Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word সুলুপ Bengali definition [শুলুপ্‌] (বিশেষ্য) মাস্তুলের পালে চলা সমুদ্রগামী পোতবিশেষ (কোথায় সুলুপ পাল যুগধর্মে নত-বিষ্ণু দে)। {(পর্তুগিজ) sloop}
  • Bengali Word সুলেখ Bengali definition [শুলেখ্‌] (বিশেষণ) ১ সুন্দর লেখাবিশিষ্ট। ২ সুদৃশ্য লিপিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+লেখ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুলেখক Bengali definition [শুলেখক্‌] (বিশেষ্য) ১ উত্তম গদ্য রচয়িতা। ২ লেখক হিসেবে যাঁর সুখ্যাতি আছে। ৩ যিনি সুন্দর হস্তাক্ষরে লেখেন। সুলেখিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+লেখক; সুপ্‌সুপা}
  • Bengali Word সুলেমানি, সুলেমানী Bengali definition [সুলেমানি] (বিশেষ্য) হজরত সুলায়মান নবি সম্পর্কিত (সুলেমানী মণি থরে থর-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) হযরত সুলয়মান (আ.) দ্বারা উদ্ভাবিত বলে লোকবিশ্বাস। {(আরবি) সুলায়মানী}
  • Bengali Word সুলোচন Bengali definition [শুলোচোন্‌] (বিশেষণ) ১ সুন্দর নয়নবিশিষ্ট। সুলোচনা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+লোচন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুলোচনা Bengali definition [শুলোচোনা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ চোখ দেখতে সুন্দর এমন। □ (বিশেষ্য) হরিণী। {(তৎসম বা সংস্কৃত) সু+লোচনা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুলোহিত Bengali definition [শুলোহিত্‌] (বিশেষণ) অতিশয় লালবর্ণ। সুলোহিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+লোহিত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুশম Bengali definition [শুশম্‌] (বিশেষ্য) অত্যধিক শান্তি; উপশম (লোকের সুশম হেতু যত কৈল্ল কাম-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সু+শম; সুপ্‌সুপা}
  • Bengali Word সুশান্ত Bengali definition [শুশান্‌তো] (বিশেষণ) অতিশয় নিরীহ। {(তৎসম বা সংস্কৃত) সু+শান্ত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুশাসন Bengali definition [শুশাশোন্‌] (বিশেষ্য) ন্যায়নীতি অনুযায়ী সুষ্ঠুভাবে রাজ্য শাসন; উত্তম বা উপযুক্ত বা নিরপেক্ষ শাসন। {(তৎসম বা সংস্কৃত) সু+√শাস্‌+অন(ল্যুট্‌); সুপ্‌সুপা}
  • Bengali Word সুশাসিত Bengali definition [শুশাশিতো] (বিশেষ্য) নিয়মিতভাবে পরিচালিত; সুনিয়ন্ত্রিত; উত্তমরূপে বা নিরপেক্ষভাবে শাসিত। {(তৎসম বা সংস্কৃত) সু+শাসিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুশিক্ষা Bengali definition [শুশিক্‌খা] (বিশেষ্য) ১ উৎকৃষ্ট শিক্ষা। ২ সৎ শিক্ষা। {(তৎসম বা সংস্কৃত) সু+শিক্ষা; সুপ্‌সুপা}
  • Bengali Word সুশিক্ষিত Bengali definition [শুশিক্‌খিতো] (বিশেষণ) ১ উত্তম শিক্ষালাভ করেছে এমন। ২ সুশিক্ষাসম্পন্ন। ৩ বিদ্বান। {(তৎসম বা সংস্কৃত) সু+√শিক্ষ্‌+ত(ক্ত); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুশীত Bengali definition [শুশিতো] (বিশেষণ) অতিশয় ঠাণ্ডা; স্নিগ্ধ। {(তৎসম বা সংস্কৃত) সু+শীত; সুপ্‌সুপা}
  • Bengali Word সুশীতল Bengali definition [শুশিতল্‌] (বিশেষণ) অতিশয় শীতল; তৃপ্তিকর ঠাণ্ডা। {(তৎসম বা সংস্কৃত) সু+শীতল; সুপ্‌সুপা}
  • Bengali Word সুশীল Bengali definition [শুশিল্‌] (বিশেষণ) ১ উত্তম স্বভাব বিশিষ্ট; সুন্দর আচরণবিশিষ্ট। ২ সচ্চরিত্র। ৩ (ব্যঙ্গার্থ) গোবেচারা। সুশীলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+শীল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুশীলতা Bengali definition [শুশিরতা] (বিশেষ্য) বিনয়; নম্রতা (আমি তোমার সৌজন্য ও সুশীলতা দর্শনে পরম পরিতোষপ্রাপ্ত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সু+শীলতা; সুপ্‌সুপা}
