘদিন ডিম্ব মধ্যে সুপ্ত ছিলেন সেইরূপ দীর্ঘ নিদ্রা। গরুড়াসন (বিশেষ্য) যোগাসন-বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ্‌+উড়(উড়চ্‌); গুরু+√ডী+ অ(ড)}
  • Bengali Word গরুয়া Bengali definition গরুঅ
  • Bengali Word গর্গর Bengali definition [গর্‌গর্‌] (বিশেষ্য) ১ কলস; ঘট। ২ ঘূর্ণাবর্ত; জলাবর্ত। ৩ চাপা ধ্বনিবিশেষ; ‘গর্গর’ ধ্বনি (উল্লোল-কলগর্জিত পারাবার ফেন গর্গরে ধ্বনিছে অট্টহাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। গর্গরী (বিশেষ্য) গাগরি; কলসি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্গ+ √রা+অ(ক)}
  • Bengali Word গর্জক Bengali definition [গর্‌জক, গর্‌জোক] (বিশেষণ) গর্জন করে যে; গর্জনকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্‌+অ(ণ্বুল্‌)}
  • Bengali Word গর্জন ১ Bengali definition [গর্‌জোন্‌] (বিশেষ্য) ১ উচ্চ ও গম্ভীর শব্দ বা ধ্বনি; নাদ (মেঘের গর্জন, সিংহের গর্জন)। ২ ক্রোধ; স্পর্ধা বা প্রচণ্ড তিরস্কারব্যঞ্জক ধ্বনি। গর্জিত (বিশেষণ) নিনাদিত; গম্ভীর শব্দে শাব্দিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গর্জন ২, গরজন Bengali definition [গর্‌জন্‌] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও এর কাষ্ঠ। গর্জন তৈল (বিশেষ্য) রঙে ঔজ্জ্বল্য সৃষ্টির জন্য ব্যবহার্য বৃক্ষনির্যাস বিশেষ; ঘাস তেল; বাতনাশক কবিরাজি তৈল বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জ+অন(ল্যুট্‌), অত্যন্ত শক্ত কাঠ বলে কুড়ালের আঘাতে গম্ভীর শব্দ সৃষ্টি হয়, তাই গর্জন}
  • Bengali Word গর্জমান Bengali definition [গর্‌জোমান্‌] (বিশেষণ) গর্জন করছে এমন; গর্জনরত (গর্জমান ষ্টোভে মাংস চড়লো-বুদ্ধদেব বসু)। গর্জমানা (স্ত্রীলিঙ্গ)। (গর্জমানা ভৈরবী নদী-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্‌+মান, + আ}
  • Bengali Word গর্জা, গর্জানো, গরজানো Bengali definition [গর্‌জা, গর্জানো, গরজানো] (ক্রিয়া) গর্জন করা। □ (বিশেষ্য) গর্জন। গর্জানি, গরজানি (বিশেষ্য) ১ গর্জন। ২ গর্জনের শব্দ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্‌ + (বাংলা) আ, আনোো}
  • Bengali Word গর্জিত Bengali definition [গোর্‌জিতো] (বিশেষণ) গর্জন করেছে এমন; শব্দিত। {√গর্জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word গর্ত Bengali definition [গর্‌তো] (বিশেষ্য) ১ খাদ; গহ্বর। ২ রন্ধ্র; ছিদ্র। ৩ বিবর; কোট; খোঁড়ল। ৪ ছেঁদা; ফুটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+ত(তন্‌)}
