ধ পৃষ্ঠা ৯
- Bengali Word ধুন্দকার, ধুন্দুকার, ধুন্ধুকার Bengali definition [ধুন্দোকার্,ধুন্দুকার,ধুন্ধুকার্](মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ধূমে অন্ধকার; ধূমাকার; অস্পষ্ট; nebulous (ডানে বামে আছে তার ফেরেস্তা অপার, চারিশত লক্ষ আছে হয়া ধুন্দকার-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) ধূমান্ধ>}
- Bengali Word ধুন্দুল, ধুন্দল Bengali definition [ধুন্দুল্,ধুন্দল্] (বিশেষ্য) ঝিঙে-জাতীয় সবজিবিশেষ; বুনো ঝিঙ্গা্ {(তৎসম বা সংস্কৃত) ধাঁমাগর্ব>}
- Bengali Word ধুন্ধুমার Bengali definition [ধুন্ধুমার](বিশেষ্য) ১ গৃহধূম; ঝুল। ২ মহাকোলাহল; গণ্ডগোল। ৩ ইন্দ্রগোপ নামক কীট। {(তৎসম বা সংস্কৃত) ধূমান্ধ>}
- Bengali Word ধুপ ১ Bengali definition [ধুপ্](বিশেষ্য) ১ রৌদ্র। ধুপছায়া, ধূপছায়া (বিশেষ্য) ১ রৌদ্র ও ছায়ার মিশ্রণে। ২ ময়ূরকণ্ঠী বর্ণ বা রং। ৩ লাল সুতার টানা ও কালো নীল বা বেগুনি সুতার পড়েন দিয়ে বোনা কাপড় (ধুপছায়া যার শাড়ী তার হাসি মিষ্টি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(হিন্দি) ধুপ}
- Bengali Word ধুপ ২ Bengali definition [ধুপ্](অব্যয়) পতনের লঘু শব্দ। ধুপ ধুপ, ধুপধাপ (অব্যয়) স্বাদ প্রভৃতির উপর ভারি পদশব্দ। ধুপুস ধুপুস, ধুপুস ধাপুস, ধাপুস ধুপুস (বিশেষ্য) সাধারণত ভারী বস্তু পতনের বা জোরে পদক্ষেপের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধুপচি, ধূপচি, ধুপুচি Bengali definition [ধুপ্চি,ধূপ্চি,ধুপুচি](বিশেষ্য) ধুনুচি; যে পাত্রে ধূপ জ্বালিয়ে ধোয়া সৃষ্টি করা হয়। {(তৎসম বা সংস্কৃত) ধূপ+তুর্কি চি}
- Bengali Word ধুপতি Bengali definition (বিশেষ্য) ধূপদানি। {(তৎসম বা সংস্কৃত) ধূপ>তুর্কি চি>}
- Bengali Word ধুপি ১ Bengali definition [ধুপি](বিশেষ্য) ক্ষুদ্র স্তূপ; রাশি; চূর্ণ বস্তুর রাশি; ঢিপি। ধুপি পিঠা, ভাপা পিঠা (বিশেষ্য) চালের গুঁড়া গুড় ও নারকেল ইত্যাদির সংমিশ্রণে আগুনের ভাপে প্রস্তুত পিঠাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word ধুপি ২, ধুবি Bengali definition [দুপি,ধুবি](বিশেষ্য) রজক; ধোপা (ধুবীর কুকুর যেন স্থান নাই ঘরে বা বাজারে-ফররুখ আহমদ)। ধুবিনী( স্ত্রীলিঙ্গ) । {(হিন্দি) ধোবী}
- Bengali Word ধুবকা Bengali definition [ধুব্কা](বিশেষ্য) ধুয়া; এক প্রকার গান। ধুবন (বিশেষ্য) ১ যে কাঁপায়; কম্পয়িতা। ২ চালক। ৩ অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √ধু+অক(ক্বুন্)+আ(টাপ্)}
