Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গাদা ২ Bengali definition [গাদা] (বিশেষ্য) বড় মাছের পিঠের দিকের অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র}
  • Bengali Word গাদা ৩, গাদি Bengali definition [গাদা, গাদি] (বিশেষ্য) ১ রাশি; স্তূপ। ২ ভিড়। ৩ ভার; বোঝা। গাদা গাদা (বিশেষণ) ১ রাশি; সুপ্রচুর। □ (ক্রিয়াবিশেষণ) ভারে ভারে। গাদাগাদি (বিশেষ্য) ঠাসাঠাসি; ঘেঁষাঘেষি; চাপাচাপি; ভিড়। {(বাংলা) গাদ+আ}
  • Bengali Word গাদি Bengali definition গাদা
  • Bengali Word গাধ Bengali definition [গাধ্‌] (বিশেষ্য) তল। □ (বিশেষণ) ১ অগভীর; তল স্পর্শ করা যায় এমন। ২ অগাধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাধ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word গাধা Bengali definition [গাধা] (বিশেষ্য) ১ প্রাণীবিশেষ; গর্দভ; বাসভ। ২ ((আলঙ্কারিক)) অতি নির্বোধ লোক। ৩ গালিবিশেষ। গাধী (স্ত্রীলিঙ্গ)। গাধা-বোট (বিশেষ্য) ১ গাধার মতো প্রচুর মালবাহী ও ধীরগতি নৌকা বা ক্ষুদ্র জাহাজ। □ (বিশেষ্য), (বিশেষণ) ((আলঙ্কারিক)) দীর্ঘসূত্রী বা ঢিলা প্রকৃতিবিশিষ্ট ব্যক্তি (ও একটা গাধা-বোট ছিল, তুমি এসে তাতে পাল লাগিয়ে দিলে- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। গাধা খাটনি, গাধার খাটুনি (বিশেষ্য) অত্যন্ত অধিক পরিমাণ কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয় না এমন পরিশ্রম। গাধা পিটুনি (বিশেষ্য) অপরিমিত ও নির্দয় প্রহার। গাধামি (বিশেষ্য) মূর্খতা; নির্বুদ্ধিতা; বোকামি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্দভ; (তুলনীয়) (হিন্দী) গদ্‌হা, গধা}
  • Bengali Word গাধেয় Bengali definition [গাধেয়ো] (বিশেষ্য) গাধির পুত্র; বিশ্বামিত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাধি+এয়(ঢক্‌)}
  • Bengali Word গান Bengali definition [গান্‌] (বিশেষ্য) ১ গীত; সংগীত; কণ্ঠসংগীত। ২ গীতিকবিতা; কবিতা। ৩ গীতাভিনয়; গীতিনাট্য। ৪ সুমধুর ধ্বনি বা রব (পাখির গান)। ৫ কীর্তন; বর্ণন (গুণগান)। গান বাজনা, গানা বাজানা (বিশেষ্য) গান ও বাজনা; গীতবাক্য (গানা বাজনায় রাজবাড়ি সরগরম-সৈয়দ মুজতবা আলী)। গানের দল (বিশেষ্য) ১ গায়কসম্প্রদায় বা গোষ্ঠী। ২ পেশাদারি গায়ক সঙ্ঘ বা গীতাভিনয়কারীগণ। ওস্তাদি গান (বিশেষ্য) উচ্ছাঙ্গ সংগীত; ধ্রুপদ; খেয়াল প্রভৃতি। চুটকি গান (বিশেষ্য) টপ্পা; খেমটা ইত্যাদি লঘু ও চপল প্রকৃতির এবং নৃত্যের তালযুক্ত সংগীত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গানমেটাল Bengali definition [গান্‌মেটাল্‌] (বিশেষ্য) তামা ও টিন বা দস্তামিশ্রিত ধাতুবিশেষ (গানমেটাল রঙের কৃষ্ণনীল চুলের খোঁপাটি- সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) gunmetal}