  • Bengali Word গর্দভ Bengali definition [গর্‌ধোব্‌] (বিশেষ্য) ১ গাধা; লম্বাকর্ণ চতুষ্পদ পশুবিশেষ; রাসভ। ২ (ব্যঙ্গার্থ) নিরেট মুর্খ ব্যক্তি বা অত্যন্ত নির্বোধ (তুমি একটা গর্দভ-একটুও বুদ্ধি নেই)। গর্দভী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্দ্‌+অভ}
  • Bengali Word গর্দা Bengali definition গরদা
  • Bengali Word গর্দা, গর্দ্দা Bengali definition গরদা
  • Bengali Word গর্দান, গরদান Bengali definition [গর্‌দান্‌] (বিশেষ্য) ১ স্কন্ধ; ঘাড়; গলা (সীমারের তীর লাগলো গর্দানে-মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ ঘাড়সহ মাথা (হাতে পায়ে গর্দানে তাঁর লোহার শিকল-হাবীবুল্লাহ বাহার)। গর্দান যাওয়া (ক্রিয়া) শিরশ্ছেদ হওয়া; মাথা কাটা যাওয়া। গর্দান লওয়া (ক্রিয়া) শিরশ্ছেদ করা; মাথা কাটা। গর্দানি ( বিশেষ্য) ঘাড় ধাক্কা; গলা ধাক্কা। {(ফারসি) গরদান }
  • Bengali Word গর্দিশ Bengali definition গরদিশ
  • Bengali Word গর্ব, গরব Bengali definition [গরবো, গরোব্‌] (বিশেষ্য) ১ অহংকার; তকব্বরি; আত্মশ্লাঘা; দর্প। ২ বড়াই; জাঁক। ৩ গৌরব; গর্বের বস্তু; মহিমা (তোমারি গরবে গরবিনী হাম-জ্ঞানদাস)। গর্বান্ধ (বিশেষণ) অতি গর্বে শোভনতাবোধশূন্য। গর্বিত, গরবিত, গর্বী (-বিন্‌) ( বিশেষণ) অহংকারী; দর্পযুক্ত। গর্বিতা, গর্বিণী, গরবিনী (স্ত্রীলিঙ্গ)। গর্বোজ্জ্বল (বিশেষণ) গৌরবে উদ্ভাসিত; মহিমায় দীপ্ত। গর্বোদ্ধত (বিশেষণ) দাম্ভিক; অহংকারমত্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্ব্‌+অ(ঘঞ্‌), গর্ব>(মধ্য স্বরাগমে) গরব}
  • Bengali Word গর্ভ Bengali definition [গরভো] (বিশেষ্য) ১ ভিতর; মধ্য (শূন্যগর্ভ)। ২ তলদেশ (নদীগর্ভ)। ৩ উদর; জঠর; গর্ভাশয় (মাতৃগর্ভ)। ৪ ভ্রূণ; জঠরস্থ সন্তান (গর্ভপাত)। ৫ অন্তঃসত্ত্বা অবস্থা (গর্ভ-লক্ষণ)। গর্ভকেশর (বিশেষ্য) (উদ্ভিদ.) পুষ্পের ভিতরের কেশর; এর নিচে বীজকোষ অবস্থিত। গর্ভকোষ (বিশেষ্য) (উদ্ভিদ.) গর্ভাশয়; জরায়ু। গর্ভগৃহ (বিশেষ্য) ১ ভিতরে অবস্থিত ঘর। ২ আঁতুড়ঘর; সূতিকাগৃহ। গর্ভচ্যুত (বিশেষণ) গর্ভ থেকে নিঃসৃত। গর্ভজ (বিশেষণ) গর্ভে উৎপন্ন; গর্ভে প্রসূত। গর্ভতন্তু ( বিশেষ্য) (উদ্ভিদ.) গর্ভকেশরের উপরিস্থিত দীর্ঘ সূত্রবৎ অংশ। গর্ভদাস (বিশেষ্য) ক্রীতদাসীর গর্ভে উৎপন্ন পুত্র; খানাখাদ (তারা .....