Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নাথা ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নাথা] (বিশেষ্য) পাত্রাদি মার্জনা করার ছিন্ন বস্ত্রখণ্ড; ময়লা ভেজা নেকড়া (সে মোহোর ঘৃতভাণ্ডের নাথা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নক্তক>}
  • Bengali Word নাথা ২, নাথি, নাথী Bengali definition [নাথা, নাথি, নাথী] (বিশেষ্য) লাথি; পদাঘাত। নাথানোথা, নাথানুথা (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) লাথি, কিল, চাপড় ইত্যাদি (প্রাণভয়ে দ্বিজগণ দেখায় পইতা পরানে না মারে দানা মারে নাথানোথা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; নাথানুথা কিলগুঁতা হিড়িক জুতার-ঘনরাম চক্রবর্তী)। {লাথি>}
  • Bengali Word নাদ ১ Bengali definition [নাদ্‌] (বিশেষ্য) ১ গর্জন (বজ্রনাদ)। ২ শব্দ; রব (প্রাণ আকুল ভৈল বাঁশীর নাঁদে-বড়ু চণ্ডীদাস)। ৩ উচ্চমধুর ধ্বনি (বংশীনাদ)। নাদবিন্দু (বিশেষ্য) চন্দ্রবিন্দু। নাদিত (বিশেষণ) ধ্বনিত; শব্দিত; নিনাদিত। নাদী(-দিন্‌) (বিশেষণ) ১ গর্জন করে এমন; গর্জনকারী। ২ ধ্বনি করে এমন; শব্দকারী। নাদিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নাদ ২ Bengali definition ⇒ লাদ
  • Bengali Word নাদন, নাদনা Bengali definition [নাদোন্‌, নাদ্‌না] (বিশেষ্য) ১ মোটা লাঠি বা খুঁটি (নাদনাটা ঘাড়ে করে নাও)। ২ মোটা লাঠির প্রহার (দুই জনে যা জাবনা পায়, দশগুণ তার নাদনা খায়-কাজী নজরুল ইসলাম)। নাদনবাড়ি (বিশেষ্য) মোটা লাঠি। {(তৎসম বা সংস্কৃত) নদ্ধ>}
  • Bengali Word নাদনি Bengali definition [নাদ্‌নি] (বিশেষ্য) একপ্রকার বোঝাই নৌকা। {(হিন্দি) লাদনা, লাদনী}
  • Bengali Word নাদা ১ Bengali definition [নাদা] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) গর্জন করা; ভীষণ জোরে শব্দ করা (নাদে কাদম্বিনী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নাদ+আ>}
  • Bengali Word নাদা ২, নান্দ (মধ্যযুগীয় বাংলা) নান্দা Bengali definition [নাদা, নান্‌দো, নান্‌দা] (বিশেষ্য) ১ বড় জ্বালা; গামলা; বিরাট পাত্রবিশেষ (এক বৃহৎকায় বৃষ আসিয়া কলুর বলদের সেই খোল বিচালি পরিপূর্ণ নাদায় মুখ দিয়া জাবনা খাইতেছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পেট মোটা ফাঁদালো মুখ পুরু কলস (নান্দে নান্দে মদ্যপান গঙ্গার গভরে-বৃন্দাবন দাস)। নাদাপেটা (বিশেষ্য), (বিশেষণ) যার পেট জালার মতো; বিশ্রীভাবে পেটমোটা। নাদাপেটী (স্ত্রীলিঙ্গ)। নাদাপেটা হাঁদারাম (বিশেষ্য) যেমন মোটা পেট তেমন মোটা বুদ্ধি; কিম্ভূতকিমাকার। {(তৎসম বা সংস্কৃত) নন্দা>}
