Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word সদর্প Bengali definition [শদর্‌পো] (বিশেষণ) অহঙ্কৃত; গর্বিত (সদর্প আস্ফালন করা)। সদর্পে (ক্রিয়াবিশেষণ) দর্পের সঙ্গে (সদর্পে চলে যাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+দর্প; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word সদস্য Bengali definition [শদোশ্‌শো] (বিশেষ্য) সঙ্ঘ, সমিতি, প্রতিষ্ঠান প্রভৃতির সভ্য; member। {(তৎসম বা সংস্কৃত) সদস্‌+য(যৎ)}
 • Bengali Word সদসৎ Bengali definition [শদশত্‌] (বিশেষণ) ১ ভালো ও মন্দ; সৎ ও অসৎ। ২ অস্তিত্বযুক্ত ও অস্তিত্বহীন। {(তৎসম বা সংস্কৃত) সৎ+অসৎ; (দ্বন্দ্ব সমাস)}
 • Bengali Word সদা Bengali definition [শদা] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সর্বদা; হামেশা; সবসময়ে; চিরদিন। সদাগতি (বিশেষণ) সব সময়ে গতিশীল। □ (বিশেষ্য) সুর্য। সদানন্দ, সদানন্দময় (বিশেষণ) সর্বদা আনন্দময় (সৌদামিনী ঘন সনে ভ্রমে সদানন্দ মনে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) পরমাত্মা। সদাপুষ্প (বিশেষণ) সর্বদা ফুলে ফুলে ভরা। □ (বিশেষ্য) নারকেল গাছ। সদাফল (বিরল) (বিশেষ্য) ফলবিশেষ (জামির তুরঞ্জ দ্রাক্ষা মহুয়া বাদাম বেল শ্রীফল সদাফল কলা জাম-সৈয়দ আলাওল)। সদাব্রত (বিশেষ্য) সর্বদা ব্রত; অন্নসত্র। সদাশিব (বিশেষণ) শান্ত; প্রসন্ন; উদার (তোমার সদাশিব ভয়ানকভাবে খেটেছে ওর উপর-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) হিন্দু দেবতা শিব। সর্বদা (অব্যয়) সব সময়; হরহামেশা। {(তৎসম বা সংস্কৃত) সব+দা; নিপাতনে সিদ্ধ}
 • Bengali Word সদাই, সদায় Bengali definition [শদাই, সদায়] (বিশেষ্য) পণ্যদ্রব্য; বেসাতি; সওদা (হাটের সদাই জলীর বিলেতে দুহাতে ছুঁড়িয়া ফেলি-জসীমউদ্‌দীন)। {(ফারসি) সৱদা}
 • Bengali Word সদাগতি Bengali definition ⇒ সদা
 • Bengali Word সদাগর Bengali definition ⇒ সওদাগর
 • Bengali Word সদাচার Bengali definition [শদাচার্‌] (বিশেষণ) ধর্মসম্মত (সদাচার অনুষ্ঠান)। □ (বিশেষ্য) সদ্ব্যবহার; সাদু আচরণ। সদাচারী(-রিন্‌) (বিশেষ্য) (বিশেষণ) সদাচারসম্পন্ন ব্যক্তি; শাস্ত্রবিহিত আচরণকারী (তিনি সদাচারীকে সমাদর করেন)। সদাচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+আচার; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদাত্মা Bengali definition [শদাত্‌তাঁ] (বিশেষণ) সদাশয়; সাধু। {(তৎসম বা সংস্কৃত) সৎ+আত্মা}
 • Bengali Word সদানন্দ, সদাপুষ্প, সদাফল, সদারত Bengali definition ⇒ সদা
 • Bengali Word সদালাপ Bengali definition [শদালাপ্‌] (বিশেষ্য) কলুষমুক্ত কথাবার্তা; সৎ কথাবার্তা (শিক্ষাসংক্রান্ত সদালাপ)। সদালাপী (বিশেষণ) সর্বদা সৎ কথা বলে এমন; অমায়িক। {(তৎসম বা সংস্কৃত) সৎ+আলাপ; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদাশয় Bengali definition [শদাশয়্‌] (বিশেষণ) দয়ালু; উদারচেতা; মহানুভব (মুহসিনের মতো সদাশয় ব্যক্তি জগতে বিরল)। সদাশয়া (স্ত্রীলিঙ্গ)। সদাশয়তা (বিশেষ্য) মহানুভবতা; সহৃদয়তা। {(তৎসম বা সংস্কৃত) সৎ+আশয়}