ক্রীতাদাস না হলেও যে গর্ভদাস-প্রথম চৌধুরী)। গর্ভদাসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। গর্ভ দোহদ (বিশেষ্য) সাধ; গর্ভকালে গর্ভিণীর যে সকল বস্তু খেতে ইচ্ছা হয়। গর্ভ ধারণ (বিশেষ্য) জঠরে সন্তান আসা; অন্তঃসত্ত্বা হওয়া। গর্ভধারিণী (বিশেষ্য) জননী; মাতা; মা। গর্ভ নাড়ি (বিশেষ্য ) গর্ভস্থ শিশুর নাভি থেকে যে নাড়ি ফুলের সঙ্গে যুক্ত থাকে; umbilical cord। গর্ভনিঃসৃত (বিশেষণ) গর্ভচ্যুত; গর্ভ থেকে নির্গত। গর্ভপাত (বিশেষ্য) ১ অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভ থেকে নিঃসরণ; গর্ভস্রাব। ২ ভ্রূণ হত্যা। গর্ভপাতক (বিশেষণ) ঔষধাদি দ্বারা গর্ভ নষ্টকারী; ভ্রূণ হত্যাকারী। গর্ভপাতন (বিশেষ্য) কৃত্রিম উপায়ে গর্ভনাশ। গর্ভবতী (বিশেষ্য) অন্তঃসত্ত্বা; যে নারীর গর্ভে সন্তান আছে; গর্ভিণী। গর্ভবাস (বিশেষ্য) মাতৃজঠরে অবস্থান। গর্ভমাস (বিশেষ্য) সন্তান ধারণের প্রথম মাস। গর্ভমোচন (বিশেষ্য) সন্তান প্রসব। গর্ভ যন্ত্রণা (বিশেষ্য) ১ গর্ভধারণের কষ্ট। ২ ((আলঙ্কারিক)) নিদারুণ যন্ত্রণা (সব চেয়ে গর্ভযন্ত্রণা যাওয়ার দিকে আপনি সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন না -সৈয়দ মুজতবা আলী)। গর্ভযুতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গর্ভযুক্তা; গর্ভবতী (পুরুষ ‘দিবা’র ঔরসে গো ‘রাত্রি’ নাকি গর্ভযুতা-(কাজী নজরুল ইসলাম))। গর্ভ লক্ষণ ( বিশেষ্য) গর্ভবতী হওয়ার চিহ্ন; গর্ভে সন্তান ধারণের চিহ্ন। গর্ভ সঞ্চার, গর্ভ সংক্রমণ (বিশেষ্য) গর্ভে সন্তানের জন্ম বা উৎপত্তি; গর্ভাধান; গর্ভোৎপত্তি। গর্ভ সময়, গর্ভ কাল (বিশেষ্য) ঋতুস্নানের পর পুরুষসঙ্গমকাল; গর্ভধারণকাল। গর্ভস্রাব (বিশেষ্য) ১ গর্ভপাত (কাহারও কন্যা হইয়াছে, এবং কাহর গর্ভস্রাব হইয়া গিয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ভ্রূণহত্যা। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অকালকুষ্মাণ্ড; অপদার্থ। গর্ভাগার (বিশেষ্য) ১ আঁতুড়ঘর। ২ ভিতরের ঘর বা অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক (বিশেষ্য) নাটকের অঙ্কের মধ্যস্থ অংশ বা দৃশ্য। গর্ভাধান (বিশেষ্য) ১ সন্তানোৎপাদন। ২ গর্ভবতী হওয়ায় যে সংস্কার করা হয়। গর্ভাশয় (বিশেষ্য) গর্ভস্থ সন্তানের থাকবার স্থান; জরায়ু; uterus। গর্ভিণী (বিশেষ্য) গর্ভবতী; অন্তঃসত্ত্বা; পোয়াতি। গর্ভিত (বিশেষণ) ১ গর্ভবতী হয়েছে যে নারী; গর্ভযুক্ত। ২ পূর্ণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+ভ(ঘন্‌)}
