Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word সংক্ষুব্ধ Bengali definition [শোঙ্‌খুব্‌ধো] (বিশেষণ) ১ অতিশয় ক্ষুব্ধ হয়েছে এমন। ২ আকুল। ৩ আলোড়িত; আন্দোলিত (নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্ষুভ্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংক্ষেপ Bengali definition [শঙ্‌খেপ্‌] (বিশেষ্য) ১ অল্পীকরণ; ক্ষুদ্র আকারকরণ। ২ বাহুল্যবর্জিত রূপ (একটু যদি সংক্ষেপে সারো অধিক ক্ষতি হবে না তায় কারো-রবীন্দ্রনাথ ঠাকুর)। সংক্ষেপকরণ (বিশেষ্য) সংক্ষেপণ; অল্পীকরণ; কমানো। সংক্ষেপত, সংক্ষেপতঃ (ক্রিয়াবিশেষণ) সংক্ষেপে; সংকুচিতভাবে। সংক্ষেপিত (বিশেষণ) কমানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্ষিপ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংক্ষোভ Bengali definition [শঙ্‌খোভ্‌] (বিশেষ্য) ১ উত্তেজনা; ব্যাকুলতা। ২ আলোড়ন। □ (বিশেষণ) অত্যন্ত ক্ষোভ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ক্ষুভ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংখ্যক Bengali definition [শঙ্‌খোক্‌] (বিশেষণ) ১ ক্রম বা সংখ্যার পরিমাণ নির্দেশক (যে সংখ্যক...প্রকাশিত হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বহুব্রীহি সমাসের উত্তর পদরূপে ব্যবহৃত সংখ্যার পূরক। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√খ্যা+ক(কপ্‌)}
 • Bengali Word সংখ্যা Bengali definition [শোঙ্‌খা] (বিশেষ্য) ১ গণনা। ২ রাশি; number। ৩ অঙ্ক; figure; হিসাব-নিকাশের ক্রম যথা-১, ২, ৩ প্রভৃতি। ৪ বিচার (সাংখ্যেতে কি হবে সংখ্যা আত্মনিরূপণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। সংখ্যাগরিষ্ঠ (বিশেষণ) সংখ্যায় সর্বাপেক্ষা বেশি এমন (সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়)। সংখ্যাগুরু (বিশেষ্য) তুলনামূলকভাবে সংখ্যায় যা অপেক্ষাকৃত বড়; majority। সংখ্যাত (বিশেষণ) গণিত; গণনা করা হয়েছে এমন; বিচারিত। সংখ্যাতীত (বিশেষণ) গণনা করা যায় না এমন; অসংখ্য; অগণিত। সংখ্যান (বিশেষ্য) সংখ্যাকরণ; সংখ্যা নির্ধারণ। সংখ্যাভূয়িষ্ঠ (বিশেষণ) প্রচুর; বহু সংখ্যক (সেইজন্য উপরের স্তরগুলো অজেয় নয়; বরং সংখ্যাভূয়িষ্ঠ-সুধীন্দ্রনাথ দত্ত)। সংখ্যালঘিষ্ঠ (বিশেষণ) সংখ্যায় যা সর্বাপেক্ষা ক্ষুদ্র বা ছোট। সংখ্যালঘু, সংখ্যাল্প (বিশেষ্য) যা সংখ্যায় ছোট বা অল্প; minority। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+ √খ্যা+অ(ক)+আ(টাপ্‌)}
 • Bengali Word সংখ্যাপন Bengali definition [শোঙ্‌খাপোন্‌] (বিশেষ্য) স্থিরীকরণ। সংখ্যাপনপিত (বিশেষণ) নির্ধারিত সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে এমন (সংখ্যাপিত পুস্তক)। সংখ্যেয় (বিশেষণ) গণনীয়; সংখ্যা করতে হবে এমন (সংখ্যেয় জনতা)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√খ্যা+অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংগ, সঙ্গ ১ Bengali definition [শঙ্‌গো] (বিশেষ্য) পাথর; প্রস্তর। সংগদিল, সঙ্গদিল (বিশেষণ) পাষাণপ্রাণ; অত্যাচারী (কেন সে তখন জামিল রাজার প্রসাদে পশি বেছে বেছে ঐ সঙ্গদিলদের কবজ করেনি জান-কাজী নজরুল ইসলাম)। সংগসার, সঙ্গসার, সঙ্গেসার (বিশেষ্য) পাথরের আঘাতে মৃত্যু ঘটানো। সঙ্গে মর্মর, সঙ্গে মর্মর (বিশেষ্য) মূল্যবান পাথরবিশেষ; মর্মর পাথর (মেঝেতে সঙ্গে মর্মর দিবার ইচ্ছা আছে-ইহক)। {(ফারসি) সংগ}
