Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নাজিল Bengali definition ⇒ নাজেল
  • Bengali Word নাজীর Bengali definition ⇒ নাজির
  • Bengali Word নাজুক ১, নাযুক Bengali definition [নাজুক্‌] (বিশেষণ) ১ সুকুমার; রম্য; পেলব; আঘাত সহ্য করতে পারে না এমন (হাজার নাজুক কুমারীর মুখ ভাসায়ে লহুর স্রোতে-ফররুখ আহমদ)। ২ সহজেই বিগড়ে যেতে পারে এমন; সঙ্গিন (নাজুক অবস্থা)। ৩ সূক্ষ্ম; ভঙ্গুর। {(ফারসি) নাজুক্‌}
  • Bengali Word নাজুক ২ Bengali definition [নাজুক] (বিশেষণ) লাজুক; সংবেদনশীল। {লাজুক>}
  • Bengali Word নাজেল, নাজিল, নাযিল Bengali definition [নাজেল্‌, নাজিল্‌, নাযিল] (বিশেষ্য) অবতরণ (আয়াতটি নাজেল হওয়া-মআখাঁ)। □ (বিশেষণ) অবতীর্ণ; উপস্থিত; আবির্ভাব (হযরত মুহম্মদের উপর নাযিল হয়েছিল-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। {(আরবি) নাজিল}
  • Bengali Word নাজেহাল Bengali definition [নাজেহাল্‌] (বিশেষণ) ১ হয়রান; পেরেশান; নাকাল; জব্দ (প্রজাকে নাজেহাল করতে চাও তো কর উচ্ছেদের মামলা-প্রথম চৌধুরী)। ২ অতিশয় লাঞ্ছিত বা বিপন্ন (নাজেহাল বদহাল করে একেবারে গঙ্গা পার করে দেওয়া তাঁর ইচ্ছা-মীর মশাররফ হোসেন)। ৩ দুর্দশাগ্রস্ত (আমীর ওমরাহ্‌ সাবইকে সে করছে নাজেহাল-আকবরউদ্দীন)। {(ফারসি) নাজুক; (আরবি) হাল}
  • Bengali Word নাঞি, নাঞী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নায়িঁ] (অব্যয়) নাই; নেই; না। {(তৎসম বা সংস্কৃত) নাহিঁ>}
  • Bengali Word নাঞ্ছন Bengali definition [নান্‌ছন্‌] (বিশেষ্য) লাঞ্ছন; গীবত; নির্যাতন (কাল নাঞ্ছন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) লাঞ্ছন>}
  • Bengali Word নাট ১ Bengali definition [নাট্‌] (বিশেষ্য) ১ নৃত্য; নাচ (বিশ্রাম দিবস আট, শুন গীত দেখ নাট, আসরে করহ অধিষ্ঠান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ অভিনয়; নাট্য প্রদর্শন (নবীন তরঙ্গ তুলে করচ কত নাট-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ রঙ্গ; কৌতুক। ৪ রঙ্গমঞ্চ; অভিনয়ের স্থান; প্রেক্ষাগৃহ (‘ধন্য হরি ভাবের নাটে, ধন্য হরি রাজ্যপাটে’)। নাটমন্দির (বিশেষ্য) মন্দির সংলগ্ন গৃত্যগীতোৎসবের গৃহ বা প্রশস্ত স্থান। নাটমহল (বিশেষ্য) রঙ্গালয়; নাট্যশালা। নাটে গুরু (বিশেষ্য) অভিনয়ের আচার্য। ২ (ব্যঙ্গার্থ) প্ররোচক; অনিষ্টের মূল। {(তৎসম বা সংস্কৃত) √নট্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নাট ২ (বিরল) Bengali definition [নাট্‌] (বিশেষ্য) ভাঁজ-ভাঙা ও এলোমেলো; মলিন; লাট (নূতন কাপড় নাট করলে ফেরত নেবে না)। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট>}
