Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুড়, সুড় Bengali definition [শুড়্‌শুড়্‌] (বিশেষ্য) ১ ঈষৎ স্পর্শে শিহরণ বা রোমাঞ্চিত ভাব। ২ ভয়ে কিংবা হুকুমে-হুমকিতে আদেশ মান্য করে নত মস্তকে অধোমুখে স্থান ত্যাগ। সুড়সুড়ি (বিশেষ্য) কাতুকুতু (হাসিয়া পায়ের তলে দেয় সুড়সুড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সুড়ঙ্গ, সুরঙ্গ Bengali definition [শুড়ঙ্‌গো, শুরঙ্‌গো] (বিশেষ্য) মাটি; পাহাড় বা নদীর নিচ দিয়ে তির (সুঁড়ি) পথ (মালিনী বিদ্যার ঘরে হইল সুড়ঙ্গ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সুরঙ্গ>}
  • Bengali Word সুড়ুত, সুড়ত সুড়ত Bengali definition [শুড়ুত্‌, শুড়ত্‌ শুড়ত্‌] (অব্যয়) তরল খাদ্য দ্রুত গ্রহণের সময়ে উদ্ভূত শব্দ (খাওয়ার সময় সুড়ত সুড়ত শব্দ হয় তাদের মুখে-আবু ইসহাক)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word সুয়া, সুয়ো Bengali definition [শুয়া, শুয়ো] (বিশেষণ) সোহগিনী; আদরের। □ (বিশেষ্য) ১ মুক পাখিবিশেষ। ২ টিয়া পাখি। {সোহাগী>সোয়াঈ> সুয়া, সুয়ো}
  • Bengali Word সূ Bengali definition [শু] (বিশেষ্য) ১ প্রসব। □ (বিশেষণ) প্রসব করে এমন; প্রসূ। {(তৎসম বা সংস্কৃত) √সূ+ক্বিপ্‌}
  • Bengali Word সূক্ত Bengali definition [শুক্‌তো] (বিশেষ্য) ১ মহাজন বাক্য। ২ একাধিক মন্ত্রে রচিত হিন্দু ধর্মগ্রন্থ বেদের স্তোত্র। ৩ উত্তম কথা; সৎবাক্য। {(তৎসম বা সংস্কৃত) সূ+√বচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সূক্তি Bengali definition [শুক্‌তি] (বিশেষ্য) সুবচনদ সৎবাক্য; সুভাষণ; সুভাষিত। {(তৎসম বা সংস্কৃত) সু+√বচ্‌+তি(ক্তি)}
  • Bengali Word সূক্ষ্ম Bengali definition [শুক্‌খোঁ] (বিশেষণ) ১ তীব্র; ধারালো; তীক্ষ্ন (সূক্ষ্ম বুদ্ধি)। ২ মিহি; সরু। ৩ স্থূল নয় এমন। ৪ চিকন (সূক্ষ্ম কন্ঠ)। ৫ পুঙ্খানুপুঙ্খ (সূক্ষ্ম বিচার)। ৬ অপ্রশস্ত। ৭ অতীন্দ্রিয় (সূক্ষ্ম দেহ)। সূক্ষ্মকোণ (বিশেষ্য) সমকোণ অপেক্ষা ছোট কোণ; acute angle। সূক্ষ্মদর্শন যন্ত্র (বিশেষ্য) অনুবীক্ষণ যন্ত্র। সূক্ষ্মদর্শিতা (বিশেষ্য) তীক্ষ্ন বুদ্ধিমত্তা; গভীর বিচক্ষণতা। সূক্ষ্নদর্শিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অত্যধিক বুদ্ধিমতী। সূক্ষ্মদর্শী (বিশেষণ) খুঁটিনাটি বিষয়ও তীক্ষ্ন দৃষ্টি দিয়ে দেখতে পারেন এমন। সূক্ষ্মদেহী (বিশেষণ) এমন ছোট আকৃতির যে অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত দৃষ্ট হয় না। সূক্ষ্মবিচার (বিশেষ্য) ন্যায্যবিচার। সূক্ষ্মবুদ্ধি (বিশেষ্য) তীক্ষ্ন বুদ্ধি। □ (বিশেষণ) জটিল বিষয়ের মীমাংসা করতে সক্ষম এরূপ তীক্ষ্ন বুদ্ধিসম্পন্ন। সূক্ষ্মাতিসূক্ষ্ম (বিশেষণ) অতি সূক্ষ্ম; অত্যন্ত ক্ষুদ্র। {(তৎসম বা সংস্কৃত) √সূচ্‌+স্ম(স্মন্‌)}
