Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দেয়াড়, দেয়াড়া, দিয়ারা Bengali definition [দেয়াড়্‌, দেয়াড়া, দিয়ারা] (বিশেষ্য) পলিমাটি পড়ে নদীর যে উচ্চ তটভূমি গড়ে ওঠে তা; উচ্চ জমি। {(আরবি)দিয়ার -----; (একব দার ----}
  • Bengali Word দৈ Bengali definition ⇒ দই
  • Bengali Word দৈত্য Bengali definition [দোইত্‌তো] (বিশেষ্য) ১ অসুর; দানব; অসুর প্রকৃতির লোক; বিরাটকায় ব্যক্তি। দৈত্যকুল (বিশেষ্য) অসুর বা দানবের বংশ। দৈত্যকুলে প্রহ্লাদ (বিশেষ্য) মন্দ বংশের ভালো লোক; গোবরে পদ্মফুল। দৈত্যগুরু (বিশেষ্য) শুক্রাচার্য। দৈত্যমাতা (বিশেষ্য) কশ্যপ পত্নী দিতি। {(তৎসম বা সংস্কৃত) দিতি+য(ণ্য)}
  • Bengali Word দৈত্যারি Bengali definition [দোইত্‌তারি] (বিশেষ্য) ১ দৈত্যের শত্রু; দেবতা। ২ বিষ্ণু। ৩ শিব। ৪ ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) দৈত্য+অরি}
  • Bengali Word দৈন ১ Bengali definition [দোইনো] (বিশেষণ) দৈনিক; দিবসীয়; দিবসের; প্রাত্যহিক। {(তৎসম বা সংস্কৃত) দিন+অ(অণ্‌)}
  • Bengali Word দৈন ২ Bengali definition [দোহনো] (বিশেষ্য) দারিদ্র্য; দৈন্য; দীনতা। {(তৎসম বা সংস্কৃত) দিন+অ(অণ্‌)}
  • Bengali Word দৈনন্দিন Bengali definition [দোইনোন্‌দিন্‌] (বিশেষণ) প্রাত্যহিক; প্রতিদিনের বা দিবসের; দৈনিক। {(তৎসম বা সংস্কৃত) দিনন্দিন+অ(অণ্‌)}
  • Bengali Word দৈনিক Bengali definition [দোইনিক্‌] (বিশেষণ) প্রাত্যহিক; রোজ রোজ করতে হয় বা ঘটে এমন। □ (বিশেষ্য) প্রত্যহ প্রকাশিত হয় এমন খবরের কাগজ (দৈনিকে দেখ কাজ খালি কোথা-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দিন+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word দৈন্য Bengali definition [দোইন্‌নো] (বিশেষ্য) ১ দীনতা; দারিদ্র্য; দুরবস্থা। ২ অভাব; অপ্রাচুর্য (বুদ্ধির দৈন্য)। ৩ হীনতা। ৪ কৃপণতা; সংকীর্ণতা। ৫ কাতরতা (নানা যত্ন-দৈন্যে প্রভুরে করাইলা ভোজন-কৃষ্ণচন্দ্র মজুমদার)। দৈন্যদশা (বিশেষ্য) দারিদ্র্য; দুরবস্থা; অভাবগ্রস্ত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) দীন+য(ষ্যঞ)}
  • Bengali Word দৈব Bengali definition [দোইবো] (বিশেষণ) ১ অলৌকিক; স্বর্গীয়; দেবতা থেকে আগত বা জাত (দৈবশক্তি)। ২ দেবতাসম্বন্ধীয় (কি মহৎ দৈব কর্মে দেব তব মর্তে আগমন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) অদৃষ্ট; ভাগ্য; নসিব (দৈববশে, দুর্দৈব)। দৈবী (স্ত্রীলিঙ্গ)। দৈবক্রমে, দৈবগতিকে, দৈবগত্যা (ক্রিয়াবিশেষণ) ভাগ্যক্রমে; দৈবাৎ; হঠাৎ (কোপার্নিকস কেবল দৈবগত্যা যে সকল নিগ্রহ অতিক্রম করিয়া গিয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দৈব ঘটনা (বিশেষ্য) ১ অলৌকিক ঘটনা বা ব্যাপার। ২ আকস্মিক ঘটনা; হঠাৎ সংঘটিত ব্যাপার। দৈবজ্ঞ বিগণৎকার; জ্যোতিষী; যে ভাগ্য গণনা করে। দৈবদুর্বিপাক (বিশেষ্য) ভাগ্যবিপর্যয়; অদৃষ্টের মন্দ পরিণাম; আকস্মিক বিপদ। দৈবদোষ (বিশেষ্য) অদৃষ্টের