Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নাগেন্দ্র Bengali definition [নাগেন্‌দ্রো] (বিশেষ্য) ১ নাগরাজ; ঐরাবত। ২ সর্পরাজ; অনন্ত নাগ; বাসুকি। {(তৎসম বা সংস্কৃত) নাগ+ইন্দ্র; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word নাগেশ Bengali definition [নাগেশ্‌] (বিশেষ্য) ১ নাগরাজ। ২ সর্পরাজ; অনন্ত নাগ; বাসুকি।{(তৎসম বা সংস্কৃত) নাগ+ইন্দ্র; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word নাগেশ ২ Bengali definition [নাগেশ্‌] (বিশেষ্য) ১ নাগরাজ। ২ সর্পরাজ অনন্ত বা বাসুকি। ৩ শিবলিঙ্গ। ৪ বিখ্যাত বৈয়াকরণ। {(তৎসম বা সংস্কৃত) নাগ+ঈশ’; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word নাগেশ্বর Bengali definition ⇒ নাগ২
  • Bengali Word নাগড়া Bengali definition ⇒ নাগরা১ ও নাগরি
  • Bengali Word নাঙ Bengali definition ⇒ নাং
  • Bengali Word নাঙল Bengali definition ⇒ লাঙল
  • Bengali Word নাঙ্গা, নাঙা Bengali definition [নাঙ্‌গা, নাঙা] (বিশেষণ) ১ নগ্ন; উলঙ্গ; (নাংগা তলোয়ার চমকিয়া উঠে ঝক্‌ঝক্‌-হবীবুল্লাহ বাহার)। ২ খোলা; অনাবৃত (ফরিয়াদ করে আকাশে তুলিয়া নাঙ্গা শির-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নগ্ন>}
  • Bengali Word নাচ ১ Bengali definition ⇒ নাছ
  • Bengali Word নাচ ২ Bengali definition [নাচ্‌] (বিশেষ্য) ১ নর্তন; নৃত্য; ললিত অঙ্গভঙ্গি। ২ হাস্যকর অঙ্গভঙ্গি; লম্ফ; ঝম্প; লাফালাফি; চাঞ্চল্য। নাচওয়ালি/ওয়ালী (বিশেষ্য) নর্তকী; বাইজি। নাচঘর (বিশেষ্য) যে স্থানে নাচা হয়; নৃত্যশালা; রঙ্গমঞ্চ। নাচন (বিশেষ্য) ১ নৃত্য; নৃত্যকরণ (খোকার নাচন)। ২ হাস্যকর অঙ্গভঙ্গি। নাচন-কোঁদন (বিশেষ্য) নাচা ও লাফালাফি; আস্ফালন। নাচুনি, নাচুনী, নাচনী (বিশেষ্য), (বিশেষণ) ১ নর্তকী; নৃত্যে পটু; নৃত্যকারিণী (ইন্দ্রের নাচনী তায় যৌবনগর্বিণী-ঘনরাম চক্রবর্তী; হায়! চতুরা নাচুনীরা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ যে মেয়ে সহজেই উল্লসিত হয়ে ওঠে (নাচুনি বুড়ি)। নাচিয়ে (বিশেষণ) নাচে এমন; নৃত্যকারী (মৃদঙ্গের তাল পেলে নাচিয়ে বুড়ীকে ঠেকানো যায় না-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষ্য) নর্তক। নাচুনে (বিশেষণ) নাচে এমন; নৃত্যকারী। নাচতে গিয়ে ঘোমটা-কপট বা বৃথা লজ্জা। নাচতে না জানলে উঠান বাঁকা-নিজের অপটুতা ও অজ্ঞতার জন্য অন্যের উপর দোষারোপ। {(তৎসম বা সংস্কৃত) নৃত্য> (প্রাকৃত) ণচ্চ>}
  • Bengali Word নাচত (ব্রজবুলি) Bengali definition [নাচত] (ক্রিয়া) নাচে (শিখিকুল নাচত-বিদ্যাপতি)। {√নাচ্‌>}
  • Bengali Word নাচদুয়ার, নাছদুয়ার (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নাচ্‌দুয়ার্‌, নাছ্‌দুয়ার] (বিশেষ্য) ১ সদর দরজা। ২ খিড়কির দ্বার; পশ্চাদ্বার। {(আরবি) নহ্‌জ+দুয়ার}
  • Bengali Word নাচনা Bengali definition [নাচ্‌না] (বিশেষ্য) খেলনা (সোনার যাদুর জন্যে নাচ্‌না কিনে আন-ছড়া)। {নাচ+অনা}
  • Bengali Word নাচা Bengali definition [নাচা] (ক্রিয়া) ১ নৃত্য করা। ২ স্পন্দিত হওয়া (প্রমীলার বামেতর নয়ন নাচিল-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ আনন্দিত বা উৎফুল্ল হওয়া (হৃদয় আমার নাচেরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মেতে ওঠা (পরের কথায় নাচা)। □বি, (বিশেষণ) উক্ত সকল অর্থে। নাচানো (ক্রিয়া) ১ নৃত্য করানো। ২ স্পন্দিত করানো। ৩ উৎফুল্ল করা। ৪ তোলপাড় করা। ৫ মাতানো। ৬ নাড়ানো (পা নাচানো)। □বি, (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√নাচ্‌+আ}
  • Bengali Word নাচার, নাচারী ২ Bengali definition ⇒ লাচার
  • Bengali Word নাচারী ১ Bengali definition ⇒ নাচাড়ি