  • Bengali Word সূচ Bengali definition ⇒ সুচ
  • Bengali Word সূচক Bengali definition [শুচক্‌] (বিশেষণ) ১ জ্ঞাপক; প্রকাশক (ভয়সূচক, ঘৃণাসূচক)। ২ কথক। ৩ বোধক। □ (বিশেষ্য) ১ সূচনাকারী। ২ সূচিজীবী; দরজি; খলিফা। সূচিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √সূচ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word সূচন Bengali definition [শুচোন্‌] (বিশেষ্য) ১ ইশারা; সংকেত। ২ জ্ঞাপন। ৩ কথন। সূচনা (বিশেষ্য) ১ ভূমিকা। ২ আরম্ভ। ৩ প্রস্তাবনা। ৪ উপক্রম; সূত্রপাত। সূচনীয়, সূচয়িতব্য, সূচ্য (বিশেষণ) ১ জ্ঞাপনীয়। ২ কথনীয়। সূচিত (বিশেষণ) জানানো হয়েছে এমন; জ্ঞাপিত; কথিত। {(তৎসম বা সংস্কৃত) √সূচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সূচলো, সূচালো Bengali definition [শুচালো, শুচালো] (বিশেষণ) তীক্ষ্ন; সূচের মতো তীক্ষ্ন (কলমের আগার মতো সূঁচালো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) সূচ+ (বাংলা) লো, আলো}
  • Bengali Word সূচি ১, সূচী ১ Bengali definition [শুচি] (বিশেষ্য) সুচ (সূচিকর্ম)। □ (বিশেষণ) তীক্ষ্ন অগ্রভাগযুক্ত (সূচিমুখ)। সূচিকর্ম (বিশেষ্য) ১ সেলাইয়ের কাজ। ২ সূচিশিল্প; needlework। {(তৎসম বা সংস্কৃত) সূচ্‌+ই, ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word সূচি ২, সূচী ২ Bengali definition [শুচি] (বিশেষ্য) ১ জ্ঞাপনী। ২ নির্ঘন্ট। ৩ পুস্তকের বিষয় নির্দেশক পৃষ্ঠাঙ্কযুক্ত তালিকা; অনুক্রমণিকা; index; contents (সূচিপত্র)। সূচিকা (বিশেষ্য) ১ ছুঁচ। ২ হাতির শুঁড়। সূচিকাভরণ (বিশেষ্য) আয়ুর্বেদীয় ঔষধবিশেষ যা সুচ্যগ্র পরিমাণে সেবনীয়। সূচিত ⇒ সূচন। সূচিরোমা (বিশেষণ) সূচির মতো তীক্ষ্ন লোম আছে এমন। □ (বিশেষ্য) শূকর। সূচিজীবী (বিশেষ্য) ১ দরজি। □ (বিশেষণ) সেলাই করে জীবকিা নির্বাহ করে এমন। সূচিপত্র (বিশেষ্য) ১ অনুক্রমণিকা। ২ পুস্তকের পৃষ্ঠা-নির্দেশসহ বিষয়-তালিকা। সূচিভেদ্য (বিশেষণ) সুচ ভেদ করতে পারে এমন; নিবিড় (সূচিভেদ্য অন্ধকারে রাজপথ মাঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সূচিমুখ (বিশেষণ) সূচের মতো ধারালো মুখবিশিষ্ট; সুচালো (সূক্ষ্মকোণ সূচিমুখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ হীরক। ২ বাণবিশেষ। ৩ ব্যূহবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √সূচ্‌+ই, ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word সূচ্য Bengali definition ⇒ সূচন
  • Bengali Word সূচ্যগ্র Bengali definition [শুচ্‌চোগ্‌গ্রো] (বিশেষ্য) সূচের অগ্রভাগ; সুচের আগা। □ (বিশেষণ) কণামাত্র। সূচ্যগ্র মেদিনী (বিশেষ্য) সুচের আগায় যে সামান্য পরিমাণ ভূমি ওঠে সে পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) সূচি+অগ্র}
