Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নারা ২ Bengali definition [নারা] (বিশেষ্য) ১ আওয়াজ; ধ্বনি। ২ জিকির; জিগির; slogan। নারায়ে তকবির (বিশেষ্য) ‘আল্লাহু আকবর’ ধ্বনি। {(আরবি) নারায়ে তকবির্‌}
  • Bengali Word নারাঙ্গি Bengali definition ⇒ নারঙ্গ
  • Bengali Word নারাচ Bengali definition [নারাচ্‌] (বিশেষ্য) এক প্রকার লৌহনির্মিত বাণ; এক প্রকার প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নার+আ+√চম্‌+অ(ড)}
  • Bengali Word নারাজ, নারায Bengali definition [নারাজ্‌] (বিশেষণ) ১ অসম্মত; অস্বীকৃত (কোন প্রজা খাজনা দিতে নারাজ হয়-মীর মশাররফ হোসেন)। ২ অসন্তুষ্ট; অপ্রসন্ন (যদি তোমার পথের ধূলি হইগো প্রিয় নারাজ হয়ে গাল দিও না-কাজী নজরুল ইসলাম)। নারাজি (বিশেষ্য) ১ অসম্মতি। ২ অপ্রসন্নতা; অসন্তোষ। {(আরবি) নারাদ}
  • Bengali Word নারায়ণ Bengali definition [নারায়োন্‌] (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু; হিন্দুমতে যিনি নরনারী বা সর্বজীবনের আশ্রয়স্থল। নারায়ণক্ষেত্র (বিশেষ্য) গঙ্গার জলরেখা থেকে চার হাত বিস্তৃত তীবভূমি যেখানে মুমূর্ষু হিন্দুকে রাখা হয়। গঙ্গাতীর। নারায়ণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নারায়ণের পত্নী; লক্ষ্মী। □ (বিশেষণ) নারায়ণের; নারায়ণ সম্বন্ধীয় (নারায়ণী সেনা)। নারায়ণী সেনা (বিশেষ্য) কৃষ্ণের সৈন্যদল। {(তৎসম বা সংস্কৃত) নার+অয়ন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নারিকেল, নারকেল Bengali definition [নারিকেল্‌, নার্‌কেল] (বিশেষ্য) শক্ত আবরণের মধ্যে সুস্বাদু জল ও শাঁসযুক্ত ফল; ঐ ফলের গাছ। নারিকেল কাঠি (বিশেষ্য) নারকেল পাতার মধ্যকার শলাকা-এর দ্বারা ঝাঁটা তৈরি হয়। নারিকেলকুরি বা কোরা (বিশেষ্য) নারকেলের শাঁস আঁচড়িয়ে যে নরম চূর্ণ পাওয়া যায়। নারিকেল ছোবড়া (বিশেষ্য) নারকেল ফলের খোসা। নারিকেল তৈল (বিশেষ্য) নারকেলের শাঁস থেকে প্রস্তুত তেল। নারিকেলভস্ম (বিশেষ্য) নারকেল থেকে তৈরি কবিরাজি ঔষধ। নারিকেলমালা (বিশেষ্য) নারকেলের ছোবড়া ও শাঁসের মধ্যবর্তী কঠিন আবরণ। নারিকেলি, নারকলি, নারকেলি, নারকুলে (বিশেষণ) ১ নারকেলের মতো আকারযুক্ত (নারকেলি কুল)। ২ নারকেলের, নারকেল সম্বন্ধীয় (নারকলি হুক্কা ভাল করিয়া শিক করিয়া ও ধুইয়া সাজিয়া ....-আবুল মনসুর আহমদ)। ঝুনা নারিকেল (বিশেষ্য) যে নারকেলের ভিতর বাহির পেকে গেছে। {(তৎসম বা সংস্কৃত) নারিকেল}
  • Bengali Word নারিগ, নারিগো Bengali definition [নারিগো] (ক্রিয়া) না পারগো (লিখিতে নারিগ-বিদ্যাপতি)।{না+ পারি+গো}
  • Bengali Word নারিশ Bengali definition [নারিশ্] (বিশেষ্য) করাতের বাঁকানো দাঁত। {(তৎসম বা সংস্কৃত) নিরীশ>}