দোষ; দেবতার বিরুদ্ধতা (দৈবদোষে ব্যাসদেবে উপজিল ক্রোধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। দৈববশত, দৈববশে (ক্রিয়াবিশেষণ) ভাগ্যক্রমে; দৈবাৎ; হঠাৎ (একদিন দৈববশে শিষ্যসহ শাস্ত্ররসে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দৈববাণী (বিশেষ্য) স্বর্গ হতে প্রেরিত কথা; আকাশবাণী; অদৃশ্য দেবতার উক্তি বা কথা। দৈব বিড়ম্বনা (বিশেষ্য) দেবতার বা ভাগ্যের প্রতিকূলতা; বাগ্যবিপর্যয়। দৈবযোগ (বিশেষ্য) আকস্মিক বা অপ্রত্যাশিত ঘটনা। দৈবযোগে (ক্রিয়াবিশেষণ) আকস্মিকভাবে; অপ্রত্যাশিতভাবে (দৈবযোগে এক বিদেশীয় বন্ধুর সহিত সাক্ষাৎ হওয়াতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দৈবশক্তি (বিশেষ্য) ১ অলৌকিক ঐশীশক্তি। ২ বিধিদত্ত শক্তি। {(তৎসম বা সংস্কৃত) দেব+অ(অণ্‌)}
  • Bengali Word দৈবকী Bengali definition ⇒ দেবকী
  • Bengali Word দৈবত Bengali definition [দোইবত্‌] (বিশেষ্য) ১ দেব; দেবতা। ২ দেবগণ। □ (বিশেষণ) দেবতাসম্বন্ধীয় (যজ্ঞ জীব দৈবত-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দেবতা+অ(অণ্‌)}
  • Bengali Word দৈবাগত Bengali definition [দোইবাগতো] (বিশেষণ) দৈবক্রমে আগত; হঠাৎ উপস্থিত (সে যে উপক্ষোর দান দৈবাগত দিনে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+আগত; ৫(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দৈবাধীন, দৈবায়ত্ত Bengali definition [দোইবাধিন্‌, দোইবায়োত্‌তো] (বিশেষণ) দেবতা বা ভাগ্যের বশে; অদৃষ্টের দ্বারা নিয়ন্ত্রিত; মানুষের আয়ত্তে নয় এমন (বল বুদ্ধি বিক্রম বুঝিতে দৈবাধীন-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+অধীন, আয়ত্ত; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দৈবাৎ Bengali definition [দোইবাত্‌] (অব্যয়) আকস্মিকভাবে; সহসা; হঠাৎ; দৈববশে (দৈবাৎ একটা উপায় বাহির হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+আৎ (৫মী (একবচন))}
  • Bengali Word দৈবিক, দৈব্য Bengali definition [দোইবিক্‌, দৈইব্‌বো] (বিশেষণ) ১ দেব সম্পর্কিত। ২ দৈবঘটিত। □ (ক্রিয়াবিশেষণ) দৈবক্রমে; দৈবাৎ। {(তৎসম বা সংস্কৃত) দেব+ইক(ঠক্‌), য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৈবী Bengali definition ⇒ দৈব
  • Bengali Word দৈবে, দৈবেঁ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দোইবে, দোইবেঁ] (বিশেষ্য) দেবগণ (দৈবে কৈল তোহ্মা একসরী-বড়ু চণ্ডীদাস)। □ (ক্রিয়াবিশেষণ) দৈব বা অদৃষ্ট বলে হঠাৎ (কাহ্নাঞিঁ না বুঝে দৈবেঁ এ বিশেষ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+(বাংলা) এ}