  • Bengali Word গর্মি Bengali definition গরমি
  • Bengali Word গর্হণ, গর্হণা, গর্হা Bengali definition [গরহোন্‌, গরহোনা, গর্‌হা] (বিশেষ্য) ১ দোষারোপ; নিন্দা; অপবাদ; বদনাম। ২ তিরস্কার; ভর্ৎসনা। গর্হিত ( বিশেষণ) ১ অতীব দূষণীয় বা নিন্দনীয়; অবৈধ। ২ কুৎসিত; মন্দ; জঘন্য। গর্হ্য (বিশেষণ) নিন্দার যোগ্য; নিন্দনীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্হ্‌+অন(ল্যুট্‌); +আ; √গর্হ্‌+অ+আ(টাপ্‌) = গর্হা}
  • Bengali Word গল Bengali definition [গল্‌] (বিশেষ্য) ১ গলা; কণ্ঠদেশ। ২ গলদেশ। গল কম্বল (বিশেষ্য) গো মহিষাদির কণ্ঠবিম্নস্থ লম্বমান মাংসপিণ্ড। গলগণ্ড (বিশেষ্য) গলদেশের মাংসস্ফীতি রোগ। গলগ্রহ (বিশেষ্য) ১ অনভিপ্রেত বোঝা; অনীপ্সিত ভার বা দায়িত্ব। ২ ((আলঙ্কারিক)) পরের উপর ভারস্বরূপ। ৩ যে দায়িত্ব অনিচ্ছা সত্ত্বেও প্রতিপালনীয়; অনিচ্ছাপূর্বক যার ভার নিতে হয়। গলদেশ (বিশেষ্য) গলা; কণ্ঠদেশ। গলনালি (বিশেষ্য) কণ্ঠনালি; অন্ননালির উপরে মুখের ঠিক পিছনে নলাবৃতি দেহাংশ। গলবস্ত্র (বিশেষণ) গলায় বস্ত্র দিয়ে বিনয়; গললগ্নীকৃত বস্ত্র। গলরজ্জু (বিশেষ্য) গলায় স্থাপিত দড়ি; ফাঁস। গললগ্ন (বিশেষণ) ১ কণ্ঠে জড়ানো; গললগ্নীকৃত (গললগ্ন বসনে তদীয় চরণে প্রণাম করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২(ব্যঙ্গার্থ) কণ্ঠসংলগ্ন; কণ্ঠলীন বা গলায় ঝুলে থাকা অবস্থা (যেন-তেন প্রকারেণ পুরুষের গললগ্ন হওয়া-প্রথম চৌধুরী)। গললগ্নীকৃত (বিশেষণ) গলায় লাগানো; কণ্ঠে সংলগ্ন করা হয়েছে এমন। গললগ্নীকৃত বাস ( বিশেষণ) ১ হিন্দু সমাজে প্রার্থনাকালে বিনয় প্রকাশার্থ বা দীনতা প্রকাশে যে নিজ কণ্ঠে বস্ত্র জড়িয়েছে। ২ অতি বিনীত বা নিতান্ত নত। গলস্তনী, গলেস্তনী (বিশেষ্য) ছাগী। গলহস্ত (বিশেষ্য) অর্ধচন্দ্র; গলায় হাত দিয়ে বের করে দেওয়া; গলাধাক্কা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+অ(ঘ)}
  • Bengali Word গলই Bengali definition গলুই
  • Bengali Word গলকম্বল Bengali definition গল
  • Bengali Word গলখেসিয়া, গলখেস্যে Bengali definition [গল্‌খেশিয়া; গল্‌খেশ্‌শে] (বিশেষ্য) ১ এক প্রকার সাদা রঙের মেঠো ফুল। ২ দ্রোণপুষ্প। {আঞ্চলিক }
  • Bengali Word গলগনালি, গলবস্ত্র, গলরজ্জু, গললগ্ন, ইত্যাদি Bengali definition গল
  • Bengali Word গলগল Bengali definition [গল্‌গল্‌] (অব্যয়) তরল পদার্থ অবিরল ধারায় পড়ার ভাবপ্রকাশক। {ধ্বন্যাত্মক}