  • Bengali Word নারী Bengali definition [নারি] (বিশেষ্য) ১ স্ত্রীলোক; রমণী; মহিলা। ২ পত্নী। নারীজন্ম (বিশেষ্য) নারীরূপে জন্ম। নারীদেশ (বিশেষ্য) ১ নারীপ্রধান দেশ। ২ পুরুষহীন দেশ (উতরিল নারীদেশে-মাইকেল মধুসূদন দত্ত)। নারীধর্ম (বিশেষ্য) নারীর বৈশিষ্ট্য; সতীত্ব; মমত্ব; বাৎসল্য প্রভৃতি নারীসুলভ গুণ। নারীবিজিত (বিশেষণ) স্ত্রৈণ। নারীরত্ন অপূর্ব সুন্দরী বা গুণবতী রমণী। নারীসত্তমা (বিশেষ্য) সর্বোৎকৃষ্ট নারী; শ্রেষ্ঠ নারী (অপরূপ প্রেম প্রতিমা এই বিশ্বমোহিনী নারীসত্তমাকে সৃষ্টি করিয়াছেন-ইসমাইল হোসেন শিরাজী)। নারীসমাজ (বিশেষ্য) মহিলা সম্প্রদায় (নারীসমাজ জেগে উঠেছে)। নারীস্বভাব (বিশেষ্য) নারীপ্রকৃতি; নারীর মতো কোমল স্বভাব। □ (বিশেষণ) স্ত্রীস্বভাব সুলভ। {(তৎসম বা সংস্কৃত) √নৃ, নর+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word নার্গিস, নারগিস Bengali definition [নার্‌গিস্‌] (বিশেষ্য) ফুলবিশেষ; narcissus (নার্গিসফুলী আঁখ-কাজী নজরুল ইসলাম; তুমি না আসিলে নার্গিস কভু খুলতো না তার পর্ণপুট-ফররুখ আহমদ)। নার্গিসাক্ষি (বিশেষণ) নার্গিস ফুলের মতো চক্ষুবিশিষ্ট (নার্গিসাক্ষি! কি কথা আমার কোস্‌ কানে-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) নারগিস}
  • Bengali Word নার্ভ Bengali definition [নার্‌ভ্‌] (বিশেষ্য) মস্তিষ্ক থেকে দেহের সর্বত্র বিস্তৃত তন্তুবিশেষ, যার সাহায্যে অনুভূতি ও পেশিক্রিয়া সম্পন্ন হয়; স্নায়ু। {(ইংরেজি) nerve}
  • Bengali Word নার্স Bengali definition [নার্‌স্‌] (বিশেষ্য) হাসপাতালে শুশ্রূষাকারিণী; সেবিকা; সেবক (নার্সগুলোকে আমি দুচোখে দেখতে পারিনে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) nurse}
  • Bengali Word নার্সারি Bengali definition [নার্‌সারি] (বিশেষ্য) ১ শিশু লালনালয়; শিশুদের পালন ও শিক্ষার প্রতিষ্ঠান। ২ শিশুদের জন্য নির্দিষ্ট কক্ষ। ৩ চারা উৎপাদনের স্থান বা বাগান। {(ইংরেজি) nursery}
  • Bengali Word নার্সিং-হোম Bengali definition [নার্‌সিঙ্‌ হোম্‌] (বিশেষ্য) ব্যক্তিগত বা বেসরকারি হাসপাতাল (যখন নিতান্তই অচল হয়ে পড়বে তখন তাকে নার্সিং হোমে পাঠানো হবে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) nursing-home}
  • Bengali Word নাল ১ Bengali definition [নাল্‌] (বিশেষ্য) ১ নলখাগড়া। ২ শিরা। ৩ মৃণাল। ৪ পদ্ম প্রভৃতির ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) √নল্‌+অ(অণ্‌)}
  • Bengali Word নাল ২ Bengali definition [নাল্‌] (বিশেষ্য) ঘোড়া বা গরুর খুরে লাগাবার লোহার পাতবিশেষ; horse-shoe (তাইমুরের অশ্বের পদতলস্থ নাল হইতে প্রস্তরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইতেছে-ইসমাইল হোসেন শিরাজী)। নালবন্দি করা (বিশেষ্য) ঘোড়ার খুরে নাল লাগানো; shoeing। {(আরবি) নাল}
  • Bengali Word নাল ৩ Bengali definition [নাল্‌] (বিশেষ্য) লালা; থুথু; থুতু (তোর দাঁত থাকবে না, নাল গড়াবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) লালা>}
  • Bengali Word নাল ৪ Bengali definition [নাল্‌] (বিশেষ্য) মর্ম; ভাব (চিকন গোয়ালিনী কয় ‘শুন কথার নাল’-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) লালা>}
