Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নাপ্পি, ঙাপ্পি, নাপফি-পোঁচা Bengali definition [নাপ্‌পি, ঙাপ্পি, নাপ্‌ফি-পোঁচা] (বিশেষ্য) বাংলাদেশের পাহাড়িদের ও বার্মার অধিবাসীদের ব্যবহার্য তীব্র গন্ধযুক্ত চাটনি জাতীয় খাবার-ছোটো ছোটো মাছ, বিশেষত খোসা-ছাড়ানো চিংড়ি মাছের সাথে নানা রকম মশলা মিশিয়ে এটি তৈরি করা হয়। {বর্মি.}
  • Bengali Word নাফরমান Bengali definition [নাফর্‌মান্‌] (বিশেষণ) অবাধ্য; আদেশ অমান্যকারী; ফরমান অমান্যকারী; ঈশ্বরের আদেশ লঙ্ঘনকারী। নাফরমানি, নাফরমানী (বিশেষ্য) অবাধ্যতা; আদেশ অমান্যকরণ (আল্লারে পাওয়া যায় না করিয়া তাঁহার নাফরমানি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) না+ফরমান}
  • Bengali Word নাফরা Bengali definition [নাফ্‌রা] (বিশেষ্য) কুমড়া ইত্যাদি দিয়ে প্রস্তুত লাবড়া জাতীয় তরকারি (প্রভু বলে বিস্তর, নাফরা মোরে দেহ-বৃব)। {লাবড়া>}
  • Bengali Word নাফা Bengali definition [নাফা] (বিশেষ্য) ১ লাভ; মুনাফা। ২ উপকার। {(আরবি) নফা}
  • Bengali Word নাফানী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নাফানি] যৌবনগর্বিতা (সে বলে নাফানী আলা না জান আপনা, চাঁদে দেখি দেখিয়াছি তোর সতীপনা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) লম্ফন>লাফানি>}
  • Bengali Word নাব ১ Bengali definition [নাবো] (বিশেষ্য) নৌকা; নাও (নাব ডোলাব অহীরে-বিদ্যাপতি)। {(ফারসি) নাব; (তৎসম বা সংস্কৃত) নৌ}
  • Bengali Word নাব ২(আঞ্চলিক) Bengali definition [নাবো] (ক্রিয়া) অবতরণ করো। {নামো>}
  • Bengali Word নাবতাক্ষেণী Bengali definition [নাব্‌তাক্‌খেনি] (বিশেষ্য) জাহাজ নির্মাণের স্থান। {নাব+তাক্ষেণী/তষণ+ঈ}
  • Bengali Word নাবাই(আঞ্চলিক) Bengali definition [নাবাই] (বিশেষ্য) ১ অবতরন; নিম্নে গমন (পাহাড় পর্বত চড়াই নাবাই গাছপালা ঘন কুয়াশায় জাপসা হয়ে মিলিয়ে গেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জলস্রোতের ভাটির দিক; নদীর প্রবাহের সম্মুখের দিক। উজান বিপরীতার্থক শব্দ। ((তুলনীয়) চড়াই উৎরাই)। {নামা>নাবা+ই}
  • Bengali Word নাবাধ্যক্ষ Bengali definition [নাবাদ্‌ধোক্‌খো] (বিশেষ্য) নৌসৈন্যর অধ্যক্ষ। {(তৎসম বা সংস্কৃত) নৌ+অধ্যক্ষ}
  • Bengali Word নাবাল Bengali definition [নাবাল্‌] (বিশেষণ) নিচু; নিম্ন (একটা নাবাল জমির ধারে ঝুরি বিশাল বটগাছ চারিধারে ঝুরি গাড়িয়া বসিয়া আছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষ্য) নিম্নগামী; ঢালু। {(তৎসম বা সংস্কৃত) নিম্নতল>নামাল>}
  • Bengali Word নাবালক, নাবালিগ, নাবালেগ Bengali definition [নাবালাক্‌, নাবালিগ্‌, নাবালেগ্‌] (বিশেষণ) অপ্রাপ্তবয়স্ক; আইন অনুসারে ১৮ বছরের কম বয়স্ক; minor (নাবালেগের অভিভাবকরা সচরাচর যা করে থাকেনবোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। নাবালিকা, নাবালেগ (স্ত্রীলিঙ্গ)। বিপরীতার্থক শব্দ সাবালক, সাবালিগ। {(ফারসি) নাবালিগ}