  • Bengali Word নাটক Bengali definition [নাটোক্‌] (বিশেষ্য) ১ অভিনয় ‍উপযোগী রচনা; দৃশ্যকাব্য। ২ অভিনেতা। □ (বিশেষণ) নর্তক (নাচিছে নাটক গাহিছে গায়ক-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাটকী (স্ত্রীলিঙ্গ)। নাটকিত (বিশেষণ) নাটক আকারে রচিত। নাটকীয় (বিশেষণ) ১ নাটকোচিত; নাটকসুলভ (নাটকীয় ভঙ্গি)। ২ নাটক সম্পর্কিত। ৩ কৃত্রিম হাবভাব-যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √নট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word নাটা ১ Bengali definition [নাটা] (বিশেষ্য) কাঁটাগাছের গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র ফলবিশেষ; করঞ্জা ফল। {(তৎসম বা সংস্কৃত) লতাকরঞ্জ>}
  • Bengali Word নাটা ২ Bengali definition [নাটা] (বিশেষণ) ১ খাটো; বেঁটে। ২ বর্তুলাকার (ছুঁচোল মুখ, নাটা চোখ দেখে এতক্ষণে রিদয় বুঝলে এটা শেয়াল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নত>}
  • Bengali Word নাটা ৩, নাটাই Bengali definition [নাটা, নাটাই] (বিশেষ্য) যে চরকিতে বা শলাকায় সুতা জড়ানো হয় (বুকে বাণ বাজিয়া নাটাই হেন ঘুরে-কৃত্তিবাস ওঝা)। নাটানো (ক্রিয়া) ১ নাটাইতে সুতা জড়ানো। ২ নাটাইয়ের মতো ঘুরপাক খাওয়া। ৩ ক্লান্ত হওয়া; নাট খাওয়া। {(তৎসম বা সংস্কৃত) নর্তকী> (প্রাকৃত) ণট্টঈ>}
  • Bengali Word নাটাপাচা, ন্যাটাপ্যাচা Bengali definition [নাটাপাচা, ন্যাটাপ্যাচা] (বিশেষণ) শিথিল ও বিশৃঙ্খল অবস্থাযুক্ত; অবসন্ন। {নাটা+প্যাঁচ>}
  • Bengali Word নাটিকা Bengali definition [নাটিকা] (বিশেষ্য) ১ ক্ষুদ্র নাটক। ২ নর্তকী; নাটকারিণী। নাটিত (বিশেষণ) ১ অভিনীত। ২ নাচানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নাটক+আ(টাপ্‌)}
  • Bengali Word নাটুকে Bengali definition [নাটুকে] (বিশেষণ) ১ নাটক-রচয়িতা; নাট্যকার (নাটুকে রামনারায়ণ)। ২ নাটকীয়। নাটুকেপনা (বিশেষ্য) অভিনেত্রীসুলভ হাবভাব। {(তৎসম বা সংস্কৃত) নাটক+ (বাংলা) ইয়া>নাটুকে}
  • Bengali Word নাটুয়া, নাটোয়া Bengali definition [নাটুয়া, নাটোয়া] (বিশেষ্য), (বিশেষণ) নট; অভিনেতা; নর্তক। {(তৎসম বা সংস্কৃত) নাট+ (বাংলা) উয়া}
  • Bengali Word নাটের গুরু Bengali definition ⇒ নাট১
  • Bengali Word নাট্য Bengali definition [নাট্‌টো] (বিশেষ্য) ১ নাচ; গান; বাজনা। ২ অভিনয়; নাট্যপ্রদর্শন। ৩ নৃত্য। ৪ নাটক। নাট্যকলা (বিশেষ্য) নাচ গান বাজনার বিদ্যা; অভিনয় বিদ্যা; নট হওয়ার বিদ্যা। নাট্যকার (বিশেষ্য) নাটক লেখক। নাট্যমন্দির, নাট্যরঙ্গ, নাট্যশালা, নাট্যগৃহ (বিশেষ্য) নাচঘর; রঙ্গমঞ্চ; রঙ্গালয়; থিয়েটার; প্রেক্ষাগৃহ। নাট্যচার্য (বিশেষ্য) অভিনয় শিক্ষার গুরু। নাট্যাভিনয় (বিশেষ্য) নাটকের অভিনয়। {(তৎসম বা সংস্কৃত) নট+য(ঞ্য)}
  • Bengali Word নাত ১, না’ত Bengali definition [নাত্‌] (বিশেষ্য) ১ হজরত মুহম্মদের (সা.) প্রশংসা। ২ নবির প্রশস্তি-গান। ৩ প্রশস্তি (জাগিবে মানুষ দিকে দিগন্তে গাহি জীবনের নাত-জসীমউদ্‌দীন)। {(আরবি) নাৎ}
  • Bengali Word নাত ২ Bengali definition [নাত্‌] (বিশেষ্য) নাতি; পৌত্র; দৌহিত্র (নাত-বউ)।
