Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুষির Bengali definition [শুশির্‌] (বিশেষ্য) ১ গর্ত। ২ বাঁশি। □ (বিশেষণ) ছিদ্রযুক্ত; ঝাঁজরা। {(তৎসম বা সংস্কৃত) √শুষ্‌+ইর; সুষি+র}
  • Bengali Word সুষুপ্ত Bengali definition [শুশুপ্‌তো] (বিশেষ্য) গাঢ় নিদ্রায় নিমগ্ন (সুষুপ্ত বিশ্ব গা-মোড়া দিয়ে তারই জাগরণের সাড়া দিলে-কাজী নজরুল ইসলাম)। সুষুপ্তি (বিশেষ্য) গভীর বা গাঢ় নিদ্রা। {(তৎসম বা সংস্কৃত) সু+√স্বপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সুসংগত, সুসঙ্গত Bengali definition [শুশঙ্‌গোত] (বিশেষণ) ১ অতিশয় সামঞ্জস্যপূর্ণ। ২ সুন্দর যুক্তিযুক্ত। সুসংগতি, সুসঙ্গতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) সু+সম্‌+√গম্‌+ত(ক্ত)}
  • Bengali Word সুসংবাদ Bengali definition [শুশঙ্‌বাদ্‌] (বিশেষ্য) ১ ভালো সমাচার; খুশখবর; আনন্দদায়ক সংবাদ। ২ (ব্যঙ্গার্থ) অবাঞ্ছিত খবর। দুঃসংবাদ (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+সংবাদ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসংবৃত Bengali definition [শুশঙ্‌বৃতো] (বিশেষণ) ভালোরূপে আবৃত বা আচ্ছাদিত। সুসংবৃতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+সংবৃত}
  • Bengali Word সুসংবৃদ্ধ Bengali definition [শুশঙ্‌বৃদ্‌ধো] (বিশেষণ) সুন্দররূপে প্রসারিত বা বুদ্ধিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+সংবৃদ্ধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুসংযত Bengali definition [শুশঙ্‌জতো] (বিশেষণ) শোভন ও সুনিয়ন্ত্রিত; অত্যন্ত সংযমপূর্ণ; দৃঢ়বদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) সু+সংযত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসংযুক্ত, সুসংযুত Bengali definition [শুশঙ্‌জুক্‌তো, শুশঙ্‌জুতো] (বিশেষণ) ভালোভাবে মিশ্রিত বা সুমিলিত। {(তৎসম বা সংস্কৃত) সু+সং+যুক্ত; যুত; ‍সুপ্‌সুপা}
  • Bengali Word সুসংরব্ধ Bengali definition [সুশঙ্‌রব্‌ধো] (বিশেষণ) উৎকৃষ্টভাবে আরম্ভ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+সংরবব্ধ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসংস্কৃত Bengali definition [শুশঙোশ্‌কৃতো] (বিশেষণ) ১ বিশেষভাবে সংশোধন করা হয়েছে এমন। ২ সুসংস্কারযুক্ত; উত্তমরূপে মার্জিত; পরিশীলিত; অত্যন্ত ভদ্র। {(তৎসম বা সংস্কৃত) সু+সংস্কৃত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুসংস্থিত Bengali definition [শুশঙোস্‌থিতো] (বিশেষণ) ১ উত্তমরূপে সন্নিবেশিত। ২ সুন্দরভাবে ব্যবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) সু+সংস্থিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুসংহত Bengali definition [শুশঙ্‌হতো] (বিশেষণ) সুদৃঢ়; ভালোভাবে ঘনীভূত। {(তৎসম বা সংস্কৃত) সু+সংহত}
  • Bengali Word সুসজ্জ Bengali definition [শুশজ্‌জো] (বিশেষণ) পরিপাটিরূপে সাজানো; সুবিন্যস্ত। সুসজ্জা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+সজ্জা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুসজ্জিত Bengali definition [শুশোজ্‌জিতো] (বিশেষণ) ১ সুন্দররূপে সাজানো। ২ ভালো করে সেজেছে এমন। সুসজ্জিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+সজ্জিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুসজ্জীকৃত, সুসজ্জীভূত Bengali definition [শুশোজ্‌জিকৃতো, শুশোজ্‌জিভুতো] (বিশেষণ) সজ্জিত ছিল না কিন্তু করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+সজ্জা+ই(চ্বি)+কৃত, ভূত}
