স পৃষ্ঠা ৬৬
- Bengali Word সুসার ২ Bengali definition [শুশার্] (বিশেষণ) সর্বোৎকৃষ্ট (ছেকেন্দর হৈতে হৈল একর্ম সুসার-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সু+সার}
- Bengali Word সুসার ৩ Bengali definition [শুশার্] (বিশেষ্য) সুদৃশ্য (ঠেকিয়াছে দায় চাহিয়া আমার নির্ম্মাহ পুরী সুসার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সু+সার}
- Bengali Word সুসার ৪ Bengali definition [শুশার্] (বিশেষণ) সুবন্দোবস্ত; সুব্যবস্থা (বাসার সুসারে হবে আশার সুসার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সংসার>}
- Bengali Word সুসারিত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুশারিতো] (বিশেষণ) শ্রেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) সু+সারিত}
- Bengali Word সুসিক্ত Bengali definition [শুশিক্তো] (বিশেষণ) ভালোভাবে ভিজানো; যথেষ্টভাবে সিঞ্চিত। {(তৎসম বা সংস্কৃত) সু+সিক্ত}
- Bengali Word সুসিদ্ধ Bengali definition [শুশিদ্ধো] (বিশেষণ) ১ ভালোরূপে সিদ্ধ। ২ সম্পূর্ণভাবে সম্পাদিত। ৩ সম্পূর্ন সফল। {(তৎসম বা সংস্কৃত) সু+সিদ্ধ; সুপ্সুপা}
- Bengali Word সুসুম্না Bengali definition [শুশুম্না] (বিশেষ্য) ১ মেরুদণ্ডের বাইরের দিকে এক ধরনের নাড়ি (ইড়া সুষুম্না পিঙ্গলা লাভিপদ্ম...-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সূর্যরশ্মিবিশেষ। সুষুম্নাকাণ্ড (বিশেষ্য) মেরুদণ্ডের মধ্যস্থলের স্নায়ুগুচ্ছ; spinal cord। {(তৎসম বা সংস্কৃত) সুষু+√ম্না+অ(ক)+আ(টাপ্)}
- Bengali Word সুস্ত Bengali definition [শুস্ত্] (বিশেষণ) অলস। সুস্তি (বিশেষ্য) আলস্য। {(ফারসি) সুস্ত্}
- Bengali Word সুস্থ Bengali definition [শুস্থো] (বিশেষণ) ১ নীরোগ; স্বাস্থ্যসম্পন্ন। ২ শান্ত; সুস্থির। সুস্থচিত্ত (বিশেষণ) মন শান্তিতে আছে এরূপ। সুস্থতা (বিশেষণ) শরীরের ভালো অবস্থা বা স্বাচ্ছন্দ্য; রোগশূন্যতা। {(তৎসম বা সংস্কৃত) সু+√স্থা+অ(ক)}
- Bengali Word সুস্থিত Bengali definition [শুস্থিতো] (বিশেষণ) ১ সুস্থ; স্বাস্থ্যসম্পন্ন। ২ উদ্বেগহীন। ৩ দৃঢ়; অটল। ৪ স্থির; গতিহীন। {(তৎসম বা সংস্কৃত) সু+√স্থা+ত(ক্ত)}
- Bengali Word সুস্থির Bengali definition [শুস্থির্] (বিশেষণ) ১ অতিশয় ধীর; শান্ত। ২ বদ্ধমূল। ৩ সুস্থ। {(তৎসম বা সংস্কৃত) সু+স্থির; সুপ্সুপা}
- Bengali Word সুস্নাত Bengali definition [শুস্স্নাতো] (বিশেষণ) সুন্দরভাবে স্নাত। □ (বিশেষ্য) উত্তম স্নান; ভালো গোসল। {(তৎসম বা সংস্কৃত) সু+√স্না+ত(ক্ত)}
- Bengali Word সুস্নিগ্ধ Bengali definition [শুস্স্নিগ্ধো] (বিশেষণ) ১ সুকোমল। ২ অত্যন্ত শীতল। ৩ অত্যন্ত মসৃণ। ৪ বিলক্ষণ স্নেহযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+স্নিগ্ধ; সুপ্সুপা}
- Bengali Word সুস্পর্শ Bengali definition [শুস্পর্শো] (বিশেষণ) ১ সুখস্পর্শ। ২ অতি নিকটে আগমন। {(তৎসম বা সংস্কৃত) সু+√স্পৃশ্+অ(খল্)}
- Bengali Word সুস্পষ্ট Bengali definition [শুস্প্শ্টো] (বিশেষণ) ১ অত্যন্ত খোলাখুলিভাবে ব্যক্ত। ২ অতিশয় সুন্দরভাবে প্রকাশিত বা ব্যক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+স্পষ্ট}
