Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নাশপাতি, নাসপাতি Bengali definition [নাশ্‌পাতি] (বিশেষ্য) আপেল জাতীয় ফল। {(ফারসি) নাশ্‌পাতি}
  • Bengali Word নাশা Bengali definition [নাশা] (ক্রিয়া) ধ্বংস করা; নাশ করা (নাশিল)। □ (বিশেষণ) নাশক (সর্বনাশা)। নাশী (সর্বনাশী) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নাশক> প্রা.ণাসঅ> (বাংলা) নাশা}
  • Bengali Word নাশিত, নাশিনী Bengali definition ⇒ নাশ
  • Bengali Word নাশ্য Bengali definition ⇒ নাশ
  • Bengali Word নাশ্‌তা Bengali definition ⇒ নাস্তা
  • Bengali Word নাস ১ Bengali definition নাস১ [নাশ্‌] (বিশেষ্য) ১ বিলাস। ২ লাস্য; নৃত্য। নাসবেশ (বিশেষ্য) নাচের পোশাক; চুলবাঁধা শাড়িপরা ইত্যাদি সাজসজ্জা (ঘরে আসি নাসবেশে দেবসভা যায়-ঘচা)। {(তৎসম বা সংস্কৃত) লাস্য>}
  • Bengali Word নাস ২ Bengali definition [নাশ্‌] (বিশেষ্য) ১ তামাক পাতার গুঁড়া; নস্য; snuff (হাঁচি আসবে না নাকে দিলে নাস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ নাক দিয়ে টেনে নেওয়া (পানির নাস)। নাসদান, নাসদানি (বিশেষ্য) নস্যের ডিবা। {(তৎসম বা সংস্কৃত) নস্য>}
  • Bengali Word নাসপাতি Bengali definition ⇒ নাশপাতি
  • Bengali Word নাসা Bengali definition [নাশা] (বিশেষ্য) ১ নাক; নাসিকা; ঘ্রাণেন্দ্রিয় (নাসারন্ধ্র)। ২ নাকের ভিতরে ব্রণবিশেষ। ৩ দরজার উপরকার কাঠ। নাসাজ্বর (বিশেষ্য) নাসার প্রকোপের জন্য জ্বর। নাসাপান (বিশেষ্য) নাক দিয়ে জল টেনে পান। নাসারন্ধ্র (বিশেষ্য) নাকের ছিদ্র। {(তৎসম বা সংস্কৃত) √নাস্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word নাসারা Bengali definition ⇒ নসরা
  • Bengali Word নাসিক Bengali definition [নাশিক্‌] (বিশেষণ) ১ নাসিকাযুক্ত; বহুব্রীহি সমাসে পরপদে নাসিকা শব্দের রূপ (উন্নতনাসিক-উন্নত নাসিকা যাহার)। ২ ভারতে অবস্থিত হিন্দুতীর্থ; রামায়ণোক্ত পঞ্চবটী। {(তৎসম বা সংস্কৃত) নাসা+ক(কন্‌)}
  • Bengali Word নাসিকা Bengali definition [নাশিকা] (বিশেষ্য) নাসা; নাক। নাসিক্য (বিশেষণ) নাসিকা থেকে উচ্চারিত (নাসিক্য ধ্বনি)। {(তৎসম বা সংস্কৃত) নাসা+ক(কন্‌)+আ(ট্বাপ্‌)}
  • Bengali Word নাস্তা, নাশ্‌তা Bengali definition [নাস্‌তা, নাশ্‌তা] (বিশেষ্য) ১ জলযোগ (সময় সময় নাশ্‌তা খাইতেন-আবুল মনসুর আহমদ)। ২ প্রাতরাশ; breakfast। {(ফারসি) নাশতা}
  • Bengali Word নাস্তাখাস্তা Bengali definition [নাস্‌তাখাস্‌তা] (বিশেষণ) ছিন্নভিন্ন; লণ্ডভণ্ড। {(ফারসি) নাস্ত+খাস্তাহ}
  • Bengali Word নাস্তানাবুদ, নেস্তনাবুদ Bengali definition [নাস্‌তানাবুদ, নেস্‌তোনাবুদ্‌] (বিশেষণ) ১ ধ্বংসপ্রাপ্ত; বিধ্বস্ত (তাই তারা আজ নেস্তনাবুদ-কাজী নজরুল ইসলাম)। ২ নাজেহাল; হয়রান; পর্যুদস্ত (আমাকে নাস্তানাবুদই করিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) নিস্তনাবুদ}
  • Bengali Word নাস্তি Bengali definition [নাস্‌তি] (বিশেষ্য) সত্তাহীনতা; অনস্তিত্ব। □ (ক্রিয়া) নেই (নাস্তি লভে মস্ত বিজয় সব জাগায়-বেনজীর আহমদ)। নাস্তিমান (বিশেষ্য) বিত্তহীন বা সঙ্গতিহীন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) ন+অস্তি>}