  • Bengali Word সুসভ্য Bengali definition [শুশোভ্‌ভো] (বিশেষণ) ১ অতিশয় ভদ্র বা শিষ্ট। ২ মার্জিত রুচিসম্পন্ন। সুসভ্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+সভ্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসম, সুষম Bengali definition [শুশমো] (বিশেষণ) সামঞ্জস্যপূর্ণ (সকলের কার্য আগে করিছে সুসম-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সু+সম}
  • Bengali Word সুসমঞ্জস Bengali definition [শুশমোন্‌জশো] (বিশেষণ) খাপ খায় এমন (ইসলামের মত প্রকৃতির সঙ্গে সুসমঞ্জস ধর্ম আর একটিও তো আসলে নাই-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত) সু+সমঞ্জস}
  • Bengali Word সুসমাপ্ত Bengali definition [শুশমাপ্‌তো] (বিশেষণ) সুষ্ঠুভাবে নিষ্পন্ন; উত্তমরূপে সম্পাদিত। {(তৎসম বা সংস্কৃত) সু+সমাপ্ত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসমাহিত Bengali definition [শুশমাহিতো] (বিশেষণ) ১ গভীরভাবে অভিনিবিষ্ট। ২ ধ্যানমগ্ন। ৩ উত্তমরূপে করবে স্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) সু+সমাহিত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসমৃদ্ধ Bengali definition [শুশম্‌রিদ্‌ধো] (বিশেষণ) ১ অত্যধিক ঐশ্বর্যসম্পন্ন। ২ অতিশয় বৃদ্ধিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+সমৃদ্ধ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসম্পন্ন Bengali definition [শুশম্‌পোন্‌নো] (বিশেষণ) ১ সুন্দররূপে নির্বাহিত। ২ সুষ্ঠুভাবে নিষ্পন্ন। ৩ সমৃদ্ধিশালী। ৪ ধনবান। {(তৎসম বা সংস্কৃত) সু+সম্পন্ন; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসম্বন্ধ Bengali definition [শুশমবন্‌ধো] (বিশেষণ) দৃঢ় সঙ্গতিপূর্ণ; এলোমেলো নয় এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+সম্বন্ধ; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসময় Bengali definition [শুশোময়্‌] (বিশেষ্য) ১ সুদিন। ২ সুখের বা সৌভাগ্যের দিন। ৩ শুভকাল; উপযুক্ত কাল বা সময়। {(তৎসম বা সংস্কৃত) সু+সময়; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসর ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুশর্‌] (বিশেষণ) ১ সুবিন্যস্ত। ২ সমান (বাছিআ পাঠ করিয়া সুসর-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) সুস্তর>}
  • Bengali Word সুসর ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [শুশর্‌] (বিশেষ্য) সুমধুর স্বর। {(তৎসম বা সংস্কৃত) সু+স্বর>}
  • Bengali Word সুসরা (প্রাচীন বাংলা) Bengali definition [শুশুরা] (বিশেষ্য) শাশুড়ি (সুসুরা নিঁদ...বহুড়ি জাগই-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) শ্বশ্রূ>}
  • Bengali Word সুসহ Bengali definition [শুশহো] (বিশেষণ) সহজে সহ্য করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) সু+√সহ্‌+অ(খল্‌)}
  • Bengali Word সুসাধ্য Bengali definition [শুশাদ্‌ধো] (বিশেষণ) অনায়াসে করা যায় এমন। দুঃসাধ্য (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+সাধ্য; সুপ্‌সুপা}
  • Bengali Word সুসার ১ Bengali definition [শুশার্‌] (বিশেষ্য) ১ সংস্কার। ২ প্রাচুর্য। ৩ সুবিধা (তাতে করে দেশের লোকের শিক্ষা ও স্বস্থ্যের কোনই সুসার হবে না-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) সংস্কার>}