  • Bengali Word নাবি, নাবী Bengali definition [নাবি] (বিশেষ্য) ১ বিলম্বে জাত; দেরিতে হয় এমন; যথাসময়ের পরে জাত; বিলম্বিত (নাবি ক্ষেতে আজো জাগে নাই শীর্ষ শিশু সব চারা তারবন্দে আলী মিয়া)। ২ নৌকার সারি; জাহাজের বহর। {(তৎসম বা সংস্কৃত) √নম্‌>নামা>নাব+ই, ঈ}
  • Bengali Word নাবিক Bengali definition [নাবিক্‌] (বিশেষ্য) ১ নৌকা, জাহাজ প্রভৃতির চালক; দাঁড়ি-মাঝি; কর্ণধার (নাবিকেরা তরী তীর লগ্ন করিলে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সমুদ্রযাত্রায় অভিজ্ঞ ব্যক্তি। ৩ নৌসংক্রান্ত; নৌবিষয়ক। নাবিকবিদ্যা (বিশেষ্য) নৌচালনা বিদ্যা; জাহাজ প্রভৃতি জলযান চালানো বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) নৌ+ইক(ঠক্‌)}
  • Bengali Word নাবী Bengali definition ⇒ নাবি
  • Bengali Word নাবুদ Bengali definition [নাবুদ্‌] (বিশেষণ) অস্তিত্বহীন; ফওত; ধ্বংস। নাস্তানাবুদ, নেস্তনাবুদ ⇒ নাস্তানাবুদ। {(ফারসি) নাবুদ}
  • Bengali Word নাবুড়ি Bengali definition ⇒ নাবড়
  • Bengali Word নাবুড়ি Bengali definition [নাবুড়ি] (বিশেষ্য) ১ নাবড়ের স্বভাব বা প্রকৃতি। ২ শঠতা; দুষ্টামি ও নষ্টামি। ৩ কুপরামর্শ; অনিষ্ট চিন্তা সঙ্কেত নাবুড়ি কিন্তু নমিছে কোটানো-ঘনরাম চক্রবর্তী)। {নাবড়+ই>}
  • Bengali Word নাব্য ১ Bengali definition [নাব্‌বো] (বিশেষণ) ১ নৌকা জাহাজ ইত্যাদি চালানোর পক্ষে যোগ্য বা অনুকূল; navigable। ২ নৌকা দ্বারা উত্তরণযোগ্য (নাব্য নদী)। {(তৎসম বা সংস্কৃত) নৌ+য=নাব্য}
  • Bengali Word নাব্য ২ Bengali definition [নাব্‌বো] (বিশেষণ) নূতনত্ব। {নব+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word নাবড়((মদ্যযুগীয় বাংলা) ) Bengali definition [নাবোড়্‌] (বিশেষণ) শঠ; ধূর্ত (ঠক, ঠেঁটা, নাবড় ছেবড় লোকে রটে-ঘনরাম চক্রবর্তী)। নাবড়ি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) লম্পট>}
  • Bengali Word নাভি Bengali definition [নাভি] (বিশেষ্য) ১ উদরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্ষুদ্র আবর্ত; নাই (আঞ্চলিক); নাড়ি নাড়ি কাটার চিহ্নযুক্ত স্থান। ২ চাকার মাঝের অংশ বা হাঁড়ি। নাভিকণ্টক, নাভিগোলক (বিশেষ্য) আবর্ত; গোঁড়। নাভিকমল, নাভিপদ্ম (বিশেষ্য) ১ পদ্মের মতো নাভি। ২ নাভির মধ্যস্থ তৃতীয় চক্র; মণিপুর চক্র। নাভিকূপ (বিশেষ্য) নাভিস্থল; নাভিদেশ। নাভিচক্র (বিশেষ্য) নাভিতে অবস্থিত মণিপুর চক্র। নাভিচ্ছেদ (বিশেষ্য) সদ্যোজাত শিশুর নড়ি কাটা। নাভিপুট (বিশেষ্য) নাভিমূল; গোঁড়; নাভিকুণ্ডল (দেখিনু বধূলো নাভিপুটে তোর ফুটেছে পদ্মফুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। নাভিশ্বাস (বিশেষ্য) মৃত্যুকালীন নাভিদেশ থেকে ঊর্ধ্ব দিকে শ্বাসের টান; শেষ অবস্থা; মুমূর্ষু অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √নহ্‌+ই(ইঞ্‌)}