  • Bengali Word নাচাড়ি, নাচারী ১ Bengali definition [নাচাড়ি, নাচারি] (বিশেষ্য) ১ লাচারি; দীর্ঘ ত্রিপদী ছন্দ। ২ নাচের ছন্দ। {(তৎসম বা সংস্কৃত) নৃত্য>নাচ+আড়ি}
  • Bengali Word নাচি, নাছি Bengali definition [নাচি, নাছি] (বিশেষ্য) ধাতুর পাত মুড়ানোর পেরেক বা খিলের মাথা পিটিয়ে চ্যাপটা করে দেওয়া হয় যাতে খুলতে না পারে; rivet। {(হিন্দি) নত্থী}
  • Bengali Word নাচিয়ে Bengali definition ⇒ নাচ
  • Bengali Word নাচুনি, নাচুনে Bengali definition ⇒ নাচ
  • Bengali Word নাছ, নাচ ১ Bengali definition [নাছ, নাচ্‌] (বিশেষ্য) ১ সদর রাস্তা; রাজপথ (কেহ লক্ষপতি কেহ নাছের ভিক্ষুক-ঘনরাম চক্রবর্তী)। ২ গৃহে প্রবেশের প্রধান দ্বার; বাড়ির সদর দরজা (দেখিয়া কাঙ্গালী সবে দিবে গালি-রহিতে না দিবে নাছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ বাড়ির পশ্চাদ্দ্বার; খিড়কি। নাছদুয়ার (বিশেষ্য) সদর দরজা; গৃহের বহির্দ্বার। নাছের ভিখারি (বিশেষ্য) পথের ভিখারি। {(আরবি) নহজ}
  • Bengali Word নাছি Bengali definition নাচি
  • Bengali Word নাছোড় Bengali definition [নাছোড়্‌] (বিশেষণ) ১ কিছুতেই চাড়ে না এমন; হাত এড়ানো দায় এমন (গড়াগড়ি পায়ে-ধরি নাছোড় বিবিজান-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ একগুঁয়ে; জেদি; নেই-আঁকড়া। নাছোড়বন্ধ বিন বন্ধন ছাড়ে না এমন (নাছোড়বন্ধ ব্রাহ্মণ ভিখারীর ভিক্ষার নাম বার্ষিক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। নাছোড়বান্দা (বিশেষণ) ছাড়বার পাত্র নয় এমন; একগুঁয়ে; জেদি। {(হিন্দি) নছোড়্‌}
  • Bengali Word নাজনি, নাজনী Bengali definition [নাজ্‌নি] (বিশেষ্য) ১ সুকুমার পাত্রী; শৌখিন রুচির নারী; তন্বী ও কোমলদেহা নারী (এক এক চিজ নাজনির হাতে-সৈয়দ হামজা)। ২ খুকি। ৩ প্রিয়তমা; লীলাময়ী। {(ফারসি) নাজনীন}
  • Bengali Word নাজনে Bengali definition ⇒ নাজিনা
  • Bengali Word নাজাই Bengali definition [নাজাই] (বিশেষ্য) ১ যে খরচের জায় বা বাবদের উল্লেখ নেই (নাজাই খাতায় এরূপ খরচের হিসাব লেখা হয়)। □ (বিশেষণ) যার কৈফিয়ত নেই; বেকৈফিয়ত (দুজনে সঙ্গীত-রসিকদের গান-বাজনা শুনিয়ে নাজাই টাকা রোজগার করবেন-প্রথম চৌধুরী)। নাজাই খাতা (বিশেষ্য) ব্যবসায়ের যে খাতায় বেকৈফিয়ৎ হিসাবের বকেয়া টাকা বা অনাদায়ি টাকার হিসাব লেখা হয় (বাকি পাঁচ হাজার টাকা নাজাই খাতায় লিখে রাখা হলো)। নাজাই পড়া (ক্রিয়া) ১ হিসাব না মেলা। ২ লোকসান হওয়া। {(ফারসি) নাজায়ে}
  • Bengali Word নাজাত Bengali definition [নাজাত্‌] (বিশেষ্য) মুক্তি; রেহাই; অব্যাহতি (আমার নাজাত হবে দেখিলে জামাল ইয়াদ করিব আমি জীব যতকাল-সৈয়দ হামজা; নাজাত পথের আজাদ মান নেই কিরে কেউ বাঁচা-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নাজাত}
  • Bengali Word নাজিনা, নাজনা, নাজনে Bengali definition [নাজিনা, নাজ্‌না, নাজনে] (বিশেষ্য) সজিনার প্রকারভেদ, যা সজিনার চেয়ে তিক্ত ও নীলাভ হয়ে থাকে। {(তৎসম বা সংস্কৃত) শোভাঞ্জন>সজিনা; নীল সজিনা>নাজিনা}
  • Bengali Word নাজিম, নাযিম Bengali definition [নাজিম্‌] (বিশেষ্য) বাদশাহের নিয়োজিত প্রদেশের শাসনকর্তা (দিল্লীর রাজদরবার বাংলার নাযিম নিযুক্ত করতো-রাজ্জাক)। {(আরবি) নাজিম্‌}
  • Bengali Word নাজির, নাজীর, নাযির Bengali definition [নাজির্‌] (বিশেষ্য) ১ আদালতের কর্মচারীবিশেষ-যিনি পেয়াদাদের তত্ত্বাবধান করেন (শেষে নাজিরের কামরায় বোতল-গ্লাস রেখে উঠে গিয়ে প্রাণটা শীতল কর্ত্তেম-মীর মশাররফ হোসেন)। ২ পরিদর্শক (আমি নাজিরও হই নাই ফেরেস্তাদারও হই নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। নাজিরি, নাজিরী (বিশেষ্য) নাজি’রের পদ। {(আরবি) নাজীর}