ন পৃষ্ঠা ১৮
- Bengali Word নামা ১ Bengali definition [নামা] (ক্রিয়া) ১ অবরতণ করা; ঊর্ধ্ব থেকে নিম্নে আগমন করা (গাছ থেকে নামা)। ২ ভিতর থেকে বের হওয়া (গাড়ি থেকে নামা)। ৩ নত হওয়া; ঝুলে পড়া (ছাদ নেমে গেছে)। ৪ নিজেকে লিপ্ত করা (তর্কে নামা)। ৫ কমে যাওয়া (জ্বর নামা, দর নামা)। ৬ আবির্ভাব বা উপস্থিত হওয়া (বর্ষা নামা, শীত নামা)। ৭ বিলুপ্ত হওয়া; অস্ত যাওয়া; ঢলে পড়া (সূর্য নেমেছে পাটে)। ৮ হীন হওয়া (সে অনেক দূর নেমে গেছে)। ৯ রান্না হওয়া (ভাত নেমেছে)। ১০ দাস্ত হওয়া (পেট নামা)। ১১ অবতীর্ণ হওয়া (আসরে নামা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। নামানো (ক্রিয়া) ১ অবতরণ করানো। ২ কমানো; হ্রাস করা। ৩ রন্ধন শেষ হওয়া। ৪ অখ্যাতি করা; নিন্দা করা। ৫ আরম্ভ করানো। ৬ ঝরানো। ৭ প্রবৃত্ত করানো (কাজে নামানো)। ৮ তাড়ানো (ভূত নামানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘাড়ের ভূত নামানো (ক্রিয়া) ১ ভূতের প্রভাব থেকে মুক্ত করা। ২ (আলঙ্কারিক) বিশেষ জেদ খাটিয়ে অন্যায় আবদার থেকে বিরত করা। {(তৎসম বা সংস্কৃত) √লম্ব (গতি)>+ (বাংলা) আ}
- Bengali Word নামা ২ Bengali definition [নামা] (বিশেষণ) নামধারী; নামযুক্ত; নামে খ্যাত (খ্যাতনামা, অজ্ঞাতনামা)। নাম্নী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নামন্> (তৎসম বা সংস্কৃত) নামা}
- Bengali Word নামাঙ্ক Bengali definition [নামাঙ্কো] (বিশেষ্য) নামের চিহ্ন; অক্ষর। নামাঙ্কিত (বিশেষণ) ১ নাম অঙ্কিত বা খোদিত আছে এমন। ২ নামযুক্ত। ৩ স্বাক্ষরিত। {(তৎসম বা সংস্কৃত) নাম+অঙ্ক}
- Bengali Word নামাজ, নামায, নমাজ Bengali definition [নামাজ্, নামায, নমাজ্] (বিশেষ্য) ইসলাম ধর্মমতে ফজর জোহর আসর মাগরিব ও এশা-দৈনিক এই পাঁচ বার অবশ্য করণীয (ফরজ) এবাদত বা উপাসনা; সালাত। নামাজ পড়া (ক্রিয়া) কোরানের আয়াত দোয়া ইত্যাদি আবৃত্তি করে বিধিবদ্ধভাবে এবাদত বা উপাসনা করা। নামাজি, নমাযী, নামাজী, নামাযী (বিশেষণ) নামাজ পড়ে এমন। বেমানাজি (বিশেষণ)। নামাজগাহ (বিশেষ্য) নামাজ পড়াবার স্থান; মসজিদ। {(ফারসি) নামাজ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নমস্}
- Bengali Word নামানুমাসন Bengali definition [নামানুশাশোন্] (বিশেষ্য) শব্দের নির্দেশক বা জ্ঞাপক শাস্ত্র; অভিধান। {(তৎসম বা সংস্কৃত) নাম+অনুশাসন; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নামানো Bengali definition ⇒ নামা
- Bengali Word নামাবলি, নামাবলী Bengali definition [নামাবোলি] (বিশেষ্য) ১ হরিনামের বা দেবতাদের নামের ছাপযুক্ত চাদর (পদী পিসী কুলীনের মেয়ে, প্রাতঃস্নান করে নামাবলী গায়ে দেয়, হাতে তুলসীর মালা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ নামের তালিকা। {(তৎসম বা সংস্কৃত) নাম+আবলি, আবলী; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নামি, নামী Bengali definition [নামি] (বিশেষণ) ১ নামধারী; নামযুক্ত। ২ প্রসিদ্ধ; মশহুর; নামজাদা; খ্যাত (নামি লোক)। {(ফারসি) নামহ; (তৎসম বা সংস্কৃত) নাম+ (বাংলা) ই}
- Bengali Word নামোচ্চারণ Bengali definition [নামোচ্চারোন্] (বিশেষ্য) নাম মুখে আনা। {(তৎসম বা সংস্কৃত) নাম+উচ্চারণ}
- Bengali Word নামোল্লেখ Bengali definition [নামোল্লেখ্] (বিশেষ্য) নামোচ্চারণ; নাম প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) নাম+উল্লেখ}