  • Bengali Word নাদান Bengali definition [নাদান্‌] (বিশেষণ) বোকা; নির্বোধ; অজ্ঞান; অবুঝ (নাদান লাড়কি মেরা নাহি জানে ভালো বুরা, না বুঝিয়া করিল তকসির-সৈয়দ হামজা; কাপড়চোপড় দেখে বড়ই নাদান বলে মনে হয়-আসকার ইবনে শাইখ)। নাদানি (বিশেষ্য)। {(ফারসি) নাদান}
  • Bengali Word নাদি Bengali definition ⇒ লাদ
  • Bengali Word নাদিনী, নাদী Bengali definition ⇒ নাদ১
  • Bengali Word নাদুসনুদুস Bengali definition [নাদুশ্‌নুদুশ্‌] (বিশেষণ) হৃষ্টপুষ্ট; মোটাসোটা; গোলগাল; থলথলে (ছেলেটি দেখতে বেশ নাদুসনুদুস মোটাসোটা)। {নাদ+উস্‌+নুদ্‌+উস্‌}
  • Bengali Word নাদেঁ, নান্দে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নাদেঁ, নান্‌দে] (ক্রিয়া) ১ দিও না (পরের বচনে তোঁ ধনুত নাদেঁ গুণ-বড়ু চণ্ডীদাস)। ২ দেয় না (এবেঁ আসিয়া কাহ্নঞিঁ দরশন নাদেঁ-বড়ু চণ্ডীদাস)। {না+দেয়}
  • Bengali Word নাদেয়, নাদ্য Bengali definition [নাদেয়ো, নাদ্‌দো] (বিশেষণ) ১ নদীজাত; নদী থেকে উৎপন্ন। ২ নদীসংক্রান্ত। ৩ সৈন্ধব লবণ। □ (বিশেষ্য) ১ নদীর জল। ২ কাশ তৃণ। ৩ নদীজাত মৎস্য। {(তৎসম বা সংস্কৃত) নদী+এয়(টক্‌), য(যৎ)}
  • Bengali Word নানক Bengali definition [নানোক্‌] (১৪৬৯-১৫৩৯ খ্রি.) (বিশেষ্য) পাঞ্জাববাসী গুরু নানক; শিখ ধর্ম ও সম্প্রদায়ের প্রবর্তক। নানকপন্থি/নানকপন্থী (বিশেষণ), (বিশেষ্য) নানকের প্রচারিত ধর্ম-মতাবলম্বী; শিখ। {পাঞ্জাবি নানক}
  • Bengali Word নানকর Bengali definition [নান্‌কর্‌] (বিশেষ্য) ১ চাকর প্রভৃতিকে প্রদত্ত অর্থ বা ভূ-সম্পত্তি। ২ ভৃত্য প্রভৃতিকে কার্য সম্পাদনের জন্য প্রদত্ত ভূমি; খোরপোশ। {(ফারসি) নান্‌কার্‌}
  • Bengali Word নানখাতাই Bengali definition [নান্‌খাতাই] (বিশেষ্য) মিষ্টান্নবিশেষ (নানখাতাই মিঠা নেমকি, পরটা এ সকল সুখাদ্য স্বহস্তে প্রস্তুত করিয়াছেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) নান্‌খাতাই}
  • Bengali Word নানবাই Bengali definition [নান্‌বাই] (বিশেষ্য) রুটি বিক্রেতা। {(ফারসি) নান+বাই(ব্যবসায়ী)}
  • Bengali Word নানা ১ Bengali definition [নানা] (বিশেষ্য) মাতামহ। নানী (স্ত্রীলিঙ্গ)। {(হিন্দি) নানা}
  • Bengali Word নানা ২, নানান Bengali definition [নানা, নানান্‌] (বিশেষণ) ১ বহু; অনেক (নানা কথার ছলে নানান মুনি বলে সংশয়ে তাই দুলি হে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিভিন্ন; বিবিধ (নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?-নিধু বাবুর টপ্পা)। নানার্থ (বিশেষ্য) বিবিধার্থ; বিভিন্ন অর্থযুক্ত (এক শব্দের নানারূপ অর্থ থাকিলে তাহার নাম নানার্থ হয়-হশা)। {ঋগ্বেদ, নানানম্‌}
