Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দৌর্মনস্য Bengali definition [দৌউর্‌মনোশ্‌শো] (বিশেষ্য) ১ দুশ্চিন্তা; দুর্ভাবনা; চিত্তের দুঃখজনিত অবসাদ। ২ দুঃখ। {(তৎসম বা সংস্কৃত) দুর্মনস্‌+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৌলত, দৌলৎ Bengali definition [দৌউলত্‌] (বিশেষ্য) ঐশ্বর্য; ধনরত্ন; সম্পদ (ধনদৌলত বাড়ে নাক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দয়া; অনুগ্রহ; আনুকূল্য; সহায়তা; প্রভাব (তিনি নিজের বেতন বাড়িয়ে তোলেন ছাত্রের দৌলতে-অবনীন্দ্রনাথ ঠাকুর); যার দৌলতে বেঁচে গেলাম-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দৌলতখানা (বিশেষ্য) ১ ঐশ্বর্য বা ধনসম্পদপূর্ণ বাসভবন; ধনীর প্রসাদ। ২ গৃহ; বাসস্থান (কোথায় দৌলৎখানা চলেছো কোথায় নৌজোয়ান-ফররুখ আহমদ)। দৌলতদার, দৌলতমন্দ (বিশেষণ) ঐশ্বর্যশালী; ধনী (সাবাস দৌলতমন্দ এত মাল থাকে যার সাথে-সৈয়দ হামজা)। দৌলতদারি (বিশেষ্য) ঐশ্বর্যশালিতা। দৌলতশালা (বিশেষ্য) রত্নাগার; ঐশ্বর্যভাণ্ডার (কত ভাত তার যার দুনিয়ার সব দৌলতশালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি)দরলত}
  • Bengali Word দৌহিত্র Bengali definition [দৌহিত্‌ত্রো] (বিশেষ্য) দুহিতা বা কন্যার পুত্র; নাতি। দৌহিত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যার কন্যা; নাতনী। {(তৎসম বা সংস্কৃত) দুহিত+অ(অঞ্‌)}
  • Bengali Word দৌড় Bengali definition [দোউড়্‌] (বিশেষ্য) ১ বেগে গমন; ধাবন; ছুট (দৌড় দেওয়া)। ২ প্রতিযোগিতামূলক ধাবন (ঘোড়দৌড়)। ৩ বেগে পলায়ন (দৌড় মারা)। ৪ সীমা; বিস্তার; প্রসার (স্মৃতিশাস্ত্রে তার বিদ্যার দৌড় কত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ ((ব্যঙ্গার্থ)) ক্ষমতা (মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত-প্রবাদ)। দৌড় ঝাঁপ, দৌড়ধাপ (বিশেষ্য) ১ ধাবন ও লম্ফ; দৌড় ও লাফ। ২ দাপাদাপি; উদ্দামভাবে সশব্দে চলাফেরা। ৩ ব্যস্ততার সঙ্গে ছুটাছুটি বা দৌড় দৌড়ি (দৌড়ঝাঁপ করা)। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু>}
  • Bengali Word দৌড়া Bengali definition [দোউড়া] (ক্রিয়া) ছোটা; বেগে ধাবিত হওয়া; দ্রুত গমন করা। {দৌড়+আ}
  • Bengali Word দৌড়াদৌড়ি Bengali definition [দোউড়াদোউড়ি] (বিশেষ্য) ছুটাছুটি; ক্রমাগত ইতস্তত ধাবন বা দৌড়। {দৌড়+আ+দৌড়+ই}
  • Bengali Word দৌড়ানো, দৌড়নো Bengali definition [দোউরানো, দোউরনো] (ক্রিয়া) ১ ছোটা; বেগে ধাবিত হওয়া; দৌড় দেওয়া (চোরটার পেছনে দৌড়াও)। ২ দৌড় বা ছুটাছুটি করানো (ঘোড়াকে দৌড়াচ্ছে)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {দৌড়+আনো}
  • Bengali Word দৌড়ী Bengali definition [দৌউড়ি] (বিশেষ্য) রজ্জু; দড়ি (নহে বা বান্ধিআঁ রাখিবোঁ দৃঢ় দৌড়ী-বড়ু চণ্ডীদাস)। {(তুলনীয়) দাড়ি}