  • Bengali Word দৈবোপহত Bengali definition [দৈবোপহতো] (বিশেষণ) প্রতিকূল দেবতা বা ভাগ্য দ্বারা বিড়ম্বিত; ভাগ্যহীন। {(তৎসম বা সংস্কৃত) দৈব+উপহত; ৩(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word দৈর্ঘ্য Bengali definition [দোইর্‌ঘো] (বিশেষ্য) লম্বা দিকের মাপ; লম্বাই। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৈশিক Bengali definition [দোইশিক্‌] (বিশেষণ) ১ দেশ সংক্রান্ত; দেশীয়; দেশজাত। ২ আংশিক; এক দেশ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) দেশ+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word দৈসত Bengali definition ⇒ দহসত
  • Bengali Word দৈহিক Bengali definition [দোইহিক্‌] (বিশেষণ) দেহসংক্রান্ত; শারীরিক; দেহগত। {(তৎসম বা সংস্কৃত) দেহ+ইক(ঠক্‌)}
  • Bengali Word দো Bengali definition [দো] (বিশেষণ) দুইয়ের সংক্ষিপ্ত রূপ। দো-আনি ⇒ = দু। দোআব ⇒ দোয়াব। দোআঁশ (বিশেষণ) এঁটেল ও বেলেমাটি মিশ্রিত (দোঁআশ মাটিতে ফসল ভালো হয়)। দোআঁশলা, দোআঁসলা (বিশেষণ) ১ বর্ণসংকর; ভিন্ন ভিন্ন জাতের পিতামাতার সংযাগজাত (দোঁআসলা কুকুরের ল্যাজের মত-প্রথম চৌধুরী )। ২ দুই প্রকার পদার্থের মিশ্রণের ফলে জাত (নিজের মতামত ও দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ এঁটেল ও বেলেমাটি মিশ্রণে উৎপন্ন; দোআঁশ। দোকর (বিশেষণ) দুইবার; ডবল; প্রতিলিপি (এ মামলায় প্রজার শুধু দোকর দণ্ড দিতে হয়-প্রথম চৌধুরী )। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) পুনর্বার; আবার (দোকর করিবে কাজ বানাই তাহার-ভারতচন্দ্র রায়গুণাকর)। দোকলা, দোকা (বিশেষণ) দুই জন; এক সঙ্গে দুই জন। □ (ক্রিয়াবিশেষণ) দুজনে। □ (বিশেষ্য) দ্বিতীয় জন। দোকাতারি (বিশেষণ) দুই সারি (দোকাতারি আসাবরদার চোপদার-রামরাম বসু)। দোগজা (বিশেষ্য) ইংরেজ আমলের পূর্বে বাঙালি মেয়েদের ব্যবহৃত ওড়নাবিশেষ। দোচালা, দুচালা (বিশেষণ) ১ দুইচাল আছে যাহাতে এমন। □ (বিশেষ্য) দুই চালবিশিষ্ট ঘর। দোচোখা (ক্রিয়াবিশেষণ) নির্বিচারে; দুই চোখে যাহাকে দেখা যায় তাহাকেই (বহি ছাপাইয়া দোচোখা বিতরণ করিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দোছটি, দোছুটি, দোচ্ছুট, দোছোট (বিশেষ্য) ১ উত্তরীয়; উড়ানি (বিমলা বলিলেন দোছোট লও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ দুই বেড় (দোছুটি করিয়া পরে বার হাত সাড়ী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দোছতরি (বিশেষ্য) ঘরের ভিতর ছাদের নিম্নস্থ গলি-পথের ছাদ। দোজবর, দোবজবরে (বিশেষ্য) (বিশেষণ) যে দ্বিতীয়বার বিয়ে করেছে বা করে এমন। দোজমি (বিশেষ্য) ১ যে জমিতে বৎসরে দুইবার ফসল হয়। ২ দো-আঁসলা জমি। দোটানা, দুটানা (বিশেষ্য)(বিশেষ্য) পরস্পর বিপরীতধর্মী দুই পক্ষ, দিক বা বস্তুর প্রতি আকর্ষণ (আমরা দোটানার ভিতর পড়েছি-প্রথম চৌধুরী)। ২ দ্বিধা। দোতরফা, দুতরফা (বিশেষণ) ১ উভয় পক্ষীয়; উভয় পক্ষ সম্বন্ধীয়। ২ ‍উভয় পক্ষই অংশগ্রহণ করেছে বা উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে এমন (দোতরফি শালিসে বাদসাহ ক্রোধান্বিত হইয়া-রামরাম বসু)। দোতলা, দুতলা (বিশেষণ) ১ দুই তল বা স্তরযুক্ত (দোতলা বাড়ি)। ২ এক তলার উপরস্থ দ্বিতীয়তল বা স্তর; দ্বিতলের ঘর। দোতারা, দুতারা (বিশেষ্য) ১ দুই তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ (বাজে রবার মৃদঙ্গ দোতারা-ভারতচন্দ্র রায়গুণাকর)। দোথরি (বিশেষণ) দুই স্তরযুক্ত; দুই থাকযুক্ত (দোথরি দোলনা)। দোদমা (বিশেষণ) দুই বার আওয়াজ করে এমন (বোমা দোদমা দেদার কাটে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দোদুল (বিশেষণ) দুলছে বা দোলায়মান এমন। দোদুল্যমান (বিশেষণ) অনবরত দোলে বা দুলছে এমন। দোদেল (বিশেষণ) দুই মনা; কপট (দোদেল বান্দা-মীর মশাররফ হোসেন)। দোধারি, দুধারি (বিশেষণ) ১ দুই ধারে অবস্থিত; উভয় পার্শ্বস্থ। ২ উভয় পার্শ্বে ধার আছে এমন; উভয় প্রান্ত ধারালো এমন (আলোয় তোমার উঠল নেচে দুধারী তলোয়ার-কাজী নজরুল ইসলাম)। দোনলা, দোনালা, দুনলা, দুনালা (বিশেষণ) দুটি নল বা চোঙবিশিষ্ট (দোনলা বন্দুক)। □ (বিশেষ্য) দুই নলবিশিষ্ট বন্দুক। দোপড়া (বিশেষণ) ১ বিবাহ স্থির হবার পর কোনো কারণে বিবাহের সম্বন্ধ ভেঙে গেছে এমন (দোপড়া হলে কি আর ও মেয়ের বিয়ে হবে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ পুনর্বার বিবাহিতা। দোপাট্টা (বিশেষ্য) উত্তরীয়; উড়ানি; চাদর (আর পাজামা ও দোপাট্টার (চাদরের) ভারে বেচারী বধূ ক্লান্ত-বেগম রোকেয়া; পুরান দোপাটা গায় দিতে টানাটানি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) ১ লম্বালম্বিভাবে জোড়া দেওয়া দুই খণ্ড বস্ত্রযুক্ত (দোপাট্টা চাদর)। ২ দুই স্তরে বিন্যস্ত (দোপাট্টা দাড়ি)। দোপাল্লি, দোপাল্লা (বিশেষণ) দুই পাল্লাযুক্ত (মাথায় দোপাল্লি টুপি-মঈন)। দোপেয়ে, দুপেয়ে (বিশেষণ) দুইটি পদ বা পায়া আছে এমন; দ্বিপদ (মানুষ দুপেয়ে জীব)। □ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) মানুষ। দোফলা, দুফলা (বিশেষণ) ১ দুইটি ফলক আছে এমন (দোফলা ছুরি)। ২ বৎসরে দুইবার ফল দেয় এমন (দোফলা গাছ)। দোফসলি (বিশেষণ) বৎসরে দুইবার ফসল জন্মে এমন (দো-ফসলি জমি)। দোফাঁকড়া, দোফ্যাকড়া, দোফরকা (বিশেষণ) দুইটি ডালা বা শিখায় বিভক্ত। দোফাল, দোফালি, দুফাল, দুফালি (বিশেষ্য) ১ দুইখণ্ড। □ (বিশেষণ) দুইখণ্ডে বা ফালিতে বিভক্ত। দোভাপা, দুভাপা (বিশেষণ) দুইবার সিদ্ধ করা বা ভাপ দেওয়া (দোভাপা চাল)। দোভাষী, দুভাষী (বিশেষণ) ১ দুইটি ভাষায় অভিজ্ঞ (দোভাষী পণ্ডিত)। ২ অধিক আরবি ফারসি শব্দ মিশ্রিত বাংলা ভাষায় রচিত (দোভাষী পুথি)। □ (বিশেষ্য) একের ভাষা অন্যকে বুঝিয়ে দেন যিনি; ভাষানুবাদকারী ব্যক্তি; interpreter। দোমনা ⇒ দুমনা। দোমহলা (বিশেষণ) ১ দুই মহলবিশিষ্ট (দোমহলা বাড়ি)। □ (বিশেষ্য) দোতলা বাড়ি (ঘাটের উপরে অপূর্ব বিরাজের স্থল দোমহলা-রামরাম বসু)। দোমুখো ⇒ দু। দোমেটে ⇒ দুমেটে। দোয়জ, দোয়জি, দোয়াজ, দোয়ানি ⇒ দু-। দোরসা (বিশেষণ) ১ অল্প বা অর্ধপচা (দোরসা মাছ)। ২ দোআঁশ; অল্পরসযুক্ত (দোরসা মাটি)। দোশাল, দোশালা (বিশেষ্য) শালের জোড়া; দুই ফর্দ শাল; মূল্যবান গাত্রবস্ত্র (ঘোষেরে দোসালা দিল সরবন্ধ জোড়া-ঘনরাম চক্রবর্তী)। দোসারি (বিশেষ্য) ১ দুই পঙ্‌ক্তি; দুই থাক বা শ্রেণি। দোসালা (বিশেষণ) দ্বিবার্ষিক। □ (বিশেষ্য) দুই বৎসরের জন্য বন্দোবস্ত বা ইজারা। দোসুতি, দোসূতী ⇒ দুসুতি। দোহাতিয়া, দোহাথিয়া, দোহাত্তা ⇒ দুহাতিয়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