  • Bengali Word নাম Bengali definition [নাম্‌] (বিশেষ্য) ১ যে শব্দ দ্বারা কোনো বস্তু বা ব্যক্তিকে নির্ধারণ করা যায়; আখ্যা; অভিধা; সংজ্ঞা (জিনিসের নাম; তার নাম কি?)। ২ খ্যাতি; প্রসিদ্ধি; যশ (নামডাক, দেশে তার বেশ নাম আছে)। ৩ উল্লেখ। ৪ পরিচয় (নামহীন)। ৫ উপাস্যের নাম (নাম জপা)। ৬ প্রতিপত্তি (দাদার নামে চলে গেলে)। ৭ দোহাই; শপথ (খোদার নামে বলছি)। ৮ অজুহাত (কাজের নামে)। ৯ যৎসামান্য; অতি অল্প (নামমাত্র মূল্য দিয়েছি)। ১০ শব্দমাত্র (নামেই নেতা)। ১১ বাহ্য পরিচয় (নামেই সব, কাজে কিছু না)। ১২ বিভক্তিহীন শব্দ; প্রাতিপাদিক। নামকরণ (বিশেষ্য) ১ নবজাত শিশুর একাদশ বা দ্বাদশ দিনে নাম রাখার সংস্কার বিশেষ। ২ আখ্যান; নামপ্রদান। নাম করা (ক্রিয়া) ১ নাম নেওয়া; নাম স্মরণ বা উল্লেখ করা। ২ নাম জপ করা। ৩ খ্যাতি অর্জন করা (লেখাপড়ায় নাম করেছে)। নাম-করা (বিশেষণ) বিখ্যাত (নাম-করা লোক)। নাম কাটা (ক্রিয়া) নাম কেটে তালিকা থেকে বাদ দেওয়া; বরখাস্ত করা। নামকাটা (বিশেষণ) নাম কাটা গিয়েছে এমন; বহিষ্কৃত (চাণক্য তায় দ্যায় না আমল, অর্থশাস্ত্রে নেহাৎ সে নামকাটা-সত্যেন্দ্রনাথ দত্ত)। নামকাটা সেপাই (বিশেষ্য) ১ নাম কেটে খারিজ করা সেপাই। ২ দলছাড়া হয়েও যে দলের প্রতীক ধারণ করে; তাড়িয়ে দেওয়ার পরও যে সেপাই সাজে। নামগন্ধ (বিশেষ্য) ১ নাম ও গন্ধ। ২ সামান্যতম চিহ্ন বা অস্তিত্ব। ৩ সামান্য সংস্রব; অত্যল্প সম্পর্ক। নাম গান (বিশেষ্য) উপস্যের নামজপ; স্ততি। নামগ্রহ (বিশেষ্য) নাম ধরে ডাকা বা আহ্বান। নামগ্রহণ (বিশেষ্য) ১ নাম নেওয়া। ২ নাম করা। ৩ নাম ডাকা। নাম জপা (ক্রিয়া) উপাস্যের নাম বারবার স্মরণ করা। নাম ডাক (বিশেষ্য) যশ প্রতিপত্তি; খ্যাতি। নাম ডাকা (ক্রিয়া) ১ নাম ধরে ডাকা। ২ উপস্থিত হতে বলা। নাম ডুবানো, নাম ডোবানো (ক্রিয়া) সুনাম বা যশ নষ্ট করা (বাবার নাম ডুবানো)। নামত, নামতঃ (অব্যয়) নামেমাত্র; কেবল নামে। নামত্যাগ (বিশেষ্য) নিজের নাম পরিত্যাগ। নাম ধর (বিশেষণ) নামধারী; আখ্যাধারী। নাম ধরা (ক্রিয়া) নাম উচ্চারণ করা; নাম করে বলা (জানহ স্বামীর নাম নাহি ধরে নারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। নামধাতু (বিশেষ্য) বিশেষ্য বিশেষণ পদ প্রত্যয়াদি যোগে ক্রিয়ায় পরিণত হলে নামধাতু হয় (জুতানো, বেতানো)। নামধাম (বিশেষ্য) নাম ও বাসস্থানের পরিচয়; নাম ও ঠিকানা। নামধারী (বিশেষণ) ১ নামযুক্ত; নামবিশিষ্ট। ২ নামমাত্র আছে কিন্তু গুণ নেই। নামধেয় (বিশেষ্য) নাম; আখ্যা; সংজ্ঞা-বাচক শব্দ; নামযুক্ত। নাম-নিশানা (বিশেষ্য) ১ নামধাম পরিচায়ক চিহ্ন; নিদর্শন। ২ নামগন্ধ। নাম নেওয়া/নাম লওয়া (ক্রিয়া) স্মরণ করা। নামবাচক (বিশেষণ) নাম বোঝায় এমন (নামবাচক বিশেষ্য)। □ (বিশেষ্য) ব্যক্তি বা বস্তুবিশেষের সংজ্ঞা প্রকাশক শব্দ। নাম বাচিকা (স্ত্রীলিঙ্গ)। নামমাত্র (বিশেষ্য) কেবল নামই সার-আসল কাজে কিছু নয়। □ (বিশেষণ) অতি সামান্য; যৎকিঞ্চিৎ (নামমাত্র টাকায় জামাটি খরিদ করা হয়েছে)। নামমুদ্রা (বিশেষ্য) যে