  • Bengali Word সুশৃঙ্খল Bengali definition [শুস্‌সৃঙ্‌খল্‌] (বিশেষণ) ১ সুনিয়ন্ত্রিত। ২ সুন্দরভাবে ব্যবস্থিত। সুশৃঙ্খলা (বিশেষ্য) সুব্যবস্থা। সুশৃঙ্খলিত (বিশেষণ) নিয়মিতভাবে ব্যবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) সু+শৃঙ্খল}
  • Bengali Word সুশোভন Bengali definition [শুশোভোন্‌] (বিশেষণ) ১ সবদিক থেকে সুন্দর। ২ সম্পূর্ণ উপযুক্ত। ৩ সুসংগত; মানানসই। ৪ অতিশয় শোভাপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) সু+√শুভ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সুশোভিত Bengali definition [শুশোভিতো] (বিশেষণ) সুন্দররূপে সজ্জিত। সুশোভিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+√শোভি+ত(ক্ত)}
  • Bengali Word সুশোষিত Bengali definition [শুশোশিতো] (বিশেষণ) উৎকৃষ্টরূপে শুষ্কীকৃত। {(তৎসম বা সংস্কৃত) সু+√শোষি+ত(ক্ত); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুশ্রব Bengali definition [শুস্‌স্রোবো] (বিশেষণ) সানন্দে শ্রবণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) সু+√শ্রু+অ(খল্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুশ্রাব্য Bengali definition [শুস্‌স্রব্‌বো] (বিশেষণ) শ্রুতিমধুর; শ্রুতিমুখর। {(তৎসম বা সংস্কৃত) সু+শ্রাব্য}
  • Bengali Word সুশ্রী Bengali definition [শুস্‌স্রি] (বিশেষণ) ১ অতিশয় সুন্দর। ২ সুদর্শন (মেয়টি বেশ সুশ্রী)। {(তৎসম বা সংস্কৃত) সু+শ্রী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুশ্রুত Bengali definition [শুস্‌স্রুতো] (বিশেষণ) ভালোরূপে শোনা হয়েছে এমন। □ (বিশেষ্য) ১ সুশ্রুত রচিত ‘সুশ্রুত সংহিতা’ নামক চিকিৎসা-শাস্ত্র। ২ আয়ুর্বেদশাস্ত্রের বিখ্যাত গ্রন্থাকার সুশ্রুত। {(তৎসম বা সংস্কৃত) সু+√শ্রু+ত(ক্ত)}
  • Bengali Word সুশ্রোণি Bengali definition [শুস্‌স্রোনি] (বিশেষণ) শোভন নিতম্ব আছে এমন নারী; সুনিতম্বা; ক্ষীণকটি; সুন্দরী; রূপসী; সুমধ্যমা। {(তৎসম বা সংস্কৃত) সু+শ্রোণি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুশ্লিষ্ট Bengali definition [শুস্‌স্লিশ্‌টো] (বিশেষণ) দৃঢ়ভাবে সংযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সু+√শ্লিষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word সুষনি, সুষুনি Bengali definition [শুশ্‌নি, শুশুনি] (বিশেষ্য) এক ধরনের জলজ শাক (মরেছে কলমীলতা সুষুনি শুকায় দলে দলে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) সুনিষণ্ন>}
  • Bengali Word সুষম Bengali definition [শুশমো] (বিশেষণ) ১ সুন্দর। ২ যথোপযুক্ত উপাদানবিশিষ্ট (সুষম খাদ্য)। ৩ শোভন। ৪ মনোহর। ৫ সদৃশ (সুষম আচরণ)। বিষম (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+সম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word সুষমা Bengali definition [শুশোমা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ সৌন্দর্য; লাবণ্য; মনোহারিতা (বর্ষায় ধোওয়া ফুলের সুষমা বর্ণিতে নাহি পারি-কাজী নজরুল ইসলাম)। ২ পরম শোভা (অসীম সুষমায় প্রকাশ পাইয়াছে-এয়াকুব আলী চৌধুরী)। সুষমাময় (বিশেষণ) ১ রূপবান। ২ সুন্দর (এই পরিবেশটা কত সুন্দর ও সুষমাময়-সৈয়দ মুজতবা আলী)। সুষমাময়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সুষম+আ}