Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দোহা, দোয়া, দুহা Bengali definition [দোহা, দোয়া, দুহা] (ক্রিয়া) দোহন করা (দাতার কামধেনু দানবে দুহিছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) দোহন। □ (বিশেষণ) দোহন করা হয়েছে এমন (দোহা ছাগি)। দোহানো, দোয়ানো (ক্রিয়া) দোহন করানো। {(তৎসম বা সংস্কৃত) দোহ+(বাংলা) আ}
  • Bengali Word দোহাই Bengali definition [দোহাই] (বিশেষ্য) (অব্যয়) ১ দিব্য; শপথ; কিরা (আল্লার দোহাই যদি না কহ আমারে-সৈয়দ সুলতান)। ২ অছিলা; অজুহাত; ছুতা (অসুখের দোহাই)। ৩ সুবিচার; দয়া ইত্যাদি প্রার্থনাসূচক আহ্বান (দোহাই মহারাজ)। ৪ অনুরোধ, মিনতি, কাতরতা বা আবেদনের ভাব প্রকাশ (দোহাই হুজুর)। ৫ দায়িত্ব আরোপ; প্রামাণ্য স্থাপন (অন্যের দোহাই দিয়ে কার্যসিদ্ধি করা)। দোহাই দেওয়া (ক্রিয়া) ১ শপথ করা। ২ নজির দেখানো। দোহাই পাড়া (ক্রিয়া) ১ অজুহাতের সৃষ্টি করা; অছিলা করা; ছুতা দেওয়া। {(তুলনীয়) (ফারসি) দু’আ}
  • Bengali Word দোহাতিয়া, দোহাথিয়া Bengali definition [দোহাতিয়া, দোহাথিয়া] (ক্রিয়াবিশেষণ) দুই হাত দিয়ে (দোহাতিয়া বাড়ি মারে-কৃষ্ণচন্দ্র মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি হস্ত+(বাংলা) ইয়া}
  • Bengali Word দোহান ১ Bengali definition [দোহান্‌] ((মধ্যযুগীয় বাংলা)) (সর্বনাম) উভয়েই (কামরসে রতিশাস্ত্রে দোহান বিদ্বান-দৌলত উজির বাহরাম খান)। {দুইজন>}
  • Bengali Word দোহার ১, দোয়ার ১ Bengali definition [দোহার্‌, দোয়ার্‌] (বিশেষ্য) গায়কের সহকারী; যে মূল গায়কের সুরে ধুয়া ধরে (দোহারেরাও মিলে ও তালে দোরস্ত-কালীপ্রসন্ন সিংহ)। দোহারকি, দোহারি, দোয়ারকি, দোয়ারি (বিশেষ্য) ১ দোহারের কাজ, বৃত্তি বা পেশা; মূল গায়েন কর্তৃক গীত গানের ধুয়ার পুনরাবৃত্তি। ২ মূল গায়কের সহকারিতা। {(তৎসম বা সংস্কৃত) ধ্রুবকার/দ্বিকার>}
  • Bengali Word দোহার ২, দোয়ার ২ Bengali definition [দোহার্‌] (বিশেষ্য) মাছ ধরার উপকরণবিশেষ (সাঁজের বেলায় খাদুন দোহার গেছে তারা পেতে রাখি-বন্দে আলী মিয়া)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word দোহারা ১ Bengali definition [দোহারা] (বিশেষণ) ১ দ্বিগুণ। ২ দুই ভাঁজবিশিষ্ট; যাতে দুই প্রস্থ বুনন আছে। ৩ স্থূল ও কৃশের মাঝামাঝি; পুষ্টাঙ্গ; সুঠাম (দোহারা চেহারা খাসা-হেয়াত মাহমুদ)। একহারা বিণ। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>; (তুলনীয়) (হিন্দি) দোহারা}
  • Bengali Word দোহারা ২, দুহারী Bengali definition (বিশেষ্য) মন্দির; ঠাকুরবাড়ি। {(তৎসম বা সংস্কৃত) দ্বার>}
  • Bengali Word দোহারি Bengali definition ⇒ দোহার১
  • Bengali Word দোহাল Bengali definition [দোহাল্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ দোগ্ধা; যে গরু দোহন করে; দোহক। ২ যে দুধ দেয়; দুগ্ধদাতা; দোহন করা যায় এমন; দোহনযোগ্য (দোহাল গরুকে কলাই খাওয়ালে দুধ নাকি বেশী হয়-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) দোহ+√লা+অ(অক)}
  • Bengali Word দোয়জ Bengali definition ⇒ দুঅজ
  • Bengali Word দোয়া ১, দোআ Bengali definition [দোয়া] (বিশেষ্য) আশীর্বাদ; মঙ্গল কামনা (দোয়া করে কলেমা পড়িয়া-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। আল্লার দোয়ায় (ক্রিয়াবিশেষণ) আল্লাহর রহমতে। দোয়া দরুদ (বিশেষ্য) আল্লাহর মহিমা কীর্তন ও মঙ্গল প্রার্থনা এবং হজরত মুহম্মদ (সা.)-এর উপর আল্লাহর অনুগ্রহ প্রার্থনা। বদদোয়া (বিশেষ্য) অভিশাপ। {(আরবি)দু’আ}
  • Bengali Word দোয়া ২ Bengali definition ⇒ দোয়া
