Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ধারা ২ Bengali definition [ধারা](ক্রিয়া) ১ ঋন হওয়া বা থাকা (দশ টাকা ধারি)। ২ সংস্রব রাখা (ধার ধারা)। {(তৎসম বা সংস্কৃত) ধারি> (প্রাকৃত) ধার}
  • Bengali Word ধারালো Bengali definition [ধারালো](বিশেষণ) শাণিত; তীক্ষ্ণধার; সুতীক্ষ্ণ। {ধার+আলো}
  • Bengali Word ধারি, ধারী Bengali definition [ধারি](বিশেষ্য) ১ মেটে ঘরের ইটনির্মিত চারি ধার; কিনারা (ধারি বাঁধান)। ২ পাড়। {ধার+ই}
  • Bengali Word ধারিণী Bengali definition [ধারিনি](বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধরেছে এমন (নারী); ধারণকারিণী (অস্ত্রধারিণী)। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ধরণী; পৃথিবী। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ইন্‌(ণিনি)=ধারিন্‌+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word ধারিত Bengali definition [ধারিতো](বিশেষণ) ১ ধারানো হয়েছে এমন। ২ গ্রহণ করানো হয়েছে এমন’ গ্রাহিত। ৩ বহন করানো হয়েছে এমন; বাহিত। ৪ স্থাপিত; প্রতিষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) √ধারি+ত(ক্ত)}
  • Bengali Word ধারী ১ Bengali definition [ধারি](বিশেষণ) ১ ধারযুক্ত; তীক্ষ্ণ; শাণিত; ধারাল; edged (দুধারী)। ২ ঋণী; ঋনগ্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ইন্‌(ণিনি)}
  • Bengali Word ধারী ২ (-রিন্‌) Bengali definition [ধারি](বিশেষণ) ধারণ করে এমন; ধারণকর্তা; ধারণকারী (উপাধিধারী)। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ইন্‌(ণিনি)}
  • Bengali Word ধারুয়া, ধেরো Bengali definition [ধারুয়া, ধেরো] (বিশেষণ) ১ ধার; কর্জবিষয়ক। ২ ঋণী। {(তৎসম বা সংস্কৃত) ধার+ (বাংলা) উয়া>ও}
  • Bengali Word ধার্তরাষ্ট্র Bengali definition [ধার্‌তোরাশ্‌ট্রো](বিশেষ্য) মহাভারতোক্ত অন্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের দুর্যোধনাদি পুত্র। {(তৎসম বা সংস্কৃত) ধৃতরাষ্ট্র+অ(অণ্‌)}
  • Bengali Word ধার্মিক Bengali definition [ধার্‌মিক্‌](বিশেষণ) ধর্মপরায়ণ; ধর্মচারী; ধর্মশীল; ধর্ম পালন করে এমন। ধার্মিকী, ধার্মিকা( স্ত্রীলিঙ্গ) । ধার্মিকতা (বিশেষ্য) ধর্মপরায়ণতা; ধর্মশীলতা। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ইক(ঠক্‌)}
  • Bengali Word ধার্য Bengali definition [ধার্‌জো](বিশেষণ) ১ ধারণযোগ্য; ধারণীয়; গ্রাহ্য; পালনীয় (শিরোধার্য)। ২ নির্ধারিত; নির্দিষ্ট; স্থিরীবৃত (ধার্য বেতন,বিবাহের দিন ধার্য হয়েছে)। ধার্যমাণ (বিশেষণ) গৃহীত হয়েছে এমন; ধৃত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ই(ণিচ্‌)+মান(শানচ্‌)}
  • Bengali Word ধার্ষ্টামি, ধার্ষ্টামো Bengali definition [ধার্‌শ্‌টামি,ধার্‌শ্‌টামো](বিশেষ্য) ধৃষ্টতা; স্পর্ধা; লজ্জা বা নিন্দাজনক আচরণ। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট+য(ষ্যঞ্‌)>ধার্ষ্ট্য+(বাংলা) আমি. আমো}