 • Bengali Word সংগঠন Bengali definition [শঙ্‌গঠোন] (বিশেষ্য) ১ সুসংবদ্ধকরণ; গঠনকরণ; নির্মাণ কিছু লোক মিলে গড়ে তোলা দল বা প্রতিষ্ঠান। ৪ পরিপুষ্টিসাধন (শরীর সংগঠন)। সংগঠিত (বিশেষণ) সুসংবদ্ধ হয়েছে এমন; সুষ্ঠুভাবে গঠন করা হয়েছে এমন (তাঁরই চেষ্টায় শ্রমিক সমাজ সংগঠিত হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঘট্+অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংগত, সঙ্গত Bengali definition [শঙ্‌গতো] (বিশেষণ) ১ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরের মিল (তার সখা ... যখন কীচক রন্ধ্রে মুখ দিয়ে বংশীবাদন করেন তখন সে মৃদঙ্গের সংগত করে-প্রমথ চৌধুরী); আর এমজন ..... তবলায় সংগত করিতেছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উপযুক্ত; উচিত; সমীচীন (সঙ্গত কারণ)। ৩ মিলিত; যুক্ত। ৪ অনুযায়ী; অনুসারী (ন্যায়সঙ্গত)। □ (বিশেষ্য) গানের সঙ্গে বাজনার মিল (তবলা সঙ্গত)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গম্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংগতি, সঙ্গতি Bengali definition [শঙ্‌গোতি] (বিশেষ্য) ১ সংস্থান; সঞ্চয়; অর্থ সম্পদ (তাহার নিজের হাতে অল্প কিছু সংগতি ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নৈকট্য; সাহচর্য (জিবরিলে বলিলা এহি মৃত্যু অধিপতি আল্লাহ হুকুমে আইলা আমার সঙ্গতি-সৈয়দ সুলতান)। ৩ মিলন। ৪ মিল; সামঞ্জস্য (নয়নে নয়নে সঙ্গতি হইলে তৎক্ষণাৎ মুখ ফিরাইয়া লয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ ব্যবস্থা; উপায় (এখানে অন্যবিধ শয্যার সঙ্গতি নাই-বিদ্যাপতি)। ৬ যোগ্যতা; ক্ষমতা। সংগতিপন্ন, সংগতিশালী, সংগতিসম্পন্ন (বিশেষণ) ধনবান; অর্থবান (এক্ষণে আমি বিলক্ষণ সঙ্গতিপন্ন এবং সর্বত্র মান্য ‍ও গণ্য হইয়াছি-বিদ্যাপতি)। সংগতিশূন্য, সংগতিহীন (বিশেষণ) দরিদ্র; সম্বলহীন; অভাবগ্রস্ত (একদা যে সঙ্গতিপন্ন ছিল আজ সে সংগতিহীন)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গম্‌+তি(ক্তি)}
 • Bengali Word সংগম, সঙ্গম Bengali definition [শঙ্‌গম্‌] (বিশেষ্য) ১ সম্ভোগ; দৈহিক মিলন; সহবাস। ২ একাধিক নদীর অথবা নদী ও সাগরের মিলন স্থান (সাগরসঙ্গম, গঙ্গা যমুনার সঙ্গমস্থল)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গম্‌+অ(অপ্‌)}
 • Bengali Word সংগিন Bengali definition ⇒ সঙ্গিন
 • Bengali Word সংগীত, সঙ্গীত Bengali definition [শোঙ্‌গিত্‌] (বিশেষ্য) গান; গান-বাজনা; গীতবাদ্য; বাদ্যযন্ত্রের সুর লয় ধ্বনি (সংগীত চর্চা)। সাংগীতিক (বিশেষণ) সংগীতদ বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গৈ+ত(ক্ত)}