  • Bengali Word সূত Bengali definition [শুতো] (বিশেষ্য) ১ উৎপন্ন; জাত; প্রস্তুত। ২ অশ্বনিয়ন্তা (রাজা সারথিকে কহিলেন; সূত! রথ চালনা করা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষ্য) ১ সূত্রধর জাতি; ছুতার সম্প্রদায়। ২ স্তুতিপাঠক। সূতক (বিশেষ্য) ১ জন্ম। ২ হিন্দুসমাজে প্রচলিত প্রসবজনিত অশৌচ। ৩ পারদ। সূতপুত্র (বিশেষ্য) সারথির ছেলে; মহাবীর কর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √সূ+ত(ক্ত)}
  • Bengali Word সূতলি Bengali definition ⇒ সুতলি
  • Bengali Word সূতা ১ Bengali definition [শুতা] (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সূতিকা; প্রসূতা; জাতা। {(তৎসম বা সংস্কৃত) √সূ+ত(ক্ত)+আ(টাপ্‌)}
  • Bengali Word সূতা ২ Bengali definition ⇒ সুতা
  • Bengali Word সূতার Bengali definition ⇒ ছুতার
  • Bengali Word সূতি ১, সূতী ১ Bengali definition [শুতি] (বিশেষ্য) জন্ম বা প্রসব। সূতিকা (বিশেষ্য) ১ পেটের পীড়াজনিত প্রসূতির এক ধরণের রোগ। ২ আঁতুড়ঘর। সূতিকাগার, সূতিকাগৃহ, সূতিগৃহ (বিশেষ্য) আঁতুরঘর বা প্রসবগৃহ। {(তৎসম বা সংস্কৃত) সূ+তি(ক্তি), +ঈ}
  • Bengali Word সূতি ২, সূতী ২ Bengali definition [শুতি] (মধ্যযুগীয় বাংলা) ঘুম। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>}
  • Bengali Word সূত্র Bengali definition [শুত্‌ত্রো] (বিশেষ্য) ১ সুতা। ২ সংজ্ঞা (সূত্র লিখ)। ৩ সম্পর্ক (কোন সূত্রে এসেছে)। ৪ সম্বন্ধ (পরিণয়-সূত্র)। ৫ আইন; বিধি। ৬ সূচনা (সূত্রপাত)। ৭ ব্যপদেশ (কার্যসূত্র)। সূত্রকার (বিশেষ্য) ব্যাখ্যাকারী। সূত্রধর, সূত্রধার১ (বিশেষ্য) ছুতার। সূত্রধার২ (বিশেষ্য) সংস্কৃত নাটকে নাট্য প্রজোযক। সূত্রপাত (বিশেষ্য) ভূমিকা; সূচনা; আরম্ভ। {(তৎসম বা সংস্কৃত) √সিব্‌+ত্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word সূদন Bengali definition [শুদন্‌] (বিশেষ্য) হত্যা। □ (বিশেষণ) হত্যাকারী। {(তৎসম বা সংস্কৃত) √সূদ্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সূনু Bengali definition [শুনু] (বিশেষ্য) ছেলে; পুত্র। ২ কনিষ্ঠ ভ্রাতা। {(তৎসম বা সংস্কৃত) √সূ+নু}
  • Bengali Word সূনৃত Bengali definition [শুনৃতো] (বিশেষ্য) ১ সত্য ও প্রিয় বাক্য। ২ সত্য ও সুন্দর বক্তা। ৩ হিত; মঙ্গল; শুভ। {(তৎসম বা সংস্কৃত) সূ+√নৃত্‌+অ(ঘঞর্থেক)}
  • Bengali Word সূপ Bengali definition ⇒সুপ
  • Bengali Word সূপকার Bengali definition [শুপ্‌কার্‌] (বিশেষ্য) বাবুর্চি; যে রাঁধে; পাচক (সূপকারের মতো রূপকথারও একটু খানি লাবণ্য যোগ করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √সু+প+√কৃ+অ(অণ্‌)}
  • Bengali Word সূর Bengali definition [শুর্‌] (বিশেষ্য) ১ সূর্য। ২ পণ্ডিত; জ্ঞানী। ‍৩ বীরপুরুষ। {(তৎসম বা সংস্কৃত) √সূ+র(ক্রন্‌)}