  • Bengali Word নাস্তিক Bengali definition [নাস্‌তিক] (বিশেষণ) ১ স্রষ্টা ও পরকালে বিশ্বাস নেই এমন। ২ অবিশ্বাসী। ৩ আচারবিরোধী (তৎকালে গির্জাসমূহ ধর্মদ্রোহী ও নাস্তিকের আড্ডায় পরিণত হয়-শেখ আবদুর রহিম)। □ (বিশেষ্য) যিনি বেদে বা শাস্ত্রগ্রন্থে বিশ্বাস করেন না। বিপরীতার্থক শব্দ আস্তিক। নাস্তিকতা, নাস্তিক্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) ন+আস্তিক}
  • Bengali Word নাহ, নাহা (ব্রজবুলি) Bengali definition [নাহ, নাহা] (বিশেষ্য) ১ নাথ; প্রভু (হঠ করি নাহ করন যত কাজ-বিদ্যাপতি)। ২ নাগর (সুচতুর নাহ করবে অনুরোধ-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) নাথ> (প্রাকৃত) ণাহ>}
  • Bengali Word নাহই (ব্রজবুলি) Bengali definition [নাহোই] (ক্রিয়া) স্নান করে বা করছে (নাহই উঠনু হাম-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) স্নান>}
  • Bengali Word নাহক Bengali definition [নাহক্‌] (ক্রিয়াবিশেষণ) ১ অযথা; খামখা; অনর্থক; মিছামিছি; বৃথা; অকারণ (শয়তানে দিলেক বাজি, নাহক হইল রাজি-সৈয়দ হামজা)। ২ অন্যায়ভাবে। {(ফারসি) না+ (আরবি) হক}
  • Bengali Word নাহা Bengali definition ⇒ নাওয়া
  • Bengali Word নাহি Bengali definition ⇒ নাই
  • Bengali Word নাহয় Bengali definition [নাহয়্‌] (অব্যয়) ১ কিংবা (হয় তুমি না হয় সে)। ২ গ্রহণযোগ্য নয় বুঝেও তর্কের খাতিরে মেনে নেওয়া বোঝাতে (না হয় মানলাম তোমার কথা)। ৩ বরং তুমি না হয় ঘুরেই এসো। ৪ নতুবা; অন্যথা (খাও না হয় যাও)। ৫ বড় জোর; বেশি হলে (না হয় ব্যথাই পাবে)। {না+হয়}
  • Bengali Word নাৎনি Bengali definition ⇒ নাতি
  • Bengali Word নাৎসি Bengali definition [নাত্‌সি] (বিশেষ্য) একনায়ক হিটলার প্রতিষ্ঠিত জার্মানির জাতীয় সমাজতন্ত্র; nazi (একদিক থেকে দেখতে গেলে হিন্দুস্থান হৌস নাৎসি আন্দোলনের চেয়েও প্রাচীন-সৈয়দ মুজতবা আলী)। {জ. nazi(ionalsozialist)= national socialist}
  • Bengali Word নাড়া ১ Bengali definition [নাড়া] (বিশেষ্য) ১ ধান কেটে নেওয়ার পর ধান গাছের যে অংশ জমিতে অবস্থিত থাকে (নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে-জসীমউদ্‌দীন)। ২ খড়। নাড়াবুনে (বিশেষণ), (বিশেষ্য) ১ নাড়াবনের লোক; চাষা (‘যতো ছিল নাড়াবুনে সব হলো কিত্তুনে’) ২ অজ্ঞ; মূর্খ; অনভিজ্ঞ; অরসিক; বেরসিক। নাড়ার পালা (বিশেষ্য) ১ নাড়ার স্তূপ বা গাছ। ২ অন্তঃসারশূন্য মোটা লোক। যতো ছিল নাড়াবুনে সব হলো কিত্তুনে-যতোসব অজ্ঞ অরসিক জনের মর্যাদা বা কর্তৃত্ব লাভ। {(তৎসম বা সংস্কৃত) নাল>}
