Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word সংদিল, সঙ্গদিল Bengali definition [শঙ্‌দিল্‌, শঙ্‌গোদিল্‌] (বিশেষণ) কঠিন হৃদয়; নিষ্ঠুর (চৌচির হয় সঙ্গদিল হতে পিশাচের কালো ছিনা-ফররুখ আহমদ)। {(ফারসি) সংগদিল}
 • Bengali Word সংনমন Bengali definition [শঙ্‌নমোন্] (বিশেষ্য) (বিজ্ঞানে) চাপ প্রয়োগে সংকোচন; compression। সংনমিত (বিশেষণ) চাপ প্রয়োগে সংকুচিত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√নম্‌+অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংপুট Bengali definition ⇒ সম্পুট
 • Bengali Word সংপৃক্ত Bengali definition [শঙ্‌প্রিক্‌তো] (বিশেষণ) ১ সম্বন্ধযুক্ত (অন্ততঃ সে সংস্কার সংপৃক্ত-আহমদ শরীফ)। ২ সংমিশ্রিত। ৩ সংযুক্ত। ৪ মিলিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√পৃচ্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংবরণ, সম্বরণ Bengali definition [শঙ্‌বরোন্‌, শম্‌বরোন্‌] (বিশেষ্য) ১ নিবারণ; দমন (ক্রোধ সংবরণ; নৃত্য সংবরণ কর-রাজশেখর বসু (পরশু))। ২ সংগোপন (সংবরিয়া ভাব-অশ্রু-নীর, চিত্ত রবে পরিপূর্ণ অখণ্ড গভীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। সংবর, সম্বর (ক্রিয়া) সংবরণ দমন বা নিবারণ কর। সংবরা, সম্বরা (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) দমন করা; নিবারণ করা (কে সম্বরে ... এ তিন ভুবনে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ গুছানো। □ (বিশেষ্য) ১ ফোড়ন দেওয়া। ২ ফোড়ন; সাঁতলানোর মসলা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বৃ+অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংবর্ত Bengali definition [শঙ্‌বর্‌তো] (বিশেষ্য) অধিক বর্ষণকারী মেঘ; প্রলয় বর্ষণ (এ যেন মহাপ্রলয় সংবর্ত)। সংবর্তক, সংবর্তন (বিশেষ্য) প্রলয়কালীন মেঘ; প্রভূত বর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বৃৎ+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংবর্তি, সংবর্তিকা Bengali definition [শঙ্‌বোর্‌তি, শঙ্‌বোর্‌তিকা] (বিশেষ্য) ১ প্রদীপের সলিতাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বৃৎ+ই(ইন্‌), অক(ণ্বুল্‌)}
 • Bengali Word সংবর্ধক Bengali definition [শঙ্‌বর্‌ধোক্‌] (বিশেষণ) ১ অতিশয় বৃদ্ধিকারী (শক্তি সংবর্ধক)। ২ সম্মানকারী; সম্মান প্রদর্শনসহ অভ্যর্থনা-কারী; সংবর্ধনাকারী (অতিথি সংবর্ধক)। সংবর্ধন, সংবর্ধনা (বিশেষ্য) ১ অতি বৃদ্ধি; বাড়ানো। ২ সম্মানের সঙ্গে অভ্যর্থনা; সম্মাননা। সংবর্ধিত (বিশেষণ) সসম্মানে অভ্যর্থিত (এ সভায় সংবর্ধিত মন্ত্রী মহোদয়)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বৃধ্‌+অক(ণ্বুল্‌)}
 • Bengali Word সংবলিত, সম্বলিত Bengali definition [শঙ্‌বোলিতো, শম্‌বোলিতো] (বিশেষণ) মিশ্রিত; সংযোজিত; সমন্বিত (সংস্কারসংবলিত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বল্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংবহ Bengali definition [শঙ্‌বহো] (বিশেষ্য) ১ বহনকারী। ২ শরীরস্থ পঞ্চ বায়ুর অন্যতম। ৩ মেঘ বহনকারী বায়ুবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বহ্‌+অ(অচ্‌)}
