Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গহিন, গহীন Bengali definition [গোহিন্‌] (বিশেষণ) ১ গভীর; অতল; গহন (গহীন গাঙের নাইয়া-গান)। এসব অনেক গহীনের কথা তুই বুঝবি না-সরদার জয়েনউদ্দীন)। ২ দুর্গম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গহন+গভীর>}
  • Bengali Word গহ্বর Bengali definition [গওভর্‌] (বিশেষ্য) ১ খাদ; গর্ত। ২ সংকীর্ণ গভীর জায়গা। ৩ পর্বতগুহা। ৪ ((আলঙ্কারিক)) অপূর্ণতা; ফাঁক (পুরিল না যাহা রবে যুঝিতে তারি গহ্বর পুরাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাহ্‌+বর অথবা, গো+√হবৃ+অ}
  • Bengali Word গা ১ Bengali definition [গা] (বিশেষ্য) ১ শরীর; দেহ; গাত্র; অঙ্গ (গা ধোওয়া)। ২ বস্তুর উপরিভাগ বা বহিরঙ্গ বা পৃষ্ঠ (বেড়ার গা বেয়ে)। ৩ চামড়া; বহিরাবরণ (গায়ে ছাতলা পড়া)। ৪ অনুভূতি (অপমান গায়ে লাগা)। ৫ মন; ইচ্ছা; গরজ (কাজে গা লাগানো)। ৬ নিকট (ঘরের গায়েই নিম গাছটি)। গা করকর করা (ক্রিয়া) সহ্য না হওয়া; ঈর্ষা হওয়া। গা করা (ক্রিয়া) গরজ করা; মনোযোগ দেওয়া; মন লাগানো। গাকশ কশ করা ( ক্রিয়া) ক্রোধে বা প্রতিশোধ নেওয়ার জন্য উৎসুক হওয়া; আক্রোশ হওয়া। গা কাঁপা (ক্রিয়া) শঙ্কাযুক্ত হওয়া; ভয় বোধ করা। গা কেমন করা, গা কেমন-কেমন করা (ক্রিয়া) ১ ভয়, ঘৃণা বা অসুস্থতাজনিত অস্বস্তি বোধ করা। ২ বমি বমি ভাব হওয়া। গা-গতর (বিশেষ্য) সর্বাঙ্গ; সমস্ত দেহ। গা-গতর হওয়া (ক্রিয়া) মোটা-সোটা হওয়া। গা-গরম (বিশেষ্য ) অল্প জ্বর। গা গুলানো, গা গুলন (ক্রিয়া) বননোদ্রেক হওয়া। গা ঘেঁষা (ক্রিয়া) ১ অত্যন্ত নিকটে বসা। ২ অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। □ (বিশেষণ) গায়ে পড়ে ভাব জমায় এমন (লোকটা বড়ো গা-ঘেঁষা)। গা চাটাচাটি পারস্পরিক প্রশংসা; স্বার্থোদ্ধারের জন্য পারস্পরিক সদ্ভাব। গা জুড়ানো (ক্রিয়া) ১ শান্তি পাওয়া; তৃপ্তি দান করা। ২ শ্রান্তি বা ক্লান্তি অপনোদন বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। □ (বিশেষণ) ১ শান্তিদায়ক বা তৃপ্তিকর। ২ শ্রান্তি ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা ঘুচায় এমন। গা-জোরি, গা-জুরি (বিশেষ্য) জবরদস্তি; শক্তিপ্রয়োগ। □ (বিশেষণ) জবরদস্তিমূলক বা জবরদস্ত; নাছোড়। □ (ক্রিয়াবিশেষণ) জবরদস্তিভাবে; না-ছোড় হয়ে। গা জ্বালা করা (ক্রিয়া) ক্রোধ, ঈর্ষা বা বিরক্তি সৃষ্টি হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা (ক্রিয়া) জড়তা বিসর্জন দিয়ে কর্মে প্রবৃত্ত হওয়া; আলস্য ত্যাগ করে ‍উৎসাহের সঙ্গে কর্মে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা (ক্রিয়া) অবসন্নতা অনুভব করা; অসুস্থতা বোধ করা। গা ঢাকা দেওয়া (ক্রিয়া) আত্মগোপন করা। গা ঢেলে দেওয়া (ক্রিয়া) ১ শোওয়া। ২ নিশ্চেষ্ট হওয়া। ৩ সর্বৈব চেষ্টায় প্রবৃত্ত হওয়া। গা তোলা (ক্রিয়া ) গাত্রোত্থান করা; ওঠা। গা দেওয়া (ক্রিয়া) মনোযোগ দেওয়া; যত্ন করা। গা পেতে নেওয়া (ক্রিয়া) বিনা প্রতিবাদে মেনে নেওয়া; নিঃশব্দে স্বেচ্ছায় সহ্য করা। গা ফোলানো (ক্রিয়া) বিক্রম বা শক্তি প্রকাশ করা। গা বমি বমি করা (ক্রিয়া) ১ বমনের ভাব বোধ হওয়া। ২ ঘৃণা বোধ করা। গা ভারী হওয়া (ক্রিয়া) অসুস্থতা বোধ করা। □ ( বিশেষ্য) গর্ভবতী হওয়া। গা ম্যাজ ম্যাজ করা, গা মাটি মাটি করা (ক্রিয়া) আলস্য বোধ হওয়া; ঠাণ্ডা বোধজনিত এক প্রকার অসুস্থ হওয়া। গা মোড়া (বিশেষ্য) শরীরে মোচড় দেওয়া; আড়মোড়া (সুযুপ্ত বিশ্ব গা মোড়া দিয়ে তারই জাগরণের সাড়া দিলে-( কাজী নজরুল ইসলাম))। গা কাঁটা দেওয়া (ক্রিয়া) রোমঞ্চ হওয়া। গায়ে গায়ে শোধ-নগদ টাকা না দিয়ে গায়ে খেটে শোধ দেওয়া। গায়ে গু মাখলে যমে ছাড়ে না-শরীর অপবিত্র বস্তুতে ঢাকলেও মৃত্যু বা আজরাইরের হাত এড়ানো যায় না; অপরাধ করলে কোনো অছিলাতেই শাস্তি থেকে অব্যাহতি পাওয়া যায় না। গাযে জ্বর আসা (ক্রিয়া) কাজ বা অবস্থা দেখে ভয় পাওয়া। গাযে থুথু দেওয়া (ক্রিয়া ) অতিশয় ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। গায়ে দেওয়া (ক্রিয়া) পরা; পরিধান করা। গায়ে নেওয়া (ক্রিয়া) গুরুত্ব সহকারে বিবেচনা করা। গায়ে পড়া (বিশেষণ) ১ উপর পড়া। ২ অযাচিত। ৩ অমায়িকতার আতিশয্য প্রদর্শনকারী গায় পড়ে অক্রি অযাচিতভাবে; উপর-পড়া হয়ে; অনভিপ্রেত আতিশয্য প্রদর্শন করে। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (ক্রিয়া) দায়িত্ব এড়িয়ে শ্রমবিমুখ হয়ে চলা। গায়ে ফোসকা পড়া (বিশেষ্য) ((আলঙ্কারিক)) অসহনীয় যন্ত্রণাবোধ করা; তীব্র অসহিষ্ণু হওয়া। গায়ে মাখা (ক্রিয়া) গায়ে নেওয়া; ধর্তব্যের মধ্যে মনে করা। গায়ে মাস লাগা, গায়ে মাংস লাগা (ক্রিয়া) ১ মোটা হওয়া। ২ শরীর সারা; কৃশতা দূর হওয়া। গায়ের চামড়া তোলা (ক্রিয়া) কঠিন প্রহার দেওয়া। গায়ের জ্বালা (বিশেষ্য) ১ গাত্রদাহ; ঈর্ষা; হিংসা। ২ ক্রোধ; রাগ। গায়ের ঝাল ঝাড়া, গায়ের ঝাল মেটানো (ক্রিয়া) হৃদয়ে সঞ্চিত ক্রোধ পূর্ণ ও প্রবলভাবে প্রকাশ করা। গা সওয়া, গা-সহা (বিশেষ্য ) যা অভ্যস্ত; সহ্য হয় এমন (উপদ্রব গা-সহা হওয়া)। গায়ে হলুদ (বিশেষ্য) বিবাহকালে পাত্র-পাত্রীকে হলুদযুক্ত পানিতে স্নান করানোর অনুষ্ঠান (বিয়ের ফুলটি ফোটার আগেই গায়ে হলুদ যার- মোম)। গায়ে হাত তোলা (ক্রিয়া) প্রহার করা; মার দেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র>}