  • Bengali Word গান্দা Bengali definition [গান্‌দা] (বিশেষণ) ১ দুর্গন্ধযুক্ত; পচা; ময়লা। ২ অপবিত্র। {(ফারসি)গান্দাহ্‌ }
  • Bengali Word গান্ধর্ব, গান্ধর্ব্ব Bengali definition [গান্‌ধোর্‌বো] (বিশেষণ) ১ গন্ধর্ব-সম্পর্কিত; গন্ধর্ববিষয়ক। ২ গন্ধর্ব প্রথায় অর্থাৎ পরস্পর প্রেমাসক্ত পাত্র-পাত্রীর ইচ্ছানুযায়ী হিন্দুমতে সম্পাদিত বিবাহবিশেষ। গান্ধর্ব বিদ্যা (বিশেষ্য) সংগীতবিদ্যা। গান্ধর্ব বিধান ( বিশেষ্য) গন্ধর্ব প্রথা; পরস্পর অনুরক্ত পাত্র-পাত্রীর ইচ্ছানুসারে হিন্দু বিবাহ সংঘটনের রীতি বা নিয়ম (রাজকুমার ও রাজকুমারী গান্ধর্ববিধানে দাম্পত্যবন্ধনে আবদ্ধ হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধর্ব+অ(অণ্‌)}
  • Bengali Word গান্ধার Bengali definition [গান্‌ধার্‌] (বিশেষ্য) ১ (সন্‌) স্বরগ্রামের তৃতীয় স্বর; ‘গা’ স্বর (কানাড়া রাগিণীর কোমল গান্ধারে আর নিখাদে যেন তার সমস্ত আবিষ্ট বেদনা-(কাজী নজরুল ইসলাম))। ২ প্রাচীন দেশবিশেষ; কান্দাহার। ৩ রাগবিশেষ। ৪ গান্ধার দেশজাত (গান্ধার শিল্প)। □ (বিশেষণ) গান্ধারের অধিবাসী। গান্ধারী (স্ত্রীলিঙ্গ) গান্ধার রাজকন্যা; মহাভারতোক্ত দুর্যোধনাদি শত পুত্রের জননী। গান্ধারেয় (বিশেষ্য) ১ দুর্যোধনাদি শত সহোদর; গান্ধারীর শত পুত্র। ২ গান্ধার রাজপুত্রগণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+ঋ+অ(অণ্‌)}
  • Bengali Word গান্ধি, গান্ধিপোকা, গাঁধি Bengali definition [গান্‌ধি, গান্ধিপোকা, গাঁধি] (বিশেষ্য) শস্য ধ্বংসকারী দুর্গন্ধযুক্ত একজাতীয় কীট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ+অ(অণ্‌)+(বাংলা) ই>}
  • Bengali Word গান্ধী Bengali definition [গান্‌ধি] (বিশেষ্য) ১ গুজরাটের বণিকসম্প্রদায়। ২ বিখ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধী; মহাত্মা গান্ধী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গন্ধ (গন্ধবণিক) +অ(অণ্‌)+ঈ}
  • Bengali Word গাপ Bengali definition [গাপ্‌] (বিশেষ্য) গোপনে আত্মসাৎ (অন্ততঃ চিঠিটি গাপ করবার সময় একথাটি মনে হয়নি- নই)। □ (বিশেষণ ) ১ গায়েব; অদৃশ্য। ২ গুপ্ত; লুকায়িত। গাপটি (ঘাপটি) মেরে (ক্রিয়াবিশেষণ) গুপ্তভাবে (গাপটি মেরে যে লোকটা সন্তর্পণে এগিয়ে আসছিল-মুনীর চৌধুরী)। {(আরবি) গায়িব }