 • Bengali Word সংবহন Bengali definition [শঙ্‌বহোন্‌] (বিশেষ্য) বহন; সঞ্চালন; circulation। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বহ্‌+অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংবাদ Bengali definition [শঙ্‌বাদ্‌] (বিশেষ্য) ১ খবর; সমাচার; বার্তা। ২ শারীরিক ও বৈষয়িক অবস্থা (তোমার সংবাদ কী?)। ৩ পরস্পর কথোপকথন (সখীসংবাদ)। সংবাদপত্র (বিশেষ্য) খবরের কাগজ। সংবাদবহ, সংবাদবাহক, সংবাদবাহী (বিশেষ্য) ১ এক জায়গা থেকে অন্য জায়গারয় যে সংবাদ বহন করে; messenger। ২ ডাকহরকরা। সংবাদিকা (বিশেষ্য) খবরের কাগজের স্তম্ভে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ক্ষুদ্র ক্ষুদ্র সংবাদ। সংবাদী (-দিন্‌) (বিশেষণ) ১ সম্ভাষী। ২ তুল্য; সদৃশ। □ (বিশেষ্য) সঙ্গীতে মূল সুরের সহায়ক সুর। সংবাদিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বদ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংবাহ, সংবাহন Bengali definition [শঙ্‌বাহো, শঙ্‌বাহোন্‌] (বিশেষ্য) ১ কোনো কিছু বহন। ২ অঙ্গমর্দন; massage। সংবাহক (বিশেষণ) ১ ভারাদি বহনকারী। ২ অঙ্গ মর্দনকারী। সংবাহিকা (স্ত্রীলিঙ্গ)(রক্তসংবাহিকা নাড়ি; পলি সংবাহিকা নদী)। সংবাহিত (বিশেষণ) ১ যথাযথভাবে বহন করা হয়েছে এমন। ২ দেহ মর্দন করা হয়েছে এমন; মর্দিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বহ+ণিচ্‌+অ(ঘঞ্‌); অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংবিগ্ন Bengali definition ⇒ সংবেগ
 • Bengali Word সংবিত্তি Bengali definition [শঙ্‌বিত্‌তি] (বিশেষ্য) ১ অনুভব; অনুভূতি। ২ জ্ঞান; চেতনা। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিদ্‌+তি(ক্তি)}
 • Bengali Word সংবিদা Bengali definition [শঙ্‌বিদা] (বিশেষ্য) কোনো কাজ ইত্যাদি করার জন্য চুক্তি; agreement। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিদ্‌+আ(আপ্‌)}
 • Bengali Word সংবিদিত Bengali definition [শঙ্‌বিদিতো] (বিশেষণ) জ্ঞাত; অবগত (এ সংবাদ সর্বসংবিদিত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিদ্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংবিধা, সংবিধান Bengali definition [শঙ্‌বিধা, শঙ্‌বিধান্‌] (বিশেষ্য) ব্যবস্থাপনা; নিয়ম; বিধি; রচনা। ২ অবস্থা বিশেষের উপযোগী হওয়া বা করা (এ অবস্থার সংবিধান কর)। ৩ রাষ্ট্রের গঠন ও পরিচালনা পদ্ধতি সংক্রান্ত নিয়মাবলি; রাষ্ট্র গঠনতন্ত্র; শাসনতন্ত্র; constitution। সংবিধাতা (বিশেষ্য) ১ বিহিত ব্যবস্থাকারী। ২ আল্লাহ। সাংবিধানিক (বিশেষণ) সংবিধান সংক্রান্ত; রাষ্ট্রের শাসনতন্ত্র অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+বি+√ধা+অ(অঙ্‌), অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংবিভক্ত Bengali definition [শঙ্‌বিভক্‌তো] (বিশেষণ) সম্যকরূপে বিভক্ত; পৃথক্‌কৃত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+বি+√ভজ্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংবিভাগ Bengali definition [শঙ্‌বিভাগ্‌] (বিশেষ্য) পৃথক্‌করণ; ভাগকরণ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+বি+√ভজ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংবিষ্ট Bengali definition [শঙ্‌বিশ্‌টো] (বিশেষণ) ১ সুপ্ত; নিবিষ্ট; শায়িত। ২ মন্ত্র দিয়ে সম্মোহিত করা হয়েছে এমন; hypnotized। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিশ্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংবিৎ(-বিদ্‌) Bengali definition [শঙ্‌বিত্‌] (বিশেষ্য) ১ প্রতিজ্ঞা। ২ চেতনা; জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিদ্‌+ক্বিপ্‌}