  • Bengali Word নানাসাহেব Bengali definition [নানাশাহেব্‌] (বিশেষ্য) ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের বিখ্যাত নায়ক। তাঁর প্রকৃত নাম নাম ধুন্ধুপস্থ; পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র। {নানা+সাহেব}
  • Bengali Word নান্দ, নান্দা Bengali definition ⇒ নাদা৩
  • Bengali Word নান্দী Bengali definition [নান্‌দি] (বিশেষ্য) ১ কাব্য-নাটকাদির প্রারম্ভে সুসম্পন্নতা কামনা করে স্তুতি, মঙ্গলাচারণ। ২ স্তুতি; বন্দনা (সাগরপারে গান্ধী করে জাতীয়তার নান্দীপাঠ-সত্যেন্দ্রনাথ দত্ত)। নান্দীকর (বিশেষ্য) ১ স্তুতিপাঠক; বন্দনাকারী। ২ মাঙ্গলিক অনুষ্ঠানকারী। নান্দীমুখ (বিশেষ্য) হিন্দুদের আভ্যুদয়িক শ্রাদ্ধ; বিবাহ, গৃহপ্রবেশ প্রভৃতি শুভকর্মের পূর্বে যে শ্রাদ্ধ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্‌+অ(ঘঞ্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word নান্দে Bengali definition ⇒ নাদেঁ
  • Bengali Word নাপছন্দ, নাপসন্দ Bengali definition [নাপসন্‌দ্‌] (বিশেষণ) ১ অমনোনীত; অপছন্দ, অরুচিকর; মনের মতো নয় এমন। ২ অপ্রিয়। {(ফারসি) না+পসন্দ}
  • Bengali Word নাপাক Bengali definition [নাপাক্‌] (বিশেষণ) অপবিত্র; অশুচি; অশুদ্ধি (যত কাম করে.....সকলি নাপাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ফারসি}
  • Bengali Word নাপান Bengali definition [নাপান্‌] (বিশেষ্য) বিলাস-ভঙ্গিমা; হাবভাব; ঠাট-ঠমক(নাপান করে নাগর ভুলায়-ঘনরাম চক্রবর্তী)। নাপানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (মধ্যযুগীয় বাংলা) হাবভাবে যে নারী মন ভুলায় (কত মন্ত্র তন্ত্র জানে সে নাপানী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) লম্ফন>}
  • Bengali Word নাপানি (প্রাচীন বাংলা) Bengali definition [নাপালি] (বিশেষ্য) ১ বনমল্লিকা নামক ফুল (প্রথমেত কোঙর বক নাপালি সিঅলি। কালা কাসন্দর ইন্দীবর ফুল লইল তুলি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। ২ সেউতি। {(তৎসম বা সংস্কৃত) নবমল্লিকা>}
  • Bengali Word নাপানো (আঞ্চলিক) Bengali definition [নাপানো] (ক্রিয়া) ১ লাফ দেওয়া; লাফানো। ২ অতিশয় আগ্রহ প্রকাশ করা। নাপানি বি। নাপানো-ঝাঁপান (বিশেষ্য) ১ লম্ফ-ঝম্ফ (নাপান ঝাঁপানে যায় ডানি বামে নাহি চায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ আস্ফালন। {(তৎসম বা সংস্কৃত) লম্ফন}
  • Bengali Word নাপিত Bengali definition [নাপিত্‌] (বিশেষ্য) ১ ক্ষৌরকার; চুল কাটা, দাড়ি চাঁছা প্রভৃতি যার পেশা (কনক দর্পণ নাপিত ধরিল সম্মুখে-বিজয় গুপ্ত)। ২ হিন্দু জাতিবিশেষ। ৩ নরসুন্দর। নাপিতানি, নাপিতিনি, নাপতিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্নাপয়িতৃ> (প্রাকৃত) সাণ্‌হাপিত>}