 • Bengali Word সংগুপ্ত Bengali definition [শঙ্‌গুপ্ত] (বিশেষণ) বিশেষভাবে গোপনীয়। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গুপ্ত্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংগৃহীত Bengali definition [শঙ্‌গ্রিহিতো] (বিশেষণ) সংকলিত; সংগ্রহ করা হয়েছে এমন (সংগৃহীত পণ্যসম্ভার)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গ্রহ্‌+ত(ক্ত)}
 • Bengali Word সংগোপন, সঙ্গোপন Bengali definition [শঙ্‌গোপোন্‌] (বিশেষ্য) ১ সম্পূর্ণ গোপন; লুকানো। ২ আত্মগোপন (সংগোপনে আছে কত জ্ঞানী; কোন সঙ্গোপন রাত্রির বিদ্যুৎস্পন্দন যেন-বুদ্ধদেব বসু)। সংগোপনে (ক্রিয়াবিশেষণ) গুপ্তভাবে; লোকচক্ষুর অগোচরে বা অন্তরালে (সংগোপনে বেদনায় কাঁদে কতজন)। সংগোপিত, সঙ্গোপিত (বিশেষণ) গুপ্ত অবস্থায় রক্ষিত; লুক্কায়িত (বাল্মীকি, যত্নপূর্বক এই বিষয় তাহাদের বোধ বিষয় হইতে সঙ্গোপিত করিয়া রাখিয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গুপ্‌+ অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংগ্রহ, সংগ্রহণ Bengali definition [শঙ্‌গ্রোহো, শঙ্‌গ্রোহোন্‌] (বিশেষ্য) ১ আহরণ; বিক্ষিপ্ত বস্তু সকল একত্রকরণ (কবিতাসংগ্রহ)। ২ সঞ্চয় (অর্থসংগ্রহ)। ৩ চয়ন (পুষ্পসংগ্রহ)। সংগ্রহশালা (বিশেষ্য) চোট জাদুঘর; শিল্পকর্ম ইত্যাদি রাখার জন্য গৃহ বা ভবন। সংগ্রহণী (বিশেষ্য) ১ গ্রহণী রোগবিশেষ। ২ সংগ্রহণের কাজ। সংগ্রহীতা(-তৃ), সংগ্রাহক (বিশেষণ) সংগ্রহকারী; আহরণকারী। সংগ্রহিত্রী, সংগ্রাহিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√গ্রহ্‌+অ(অচ্‌), অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংগ্রাম Bengali definition [শঙ্‌গ্রাম্‌] (বিশেষ্য) ১ যুদ্ধ (মোগল-পাঠানে সংগ্রাম)। ২ প্রচেষ্টা। সংগ্রামশক্তি (বিশেষ্য) যে শক্তির প্রবল বিরোধিতার মুখে টিকে থাকা যায় (জীবনীশক্তিবর্ধক ও সংগ্রামশক্তিপ্রদায়ক-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) √সংগ্রাম+অ(অচ্‌)}
 • Bengali Word সংঘ, সঙ্ঘ Bengali definition [শঙ্‌ঘো] (বিশেষ্য) ১ দল; সমূহ (সঙ্ঘবদ্ধ)। ২ সমিতি; প্রতিষ্ঠান (ছাত্রসঙ্ঘ)। ৩ বৌদ্ধ ভিক্ষু সমাজ। সংঘচারী (বিশেষণ) দলবদ্ধভাবে বিচরণকারী। □ (বিশেষ্য) মাছ। সংঘজীবী (বিশেষ্য) (বিশেষণ) শ্রমিক; মজদুর। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√হন্‌+অ(অপ্‌)}
 • Bengali Word সংঘটক Bengali definition [শঙ্‌ঘটোক্‌] (বিশেষ্য) সংঘটনকারী। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঘটি+অক(ণ্বুল্‌)}
 • Bengali Word সংঘটন Bengali definition [শঙ্‌ঘটোন্‌] (বিশেষ্য) ১ মিলন; যোজন; একত্রকরণ (যে রূপে পার ঐ হৃদয়চোর ব্যক্তির সহিত আমার সংঘটন করিয়া দেও-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ঘটনা। ৩ গঠন। ৪ সংঘর্ষ। সংঘটিত (বিশেষণ) ১ সম্যক ঘটিত; অনুষ্ঠিত (বারিসংঘটিত ঘটে সু-সিন্দুর আঁকি ও সুন্দর পদযুগ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সাধিত (চক্রান্তকারিগণ কর্তৃক এই ঘটনা সংঘটিত হইয়াছে-রহিম)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঘট্‌+অন(ল্যুট্‌)}