- Bengali Word সুস্বন Bengali definition [শুশ্শন্] (বিশেষণ) ১ চমৎকার ধ্বনিবিশিষ্ট। ২ সুরববিশিষ্ট। ৩ শঙ্খ। {(তৎসম বা সংস্কৃত) সু+স্বন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুস্বপ্ন Bengali definition [শুশ্শপ্নো] (বিশেষ্য) ১ শুভ ফলদায়ক কল্পনা বা স্বপ্ন। ২ আনন্দময় স্বপ্ন। দুঃস্বপ্ন (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+স্বপ্ন}
- Bengali Word সুস্বর Bengali definition [শুশ্শর্] (বিশেষ্য) মধুর স্বর; কলকণ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) সু+স্বর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুস্বাগত (অশুদ্ধ) Bengali definition [শুশ্শাগোতো] (বিশেষ্য) স্বাগত; অভিবাদন বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সু+সু+আগত}
- Bengali Word সুস্বাদ Bengali definition [শুশ্শাদ্] (বিশেষ্য) উত্তম বা উৎকৃষ্ট স্বাদ। □ (বিশেষণ) অতিশয় স্বাদপূর্ণ। বিস্বাদ (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+স্বাদ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুস্বাদু Bengali definition [শুশ্শাদু] (বিশেষণ) সুমধুর; উত্তম স্বাদযুক্ত; স্বাদু; খেতে ভালো লাগে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+স্বদু; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুস্বাস্থ্য Bengali definition [শুশাস্থো] (বিশেষ্য) স্বাস্থ্য। {(তৎসম বা সংস্কৃত) সু+স্বাস্থ্য}
- Bengali Word সুস্মিত Bengali definition [শুশ্মিতো] (বিশেষণ) মুকের ঈষৎ হাসি দেখতে সুন্দর এমন; মৃদুমধুর হাসিময়। সুস্মিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+স্মিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুহস্ত Bengali definition [শুহস্তো] (বিশেষণ) অতিশয় পাকা হাত; সিদ্ধহস্ত (এ অঘটন কি মিটতো যদি না সুহস্ত রূপদক্ষ তাঁরা পাষাণকে তার জড়ত্বের কঠিন কারাগার থেকে মুক্তি না দিতেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সু+হস্ত}
- Bengali Word সুহাস Bengali definition [শুহাশ্] (বিশেষণ) সুন্দর হাসিযুক্ত। □ (বিশেষণ) মধুর হাসি। সুহাসা, সুহাসী, সুহাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মধুরহাসিনী; সুন্দরী। {(তৎসম বা সংস্কৃত) সু+হাস; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুহিত Bengali definition [শুহিত্] (বিশেষণ) ১ অত্যন্ত হিতকর। ২ বিহিত। ৩ উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+√ধা+ত(ক্ত); সুপ্সুপা}
- Bengali Word সুহৃদ, সুহৃৎ Bengali definition [শুরিত্, শুরিদ্] (বিশেষণ) উত্তম হৃদয় এমন। □ (বিশেষ্য) ১ বন্ধু; মিত্র; সখা; হিতৈষী; হিতকারী। ২ সুন্দর বা শোভন হৃদয়; সহৃদয়। সুহৃদবর, সুহৃদ্বর (বিশেষ্য) (বিশেষণ) শ্রেষ্ঠ বন্ধু। {(তৎসম বা সংস্কৃত) সু+হৃদ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুহৃদ্সম্মিত Bengali definition [শুরিদ্শো্মিত্] (বিশেষণ) বন্ধু সদৃশ (ইউরোপে একালে তা হয়েছে সুহৃদ-সম্মিত-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) সুহৃদ+সম্মিত}
- Bengali Word সুহৃদয় Bengali definition [শুরিদয়] (বিশেষণ) ১ নির্মল অন্তঃকরণবিশিষ্ট। ২ অকপট চিত্ত। ৩ উদার মন। ৪ হৃদয়বান। {(তৎসম বা সংস্কৃত) সু+হৃদয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সু্ষ্ঠু Bengali definition [শুশ্ঠু] (বিশেষণ) ১ নিখুঁত; অনবদ্য; ত্রুটিবিহীন। ২ অতি সুন্দর। ৩ সত্য। ৪ শ্রেষ্ঠা (সুষ্ঠু বিচার)। {(তৎসম বা সংস্কৃত) সু+√স্থা+উ(কু)}