  • Bengali Word গা ২ Bengali definition [গা] (অব্যয়) সম্বোধনসূচক শব্দ (কে গা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) অঘো>}
  • Bengali Word গা ৩ Bengali definition [গা] (বিশেষ্য) (সন্‌) স্বরগ্রামের গান্ধারের সংকেত বা সংক্ষিপ্ত রূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গান্ধার}
  • Bengali Word গা ৪, গে Bengali definition [গা, গে] (ক্রিয়া) গিয়া (নারদ, দেবমাতা অদিতির অনুমতিটা আনো গা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌>গত্বা>গিয়া>গিআ>}
  • Bengali Word গাঁ Bengali definition [গাঁ] (বিশেষ্য) গ্রাম; পল্লি। গাঁয়ে মানে না আপনি মোড়ল-অন্যে স্বীকার না করলেও নিজকে প্রধান বলে মনে করে কর্তৃক ফলানোর হাস্যকর চেষ্টা করে যে; নির্বোধ অনুপযুক্ত লোকের নেতা হওয়ার বা আত্মপ্রশংসা করার হাস্যকর প্রয়াস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাম>}
  • Bengali Word গাঁই Bengali definition [গাঁই] (বিশেষ্য) আদি বাসস্থান অনুসারে ব্রাহ্মণদের শ্রেণি বিভাগ (আপনারা কোন গাঁই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গাঁই-গোত্তর/গোত্র (বিশেষ্য) গাঁই ও গোত্র; শ্রেণি বিভাগ (ওই বুড়ো আংলাটির গাঁইগোত্তর পদবী-উপাধি বল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাম>(বাংলা) গাঁ+ই}
  • Bengali Word গাঁইগুঁই Bengali definition [গাঁইগুঁই] (অব্যয়) অনিচ্ছার ভাবপ্রকাশক (পিসী এই প্রস্তাব শুনে প্রথমে গাঁই গুঁই কর্তে লাগলেন-কালীপসন্ন সিংহ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গাঁইট Bengali definition গাঁট
  • Bengali Word গাঁইতি, গাঁতি Bengali definition [গাঁইতি, গাঁতি] (বিশেষ্য) শক্ত মাটি, কয়লা ইত্যাদি কাটার হাতিয়ারবিশেষ (চলে পশুদল গাঁইতি শাবল নিয়ে-ফররুখ আহমদ)। {(হিন্দী) গৈঁতী}
  • Bengali Word গাঁইয়া, গেঁয়ে, গেঁয়ো Bengali definition [গাঁইয়া, গেঁয়ে, গেঁয়ো] (বিশেষণ) ১ গ্রাম্য; অমার্জিত রুচি; অভব্য (আমি নিতান্তই গাঁইয়া-সৈয়দ মুজতবা আলী)। ২ গ্রামবাসী; পাড়াগেঁয়ে। ৩ গ্রামসম্বন্ধীয়; গ্রামে প্রচলিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাম>(বাংলা) গাঁ+ইয়া}
  • Bengali Word গাঁওবুড়া Bengali definition [গাঁওবুড়া] (বিশেষ্য) গ্রামবৃদ্ধ; গ্রামের বৃদ্ধ মাতব্বর শ্রেণীর ব্যক্তি (দেড়শ’জন গাঁও বুড়াকে লাঞ্ছিত করে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাম> (তৎসম বা সংস্কৃত শব্দ) বৃদ্ধ}