- Bengali Word ধুম, ধুমো Bengali definition [ধুম্,ধুমো](বিশেষ্য)১ সমারোহ; আড়ম্বর; ঘটা; জাঁকজমক; শোরগোল (রান্নাঘরে ভারি ধুম লেগে গেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রাচুর্য; আধিক্য; ভিড় (বিদেশ যাত্রার ধুম লেগে গেছে)। ৩ তুমুল কোলাহলময় (ধুম ঝগড়া)। ধুম খাওর (বিশেষণ) তুমুল; ভীষণ (এমন সময় প্যাকালে এলে একটা ধুম খাওর কাণ্ড বাধিয়ে দেবে-কাজী নজরুল ইসলাম)। ধুম ধড়ক্কা, ধুম ধাড়াক্কা (বিশেষ্য) ১ খুব ঘটা; মহাসমারোহ; আড়ম্বর (বর্ষা যে রাজার মত হাতিতে চড়ে ঢাকঢোল বাজিয়ে নিশান উড়িয়ে ধুমধড়ক্কা করে, এ ঘটনা এদেশে চিরপুরাতন ও চিরনবীন-প্রথম চৌধুরী)। ২ মাতামাতি; ব্যস্ততা ও শোরগোলপূর্ণ ব্যাপার (কনফারেন্সে ধুমধাড়াক্কা ব্যাপার-মনোজ বসু)। ধুমধাম (বিশেষ্য) সমারোহ; জাঁকজমক; মাতামাতি (মাঠ ছেড়ে গড়ের বাদ্যি যদি ঘরের মধ্যে ধুমধাম লাগায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধুমপটাস ⇒ দুম। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধুমসা, ধুমসো Bengali definition [ধুম্শা, ধুমশো](বিশেষণ) বেমানান; মোটা; অত্যন্ত কালো ও স্থূলকায় (ধুমসো জোয়ান কাল একটা ভারী কাজ করছিলো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ধুমসি( স্ত্রীলিঙ্গ) । {সাঁওতালি. ধুমসা}
- Bengali Word ধুমসুনি, ধুমসুনী Bengali definition [ধুম্শুনি](বিশেষ্য) ১ মুষ্ট্যাঘাত; কিল (যেদিন সে রেগে থাকত বা মুখখানা হাঁড়িপানা করে বসে থাকত তখন জোর ধুমসুনী দিয়ে তাকে কাঁদিয়ে ছাড়তাম-কাজী নজরুল ইসলাম)। ২ বিলক্ষণ প্রহার (চাট আর হাতার বাড়ী, চেলাকাঠের ধুম্সুনী-কাজী নজরুল ইসলাম)। ধুমসানো (ক্রিয়া) ধুম করে বা খুব জোরে কিল মারা; প্রচণ্ড প্রহার করা। {ধন্যা. ধুম>}
- Bengali Word ধুমা Bengali definition [ধুমা](বিশেষ্য) ধূম্র; ধূম। ধুমাকল (বিশেষ্য) স্টিমার। {(তৎসম বা সংস্কৃত) ধূ,>}
- Bengali Word ধুমুল Bengali definition ⇒ ধুম্বল
- Bengali Word ধুম্ব, ধুম্বা Bengali definition [ধুম্বো, ধুম্বা](বিশেষণ) দীর্ঘাঙ্গী ও স্থূলাঙ্গী (নিন্দাসূচক); যেমন লম্বা তেমন মোটা। ধুম্বি( স্ত্রীলিঙ্গ) । {(বাংলা) ধূম+তুম্ব>ধুম্ব}