  • Bengali Word ধার্ষ্ট্য Bengali definition [ধার্‌শ্‌টো](বিশেষ্য) ধৃষ্টতা; ঔদ্ধত্য; প্রগল্‌ভতা; নির্লজ্জতা। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word ধাড়া, ধড়া Bengali definition [ধাড়া,ধড়া](বিশেষ্য) ১ তৌলদণ্ড; কাঁটা। ২ তুলাযন্ত্রের পাল্লা। ৩ পাঁচ সের পরিমাণ; পঁশুরি। ৩ হিন্দু সম্প্রদায়ের পদবিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ধট>}
  • Bengali Word ধাড়ি, ধাড়ী Bengali definition [ধাড়ি](বিশেষ্য) ১ যে পশু বা পাখি বেশি বাচ্চা দিয়েছে (ধাড়ি বাচ্চা সব পাখি চারদিকে ঘিরে এমনি চেঁচামেচি করতে থাকল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সর্দার; প্রবীণ; অগ্রণী; নেতা (চোরের ধাড়ি)। ৩ বৃদ্ধ; বয়স্ক। ৪ পাকা; ঘাগি (এ গুণে কলিকাতার ধাড়ী মহলেও স্থান করিয়া লইয়াছেন-মাহবুব-উল-আলম)। {(তৎসম বা সংস্কৃত) ধাত্রী>}
  • Bengali Word ধায় Bengali definition [ধায়্‌](ক্রিয়া) ধাবিত হয়; যায়; গমন করে। {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌>}
  • Bengali Word ধিক Bengali definition [ধিক্‌](অব্যয়) ১ নিন্দা, ঘৃণা, ভর্ৎসনা, লজ্জা, প্রদান, অবজ্ঞা, বিরক্তি প্রভৃতি জ্ঞাপক শব্দ (ধিক এমন আচরণে)। ২ ছিঃ; ধিক্কার। {(তৎসম বা সংস্কৃত) ধিক্‌}
  • Bengali Word ধিক ধিক Bengali definition [ধিক্‌ধিক্‌](অব্যয়) ১ তীব্র ধিক্কারসূচক। ২ ক্রমাগত ধীরে ধীরে আগুন জ্বলার শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ধিক্‌ ধিক্‌>}
  • Bengali Word ধিকাধিক ১ (প্রাচীন বাংলা) Bengali definition [ধিকাধিক্‌](বিশেষ্য) ধিক্কারসূচক উক্তি (কাহ্নাঞিঁ মোকে ধিকাধিক বোনে গো-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ধিক্কার>}
  • Bengali Word ধিকাধিক ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ধিকাধিক্‌](বিশেষ্য) সর্বোত্তম (কুনে ধিকাধিক তোমা বিভা দিন-ক্ষেদা)। {(তৎসম বা সংস্কৃত) অধিক+(বাংলা) ধিক}
  • Bengali Word ধিকিধিকি Bengali definition [ধিকিধিকি](ক্রিয়াবিশেষণ) ধীরে ধীরে; ক্রমাগত; অল্পে অল্পে (ধিকি ধিকি জ্বলা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধিক্কার, ধিৎকার Bengali definition [ধিক্‌কার,ধিত্‌কার](বিশেষ্য) ১ ধিক উক্তি; ধিক শব্দ প্রয়োগ। ২ ভর্ৎসনা; নিন্দা; বিরক্তি; ঘৃণা। ৩ আত্মগ্লানি। ধিক্কত (বিশেষণ) ১ ধিক বলে যাকে লজ্জা দেওয়া হয়েছে। ২ ভর্ৎসিত; নিন্দিত। ৩ ঘৃণিত; অবজ্ঞা। {(তৎসম বা সংস্কৃত) ধিক্কার}
  • Bengali Word ধিঙি, ধিঙ্গি, ধিঙ্গী Bengali definition [ধিঙি, ধিঙ্‌গি, ধিঙ্‌গী](বিশেষ্য), (বিশেষণ) ১ উচ্ছৃঙ্খল; দুরন্ত; স্বেচ্ছাচারিণী; অসংযত আচরণবিশিষ্ট; অনর্থ সংঘটক (সে রকম ধিঙি মেয়েদের বিপক্ষে আমি আর অধিক বাক্য ব্যয় করতে সাহস করিনে; এখন ভাই আইবুড়ো ধিঙ্গী মেয়ে বুকের উপরে-কাজী নজরুল ইসলাম)। ২ বেহায়া; লজ্জহীনা (ধিঙ্গী মেয়ে)। ৩ উদ্দাম; প্রগল্‌ভ; চঞ্চলস্বভাব (এই সহচরীগন ...ধিঙ্গি একজন উদ্দেশেতে করি নমস্কার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ নেতা; প্রধান; চাঁই; দলের সর্দার (যেন ধিঙ্গির পদ পেয়েছে)। ধিঙি নাচ (বিশেষ্য) উদ্দাম নৃত্য; তাণ্ডব (বেটা ছেলের সঙ্গে ধিঙ্গী নাচ বউ মানুষের)। ধিঙিপনা (বিশেষ্য) ধিঙ্গির ন্যায় আচরণ (মেয়ের বয়স বৃদ্ধির সঙ্গে ধিঙ্গীপনাও বাড়িতেছে)। {(তুলনীয়) (হিন্দি) ধিঙ্গী}