 • Bengali Word সংবীক্ষণ Bengali definition [শঙ্‌বিক্‌খন্‌] (বিশেষ্য) পর্যবেক্ষণ; সম্যক দর্শন (দেশসংবীক্ষন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+বি+√ঈক্ষ্‌+অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংবৃত Bengali definition [শঙ্‌বৃতো](বিশেষণ) ১ আচ্ছাদিত; লুক্কায়িত (সংবৃত স্বর)। ২ সংকুচিত (ভয় সংবৃত আত্মা)। সংবৃতি (বিশেষ্য) ১ আচ্ছাদন; আবরণ। ২ গোপন ((তৎসম বা সংস্কৃত) সম্‌+√বৃ+ত(ক্ত)}
 • Bengali Word সংবৃত্ত Bengali definition [শঙ্‌বৃত্‌তো] (বিশেষণ) ১ নিষ্পন্ন; সম্পাদিতা। ২ জাত (বেদনা-সংবৃত্ত অনুভূতি)। সংবৃত্তা স্ত্রী। সংবৃত্তি (বিশেষ্য) ১ সম্পাদন; সংঘটন। ২ উৎপাদন; জন্ম। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বৃৎ+ ত(ক্ত)}
 • Bengali Word সংবেগ Bengali definition [শঙ্‌বেগ্‌] (বিশেষ্য) ১ উদ্বেগ; ত্রস্তভাব। ২ আবেগ (হৃদয়ের সংবেগ)। ৩ ভয়জনিত ত্বরা বা শীঘ্রতা (ব্যাঘ্র দর্শনে হরিণ শাবকের সংবেগ)। সংবিগ্ন (বিশেষণ) আবেগপ্রবণ; উদ্বেলিত (সংবিগ্ন হৃদয়ানুভূতি)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিজ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংবেদ, সংবেদন, সংবেদনা Bengali definition [শঙ্‌বেদ্‌, শঙ্‌বেদোন্‌, শঙ্‌বেদোনা] (বিশেষ্য) ১ জ্ঞান; অভিজ্ঞতা; অনুভব; sensation। সংবেদনশীল (বিশেষণ) অনুভূতিপ্রবণ (সংবেদনশীল ব্যক্তি পরদুঃখকাতর)। সংবেদনশীলতা (বিশেষ্য) সহানুভূতি; অনুভূতি (তিনি তাঁর স্বভাবদত্ত সংবেদনশীলতা তথা দৃকশক্তির ব্যবহার প্রায় ভুলে গেলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। সংবেদিত (বিশেষণ) অনুভব করা হয়েছে এমন; আবদ্ধ (কী এক মোহ তৈরি করছে, দুজনে তার মধ্যে সংবেদিত-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিদ্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word সংবেদ্য Bengali definition [শঙ্‌বেদ্‌দো] (বিশেষণ) ১ অনুভবযোগ্য। ২ বিজ্ঞাপনীয়; বিজ্ঞাপিত হওয়ার যোগ্য। ৩ জানতে হবে এমন; জ্ঞেয়। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিদ্‌+য(ণ্যৎ)}
 • Bengali Word সংবেশ Bengali definition [শঙ্‌বেশ্‌] (বিশেষ্য) ১ নিদ্রা; শয়ন। ২ উপবেশন। সংবেশক (বৈশা) (বিশেষ্য) (বিশেষণ) যে সম্মোহন করে। সংবেশন (বৈশা) (বিশেষ্য) ১ সম্মোহন অবস্থা; সম্মোহন; hypnotism। ২ সঙ্গম। সংবেশিত (বিশেষণ) ১ শায়িত। ২ সম্মোহিত। ৩ উপবেশিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√বিশ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংবৎ Bengali definition [শঙ্‌বত্‌] (বিশেষ্য) ১ রাজা বিক্রমাদিত্য প্রবর্তিত অব্দ (খ্রিস্টাব্দ+৫৬ বা ৫৭ বৎসর)। ২ বছর। {(তৎসম বা সংস্কৃত) সংবদ্‌>}