  • Bengali Word গাঁক গাঁক, গাঁ-গাঁ Bengali definition [গাঁক্‌গাঁক্‌, গাঁগাঁ] (অব্যয়) ১ পশুর ক্রুদ্ধ আওয়াজ বা ঐরূপ শব্দ (গাঁক গাঁক করে ইংরেজী বলা-সৈয়দ মুজতবা আলী)। ২ উৎকট চিৎকার। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গাঁজ, গাঁজলা, গেজলা Bengali definition [গাঁজ্‌, গাঁজলা, গ্যাজ্‌লা] (বিশেষ্য) ১ ফেনা; পরিবারের অধঃপতনের ফলে উদ্ভূত (বাদশাহী মদের শেষ গাঁজলা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ খামিরা। গাঁজন, গাঁজনি (বিশেষ্য) পচন বা মাতন; গেঁজে ওঠা (ঝেড়ে-পড়া তাতে পচে আমলকী গাঁজনি অহর্নিশ -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তুলনীয়) (হিন্দী) গাজ}
  • Bengali Word গাঁজা ১ Bengali definition [গাঁজা] (বিশেষ্য) ১ নেশা করার দ্রব্যবিশেষ; গঞ্জিকা; সিদ্ধিগাছের জটা বা মঞ্জরি থেকে প্রস্তুত মাদক ও ধূমপানের দ্রব্য। ২ মিথ্যা; ভুয়া; অবাস্তব; অলীক (সে সব গল্পের কতকটা গাঁজা কতকটা নীট-সৈয়দ মুজতবা আলী)। গাঁজা খাওয়া (ক্রিয়া) গাঁজার ধূমপানে নেশা করা। গাঁজাখোর (বিশেষণ) (বিশেষ্য) গেঁজেল; গাঁজার নেশায় অভ্যস্ত। গাঁজাখুরি, গাঁজাখুরী (বিশেষণ) গাঁজাখোরের নেশার ঝোঁকে রচিত ও ব্যক্ত উদ্ভট গল্পের ন্যায় অবিশ্বাস্য গল্প। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঞ্জিকা>}
  • Bengali Word গাঁজা ২ Bengali definition [গাঁজা] (ক্রিয়া) ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; পচে ওঠা। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত সকল অর্থে। গাঁজানো ক্রিপচানো; মাতানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(বাংলা) √গাঁক্‌+আ}
  • Bengali Word গাঁট, গাঁইট, গাঁঠ Bengali definition [গাঁট্‌, গাঁইট্‌, গাঁঠ্‌] (বিশেষ্য) ১ গেরো; knot; বাঁধন (খোল কাপালের গাঁঠ-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ সন্ধি; জোড় (শরীরের গাঁট, বাঁশের গাঁট)। ৩ বস্তা (আঁটসাঁট একটা গাঁট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ট্যাক; পকেট (গাঁটের কড়ি; গাঁটকাটা)। গাঁট কাটা (বিশেষ্য) পকেটমার; যে অন্যের ট্যাক কেটে টাকা চুরি করে (দু ভুরি রূপো গাঁটকাটায় কেটে নিয়েছে-কালীপসন্ন সিংহ)। গাঁট ছড়া (বিশেষ্য) হিন্দু বিবাহে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রস্থিবন্ধনরূপ সংস্কারবিশেষ (পুরোহিত মহাশয়.....গাঁট-ছড়া বাঁধিয়া দিবেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গাঁটের-পয়সা (বিশেষ্য) ১ নিজের টাকা পয়সা; আপন তহবিলের অর্থ। ২ জমানো অর্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রস্থি>(প্রাকৃত) গণ্ঠি>গাঁট, (তুলনীয়) (হিন্দী) গাঁঠ}
