স পৃষ্ঠা ৬৩
- Bengali Word সুরুক, সুলুক Bengali definition [শুরুক্, শুলুক্] (বিশেষ্য) ১ পথ। ২ সন্ধান। ৩ ছিদ্র; রন্ধ্র। ৪ উপায়। ৫ সূত্র; clue। ৬ ব্যবহার। সুরুক সন্ধান (বিশেষ্য) ১ সন্ধান বা খোঁজ-খবর। ২ গোপন সূত্রের বা গুপ্ত বিষয়ের খোঁজ। {(আরবি) সুলুক}
- Bengali Word সুরুচি Bengali definition [শুরুচি] (বিশেষণ) ১ মার্জিত রুচি বা পছন্দবিশিষ্ট। ২ সুন্দর রুচিসম্পন্ন। □ (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত ধ্রুবের বিমাতা। সুরুচিবান, সুরুচিসম্পন্ন (বিশেষণ) উৎকৃষ্ট রুচিসম্মত। {(তৎসম বা সংস্কৃত) সু+রুচি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুরুজ Bengali definition [শুরুজ্] (বিশেষ্য) সূর্য (চান সুরুজ আর গ্রহতারা)। {⇒ সুরজ}
- Bengali Word সুরুয়া Bengali definition ⇒ শুরুয়া
- Bengali Word সুরূপ Bengali definition [শুরুপ্] (বিশেষণ) ১ সুদর্শন; রূপবান (সুযোগ্য সুবুদ্ধি এবং সুরূপ বলিয়া সমাদর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জ্ঞানবান। সুরূপা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)সুন্দরী; রূপবতী (সুরূপা যত পাড়ার মেয়ে পদ্মপুকুরে গা ধুয়ে উঠে গেল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সু+রূপ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুরেখা Bengali definition [শুরেখা] (বিশেষ্য) শুভসূচক লক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) সু+রেখা}
- Bengali Word সুরেণু Bengali definition [শুরেনু] (বিশেষ্য) অতি সূক্ষ্ম কণা বা গুঁড়া। {(তৎসম বা সংস্কৃত) সু+রেণু}
- Bengali Word সুরেন Bengali definition [শুরেন্] (বিশেষ্য) ‘সুরেন্দ্র’-এর সংক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) সুরেন্দ্র>}
- Bengali Word সুরেন্দ্র Bengali definition [শুরেন্দ্রো] (বিশেষ্য) হিন্দুদেবতা ইন্দ্র; দেবরাজ। {(তৎসম বা সংস্কৃত) সুর+ইন্দ্র; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সুরেলা Bengali definition [শুরেলা] (বিশেষণ) অত্যন্ত মধুর সুর বা স্বরযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) সুর+ (বাংলা) এল+আ}
- Bengali Word সুরেশ Bengali definition [শুরেশ্] (বিশেষ্য) ‘সুরেশ্বর’-এর সংক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) সুরেশ্বর>}
- Bengali Word সুরেশ্বর Bengali definition [শুরেশ্শর্] (বিশেষ্য) ১ মহাদেব। ২ শিব। ৩ ইন্দ্র। সুরেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ ভগবতী দুর্গা। ২ গঙ্গা। {(তৎসম বা সংস্কৃত) সুর+ঈশ্বর; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সুরোত্তম Bengali definition [শুরোত্তম্] (বিশেষণ) দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) সুর+উত্তম; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word সুরোৎসব Bengali definition [শুরোত্শব্] (বিশেষ্য) প্রাচীন ভারতের স্ত্রী-পুরুষের সুরাপান উৎসববিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সুরা+উৎসব}
- Bengali Word সুর্কি, সুর্কী, সুরকী Bengali definition ⇒ সুরকি