  • Bengali Word নালতা Bengali definition [নাল্‌তা] (বিশেষ্য) শাকবিশেষ; পাটশাক (আলতা পায়ের চিহ্ন এঁকে নালতাশাকের গায় গো-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নলিত>}
  • Bengali Word নালতে Bengali definition ⇒ নালিতা
  • Bengali Word নালবংশ Bengali definition [নাল্‌বঙ্‌শো] (বিশেষ্য) নলখাগড়া। {(তৎসম বা সংস্কৃত) √নল্‌+অ(ঘঞ্)+বংশ}
  • Bengali Word নালা Bengali definition [নালা] (বিশেষ্য) জল বের হওয়ার খাত; নর্দমা; ড্রেন (নালা কেটে রোগ আনা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নালা কেটে জল আনা (ক্রিয়া) ইচ্ছা করে বিপদ ঘটানো। {(তৎসম বা সংস্কৃত) নাল>নালা; (তৎসম বা সংস্কৃত) প্রণালী> (হিন্দি) পয়নালা>}
  • Bengali Word নালি Bengali definition ⇒ নালী
  • Bengali Word নালি, নালী Bengali definition [নালি] (বিশেষ্য) ১ নালা; নর্দমা; জল নিষ্কাশনের পথ; খাত; ড্রেন। ২ ছোট চোঙ। ৩ পচা ঘা; শোষযুক্ত ঘা। নালিব্রণ, নালি ঘা (বিশেষ্য) পচা ঘা; শোষযুক্ত ঘা; দুষ্ট ক্ষত (তাজা ন্যাকড়ার ফালি সহসা ঢুকেছে নালি ঘায়ে-জীবনানন্দ দাশ)। {নালা>নালি(ক্ষুদ্রার্থে)}
  • Bengali Word নালিক Bengali definition ⇒ নালীক
  • Bengali Word নালিক ২ Bengali definition [নালিক্‌] (বিশেষ্য) ১ নলবিশিষ্ট প্রাচীন আগ্নেয়াস্ত্রবিশেষ। ২ শর; বাণ। ৩ পদ্মের ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) নাল+ইক(ঠক্‌)}
  • Bengali Word নালিচা Bengali definition [নালিচা] (বিশেষ্য) এক প্রকার পাট। {(প্রাকৃত) লালিচ, নালিচ}
  • Bengali Word নালিতা, নালতে Bengali definition [নালিতা, নাল্‌তে] (বিশেষ্য) পাটশাক। {(তৎসম বা সংস্কৃত) নলিত>}
  • Bengali Word নালিম Bengali definition [নালিম] (ব্রজবুলি) (বিশেষ্য) রক্তাভা লালচে ভাব (উরজ উদয়-থান নালিম-বিদ্যাপতি)। {(ব্রজবুলি) লালিমা} নালিশ, নালিস [নালিশ্‌] (বিশেষ্য) ১ ফরিয়াদ; অভিযোগ। ২ আরজ; আবেদন; দরখাস্ত। ৩ প্রতিকার; প্রার্থনা। নালিশ-ফসাদ (বিশেষ্য) ঝগড়া-বিবাদ ও মামলা মোকদ্দমা (নালিশ-ফসাদ করে জমি-জায়দাদ সব খুইয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নালিশ বন্দ (বিশেষণ) অভিযোগকারী। নালিশা (বিশেষণ) নালিশসংক্রান্ত। যার জন্য নালিশ করা হয়েছে (নালিশ সম্পত্তি)। {(ফারসি) নালিশ}
  • Bengali Word নাশ Bengali definition [নাশ্‌] (বিশেষ্য) ১ ধ্বংস (সর্বনাশ)। ২ ক্ষয়; হানি (অর্থনাশ)। ৩ মৃত্যু (প্রিয়নাশ)। ৪ লোপ (বংশনাশ)। ৫ বিলোপ (বুদ্ধিনাশ)। নাশই (ব্রজবুলি) (ক্রিয়া) নাশ করে; নষ্ট করে (এক গুণ বহু দোষ নাশই-বিদ্যাপতি)। নাশক (বিশেষণ) বিনাশকারী; ধ্বংসসাধক (দুর্গন্ধনাশক)। নাশন (বিশেষ্য) ১ নাশকরণ; ধ্বংসসাধন। ২ নাশক; নাশকারী; ধ্বংসকারী; দূরকারী (শোক নাশন)। নাশিত (বিশেষণ) নাশ করা হয়েছে এমন; বিধ্বস্ত; বিনষ্ট; নিহত। নাশী (বিশেষণ) বিনাশশীল; ধ্বংসশীল। □ (বিশেষ্য) বিনাশকারী; নাশক। নাশিনী (স্ত্রীলিঙ্গ)। নাশ্য (বিশেষণ) নাশযোগ্য; ধ্বংসযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √নশ্‌+অ(ঘঞ্‌)}