  • Bengali Word দ্বন্দ্ব Bengali definition [দন্‌দো] (বিশেষ্য) ১ বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)। ২ কলহ; ঝগড়া; বিবাদ (কেহ কেহ বহুবীহি ও দ্বন্দ্ব লইয়া মহাদ্বন্দ্ব করিতেছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ যুদ্ধ; মল্লযুদ্ধ (দ্বন্দ্বে আহ্বান করা)। ৪ সমাসবিশেষ; সমপ্রাধান্যপূর্ণ উভয় পদের সমাস। ৫ পরস্পর বিরোধী দুই বিষয়। ৬ জোড়া; যুগল; মিথুন; স্ত্রী-পুরুষ। দ্বন্দ্বযুদ্ধ (বিশেষ্য) দুই ব্যক্তির মধ্যে লড়াই; duel; মল্লযুদ্ধ। দ্বন্দ্ব সমাস (বিশেষ্য) (ব্যাকরণ) যে সমাসে প্রত্যেক পদের অর্থপ্রাধান্য থাকে। দ্বন্দ্বাতীত (বিশেষণ) সুখ-দুঃখাদি বোধের অতীত; সর্বাবস্থায় সহিষ্ণু এমন। দ্বন্দ্বী (-ন্দ্বিন্‌) (বিশেষণ) ১ বিবাদকারী; বিবাদী; অন্যের বিরোধী বা শত্রু। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+দ্বি, (কর্মধারয় সমাস); দ্বম্‌+দ্ব (নিপাতনে)}
  • Bengali Word দ্বাচত্বারিংশ Bengali definition [দাচত্‌তারিঙ্‌শো] (বিশেষ্য) (বিশেষণ) ৪২ সংখ্যা বা সংখ্যক। দ্বাচত্বারিংশৎ (বিশেষ্য) ৪২ সংখ্যা; বিয়াল্লিশ। □ (বিশেষণ) ৪২ সংখ্যক। দ্বাচত্বারিংশত্তম (বিশেষণ) ৪২ সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+চত্বারিংশ}
  • Bengali Word দ্বাত্রিংশ Bengali definition [দাত্রিঙ্‌শো] (বিশেষ্য) (বিশেষণ) ৩২ সংখ্যা বা সংখ্যক। দ্বাত্রিংশৎ (বিশেষ্য) ৩২ সংখ্যা; বত্রিশ। □ (বিশেষণ) ৩২ সংখ্যক। দ্বাত্রিংশত্তম (বিশেষণ) ৩২ সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+ত্রিংশ}
  • Bengali Word দ্বাদশ Bengali definition [দাদাশ্‌] (বিশেষ্য) ১২ সংখ্যা; বারো। □ (বিশেষণ) ১২ সংখ্যক; ১২ সংখ্যার পূরক। দ্বাদশী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) একাদশীর পরবর্তী (শুক্লা দ্বাদশী)। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দ্বাদশ বর্ষ বয়স্কা (দ্বাদশী কন্যা)। ২ দ্বাদশ স্থানে অবস্থিতা। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+দশন্‌}
  • Bengali Word দ্বাপর Bengali definition [দাপর্‌] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত যুগবিশেষ; চারটি যুগের তৃতীয়টি (দ্বাপর যুগের মৃত্যু ঠেলিয়া-কাজী নজরুল ইসলাম; মানুষের ৮,৬৪,০০০ বছর পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+পর; সুপ্‌সুপা}
  • Bengali Word দ্বাবিংশ Bengali definition [দাবিঙ্‌শো] (বিশেষ্য) (বিশেষণ) ২২ সংখ্যা বা সংখ্যক। দ্বাবিংশতি (বিশেষ্য) ২২ সংখ্যা; বাইশ। □ (বিশেষণ) ২২ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+বিংশ}