- Bengali Word সুর্খ Bengali definition [শুর্খ] (বিশেষণ) লাল বর্ণ (গাজী মোস্তফা কামালের সাথে জেগেছে তুকী সুর্খ তাজ-কাজী নজরুল ইসলাম)। সুর্খনূর (বিশেষ্য) লাল আলো (সুবহ সাদিকের সুর্খ পূর্ব আসমান রাঙা হইয়া উঠিতেছে-গোলাম মোস্তফা)। {(ফারসি) সুখ}
- Bengali Word সুর্তি ১, সূর্তি ১, সুরতি ১ Bengali definition [সুর্তি] (বিশেষ্য) ভাগ্যপরীক্ষামূলক খেলা বিশেষ; lottery (উঠিল আমার সুর্তিতে নাম-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(পর্তুগিজ) sorte}
- Bengali Word সুর্তি ২, সুরতি ২, সূর্তি ২, সূর্তী Bengali definition [সুর্তি] (বিশেষ্য) ১ মসলাবিশেষ; জরদা। ২ সুগন্ধি তামাকবিশেষ।। ৩ সুখা। {(হিন্দি) সুরতি}
- Bengali Word সুর্মা Bengali definition ⇒ সুরমা
- Bengali Word সুর্ষা, সুর্শা Bengali definition [শুর্শা] (বিশেষ্য) শিকল আটকানোর জন্য ছিদ্রযুক্ত লৌহদণ্ড। {(তৎসম বা সংস্কৃত) সুষির>}
- Bengali Word সুলক্ষণ Bengali definition [শুলক্খোন্] (বিশেষ্য) ১ সৌভাগ্যের নিশানা বা চিহ্ন। ২ শুভসূচক লক্ষণ। □ (বিশেষণ) শুভ লক্ষণযুক্ত। সুলক্ষণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সু+লক্ষণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুলক্ষিত Bengali definition [শুলোক্খিতো] (বিশেষণ) ভালোভাবে লক্ষ করা হয়েছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত) সু+লক্ষিত; সুপ্সুপা}
- Bengali Word সুলগ্ন Bengali definition [সুলগ্নো] (বিশেষণ) দৃঢ়ভাবে লগ্ন। {(তৎসম বা সংস্কৃত) সু+লগ্ন; সুপ্সুপা}
- Bengali Word সুলতান Bengali definition [সুলতান্] (বিশেষ্য) ১ বাদশাহ; রাজা। ২ তুরস্কের পূর্বতন বাদশাহগণের উপাধিবিশেষ। সুলতানা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বেগম (চাঁদ সুলতানা)। {(আরবি) সুলতান}
- Bengali Word সুলতানাত, সলতনৎ Bengali definition [সুল্তানাত্, সুল্তনত্] (বিশেষ্য) বাদশাহি; রাজত্ব (বাংলার স্বাধীন সুলতানাত্ প্রতিষ্ঠার অনুকূলে আবহাওয়া জোগাইয়াছিল-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। সুলতানি (বিশেষণ) সুলতানবিষয়ক (পাতসাহী শিরপা সুলতানী সুলতানাৎ-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) সুলতানের পদ; সুলতানের রাজত্ব। {(আরবি) সুলতানাত}
- Bengali Word সুলভ Bengali definition [শুলভ্] (বিশেষণ) ১ সহজ। ২ সস্তা। ৩ অল্প মূল্যে মেলে এমন। ৪ স্বাভাবিকভাবে ঘটে এরূপ (শিশুসুলভ)। দুর্লব (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সু+√লব্+অ(খল্)}
- Bengali Word সুলম্ব Bengali definition [শুলম্বো] (বিশেষণ) বেশ লম্বা (সুলম্ব পরিচ্ছদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সু+লম্ব; সুপ্সুপা}
- Bengali Word সুললিত Bengali definition [শুলোলিতো] (বিশেষণ) ১ অতিশয় সুন্দর বা মনোহর (আজানুলম্বিত বাহু সুললিত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অত্যন্ত কোমল ও মধুর। {(তৎসম বা সংস্কৃত) সু+ললিত; সুপ্সুপা}
- Bengali Word সুলিখিত Bengali definition [শুলিখিতো] (বিশেষণ) উত্তমরূপে লিখিত বা অঙ্কিত; সুন্দররূপে রচিত; সুরচিত। {(তৎসম বা সংস্কৃত) সু+লিখিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সুলুক Bengali definition ⇒ সুরুক