 • Bengali Word সদিচ্ছা Bengali definition [শদিচ্‌ছা] (বিশেষ্য) সাধু অভিলাষ; মঙ্গল বাসনা; শুভ কামনা। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ইচ্ছা; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদিয়াল Bengali definition [শোদিয়াল্‌] (বিশেষণ) একশত সৈন্যের নেতা (দফাদার জমাদার চলে সদীয়াল-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) শদী+(হিন্দি) ৱাল}
 • Bengali Word সদুত্তর Bengali definition [শদুত্‌তর্‌] (বিশেষ্য) যথাযথ জবাব; সন্তোষজনক উত্তর (পরীক্ষায় অনেকেই সদুত্তর দিতে পারে না)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+উত্তর; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদুদ্দেশ্য Bengali definition [শদুদ্‌দেশ্‌শো] (বিশেষ্য) সৎ সংকল্প; সাধু উদ্দেশ্য; নেক নিয়ত (সদুদ্দেশ্যের অভাবে অভিপ্রায় সিদ্ধ হয় না)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+উদ্দেশ্য; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদুপায় Bengali definition [শদুপায়্‌] (বিশেষ্য) ১ সাধু পন্থা; সৎ পথ; ন্যায় পথ; সমাধান (সমস্যার সদুপায়)। ২ সংস্থান; আয়। {(তৎসম বা সংস্কৃত) সৎ+উপায়; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদুরে Bengali definition ⇒ সদর
 • Bengali Word সদৃশ Bengali definition [শদৃশো] (বিশেষণ) সমজাতীয়; সমান; তুল্য (তার সদৃশ লোক সমাজে বিরল)। সদৃশতা (বিশেষ্য) তুল্যতা; অনুরূপতা; সাদৃশ্য। সদৃশবিধান (বিশেষ্য) যা দ্বারা রোগ উৎপন্ন হয় তা দ্বারা চিকিৎসা-এরূপ পদ্ধতিতে চিকিৎসা; হোমিওপ্যাথি। {(তৎসম বা সংস্কৃত) সমান+√দৃশ+অ(কঞ্‌)}
 • Bengali Word সদ্গতি Bengali definition [শদ্‌গোতি] (বিশেষ্য) ১ ‍উত্তম গতি বা পরিণাম; সুব্যবস্থা (মেয়েটির সদ্গতি করা)। ২ মৃত্যু; মুক্তি (আত্মার সদ্গতি প্রার্থনা)। ৩ (ব্যঙ্গার্থ) অপব্যয়; নষ্ট (শুঁড়ির দোকানে অর্থের সদ্গতি করা)। ৪ (ব্যঙ্গার্থ) ভোজন (মাংস-পরোটার সদ্গতি)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+গতি; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদ্ধর্ম Bengali definition [শদ্‌ধর্‌মো] (বিশেষ্য) ১ সত্য ধর্ম; শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ধর্ম। ২ বৌদ্ধ ধর্মে উক্ত বুদ্ধ, সঙ্ঘ ও ধর্ম-এ ত্রিরত্নের অন্যতম। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ধর্ম; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদ্বিচার Bengali definition [শদ্‌বিচার্‌] (বিশেষ্য) ন্যায়সঙ্গত বিচার; ইনসাফ; সুমীমাংসা। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বিচার; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদ্বিবেচক Bengali definition ⇒ সদ্বিবেচনা