 • Bengali Word সংঘট্ট, সঙ্ঘট্ট Bengali definition [শঙ্‌ঘট্‌টো] (বিশেষ্য) পরস্পর মিলন; সংঘর্ষ (বাংলা কাব্যও অসংলগ্ন ভাব ছবির অনিকাম সংঘট্ট-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) সংঘটিত; সংঘর্ষিত (লটাপট জটাজুট সংঘট্ট গঙ্গা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঘট্ট+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংঘর্ষ, সংঘর্ষণ Bengali definition [শঙ্‌ঘর্‌শো, শঙ্‌ঘর্‌শন্‌] (বিশেষ্য) পরস্পর ঠোকাঠুকি; মর্দন; ধাক্কা (গাড়িতে গাড়িতে সংঘর্ষ)। সংঘষ্ট (বিশেষণ) ঘর্ষিত; ধাক্কাপ্রাপ্ত; বিবদমান। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঘৃষ্+অ(ঘঞ্‌), অন(ল্যুট্)}
 • Bengali Word সংঘাত Bengali definition [শঙ্‌ঘাত্‌] (বিশেষ্য) ১ পরস্পর আঘাত; সংঘর্ষ। ২ সমষ্টি। ৩ নিবিড়তা। ৪ কোনো গতিশীল বস্তুর অন্য বস্তুর সঙ্গে সংঘর্ষ। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√হন্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word সংঘারাম, সঙ্ঘারাম Bengali definition [শঙ্‌ঘারাম্‌] (বিশেষ্য) বৌদ্ধ মঠ বা আশ্রম। {(তৎসম বা সংস্কৃত) সঙ্‌ঘ+আরাম}
 • Bengali Word সংঘৃষ্ট Bengali definition ⇒ সংঘর্ষ
 • Bengali Word সংচিত্রিত Bengali definition [শঙ্‌চিত্‌ত্রিতো] (বিশেষণ) সম্যকরূপে চিত্রিত (সংকীর্তিত ভাষা যেমন, তেমনি সংচিত্রিত-ভাষাও একটা ভাষা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চিত্রি+ত(ক্ত)}
 • Bengali Word সংচূর্ণিত Bengali definition [শঙ্‌চুর্‌নিতো] (বিশেষণ) সম্পূর্ণভাবে চূর্ণ হয়েছে এমন (সংচূর্ণিত হীরক)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চূর্ণ+ত(ক্ত)}
 • Bengali Word সংজ্ঞা Bengali definition [শোঙ্‌গাঁ] (বিশেষ্য) ১ চৈতন্য; অনুভূতি (রোগীর সংজ্ঞা নাই)। ২ আখ্যা; নাম; definition (ধ্বনিবিজ্ঞানের সংজ্ঞা) লাক্ষণিক বা গুণগত পরিচিতি। ৩ জ্ঞান; বুদ্ধি (তখন সে সংজ্ঞা হারাইয়া ফেলিয়াছে-সৈয়দ সুলতান)। ৪ বিশেষ্যপদ। সংজ্ঞান (বিশেষ্য) চেতনা; সম্যক জ্ঞান; সঙ্কেত। সংজ্ঞানাশক, সংজ্ঞাবিঘাতক, সংজ্ঞাবিঘাতী(-তিন্‌) (বিশেষণ) চৈতন্য বিলোপক; জ্ঞান হরণকারী। সংজ্ঞাবিঘাতিনী (স্ত্রীলিঙ্গ)। সংজ্ঞার্থ (বিশেষ্য) পারিভাষিক অর্থ; definition। সংজ্ঞাহারা (বিশেষণ) চেতনারহিত; নিস্তব্ধ; অসাড় (মুগ্ধ জগৎ মৌন দিবা; সংজ্ঞাহারা রাত-সত্যেন্দ্রনাথ দত্ত)। সংজ্ঞিত (বিশেষণ) নাম যুক্ত; আখ্যাত; উক্ত; বলা হয়ে থাকে বা আখ্যা দেওয়া হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√জ্ঞা+অ(অঙ্‌)}
 • Bengali Word সংজ্ঞাপন Bengali definition [শঙ্‌গাঁপোন্‌] (বিশেষ্য) বিজ্ঞাপন; জানানো।। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞাপি+অন(ল্যুট্‌)}