Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দোলা ১ Bengali definition [দোলা] (বিশেষ্য) ১ দোলনা। ২ পালকি বা শিবিকাবিশেষ; চতুর্দোল (বরকন্যা চলে দিব্য দোলা আরোহণে-ঘনরাম চক্রবর্তী)। ৩ শব বহনের খাটুনি বা মাচান (বাঁশের দোলায় চড়িয়ে শ্মশানঘাটে নিয়ে যাচ্ছে)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌>+(বাংলা) আ}
  • Bengali Word দোলা ২ Bengali definition ⇒ দোলাই
  • Bengali Word দোলা ৩, দুলা Bengali definition [দোলা, দুলা] (ক্রিয়া) ১ ঝোলা। ২ দ্বিধায় পড়া (আত্মার সংশয়ে প্রাণ সদাই দোলে-গিরিশ চন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্‌>}
  • Bengali Word দোলাই, দোলা Bengali definition [দোলাই, দোলা] (বিশেষ্য) দুই স্তর কাপড় দিয়ে প্রস্তুত শীতবস্ত্র (ছাড়িয়া পাটের দোলা সবে করে পাখীর খেলা পড়ে খসি ভূষণ অম্বর-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তুলনীয়) হি দুলাই}
  • Bengali Word দোলানো, দুলানো, দুলনো Bengali definition [দোলানো, দুলানো, দুলনো] (ক্রিয়া) দোল দেওয়া; আন্দোলিত করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) দোল+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-দোলাই, দোলাও, দোলায়, দোলান; অক্রি-দুলিয়ে, দোলাতে, দোলালে ইত্যাদি}
  • Bengali Word দোলায়মান Bengali definition [দোলায়োমান্‌] (বিশেষণ) দোদুল্যমান; দুলছে এমন; দোলনশীল। □ (বিশেষ্য) সংশয়াপন্ন; দ্বিধাগ্রস্ত; সন্দিহান। □ (বিশেষণ) চঞ্চল। {(তৎসম বা সংস্কৃত) √দোলয়+মান(শানচ্‌)}
  • Bengali Word দোলায়িত Bengali definition [দোলায়িতো] (বিশেষণ) ১ আন্দোলিত; দোলানো হচ্ছে এমন। ২ ঝুলানো হয়েছে বা হচ্ছে এমন। দোলায়িত চিত্ত (বিশেষ্য) ১ সংশয়াপন্ন মন; দ্বিধাগ্রস্ত চিত্ত। {(তৎসম বা সংস্কৃত) √দোলায়+ত(ক্ত)}
  • Bengali Word দোলিকা, দোলী Bengali definition [দোলিকা, দোলি] (বিশেষ্য) ডুলি; ছোট শিবিকা। {(তৎসম বা সংস্কৃত) √দোল্‌+ঈ(ঙীষ্‌)+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word দোশালা Bengali definition ⇒ দো
  • Bengali Word দোষ Bengali definition [দোষ] (বিশেষ্য) অপরাধ; মন্দকাজ (দোষ করা)। ২ ত্রুটি; খুঁত (দক্ষের এ দোষ কেন বেদের এ দোষ-ভারতচন্দ্র রায়গুণাকর)। দোষক্ষালন (বিশেষ্য) অপরাধ মোচন। দোষগ্রাহী(-হিন্‌), দোষদর্শী (-র্শিন্‌) (বিশেষণ) ছিদ্রান্বেষী; অপরের দোষ ধরে বা দেখে এমন। দোষজ্ঞ (বিশেষণ), (বিশেষ্য) ১ দোষ-ত্রুটি জানে এমন, দোষ-গুণ বিচার করতে সক্ষম। ২ পণ্ডিত। ৩ চিকিৎসক। দোষত্রয় (বিশেষ্য) ১ রাত, পিত্ত, কফ-এই তিন দোষ। ২ রাগ, দ্বেষ, মোহ-এই তিন রিপু। দোষ দেওয়া (ক্রিয়া) অপরের নিন্দা করা; অন্যের চরিত্রের উপর কলঙ্ক আরোপ করা। দোষল (বিশেষণ) দোষ আছে এমন; দোষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word দোষা ১, দুষা Bengali definition [দোশা, দুশা] (ক্রিয়া) দোষ দেওয়া; দোষারোপ করা (অনর্থক তাকে দোষা কেন?)