  • Bengali Word দ্বার Bengali definition [দার্‌] (বিশেষ্য) দরজা; দুয়ার; প্রবেশ ও নির্গমনের পথ। দ্বারগ্রামবাসী (বিশেষণ) নগরের দ্বারে বা উপকণ্ঠে বাস করে এমন। দ্বারদেশ, দ্বারপ্রান্ত (বিশেষ্য) দরজার নিকটবর্তী স্থান; অতি নিকটবর্তী স্থান। ২ ((আলঙ্কারিক)) অতি নিকটবর্তী স্থান। দ্বারপণ্ডিত (বিশেষ্য) সেকালে যে পণ্ডিতের কাছে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা শিক্ষালয়ে প্রবেশ করতে পারত। দ্বারপাল, দ্বারবান, দ্বাররক্ষক, দ্বাররক্ষী, দ্বারী, দ্বারিক (বিশেষ্য) দারোয়ান; দৌবারিক; দরজায় পাহারারত কর্মচারী (এমন সময়ে দ্বারপাল আসিয়া কহিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; মন্ত্রী হইতে দ্বারী মহাশয় সবে গম্ভীরমুখ-রবীন্দ্রনাথ ঠাকুর; আচম্বিতে দেখিলেন দ্বারিক দুর্জন-রামরাম বসু)। দ্বারস্থ-দরজায় উপনীত বা অবস্থিত। ২ ((আলঙ্কারিক)) সাহায্য বা ভিক্ষাপ্রার্থী; শরণাগত (ভয়ে যত ভূপতি দ্বারস্থ)। দ্বারে দ্বারে (ক্রিয়াবিশেষণ) দুয়ারে দুয়ারে; ঘরে ঘরে (আমি দ্বারে দ্বারে যাব ভিক্ষা মাগি খাব-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। দ্বারোদ্‌ঘাটন (বিশেষ্য) দরজা খোলা। ২ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রারম্ভ (দুঃস্বপ্নের দ্বারোদ্‌ঘাটনের মত-আকাআ)। {(তৎসম বা সংস্কৃত) √দ্বারি+অ(অচ্‌)}
  • Bengali Word দ্বারকা, দ্বারিকা, দ্বারবতী Bengali definition [দারোকা, দারিকা, দারাবোতি, দার্‌বতি] (বিশেষ্য) আরব সাগরের তীরে গুজরাটের কাথিওয়াড়ে অবস্থিত নগরবিশেষ; মহাভারতোক্ত শ্রীকৃষ্ণের আবাসস্থল। দ্বারকানাথ, দ্বারিকানাথ, দ্বারকাপতি, দ্বারিকাপতি, দ্বারকেশ (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) দ্বার+ক(কন্‌)+আ(টাপ্‌), (তৎসম বা সংস্কৃত) দ্বার+বৎ(বতুপ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word দ্বারা Bengali definition [দারা] (অব্যয়) সাহায্যে; মারফতে; দিয়ে; কর্তৃক; যোগে। {(তৎসম বা সংস্কৃত) দ্বার্‌+আ(৩য়া (একবচন)); অনুসর্গ}
  • Bengali Word দ্বারী (-রিন্‌) Bengali definition ⇒ দ্বার। {(তৎসম বা সংস্কৃত) দ্বার+ইন্‌(ইনি)}
  • Bengali Word দ্বাষষ্টি Bengali definition [দাশোশ্‌টি] (বিশেষ্য) (বিশেষণ) ৬২ সংখ্যা বা সংখ্যক; বাষট্টি। দ্বাষষ্টিতম (বিশেষণ) ৬২ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+ষষ্টি}
  • Bengali Word দ্বাসপ্ততি Bengali definition [দাশপ্‌তোতি] (বিশেষ্য) (বিশেষণ) ৭২ সংখ্যা বা সংখ্যক; বাহাত্তর। দ্বাসপ্ততিতম (বিশেষণ) ৭২ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+সপ্ততি}