মুদ্রা বা আংটিতে নাম খোদা আছে; নামাঙ্কিত সিলমোহর। নামযজ্ঞ (বিশেষ্য) উপাস্যের নাম কীর্তন রূপ যজ্ঞ। নাম রওয়া/নাম রহা (ক্রিয়া) সুনাম স্থায়ী হয়ে থাকা (গোলাম ইনাম চায় ইনাম সে যাহে রহে নাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাম রটা (ক্রিয়া) সুনাম বা দুর্নাম চতুর্দিকে প্রচারিত হওয়া। নাম রাখা (ক্রিয়া) ১ নামকরণ করা (সন্তানের নাম রাখা)। ২ পূর্বগৌরব অক্ষুণ্ন রাখা (বাপদাদার নাম রাখা)। ৩ স্থায়ী যশ লাভ করা (স্কুল দিয়ে তিনি নাম রেখে গেলেন)। নাম লেখানো (ক্রিয়া) ১ ভর্তি হওয়া। ২ দলে শামিল হওয়া। নামশেষ (বিশেষ্য) মৃত্যু; মরণ। □ (বিশেষণ) মৃত। নাম শোনানো (ক্রিয়া) উপাস্যের নাম শোনানো। নাম সঙ্কীর্তন (বিশেষ্য) নামগান; নামকীর্তন। নাম স্মরণ (বিশেষ্য) নাম মনে করা; প্রাতঃকালে এবং বিপদে উপাস্যের নাম চিন্তা ও উচ্চারণ। নাম হওয়া (ক্রিয়া) খ্যাতি লাভ করা; সুনাম প্রচারিত হওয়া। নামে কাটা, নামে বিকানো (ক্রিয়া) প্রকৃতপক্ষে যোগ্য না হলেও নাম খ্যাতি বা উপাধির বলে আদৃত হওয়া বা প্রচলিত হওয়া। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ-গোয়ালার জন্য দুধ সহজলভ্য সত্ত্বেও দুধ না খেয়ে কাঁজি খায় অর্থাৎ নামমাত্র সার কাজে কিছু নয়। নামে নামে (ক্রিয়াবিশেষণ) প্রত্যেকের নাম করে বা ধরে; প্রতিজনে (নামে নামে মিষ্টি ভাগ করা হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √ম্না+মন্‌(মনিন্‌)=নামন্‌>; (ফারসি) নাম্‌}
  • Bengali Word নামক Bengali definition [নামোক্‌] (বিশেষণ) নামে পরিচিত (শের শাহ নামক বাদশাহ)। {(তৎসম বা সংস্কৃত) নাম+ক(যুক্ত)}
  • Bengali Word নামজাদা, নামযাদা Bengali definition [নাম্‌জাদা] (বিশেষণ) প্রসিদ্ধ; বিখ্যাত; খ্যাতনামা (চোহান রাজপুত কত নামজাদা মিয়া-ঘনরাম চক্রবর্তী)। {ফারসি}
  • Bengali Word নামঞ্জুর Bengali definition [নামোন্‌জুর্‌] (বিশেষণ) বাতিল; অগ্রাহ্য; প্রত্যাখ্যাত; অস্বীকৃত (দরখাস্ত নামঞ্জুর হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নামঞ্জুরি (বিশেষ্য)। {(ফারসি) না+ (আরবি) মঞ্জুর}
  • Bengali Word নামতা Bengali definition [নাম্‌তা] (বিশেষ্য) গুণনের ধারাবাহিক তালিকা; multiplication table। নামতার কোটা (বিশেষ্য) নামতার ঘর। {(তৎসম বা সংস্কৃত) নামপত্র>}
  • Bengali Word নামদা Bengali definition [নাম্‌দা] (বিশেষ্য) ঘোড়ার জিনের নিচের লোমের গদি। {(ফারসি) নম্‌দা}
  • Bengali Word নামনা Bengali definition [নাম্‌না] (বিশেষ্য) বটাদি বৃক্ষের ঝুরি (নাবাল ডালের নামনা ধরে দুলছে কাকাতুয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) লম্বা> (প্রাকৃত) লংব>লাম>নাম+না}
  • Bengali Word নামলা Bengali definition [নাম্‌লা] (বিশেষণ) বিলম্বে জাত; যথাসময়ের পরে জন্ম হয়েছে এমন; নাবি (আমার একাট নামলা বেটা আছে-বুড়ো বয়সের ছেলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) লম্ব>নাম+লা}