  • Bengali Word নাতক Bengali definition [নাতোক্‌] (বিশেষ্য) গ্রেপ্তারের হুকুম। {(আরবি) নাতক্‌}
  • Bengali Word নাতজামাই, নাতবৌ Bengali definition ⇒ নাতি১
  • Bengali Word নাতান, নাতন, নাতোয়ান Bengali definition [নাতান্‌, নাতোন্‌, নাতোয়ান্‌] (বিশেষণ) ধনী; দরিদ্র। □ (বিশেষ্য) অক্ষমতা। ২ জমিদারের খাজনা দিতে অপারগতা (আমি খাস তালুকের প্রজা, আমি কখন নাতান কখন সাতান-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {(ফারসি) নাতুয়ান}
  • Bengali Word নাতি ১, নাতী Bengali definition [নাতি] (বিশেষ্য) পুত্র বা কন্যার ছেলে; দৌহিত্র (অশুদ্ধ প্রয়োগে পৌত্র>পুতি)। নাতনি, নাতনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পুত্র বা কন্যার মেয়ে; পৌত্রী বা দৌহিত্রী (তরুণী নাৎনীর তাতে মাতামহী হাত সেঁকে নেন-বুদ্ধদেব বসু)। নাতি জামাই, নাতজামাই (বিশেষ্য) নাতনির স্বামী। নাতি-নাতকুর (বিশেষ্য) পৌত্র প্রপৌত্র দৌহিত্র ও তার সন্তান (সে বাড়ীতে জামাই, ঝি, নাতীনাৎকুর সকলেই আসতে পারবে-মীর মশাররফ হোসেন)। নাতি-নাতনি (বিশেষ্য) পুত্র বা কন্যার ছেলেমেয়ে। নাতিবৌ, নাতবৌ (বিশেষ্য) নাতির স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) নপ্তৃ> (প্রাকৃত) নত্তি>}
  • Bengali Word নাতি ২ Bengali definition [নাতি] (বিশেষণ) ন অতি; বেশি নয়; অল্প; অনধিক; অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় (নাতিদীর্ঘ)। নাতিখর্ব (বিশেষণ) খুব বেঁটে নয়। নাতিতীক্ষ্ণ (বিশেষণ) বেশি তীক্ষ্ণ নয় এমন (দুচারটি নাতিতীক্ষ্ণ বাক্যবাণ-রাজশেখর বসু (পরশু))। নাতিদীর্ঘ (বিশেষণ) খুব দীর্ঘ বা ঢেঙ্গা নয়। নাতিদূর (বিশেষণ) বেশি দূর নয়। নাতিশীতোষ্ণ (বিশেষণ) বেশি ঠাণ্ডাও নয় গরমও নয় এরূপ; বসন্তকালের মতো (নাতিশীতোষ্ণ অঞ্চল)। নাতিশীতোষ্ণ মণ্ডল (বিশেষ্য) উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী স্থান যেখানে ঠাণ্ডা বা গরম কোনোটাই বেশি নয়; temperate zone। নাতিস্থূল (বিশেষণ) বেশি মোটা নয় এরূপ। নাতিহ্রস্ব (বিশেষণ) বেশি খাটো নয় এরূপ। {(তৎসম বা সংস্কৃত) ন+অতি}
  • Bengali Word নাতী, নাতীনাৎকুর Bengali definition ⇒ নাতি১
  • Bengali Word নাথ ১ Bengali definition [নাথ্‌] (বিশেষ্য) ১ স্বামী; প্রভু; অধিপতি (জগন্নাথ)। ২ রক্ষাকর্তা; পালনকর্তা; পালক; রক্ষক (অনাথের নাথ)। ৩ হিন্দু সম্প্রদায়ের উপাধিবিশেষ। নাথবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে নারীর স্বামী আছে; সধবা। নাথবান (বিশেষণ) প্রভু বা রক্ষক আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √নাথ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word নাথ ২ Bengali definition [নাথ্‌] (বিশেষ্য) নাকের দড়ি; নাঁকফোঁড়া রশি। নাথহরি (বিশেষ্য) নাকফোঁড়ার যোগ্য পশু। {(তৎসম বা সংস্কৃত) নস্ত(নাক)>}