  • Bengali Word দ্বি Bengali definition [দি] (বিশেষ্য) ২ সংখ্যা; দুই। □ (বিশেষণ) দুই সংখ্যক। দ্বিকর্মক, দ্বিকর্মিকা (বিশেষণ) (ব্যাকরণ) দুই কর্মপদবিশিষ্ট। দ্বিখণ্ডিত (বিশেষণ) সমান বা অসমান দুই খণ্ডে বিভক্ত। দ্বিগু (বিশেষ্য) (ব্যাকরণ) সংখ্যার সমাহার বোঝাতে ব্যবহৃত এক প্রকার সমাস। দ্বিগুণ (বিশেষণ) ১ দুই দ্বারা গুণ করলে যে পরিমাণ হয়; দুইগুণ; ডবল; double। ২ অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত (দ্বিগুণ আগুন জ্বলে লো মনে-মাইকেল মধুষূদন দত্ত)। দ্বিগুণিত (বিশেষণ) দ্বিগুণ বা ডবল করা হয়েছে এমন। দ্বিগুণীকৃত (বিশেষণ) দ্বিগুণ বা ডবল করা হয়েছে এমন। দ্বিঘাত (বিশেষ্য) (গণিত.) গণিতের একটি প্রণালি; quadratic। দ্বিচারিণী (বিশেষণ) ১ (স্ত্রীলিঙ্গ) দুই পুরুষের প্রতি আসক্তা। ২ ভ্রষ্টা; কুলটা; ব্যভিচারিণী। দ্বিজ, দ্বিজন্মা (বিশেষ্য) ১ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ও বৈশ্য-যারা একবার মাতৃগর্ভ থেকে জন্মলাভ করে এবং পরে উপনয়নাদি সংস্কার দ্বারা নবজন্ম করে। ২ পাখি ইত্যাদি অণ্ডজ প্রাণী (বধিয়া অনেক দ্বিজ, সঞ্চরিলে পাপবীজ-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ ব্রাহ্মণ। দ্বিজা (স্ত্রীলিঙ্গ)। দ্বিজত্ব বি। দ্বিজপতি, দ্বিজরাজ (বিশেষ্য) ১ চন্দ্র (খর্ব হয়ে ধরিবারে চাহ দ্বিজরাজ-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ গরুড়। দ্বিজবর (বিশেষ্য) শ্রেষ্ঠ ব্রাহ্মণ (হেন কালে দেখে এক বৃদ্ধ দ্বিজবর-দৌখা)। দ্বিজিহ্ব (বিশেষ্য) ১ দ্বিধাবিভক্ত জিহ্বাযুক্ত সর্প। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) মিথ্যাবাদী; কপট; খল; পরস্পরবিরোধী করা বলে এমন। দ্বিজেন্দ্র, দ্বিজোত্তম (বিশেষ্য) ১ ব্রাহ্মণশ্রেষ্ঠ। ২ চন্দ্র। ৩ গরুড়। দ্বিতল (বিশেষ্য) (বিশেষণ) দোতলা। দ্বিতীয় (বিশেষ্য) ১ ২ সংখ্যা; দুই। ২ দুইয়ের সমষ্টি। □ (বিশেষণ) ১ দুই সংখ্যক বা দুইয়ের পূরক। ২ দ্বিবিধ। ৩ দুই অবয়বযুক্ত। ৪ যুগ্ম। দ্বিতীয়ত (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) দ্বিতীয় বারে, দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় পক্ষ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দ্বিতীয়বার বিবাহ করা স্ত্রী। দ্বিতীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চান্দ্রমাসের দুই তারিখ (দ্বিতীয়ার চন্দ্র যেন বাড়িল-শেখ ফয়জুল্লাহ)। □ (বিশেষ্য) তিথিবিশেষ। দ্বিতীয়াশ্রম (বিশেষ্য) গার্হস্থ্য আশ্রম; গার্হস্থ্য জীবন। দ্বিত্ব (বিশেষ্য) ১ দ্বিগুণত্ব। ২ পুনরুক্তি। ৩ দুইবার ব্যবহার বা প্রয়োগ; দুইবার সংঘটন। দ্বিদল (বিশেষণ) দুইটি পাপড়ি বা পাতাযুক্ত (দ্বিতল পুষ্প)। দ্বিধা (ক্রিয়াবিশেষণ) দুই ভাগে; দুই উপায়ে বা রকমে বা রীতিতে (দ্বিধাবিভক্ত)। □ (বিশেষণ) ১ দ্বিখণ্ডিত; দুই ভাগে বিভক্ত (ধরণী দ্বিধা হও)। ২ সংশয়; দোটানা; সন্দেহ; মনের ইতস্তত ভাব (প্রবেশ নন্দনবনে দ্বিধা ঘুচাইয়া মনে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দ্বিধাকরণ, দ্বিধাদ্বন্দ্ব (বিশেষ্য) সঙ্কোচ ও