  • Bengali Word দোঁহা ২ Bengali definition [দোঁহা] ⇒ দুঁহা। দোঁহাকার, দোঁহার, দুঁহার, দুহাঁকার (সর্বনাম) উভয়ের; দুজনের। দোঁহে (সর্বনাম) উভয়ে; দুজনে (কৌতূহলে দোঁহে মিলে করে বিব গান-হেম)। {(তৎসম বা সংস্কৃত) দ্বৌ>(প্রাকৃত) দোহে>; (তৎসম বা সংস্কৃত) দ্বি>}
  • Bengali Word দোআ, দোআব Bengali definition ⇒ দো
  • Bengali Word দোআনি, দুআনি, দুয়ানি Bengali definition [দোয়ানি, দুআনি, দুআনি] (বিশেষ্য) পূর্বে প্রচলিত দু আনা বা আট পয়সা মূল্যের মুদ্রাবিশেষ; বর্তমানে প্রচলিত বারো বা তেরো পয়সা মূল্যের সমান মুদ্রা। {দুই+আনা+ই}
  • Bengali Word দোকান Bengali definition [দোকান্‌] (বিশেষ্য) ক্রয়বিক্রয়ের স্থান বা ঘর; বিপণি; পণ্যশালা (রূপের ডালি খুলে বসি পেতেছে দোকান-হেম)। দোকান করা (ক্রিয়া) ১ ব্যবসায় করা; ক্রয়-বিক্রয়ের পেশা চালানো (কাপড়ের দোকান করছি)। ২ দোকান স্থাপন করা (একটা দোকান করব ভাবছি)। ৩ দোকান বা বাজার থেকে নিয়মিতভাবে জিনিসপত্র ক্রয় করা (অফিসের পর দোকান করে বাসায় ফিরতে হয়)। দোকান খোলা (ক্রিয়া) ১ দোকান স্থাপন করা। ২ দোকানের দৈনন্দিন ক্রয়-বিক্রয়ের কাজ শুরু করা; দোকানের দরজা খোলা। দোকান ঘর (বিশেষ্য) যে ঘরে পণ্যদ্রব্য রেখে বিক্রয় করা হয়। দোকান তোলা (ক্রিয়া) ১ দৈনন্দিন বেচা-কেনার পর দোকান গোটানো; দোকান বন্ধ করা। ২ দোকান উঠিয়ে দেওয়া; ব্যবসায় বন্ধ করে দেওয়া। দোকানদার, দোকানি, দোকানী (বিশেষ্য) দোকানের মালিক; পণ্য ব্যবসায়ী বা বিক্রেতা (অমধুর বাণী বলে সে দোকানী-বড়ু চণ্ডীদাস)। দোকানদারি, দোকানদারী (বিশেষ্য) ১ দোকানদারের পেশা; ক্রয়-বিক্রয়ের কাজ। ২ দোকানদারের ন্যায় স্বার্থপর ব্যবহার। ৩ লাভ-লোকসানের হিসাব। □ (বিশেষণ) দোকান-দারের ন্যায়। দোকান দেওয়া (ক্রিয়া) দোকান স্থাপন করা। দোকানপাট (বিশেষ্য) দোকান ও দোকানে রক্ষিত পণ্যসামগ্রী। দোকান-হাট করা (ক্রিয়া) ১ দোকান ও বাজার থেকে পণ্য সামগ্রী ক্রয় করা। {(ফারসি) দুকান}
  • Bengali Word দোক্তা, দোকতা Bengali definition [দোক্‌তা] (বিশেষ্য) ১ তামাক গাছের শুষ্ক পাতা; সাদা (চুন মেশানো দোক্তাচূর্ণকে সুখা বা খৈনি বলে)। ২ পানের সাথে খাবার জন্য মশলা মিশ্রিত তামাক পাতার গুঁড়া (দোক্তা খেলেই আমার মাথা ঘোরে-রাজশেখর বসু (পরশু))। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word দোগানা, দোগুনা Bengali definition [দোগানা, দোগুনা] (বিশেষণ) দুই রাকাত বিশিষ্ট (দোগানা নামাজ পড়ে কোমর বান্ধিয়া-সৈয়দ হামজা; সবে তথা দোগুনা নামাজ গুজারিলা-সৈয়দ সুলতান। {(ফারসি) দুগানহ্‌; দুগুনাহ} □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) দোহনকারিনী। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্‌+তৃ(তৃচ্‌)}