- Bengali Word ধুম্বল, ধুম্বুল, ধুমুল Bengali definition [ধুম্বল, ধুমবুল্, ধুমুল্](বিশেষ্য) মৃদঙ্গ ও খোলের শব্দ (হরিহর দিল আসি আদ্যের ধুমুল-ঘনরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধুম্বলোচন, ধূম্রলোচন Bengali definition [ধুম্বোলোচোন্, ধুম্ম্রোলোচন্](বিশেষণ) কালো ও মোটা; কুৎসিত মোটা; গোদা (গোঁসাই বল্লেই একটা বিকটকার ধুম্বলোচন হবে, ছেলেবেলা অবধি সকলেরেই এই চির পরিচিতি সংস্কারকালীপ্রসন্ন সিংহ; আমার ভাগ্যে হব আমি দ্বিতীয় এক ধূম্রলোচন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধূম্রলোচনা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধূম্রলোচন>; হিন্দুপুরাণে অসুর শুম্ভ নিশুম্ভের সেনাপতি}
- Bengali Word ধুমড়ি, ধুমুড়ী Bengali definition [ধুম্ড়ি, ধুমুড়ী](অশিষ্ট) (বিশেষ্য) ১ ঢেমনি; বয়স্থা চরিত্রহীনা নারী। ২ অবজ্ঞার্থে বৈষ্ণবী। ৩ স্থূলাঙ্গী নারী; মোটা মেয়ে। □ (বিশেষণ) বয়স্কা মেয়ে। ধুমড়া (বিশেষণ) নেড়ানেড়ির নেড়ি নির্দেশক। {সাওতালি. ধুমসা>ধুম+(বাংলা) ড়ি}
- Bengali Word ধুর, ধুরা Bengali definition [ধুর্, ধুরা](বিশেষ্য) ১ গাড়ি ইত্যাদির অগ্রভাগ যা ঘোড়া গরু মহিষাদির কাঁধে সংলগ্ন থাকে; জোয়াল। ২ কোনো বস্তুর সামনের অংশ। ৩ শকটের মধ্যের দণ্ড যার দুই প্রান্ত দুই চাকার মধ্যে সংলগ্ন থাকে; অক্ষদণ্ড; axle। {(তৎসম বা সংস্কৃত) ধুর্>}
- Bengali Word ধুরন্ধর Bengali definition [ধুরন্ধর্](বিশেষ্য) ভারবাহী; ভারবাহক (বৃষ)। □ (বিশেষণ) ১ যে দক্ষতার সাথে কার্যভার অনায়াসে বহন করতে পারে; সুদক্ষ; সুনিপুণ; কর্মকুশল।। ২ অগ্রণী; ওস্তাদ। ৩ (ব্যঙ্গার্থ) চতুর; ধড়িবাজ; বখাটে (এমন বহুতর ধুরন্ধর আছেন ভুবনে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) ধুরা+√ধৃ+অ(খচ্)}
- Bengali Word ধুরীণ, ধুরীয়, ধুর্য Bengali definition [ধুরিন্, ধুরিয়ো, ধুর্জো](বিশেষণ) ১ নিপুণ; দক্ষ; কার্যকুশল। ২ ভার বহনের উপযুক্ত। ৩ ষাঁড়; বলদ। {(তৎসম বা সংস্কৃত) ধুর+ঈন, ঈয়(ছ); য(যৎ)}
- Bengali Word ধুল, ধূল Bengali definition [ধুল্](বিশেষ্য) ১ ধুলা; রেণু; রজঃ; মিহি শুষ্ক মাটির গুঁড়া (তাঁর পায়ের এতটুকু ধূল পেলে তোরা বত্তিয়ে যেতিস-কাজী নজরুল ইসলাম; ভেবেছিলি সব হল ধূল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (গণিত.) কড়ার ভগ্নাংশবিশেষ; বিশ ধুলে এক কাঠা (কাঠায় কাঠায় ধূল পরিমাণ-শুভঙ্করী)। দুলট (বিশেষ্য) ১ ধুলায় গড়াগড়ি প্রদান। ২ ধূলিমলিন (পরনে কালকের সেই ধূলট শাড়ি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ মেঘের নামবিশেষ (ধূলট মেঘ-জসীমউদ্দীন)। ধুল পরিমাণ (বিশেষ্য) এক কাঠা জমির বিশ ভাগের এক ভাগ। {(তৎসম বা সংস্কৃত) ধূলি>}