সংশয় (নাহি বিন্দু দ্বিধাদ্বন্দ্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)। দ্বিধান্বিত (বিশেষণ) সংশয়াকুল; সংকোচপূর্ণ (মিথ্যা আশায় সত্যের জোর কমে আসে; পরাজয়ের লক্ষণ দেখলে মন দ্বিধান্বিত হয়-মোহোচৌ)। দ্বিধীকরণ (বিশেষ্য) দুই ভাগে বিভক্তকরণ। দ্বিনবতি (বিশেষ্য) ৯২ সংখ্যা; বিরানব্বই। □ (বিশেষণ) বিরানব্বই সংখ্যক। দ্বিপ (বিশেষ্য) হাতি। দ্বিপঞ্চাশৎ (বিশেষ্য) ৫২ সংখ্যা; বাহান্ন। □ (বিশেষণ) বাহান্ন সংখ্যক। দ্বিপদ (বিশেষণ) দুই পা বিশিষ্ট, দুপেয়ে। □ (বিশেষ্য) মানুষ পাখি ইত্যাদি-যে প্রাণী দুই পায়ে হাঁটে। দ্বিপদী (বিশেষ্য) দুই চরণবিশিষ্ট পদ্যের একটি ছন্দ। দ্বিপাদ (বিশেষণ) দুই পা বিশিষ্ট; দুপেয়ে। ২ দুই পা পরিমিত। ‍দ্বিপৃষ্ঠ (বিশেষণ) ১ দুই পিঠবিশিষ্ট। ২ ((আলঙ্কারিক)) দুই বিপরীতধর্মী আচরণবিশিষ্ট (প্রবক্তারা নিজেদের মধ্যে দ্বিপৃষ্ঠ পশুর যথেচ্ছাচার দেখে-সুধীন্দ্রনাথ দত্ত)। দ্বিবচন (বিশেষ্য) (ব্যাকরণ) দ্বিত্ববাচক বিভক্তি; দুইজনকে বা দুইটিকে বোঝাতে ব্যবহৃত বচন। দ্বিবার্ষিক (বিশেষণ) ১ দুই বৎসরে উৎপন্ন (দ্বিবার্ষিক শস্য)। ২ দুই বৎসর বয়স্ক। ৩ দুই বৎসর সম্বন্ধীয়; যা দুই বৎসরে ঘটে (দ্বিবার্ষিক রিপোর্ট)। দ্বিবিধ (বিশেষ্য) দুই প্রকার; দুই রীতি বা উপায়। দ্বিভাব (বিশেষণ) ১ বাইরে এক ভাব এবং অন্তরে তার বিপরীত ভাবযুক্ত; কপট; ভণ্ড। ২ দুই ভাব। দ্বিভাষী(-ষিন্‌) (বিশেষ্য) (বিশেষণ) ১ দোভাষী; দুইটি ভাষায় অভিজ্ঞ। ২ দুইটি ভাষায় রচিত। দ্বিভুজ (বিশেষ্য) (বিশেষণ) ১ দুই হাতবিশিষ্ট। ২ দুই হাত। ৩ কোণ। দ্বিমত (বিশেষ্য) ভিন্নমত; মতানৈক্য; মতের অমিল (এ যে অতি সাধু উদ্দেশ্য সে বিষয়ে বোধহয় দ্বিমত নেই-প্রথম চৌধুরী)। দ্বিরদ (বিশেষ্য) হাতি; যার দুটি দাঁত আছে (দুয়ারে দুয়ারী দ্বিরদ-মাইকেল মধুষূদন দত্ত)। দ্বিরদ-রদ (বিশেষ্য) হাতির দাঁত; গজদন্ত; ivory (আর সকলেই দ্বিরদ-রদ নির্মিত পুরু গদিবিশিষ্ট কুর্সীতে সমানীন-ইসমাইল হোসেন শিরাজী)। দ্বিরাগমন (বিশেষ্য) বিবাহের পর নববধূর দ্বিতীয়বার স্বামীর গৃহে গমনরূপ হিন্দু সংস্কার। দ্বিরুক্ত (বিশেষণ) দুই বার কথিত; দুই বার লিখিত বা উল্লিখিত হয়েছে এমন। □ (বিশেষ্য) আপত্তি; অমত। দ্বিরুক্তি (বিশেষ্য) ১ দ্বিতীয়বার উক্তি; দ্বিতীয় দফায় বা দুইবার উল্লেখ। ২ আপত্তি জ্ঞাপন। দ্বিরেফ (বিশেষ্য) ভ্রমর; ভোমরা; যার মাথার উপরে রেফের মতো দুইটি শুঁয়া আচে; ‘ভ্রমর’ শব্দে দুইটি ‘র’ থাকায় ইহা দ্বিরেফ (শাখায় দ্বিরেফ গুঞ্জন সম বিশ্ব ঘোরার প্রণব নিনাদ-কাজী নজরুল ইসলাম)। দ্বিশত (বিশেষ্য) (বিশেষণ) ১ দুইশত সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি; (তুলনীয়) গ্রি. duo; (তুলনীয়) (ইংরেজি) two}