  • Bengali Word গাফিলি, গাফিলতি, গাফেলি, গাফলত, গাফলতি Bengali definition [গাফিলি, গাফিলতি, গাফেলি, গাফ্‌লত্‌, গাফ্‌লতি] (বিশেষ্য) ১ অবহেলা; উপেক্ষা; ঔদাসীন্য (কর্তব্যের গাফেলি এতই ভাল লাগছে-রবীন্দ্রনাথ ঠাকুর; এটা লিখতে যাঁরা উপযুক্ত তাঁরা গাফলতী করে লিখছেন না- মুহম্মদ মনসুরউদ্দীন); গাফিলতী করা ভীরুতার পরিচায়ক-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ অমনোযোগ; অনবধানতা (পল্টনে এসে গাফেলীই ত এক মহাঅন্যায়-(কাজী নজরুল ইসলাম))। ৩ অযত্ন; ত্রুটি; বিচ্যুতি (শারীরিক তদ্বিরে বিলক্ষণ গাফিলি হয়-কালীপসন্ন সিংহ)। ৪ কুঁড়েমি; ঢিলেমি; ফাঁকিবাজি (পাবেনা মজুরী গাফিলতি করে ফের কাজে-ফররুখ আহমদ)। ৫ ভুলচুক {(আরবি) গাফলত }
  • Bengali Word গাফেল, গাফিল Bengali definition [গাফেল্‌, গাফিল] (বিশেষণ) ১ অন্যমনস্ক; অমনোযোগী (গাফেল আছিনু সবে করিয়া আরাম-সৈয়দ হামজা)। ২ উদাসীন; বেখেয়াল (শোন রে গাফিল কি বলে তকবীর ঈদগাহে-(কাজী নজরুল ইসলাম))। ৩ অবহেলাপরায়ণ; অলস। {(আরবি) গাফিল }
  • Bengali Word গাব Bengali definition [গাব্‌] (বিশেষ্য) ১ কষায় রস ও আঠাযুক্ত এক ধরনের ফল ও তার গাছ; তিন্দুক। ২ ধাতবপদার্থের কলঙ্ক। ৩ তবলা বা পাখোয়াজজাতীয় বাদ্যযন্ত্রের যে স্থানে করতলের আঘাত বা চাঁটি পড়ে সেই স্থানে খদির বর্ণ যে আঠা জমানো থাকে। গাব গুবাগুব (বিশেষ্য) বাউলদের ব্যবহৃত এক তন্ত্রবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; গোপীযন্ত্র। গাব চটা (বিশেষণ) মৃদঙ্গাদি বাদ্যযন্ত্রের চামড়ার উপরের গোলাকার জমাটবদ্ধ আঠা চটে গিয়েছে এরূপ (গাব-চটা বঁয়ার বুক-চাপা গ্যাঙরানি-প্রথম চৌধুরী)। গাব-দেওয়া, গাবানো১ (ক্রিয়া ) নৌকা, জাল, ঘুড়ির সুতা প্রভৃতিতে কাঁচা গাবের কষ লাগানো। গাবা (ক্রিয়া) কলঙ্কিত হওয়া। গাবাইয়া Þ গাবান১। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালব>হি., বা, গাব}
  • Bengali Word গাবা, গাবানো ১ Bengali definition গাব
  • Bengali Word গাবানো ২ Bengali definition [গাবানো] (ক্রিয়া) ১ গর্বসহকারে ঘোষণা করা। ২ কর্মশূন্যভাবে ঘুরে বেড়ানো। □ (বিশেষ্য ) উক্ত অর্থে। গাবাইয়া, গাবিয়ে (বিশেষণ) ১ গুণ বা যশোগায়ক কীর্তক বা ভজনকারী (আমি একে ব্রাহ্মণ তার উপর ‘গাবাইয়া’ তাই দু’দিনেই রাজাবাহাদুরের প্রিয় পাত্র হয়ে উঠলুম-প্রথম চৌধুরী)। ২ গল্পবাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ব> (বাংলা) গাব+আনো}