  • Bengali Word নাড়া ২ Bengali definition [নাড়া] (বিশেষ্য) ১ ঝঁকুনি (মুখ নাড়া)। ২ চালনা; আন্দোলন; দোলানো (হাত নাড়া ঘন ডাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (ক্রিয়া) ১ দোলানো বা চালনা করা (মাথানাড়া)। ২ ঘোঁটা (চামচ দিয়ে নাড়া)। ৩ ঘাঁটা; এলোমেলো করা (খাতা-পত্র নাড়া)। ৪ শব্দ বা ধ্বনি সৃষ্টি করা; বাজানো (ঘন্টা নাড়া)। ৫ স্থানচ্যুত করা; অন্যত্র সরানো; remove (রোগীকে নাড়া, ঠাঁই নাড়া)। ৬ চর্চা বা আলোচনা করা (শাস্ত্র নাড়া)। নাড়াচাড়া (বিশেষ্য) ১ ঘাঁটাঘাঁটি। ২ সঞ্চালন; চালনা। ৩ স্থান পরিবর্তন; স্থানচ্যুতি। □ (ক্রিয়া) বারংবার বিচার করা; পরীক্ষা করা; চর্চা বা আলোচনা করা (ভেবেছিলুম ওদের সাংখিক তালিকা নেড়েচেড়ে দেখতে পাবো-রবীন্দ্রনাথ ঠাকুর)। নাড়া দেওয়া (ক্রিয়া) ১ আন্দোলিত করা। ২ নেড়ে আঘাত দেওয়া বা দুঃখ দেওয়া। নাড়ানো (ক্রিয়া) ১ আন্দোলিত করা; স্থানচ্যুত করা। ২ সরানো; নাড়ানো। ধনের নাড়া দেওয়া (ক্রিয়া) ধনের খোঁটা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) √নড়্‌> √নাড়্‌+ (বাংলা) আ}
  • Bengali Word নাড়া ৩ Bengali definition [নাড়া] (বিশেষ্য) ১ যার মাথা নেড়া করা হয়েছে; পত্রপল্লবহীন। ২ লাল সুতা, শিষ্য গ্রহণের সময়ে সঙ্গীত-গুরু এই সুতা শিষ্যের মণিবন্ধে বেঁধে দেন। নাড়ার ফকির (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) বৈষ্ণব-বাউল প্রভাবিত মুসলমান মরমি সাধক লালন-শাহর মতাবলম্বী সম্প্রদায়। নাড়া বাঁধা (বিশেষ্য) উচ্চাঙ্গ সঙ্গীত ইত্যাদিতে গুরু কর্তৃক শিষ্যকে সবক দেওয়ার অনুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) নগ্নাট> (মদ্যযুগীয় বাংলা) নাণ্ডা>}
  • Bengali Word নাড়াবুনে Bengali definition ⇒ নাড়া১
  • Bengali Word নাড়ি, নাড়ী Bengali definition [নাড়ি] (বিশেষ্য) ১ শিরা; ধমনি। ২ (আয়ুর্বেদ) বাত পিত্ত কফ-মানবদেহের এই ত্রিবিধ অবস্থাজ্ঞাপক ধমনি। ৩ সন্যোজাত শিশুর নাভি সংলগ্ন রক্তসঞ্চালক শিরারজ্জু (নাড়ি কাটা)। নাড়ি-ছেঁড়া (বিশেষ্য) নাড়ি কাটা (পুরনো নাড়ি ছেঁড়া)। নাড়ি-ছেঁড়া ধন (বিশেষ্য) গর্ভজাত সন্তান; পেটের সন্তান (এক মায়ের নাড়ী-ছেঁড়া ধন-এআচৌ)। নাড়িজ্ঞান (বিশেষ্য) হাতে রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্থা নির্ণয়ের ক্ষমতা; নাড়ি পরীক্ষা দ্বারা রোগ নির্ণয়ের সামর্থ্য। নাড়ি টেপা (ক্রিয়া) রোগীর নাড়ি টিপে রোগ নির্ণয় করা। □ (বিশেষণ) রোগীর নাড়ি দেখে এমন; চিকিৎসা শাস্ত্রে অনভিজ্ঞ (নাড়ী-টেপা ডাক্তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। নাড়ি-টেপা ডাক্তার (বিশেষ্য) হাতুড়ে চিকিৎসক। নাড়ি দেখা (ক্রিয়া) রোগীর নাড়ি পরীক্ষা করে তার অবস্থা বা রোগ নির্ণয় করা। নাড়ি নক্ষত্র (বিশেষ্য) ১ আগা-গোড়া সমস্ত খবর; জন্ম থেকে সকল তথ্য ও সংবাদ (তার নাড়িনক্ষত্র সব আমি জানি)। ২ জন্ম-নক্ষত্র। নাড়ি বসা (বিশেষ্য) নাড়ি খুব দুর্বল ও নিস্তেজ হওয়া; মৃত্যুর পূর্বলক্ষন। নাড়িব্রণ (বিশেষ্য) ১ নাড়ির মতো পুঁজবাহী ব্রণ। ২ নালি ঘা। নাড়িভুঁড়ি (বিশেষ্য) উদর মধ্যস্থ অন্ত্রাদি যন্ত্র। নাড়ি মরা (ক্রিয়া) আহারের ক্ষমতা কমে যাওয়া; ক্ষুধা নষ্ট হওয়া। নাড়ি মরা (বিশেষণ) দুর্বল নাড়িবিশিষ্ট; হজম শক্তিতে দুর্বল। নাড়িশাক (বিশেষ্য) পাটশাক। নাড়ির টান (বিশেষ্য) জন্মসূত্রে অন্তরে অন্তরে মমতা; গর্ভে ধারণের জন্য মায়া; গভীর ও আন্তরিক মমত্ব বোধ। {(তৎসম বা সংস্কৃত) √নল্‌+ই(ণি)=নাড়ি+ঈ(ঙীষ্‌)}