  • Bengali Word দ্বিষ্ট Bengali definition [দিশ্‌টো] (বিশেষণ) শত্রুভাবাপন্ন; যার প্রতি দ্বেষ করা হয়েছে; হিংসিত। {(তৎসম বা সংস্কৃত) দ্বিষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word দ্বিষৎ, দ্বিষত Bengali definition [দিশত্‌] (বিশেষণ) ১ দ্বেষকারী; বিদ্বেষী। ২ শত্রু; অরি; অমিত্র; বৈরী (দ্বিষৎ শোণিত-স্রোতে-ইসমাইল হোসেন শিরাজী; দ্বিষত-শোণিত-নদে-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দ্বিষ্‌+অৎ(শতৃ)}
  • Bengali Word দ্বিসপ্ততি Bengali definition [দিশপ্‌তোতি] (বিশেষ্য) ৭২ সংখ্যা; বাহাত্তর। □ (বিশেষণ) বাহাত্তর সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+সপ্ততি}
  • Bengali Word দ্বীন Bengali definition ⇒ দিন২
  • Bengali Word দ্বীপ Bengali definition [দিপ্‌] (বিশেষ্য) চারদিকে পানি বেষ্টিত ভূভাগ। দ্বীপান্তর (বিশেষ্য) ১ দুরস্থ দ্বীপে নির্বাসন। ২ অন্য দ্বীপ। দ্বিপান্তরিত (বিশেষণ) অন্য দ্বীপে বা দূরবর্তী দ্বীপে নির্বাসিত। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+অপ্‌+অ(সমাসান্ত); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দ্বীপী Bengali definition [দিপি] (-পিন্‌) (বিশেষ্য) ১ বাঘ; চিতাবাঘ (দ্বীপিযুগ মধ্য অন্তে যে পারব তাজ নিতে-সৈয়দ আলাওল)। ২ সমুদ্র। □ (বিশেষণ) দ্বীপবাসী। {(তৎসম বা সংস্কৃত) দ্বীপ+ইন্‌(ইনি)}
  • Bengali Word দ্বেষ Bengali definition [দেশ] (বিশেষ্য) ১ ঈর্ষা; হিংসা; পরশ্রীকাতরতা। ২ বিরাগ। ৩ শত্রুতা; বৈরীভাব। দ্বেষণ (বিশেষ্য) ১ ঈর্ষাকরণ; হিংসাকরণ। ২ শত্রুতাচরণ। দ্বেষী (-ষিন্‌), দ্বেষ্টা (বিশেষণ) ১ দ্বেষকারী; হিংসুক। ২ শত্রু; বিরোধী। দ্বেষিণী (স্ত্রীলিঙ্গ)। দ্বেষ্য (বিশেষণ) দ্বেষের বা হিংসার পাত্র; যার সঙ্গে শত্রুতা করা উচিত। {(তৎসম বা সংস্কৃত) √দ্বিষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word দ্বৈত Bengali definition [দোইতো] (বিশেষ্য) দ্বিত্ব; দুই প্রকারের ভাব; দ্বিবিধত্ব। ২ দুইয়ের সত্তা; যুগ্মভাব। ৩ বনবিশেষ। দ্বৈতবাদ (বিশেষ্য) দার্শনিক মত যাতে জীবাত্মা ও পরমাত্মা-সৃষ্টি ও স্রষ্টা ভিন্ন। দৈতবাদী (-দিন), দ্বৈতী (-তিন্‌) (বিশেষণ) দ্বৈতবাদে বিশ্বাসী। দ্বৈতশাসন (বিশেষ্য) একরাষ্ট্রে বা দেশে দুইজন শাসনকর্তার বা দ্বিবিধ কর্তৃপক্ষের একই সঙ্গে শাসন; diarchy। দ্বৈতাদ্বৈত (বিশেষ্য) জীবাত্মা ও পরমাত্মার ভেদাভেদ বা পার্থক্য ও একত্ব। {(তৎসম বা সংস্কৃত) দ্বি+ইত=দ্বীত+অ(অণ্‌)}
  • Bengali Word দ্বৈধ Bengali definition (বিশেষ্য) ১ অনৈক্য; বিরোধ; মতপার্থক্য (আমি মানতে বাধ্য যে সংসারের বৈধ অনস্বীকার্য-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ দ্বিবিধ ভাব। ৩ সন্দেহ; সংশয়; দ্বিধা। দ্বৈধীভাব (বিশেষ্য) পেটে ও মুখে ভিন্নতা; মনোভাব গোপন রেখে অন্যরূপ ভাব প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) দ্বিধা+অ(অণ্‌)}