। দোষাদোষ (বিশেষ্য) দোষগুণ; দোষ-অদোষ। দোষানো (ক্রিয়া) দোষ দেওয়ানো বা দেখানো। {(তৎসম বা সংস্কৃত) দোষ+(বাংলা) আ}
  • Bengali Word দোষা ২ Bengali definition [দোষা] (বিশেষ্য) ১ রাত্রিকাল। ২ চন্দ্র। দোষাতন (বিশেষণ) নৈশ; রাত্রিকালীন। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্‌+অ(ঘচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word দোষাবহ Bengali definition [দোশাবহো] (বিশেষণ) দোষজনক; দোষযুক্ত; অপরাধজনক। {(তৎসম বা সংস্কৃত) দোষ+আবহ}
  • Bengali Word দোষারোপ Bengali definition [দোষারোপ] (বিশেষ্য) দোষ দেওয়া; দোষ প্রদান; অপরাধীকরণ। {(তৎসম বা সংস্কৃত) দোষ+আরোপ}
  • Bengali Word দোষাশ্রিত Bengali definition [দোশাস্‌স্রিতো] (বিশেষণ) দোষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) দোষ+আশ্রিত}
  • Bengali Word দোষী(-ষিন্‌) Bengali definition [দোশি] (বিশেষণ) অপরাধী; দোষযুক্ত। দোষিণী (স্ত্রীলিঙ্গ)। দোষী করা, দুষী করা (ক্রিয়া) অপরাধী করা বা দায়ী করা। {দোষ+ইন(ঘিনুণ্‌)}
  • Bengali Word দোষৈকদর্শী (-শিন্‌), দোষৈকদৃক Bengali definition [দোশোইকোদোর্‌শি, দোশোইকোদৃক্‌] (বিশেষণ) কেবল অপরের দোষই দেখে এমন; গুণগ্রাহী নহে এমন; ছিদ্রান্বেষী। {(তৎসম বা সংস্কৃত) দোষ+একদর্শী, একদৃক্‌}
  • Bengali Word দোসর Bengali definition [দোশোর্‌] (বিশেষ্য) সঙ্গী; সাথি; অংশীদার; দ্বিতীয় ব্যক্তি (সম্পদে বিপদে তিনিই ছিলেন হযরতের দোসর-হাবীবুল্লাহ বাহার)। ২ সহায়; সাহায্যকারী। দোসরী (স্ত্রীলিঙ্গ) সঙ্গিনী; সখী (আয় দোসরী বনে গিয়ে হেরি সেই বংশীধারী-গান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বিতীয়+√স্‌>দ্বিতীয়সর>}
  • Bengali Word দোসরা, দোস্‌রা, দুসরী Bengali definition [দোশোরা/দোশরা, দোশ্‌রা, দুশোরি] (বিশেষণ) ১ দ্বিতীয় (আর দোসরা কথা বলো না)। ২ অন্য; অপর (আমি দোসরা এলাকায় ঘরের ঠ্যাকনা করেছি-মাইকেল মধুষূদন দত্ত)। ৩ মাসের তারিখের ক্ষেত্রে দ্বিতীয় (দোসরা পৌষ)। {দোসর+আ;(হিন্দি) দুসরা}
  • Bengali Word দোসারি Bengali definition (বিশেষ্য) দুই পঙ্‌ক্তি; দুই থাক বা শ্রেণি। {দুই+সারি>}
  • Bengali Word দোসালা Bengali definition ⇒ দো
  • Bengali Word দোসুতি, দোসুতী, দোসুতী Bengali definition ⇒ দুসুতি