- Bengali Word নামোৎসব Bengali definition [নামোত্শব্] (বিশেষ্য) নাম সংকীর্তন। {(তৎসম বা সংস্কৃত) নাম+উৎসব}
- Bengali Word নাম্ব Bengali definition [নাম্বো] (বিশেষ্য) অধোদেশ; নিম্ন স্থান (যাহার নাম্বয় আছে দশ যোজন পানী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। নাম্বা (বিশেষণ) নিচের; নিম্ন (নাম্বা কর্ণে বলি-জগজ্জীবন)। □ (ক্রিয়া) নামা; অবতরণ করা (নাম্বিআ আগমর জলে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) √নম্ব্> (প্রাকৃত) লংব>}
- Bengali Word নাযাকত Bengali definition [নাজাকত্] (বিশেষ্য) কোমলতা; মাধুর্য; কমনীয়তা; নাজুক অবস্থা (তোমার রঙ রূপ ও নাযাকত আকর্ষণীয়-জগলুল হায়দার আফরিক)। {(আরবি) নাজুক, ফারসি}
- Bengali Word নাযিম Bengali definition ⇒ নাজিম
- Bengali Word নাযির Bengali definition ⇒ নাজির
- Bengali Word নাযিল Bengali definition ⇒ নাজেল
- Bengali Word নাযুক Bengali definition ⇒ নাজুক
- Bengali Word নার Bengali definition [নার্] (বিশেষ্য) অগ্নি; আগুন (আমি বলি নরকের ‘নার’ মেখে নেয়ে আয় জ্বালা কুণ্ড সূর্যের হাম্মামে-কাজী নজরুল ইসলাম; ফুল হয়ে ফোটে ক্ষুব্ধ নার-ফররুখ আহমদ)। নার-ই-জাহান্নাম (বিশেষ্য) জাহান্নামের তথা দোজখের আগুন। {(আরবি) নার্}
- Bengali Word নারক, নারকী ১ Bengali definition [নারোক্, নারোকি] (বিশেষণ) নরকসংক্রান্ত দোজখ; নরক; দুঃখকষ্ট ভোগের স্থান। {(তৎসম বা সংস্কৃত) নরক+অ(অণ্), নারক+ইন্(ইনি)}
- Bengali Word নারকলি Bengali definition ⇒ নারিকেল
- Bengali Word নারকিনী Bengali definition ⇒ নারকী২
- Bengali Word নারকী ১ Bengali definition ⇒ নারক
- Bengali Word নারকী ২(-কিন্) Bengali definition [নারোকি] (বিশেষণ) পাপী; দোজখি; নরক ভোগের যোগ্য; মহাপাতকী; নরকের প্রাণী। নারকিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নারক+ইন্(ইনি)}
- Bengali Word নারকীয় Bengali definition [নারোকিয়ো] (বিশেষণ) ১ পৈশাচিক; অত্যন্ত জঘন্য। ২ নরক সম্বন্ধীয়। ৩ নরকের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) নারক+ঈয়(ছ)}
- Bengali Word নারকুলে, নারকেল, নারকেলি, নারকোল Bengali definition ⇒ নারিকেল
- Bengali Word নারগিস Bengali definition ⇒ নার্গিস
- Bengali Word নারঙ্গ, নারঙ্গি, নারাঙ্গি Bengali definition [নারঙ্গো, নারোঙ্গি, নারাঙ্গি] (বিশেষ্য) ১ কমলালেবু; orange (নারঙ্গ কমলা শ্যামতারা-সৈয়দ আলাওল)। ২ কমলালেবুর গাছ। {(ফারসি) নারংগ; (তৎসম বা সংস্কৃত) নাগরঙ্গ}
- Bengali Word নারদ Bengali definition [নারোদ্] (বিশেষ্য) হিন্দুশাস্ত্রে নারদ মুনি নামের একজন দেবর্ষি-যিনি কলহ বিবাদ বাধান বলে খ্যাত। নারদীয় (বিশেষণ) নারদ সম্বন্ধীয়। □ (বিশেষ্য) পুরাণবিশেষ। নারদীয়া (স্ত্রীলিঙ্গ)। নারদের ঢেঁকি (বিশেষ্য) (আলঙ্কারিক) যে বাহনে নারদ স্বর্গ-মর্ত্য পরিভ্রমন করেন বলে কথিত। {(তৎসম বা সংস্কৃত) নার+√দা+অ(ক)}
- Bengali Word নারসিংহ Bengali definition [নারোশিঙ্হো] (বিশেষ্য) নরসিংহ দেবের চরিত্র-বর্ণনাত্মক পুরাণ বিশেষ। □(বিশেষণ) নরসিংহ সম্বন্ধীয়। নারসিংহী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবী দুর্গার মূর্তিবিশেষ; অর্ধনারী অর্ধসিংহরূপা শক্তিমূর্তি। {(তৎসম বা সংস্কৃত) নরসিংহ+অ(অণ্)}
- Bengali Word নারা ১ (পদ্যে ব্যবহৃত) Bengali definition [নারা] (ক্রিয়া) না পারা (যারে দেখতে নারি তার চলন বাঁকা-প্রবাদ)। {না+পারা>}