  • Bengali Word দোয়াজ-দহম Bengali definition [দোয়াজ্‌দহোম্‌] (বিশেষণ) বারোই (করিবর দুয়ারে এলো দোয়াজ দহম-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। ফাতেহা দোয়া (বিশেষ্য) ১২ই রবিউল আউয়াল তারিখে হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃতুদিবস। {(ফারসি) দুয়াজ দহম}
  • Bengali Word দোয়াত Bengali definition [দোয়াত্‌] (বিশেষ্য) মস্যাধার; লেখার কালি রাখার আধারবিশেষ। দোয়াতদানি (বিশেষ্য) দোয়াত রাখার পাত্রবিশেষ (টেবিলের উপর পাথরের দোয়াতদানি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি)দরাত}
  • Bengali Word দোয়ানি Bengali definition ⇒ দো
  • Bengali Word দোয়াব, দোআব, দুআব Bengali definition [দোয়ার্‌, দোযাব্‌, দুআব্‌] (বিশেষ্য) দুই নদীর মধ্যবর্তী অঞ্চ, দুই নদীযুক্ত বা দুই নদী-বিধৌত দেশ। {(ফারসি) দু+আব্‌; (তৎসম বা সংস্কৃত) ‍দ্বি+অপ্‌}
  • Bengali Word দোয়ার Bengali definition ⇒ দো
  • Bengali Word দোয়ারকি, দোয়ারি Bengali definition ⇒ দোহার
  • Bengali Word দোয়াড় Bengali definition [দোআড়্‌] (বিশেষণ) দুই সুচি (দোয়াড় চিয়াড় বান-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {দ্বি+(বাংলা) আড়}
  • Bengali Word দোয়াড়ি Bengali definition [দোয়াড়ি] (বিশেষ্য) মাছ-ধরা বাঁশের দোয়াড়ির উপর বসিয়া আছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দোয়াড়+ই}
  • Bengali Word দোয়েম Bengali definition [দোয়েম্‌] (বিশেষণ) দ্বিতীয় উৎকৃষ্ট; প্রথম পর্যায়ের নয়। {(তৎসম বা সংস্কৃত) দ্বিতীয়>}
  • Bengali Word দোয়েল, দয়েল, দহিয়াল Bengali definition [দোয়েল্‌, দোয়েল্‌, দোহিয়াল্‌] (বিশেষ্য) সুমধুর গায়ক পাখিবিশেষ; বাংলাদেশের জাতীয় পাখি; magpie-robin (কোথায় ডাকে দোয়েল শ্যামা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দধিরাল>(পাখিটির দুই পাশে দধির মতো সাদা দাগ থাকার জন্য এমন নাম) (আঞ্চলিক) দইয়াল}
  • Bengali Word দৌবারিক Bengali definition [দোউবারিক্‌] (বিশেষ্য) দ্বারপাল; দ্বারী; দ্বারবান; দারোয়ান (ফেরে দ্বারে দৌবারিক-মাইকেল মধুষূদন দত্ত)। দৌবারিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বার+ইক(ঠক্‌)}
  • Bengali Word দৌরাত্ম্য Bengali definition [দোউরাত্‌তোঁ] (বিশেষ্য) ১ নির্যাতন; উৎপীড়ন; নিষ্ঠুরতা; অত্যাচার (ভাইদের দৌরাত্ম্য সহ্য করা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পাপাচরণ; দুরাচারমূলক কাজ; বদ স্বভাব। ৩ দুরন্তপনা; অশান্ত আচরণ; উপদ্রব। {(তৎসম বা সংস্কৃত) দুরাত্মন্‌+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৌর্গত্য Bengali definition দৌর্গত্য [দোউর্‌গত্‌তো] (বিশেষ্য) ১ দারিদ্র্য; দুরবস্থা। ২ লাঞ্ছনা। ৩ মালিন্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্গতি+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৌর্গন্ধ্য Bengali definition [দোউর্‌গন্‌ধো] (বিশেষ্য) দুর্গন্ধের ভাব; দুর্গন্ধযুক্ততা। {(তৎসম বা সংস্কৃত) দুর্গন্ধ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৌর্জন্য Bengali definition [দোউর্‌জোন্‌নো] (বিশেষ্য) দুর্ব্যবহার; দুর্জনের আচরণ। বিপরীতার্থক শব্দ সৌজন্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্জন+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৌর্বল্য Bengali definition [দৌউর্‌বোললো] (বিশেষ্য) ১ দুর্বলতা; শক্তিহীনতা। ২ কোনো বিষয়ে অসংযম বা অতিরিক্ত আসক্তি; মোহ; অতি আকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) দুর্বল+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দৌর্ভাগ্য Bengali definition [দৌউর্‌ভাগ্‌গো] (বিশেষ্য) মন্দভাগ্য; দুরদৃষ্ট। বিপরীতার্থক শব্দ সৌভাগ্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্ভগ+য(ষ্যঞ্‌)}