  • Bengali Word দোস্ত Bengali definition [দোস্‌তো] (বিশেষ্য) বন্ধু; মিত্র; সুহৃদ (কি কারণে দোস্ত মোর হইল বিকল-হেয়াত মাহমুদ)। দোস্ত-আশনা (বিশেষ্য) বন্ধু ও আপনজন (তারপর জিজ্ঞেস করলেন, কাবুল শহরে দোস্ত আশনা নেই-সৈয়দ মুজতবা আলী)। দোস্তদার (বিশেষ্য) বন্ধু, ইয়ার, সখা ইত্যাদি (যত কেহ দোস্তদার খুশী চামি সবাকার-সৈয়দ হামজা)। দোস্তি, দুস্তি (বিশেষ্য) বন্ধুত্ব; সখ্য। যত দুস্তি তত কুস্তি-অতিরিক্ত মাখামাখির ফল শত্রুতা। {(ফারসি) দোস্‌ত্‌}
  • Bengali Word দোস্তে, দুস্তে Bengali definition [দোস্‌তে, দুস্‌তে] (অব্যয়) জন্য (খাওয়ার দোস্তে ঘুইরা মরবি-পূর্ববঙ্গ গীতিকা)। {(তুলনীয়) (হিন্দি) রাস্তে}
  • Bengali Word দোহ Bengali definition [দোহো] (বিশেষ্য) দোহনপাত্র; দুধ দোয়ানোর পাত্র; দুধের কেঁড়ে। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word দোহক Bengali definition [দোহোক্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ যে দুধ দোহন করে, দোগ্ধা। ২ ((আলঙ্কারিক)) শোষক; যে অন্যকে শোষণ করে বড় হয়। দোহজ (বিশেষ্য) দুধ। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word দোহদ Bengali definition [দোহোদ্‌] (বিশেষ্য) ১ গর্ভবতী নারীর বিভিন্ন সাধ বা প্রাপ্তিস্পৃহা; গর্ভিণীর ভোজনস্পৃহা। ২ গর্ভ। দোহদ দান (বিশেষ্য) গর্ভবতী রমণীকে তার স্পৃহা অনুযায়ী খাদ্য ও বাঞ্ছিত বস্তু দান; সাধপ্রদান। দোহদবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কোনো খাদ্যবস্তুতে স্পৃহাবতী গর্ভিণী। দোহদ লক্ষণ (বিশেষ্য) গর্ভলক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) দোহ+√দা+অ(ক)}
  • Bengali Word দোহন Bengali definition [দোহোন্‌] (বিশেষ্য) দুধ দোয়ার কাজ; শোষণ; অন্যের অর্থাদি কৌশলে ধীরে ধীরে আত্মসাৎকরণ। দোহনী (বিশেষ্য) স্ত্রী ১ দোহনকারিণী (রতি রস কাম দোহনী-বড়ু চণ্ডীদাস)। ২ দুধ দোহন করার পাত্র। দোহনীয়, দুহ্য, দোহ্য (বিশেষণ) দোহন করার যোগ্য বা উপযুক্ত; দোহনযোগ্য (দোহনীয় গাভী)। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word দোহরানো, দোহরান Bengali definition [দোহোরানো] (ক্রিয়া) পালটানো; পুনরাবৃত্তি করা (সেই কথাটি অন্ততঃ দুইবার তিনবার দোহোরাইয়া শুনিবেন-মীর মশাররফ হোসেন)। {(তুলনীয়) (হিন্দি) দোহরা}
  • Bengali Word দোহা ১ Bengali definition [দোঁহা] (বিশেষ্য) ১ বাংলা চর্যাপদ, প্রাকৃত ও হিন্দি ভাষার ছন্দবিশেষ। ২ ঐরূপ ছন্দে রচিত প্রাচীন বাংলা অপভ্রংশ ও মধ্যযুগের হিন্দিতে রচিত দুই চরণবিশিষ্ট পদ (তুলসীদাসী রামায়ণ হইতেই অনর্গল দোঁহা আবৃত্তি করিয়া যাইতে লাগিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তুলনীয়) (হিন্দি) দোঁহা}