- Bengali Word ধুলা, ধুলো, ধূলা Bengali definition [ধুলা, ধুলো, ধূলা](বিশেষ্য) ১ ধূলি; শুকনা মাটির বা যে কোন জিনিসের গুঁড়া; রেণু (গুঁড়িয়ে ধুলা করা)। ২ (গণিত.) ক্ষেত্রের ও কড়ার অংশবিশেষ। ধুলা খেলা (বিশেষ্য) শিশুর ধুলা মাটি নিয়ে খেলা। ধুলাঘর (বিশেষ্য) খেলাঘর। ধুলা ধাপড়া উড়ানো (ক্রিয়া) এমন প্রহার করা যাতে শরীরে ধুলা না থাকে; ভীষণ প্রহার করা। ধুলাপড়া (বিশেষ্য) মন্ত্রপূত ধুলি। ধুলাপা (বিশেষ্য) নববধূর স্বামীর সাথে স্বামীর ঘরে বিয়ের আট দিনের মধ্যে আগমনের আচার। ধুলা-ফুরফুরি (বিশেষ্য) পাখিবিশেষ (একটি ধুলো-ফুরফুরি শিস দিয়ে বাউল গান গাইছে-কাজী নজরুল ইসলাম)। গায়ে ধুলা দেওয়া (ক্রিয়া) ধিক্কার দেওয়া; ঘৃণা প্রকাশ করা; হেয় করা; অবজ্ঞা করা। গায়ের ধুলা ঝাড়া (ক্রিয়া) ফাঁকি দেওয়া; প্রতারিত করা; ঠকানো। পায়ের ধুলা দেওয়া (ক্রিয়া) পদার্পন করে কৃতার্থ করা। পায়ের ধুলা নেওয়া (ক্রিয়া) ১ পা স্পর্শ করে সেই হাত মাথায় ঠেকানো। ২ গভীর শ্রদ্ধাভক্তি প্রদর্শন করা। {(তৎসম বা সংস্কৃত) ধূলি>}
- Bengali Word ধুসা, ধোস Bengali definition [ধুশা, ধোশা](বিশেষ্য) মোটা অসমৃণ পশমবিশেষ। {(হিন্দি) ধুসা}
- Bengali Word ধুস্তুর, ধুস্তূর, ধূস্তুর Bengali definition [ধুস্তুর্](বিশেষ্য) ধুতুরা গাছ ও ফল। {(তৎসম বা সংস্কৃত) ধুস্তুর}
- Bengali Word ধুৎ, ধেৎ, দুৎ Bengali definition [ধুত্,ধেত্,দুত্](অব্যয়) বিরক্তি অবজ্ঞা অসম্মতি অবিশ্বাস প্রভৃতি ভাবপ্রকাশক শব্দ। ধুত্তোর, দুত্তোর (অব্যয়) ধুৎ-এর জোরালো রূপ (মোরা যত দিই উত্তর তার ওরা “দুত্তোর” কহে-কাজী নজরুল ইসলাম)। ধুৎ ধুৎ (বিশেষ্য) দূর দূর; অবজ্ঞা প্রকাশ করে বিতাড়ন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধুড়ধুড়ি, ধুদ্ধুড়ি Bengali definition [ধুড়্ধুড়ি,ধুধ্ধুড়ি](বিশেষ্য) চুলের গোছা; কেমগুচ্ছ; খোপা; জটা। {(তৎসম বা সংস্কৃত) ধুর্>}
- Bengali Word ধুয়া ১, ধুয়াঁ Bengali definition [ধুয়া, ধুঁয়া](বিশেষ্য) ১ ধূম (চাপ তিন তি-হড়ি উড়িয়া জাউক ধুয়া-শেখ ফয়জুল্লাহ)। ২ ঘোলা। □ (বিশেষণ) ধূমযুক্ত। ধূয়ালি (বিশেষ্য) ধোঁয়া (কাঞ্চা বাঁশে আগুন দিয়া বাড়ালি ধূয়ালী-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) ধূম>}
- Bengali Word ধুয়া ২, ধূয়া, ধুয়ো Bengali definition [ধুয়া, ধূয়া, ধুয়ো](বিশেষ্য) ১ গানের যে অংশ দোহারগণ বার বার গায়; chorus (গানের ধুয়া)। ২ (আলঙ্কারিক) যে উক্তি বার বার করা হয় (তাদের একই ধুয়া)। ৩ আবদার; ছল; ছুতা (ধুয়া ধরা)। ধুয়া তোলা (ক্রিয়া) ছল করা; অছিলা করা। ধুয়া ধরা (ক্রিয়া) ধুয়া তোলা; গানের ধুয়া ধরা। {স, ধ্রুব, ধ্রুবক>(প্রাকৃত) ধুঅঅ>}