 • Bengali Word সদ্বিবেচনা Bengali definition [শদ্‌বিবেচনা] (বিশেষ্য) উত্তম বিবেচনা; উৎকৃষ্ট মীমাংসা (বিশেষ্য) নির্ধারণ। সদ্বিবেচক (বিশেষণ) উত্তম বিবেচনাকারী; সুবিচারক। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বিবেচনা, বিবেচক}
 • Bengali Word সদ্বুদ্ধি Bengali definition [শদ্‌বুদ্‌ধি] (বিশেষ্য) শুভবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বুদ্ধি; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদ্বৃত্ত Bengali definition [শদ্‌বৃত্‌তো] (বিশেষ্য) সাধু স্বভাব বা আচরণ। □(বিশেষণ) সচ্চরিত্র। সদ্বৃত্তি (বিশেষ্য) ১ সৎ কর্ম বা আচরণ। ২ সৎ বা সাধু স্বভাব; সৎ প্রকৃতি। {(তৎসম বা সংস্কৃত) সৎ+বৃত্ত; বৃত্তি; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word সদ্ব্যবহার Bengali definition [শদ্‌ব্যাবোহার্‌] (বিশেষ্য) ১ শিষ্টাচার; সদাচার। ২ সদুদ্দেশ্যে সুসংগতভাবে ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ব্যবহার}
 • Bengali Word সদ্ভাব Bengali definition [শদ্‌ভাব] (বিশেষ্য) ১ সম্প্রীতি; বন্ধুভাব (তাদের মধ্যে সদ্ভাব বিদ্যমান)। ২ সত্তা; স্থিতি; অস্তিত্ব।। ৩ কল্যাণপ্রসূ চিন্তাধারা (সদ্ভাবশতক)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ভাব}
 • Bengali Word সদ্ম (-দ্মন্‌) Bengali definition [শদ্‌দোঁ] (বিশেষ্য) আবাস; বাসস্থান; আশ্রম। {(তৎসম বা সংস্কৃত) √সদ্‌+মন্‌(মনিন্‌)}
 • Bengali Word সদ্য, সদ্যঃ(-দ্যস্‌) Bengali definition [শোদ্‌দো, শোদোহ্‌] (অব্যয়) সেই ক্ষণে; মাত্র; এইমাত্র; টাটকা (উছসি উছলি পড়িছে সদ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। সদ্যপক্ব (বিশেষণ) সবেমাত্র পেকেছে এমন; সদ্য রান্না করা হয়েছে এরূপ (সদ্যপক্ব অন্ন)। সদ্যপাতী, সদ্যঃপাতী (-তিন্‌) (বিশেষণ) ওঠার সঙ্গে সঙ্গে পড়ে এমন; অতিশয় ক্ষণস্থায়ী; অত্যন্ত নশ্বর। সদ্যবিগত (বিশেষণ) সম্প্রতি অতীত হয়েছে এমন (সদ্যবিগত কালে সংঘটিত)। সদ্য-সদ্য (অব্যয়) তন্মুহুর্তে; তৎক্ষণাৎ; সঙ্গে সঙ্গে। সদ্যস্নাত (বিশেষণ) এইমাত্র স্নান করেছে এমন। সদ্যস্নাতা (স্ত্রীলিঙ্গ)। সদ্‌যুক্তি (বিশেষ্য) উত্তম পরামর্শ। সদ্যোজাগ্রৎ (বিশেষ্য) এইমাত্র নিদ্রা থেকে জাগরিত। সদ্যোজাত (বিশেষণ) সদ্য-প্রসূত; নবোৎপন্ন (ধরিত্রীর সদ্যোজাত কুমারীর মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)। সদ্যোজীবী(-বিন্‌) (বিশেষণ) ক্ষণস্থায়ী (চলি গেছে বামাদল স্বপনে যেমতি কিম্বা জলবিম্ব যথা সদা সদ্যোজীবী-মাইকেল মধুসূদন দত্ত)। সদ্যোমুক্ত, সদ্যমুক্ত (বিশেষণ) ১ বন্ধন থেকে এইমাত্র মুক্ত। ২ মৃত্যুমাত্র মোক্ষপ্রাপ্ত। সদ্যোমৃত, সদ্যমৃত (বিশেষণ) এইমাত্র মৃত্যু হয়েছে এমন। সদ্যোমৃতা, সদ্যমৃতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সদ্যস্>}