  • Bengali Word গাঁটরি, গাঁঠরি, গাঠরি Bengali definition [গাঁট্‌রি, গাঁঠরি, গাঠ্‌রি] কাপড়ের টুকরা দিয়ে বাঁধা ছোটো বস্তা বা পুটুলি; বোঁচকা (এখন....বাঁধ গাঠুরি-মীর মশাররফ হোসেন; বাঁধব গাঁঠরি সুলায়মানের মুলুক খুঁজিতে চলিব-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>(বাংলা) গাঁট+(বাংলা) রি}
  • Bengali Word গাঁটুরী Bengali definition গাঁটরি
  • Bengali Word গাঁট্টাগোট্টা, গোঁট্টাগাট্টা Bengali definition [গাঁট্‌টাগোট্‌টা, গোঁট্‌টাগাট্‌টা] (বিশেষণ) ১ খর্ব ও স্থূল অথচ বলিষ্ঠ দৃঢ় অস্তি গ্রন্থিযুক্ত। {গাঁট্টা (দ্বিরুক্তি)>}
  • Bengali Word গাঁট্টী, গাট্টা Bengali definition [গাঁট্‌টা, গাট্টা] (বিশেষ্য) মুঠি করা আঙুলের গাঁট বা তার দ্বারা আঘাত। গাট্টা মারা (ক্রিয়া ) বদ্ধ মুষ্টির গাঁট দ্বারা প্রহার করা; ঘুষি মারা (মাথার ওপর গাট্টা মারে-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>গাঁটা+টা; (তুলনীয়) (হিন্দী) গট্টা}
  • Bengali Word গাঁঠ Bengali definition গাঁট
  • Bengali Word গাঁঠরি, গাঁঠুরি Bengali definition গাঁটরি
  • Bengali Word গাঁঠিয়া Bengali definition গাঁটিয়া
  • Bengali Word গাঁত ১ Bengali definition [গাঁত্‌] (বিশেষ্য) গাত্র (শুনিতে তাহারি বাত, পুলকে ফুরায়ে গাঁত-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র>}
  • Bengali Word গাঁত ২ Bengali definition [গাঁত্‌] (বিশেষ্য) গাঁট; ট্যাঁক। গাঁতের মাল (বিশেষ্য) চোরাই মাল (গাঁতের মাল লইয়া হজম করিত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি}
  • Bengali Word গাঁতা ১, গাঁদা Bengali definition [গাঁতা, গাঁদা] (বিশেষ্য) মছের ঘাড় এবং কোল বা পেটির মাঝের অংশ; মাছের পৃষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গাত্র}
  • Bengali Word গাঁতা ২ Bengali definition [গাঁতা] (বিশেষ্য) ১ কৃষকদের পরস্পর শ্রম বিনিময়ে চাষাবাদের ব্যবস্থা (মোরা গাঁতা দিতি তো নারাজ নই- দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থন}
  • Bengali Word গাঁতি ১ Bengali definition [গাঁতি] (বিশেষ্য) ১ অল্প জোত-জমা (গাঁতিও যায় যায় হয়েছে-দীনবন্ধু মিত্র)। ২ এক কর্ম সম্পাদনে বহুলোকের সম্মেলন; guild। ৩ শ্রেণি; দল। গাঁতিদার (বিশেষ্য) জোতদার; জোত-জমার মালিক (বরের পিতা ও অঞ্চলের নাকি বড় গাঁতিদার-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি; (তুলনীয়) (হিন্দী) গাঁয়ৎ, গৈঁতি}