  • Bengali Word গাবানো ৩ Bengali definition [গাবানো] (ক্রিয়া) জলাশয়াদির পানি আলোড়ন করা। □ (বিশেষ্য), (বিশেষণ ) উক্ত অর্থে। {(হিন্দী) গবানো}
  • Bengali Word গাবুর Bengali definition গাভুর
  • Bengali Word গাব্দা, গাব্দাগোব্দা Bengali definition গাবদা
  • Bengali Word গাভিন, গাভীন Bengali definition [গাভিন্‌] (বিশেষণ) গর্ভবতী; গর্ভিণী; গর্ভধারণ করেছে এমন (গাভীন গরু) (সাধারণত গরু সম্পর্কে ব্যবহৃত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ভিণী>(প্রাকৃত) গব্‌ভিণ>}
  • Bengali Word গাভী Bengali definition [গাভি] (বিশেষ্য) গরু; গাই; ধেনু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গবী>গভী>গাভী}
  • Bengali Word গাভীন Bengali definition গাভিন
  • Bengali Word গাভূর, গাবুর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গাভুর্‌, গাবুর] (বিশেষণ) ১ যুবক; জোয়ান (তবে মনে চিন্তিলেক গাভুর সিধাই-শেখ ফয়জুল্লাহ)। ২ বলবান; বলশালী। ৩ গোঁয়ার। ৪ দুর্বিনীত। □ (বিশেষ্য) যৌবন। গাভুরালি, গাবুরালি (বিশেষ্য) যুবাসুলভ স্পর্ধা; দুঃসাহস; ঔদ্ধত্য; গোঁয়ার্তুমি; একগুঁয়েমি (কতোয়াল নিব ধরি ভাঙ্গিবেক গাভুরালি-শেখ ফয়জুল্লাহ)। {অহ. গভরু; (তুলনীয়) (হিন্দী) গবরূ}
  • Bengali Word গামছা, গামোছা (বিরল) Bengali definition [গাম্‌ছা, গামোছা] (বিশেষ্য) গা মোছবার জন্য ব্যবহৃত এক প্রকার কাপড়ের টুকরা। গামছা-ডলা (ক্রিয়া) গামছা দ্বারা মর্দন (আচ্ছা ক’সে চুবিয়ে দিল গামছা-ডলা করে-(কাজী নজরুল ইসলাম ))। গামছা-বাঁধা (বিশেষণ) গামছায় বাঁধা যায় এমন ঘন বা শক্ত (গামছা-বাঁধা দই)। গলায় গামছা দেওয়া-গলায় গামছা দিয়ে লাঞ্ছনা করা; ভীষণ অপমান ও জবরদস্তি করে বাধ্য করা। {(বাংলা) গা+√মুছ্‌+আ}
  • Bengali Word গামলা Bengali definition [গাম্‌লা] (বিশেষ্য) মাটি বা ধাতুনির্মিত বাটির ন্যায় দেখতে বৃহৎ পাত্র। {(পর্তুগিজ) gumella}
  • Bengali Word গামা Bengali definition [গামা] (বিশেষ্য) এই নামের বিখ্যাত কুস্তিগির। □ (বিশেষণ) পালোয়ান; মল্লবীর (তুমি দেখছি কুস্তিগির গামা)। {গ্রি. গামা (Y)>?}
  • Bengali Word গামা রশ্মি Bengali definition [গামা রোঁশ্‌শিঁ] (বিশেষ্য) ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট আলোকরস্কি যা কঠিন পদার্থ ভেদ করতে পারে (পারমাণবিক বোমার ফলে যে গামা রস্কি বের হয়, তার যে রকম মারাত্মক ক্রিয়া দেখা যায়-শাহ ফজলুর রহমান)। {গ্রি. গামা (Y) + (তৎসম বা সংস্কৃত শব্দ) রস্কি}