  • Bengali Word ধিনধিন, ধিনতাধিন Bengali definition [ধিন্‌ধিন্‌,ধিন্‌তাধিন্‌](অব্যয়) ১ নাচের শব্দ ও ভঙ্গি (ধিন ধিন করে নাচো)। ২ বাজনার বোল। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ধিমা, ঢিমা, ধিমে, ঢিমে Bengali definition [ধিমা, ঢিমা, ধিমে, ঢিমে](বিশেষণ) ১ ঢিলা; শিথিল; অলস (ধিমে প্রকৃতির)। ২ মৃদু; ক্ষীণ (ধিমা আঁচ, ধিমা বৃষ্টি)। ৩ অদ্রুত। {(আরবি) দীমাহ; (তৎসম বা সংস্কৃত) মধ্যম>ধিম>ঢিমিআ}
  • Bengali Word ধিৎকার Bengali definition ⇒ ধিক্কার
  • Bengali Word ধী Bengali definition [ধি](বিশেষ্য) বুদ্ধি; বোধশক্তি; জ্ঞান; মেধা (সুধী, ধীমান, ধীশক্তি)। ধীশক্তি (বিশেষ্য) কৌতূহল, শ্রবণ, গ্রহণ, তর্ক, বিতর্ক, অর্থবোধ, তত্ত্বজ্ঞান ও ধারণ-এই আট প্রকার বুদ্ধিগুণ। ধীত (বিশেষণ) ১ পীত। ২ অবজ্ঞাত; অনাদৃত। ৩ উপাসিত; আরাধিত। □ (বিশেষ্য) ধীতি। ধীমান (বিশেষণ) বুদ্ধিমান; বিবেচক; জ্ঞানী; পণ্ডিত (সেই শ্রেষ্ঠ বিভূতিতে ছিলে তুমি ভূষিত ধীমান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধীমতী (স্ত্রীলিঙ্গ) বুদ্ধিমতী। ধীমশক্তি (বিশেষ্য) বুদ্ধিশক্তি (অসামান্য ধীশক্তির পরিচায়ক)। ধীসচিব (বিশেষ্য) বুদ্ধিদাতা মন্ত্রী। ধীসম্পন্ন (বিশেষণ) বুদ্ধিবিচার সম্পন্ন। ধীহারা (বিশেষণ) জ্ঞানহারা। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ+ক্বিপ্‌}
  • Bengali Word ধীবর Bengali definition [ধিবর](বিশেষ্য) জেলে; কৈবর্ত; মৎস্যজীবী। ধীবরী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধা+বর(বরচ্‌)}
  • Bengali Word ধীর Bengali definition [ধির্‌](বিশেষণ) ১ ধৈর্যশীল; সহিষ্ণু; শোক ও ক্লেমাদিতে অভিভূত (ধীরচিত্ত)। ২ মন্থর; মৃদু; মৃদুমন্দ; অল্প; সামান্য (ধীরগতি, ধীরচলন)। ৩ স্থির; চঞ্চলতাশূন্য (ধীরভাব)। ৪ শান্ত; নম্র; বিনীত (ধীরস্বভাব)। ৫ স্থিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। ৬ পণ্ডিত; জ্ঞানী; বিজ্ঞ (পরস্পর শাস্ত্রকথা কহে ধীরগণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ধীরা( স্ত্রীলিঙ্গ) । অধীর বিপরীতার্থক শব্দ। ধীরতা, ধীরত্ব (বিশেষ্য) ১ ধৈর্য; ধৃতি (সকল ধীরতা শিক্ষা রসেতে পণ্ডিত-দৌকা)। ২ স্থিরচিত্ততা। ৩ গাম্ভীর্য। ৪ পাণ্ডিত্য। ৫ বুদ্ধিমত্তা। ধীরপ্রশান্ত (বিশেষ্য) ১ ধীর ও শান্ত। ২ নায়কবিশেষ, যার অনেক গুণ আছে। ধীরললিত (বিশেষ্য) মৃদু প্রকৃতির নায়কবিশেষ; যে নায়ক নম্র প্রফুল্ল ও নৃত্যগীতাদি প্রিয়। {(তৎসম বা সংস্কৃত) ধী+√রা+অ(ক)}
  • Bengali Word ধীরা Bengali definition [ধিরা](বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) যে নারী বক্রোক্তি বা ব্যঙ্গের মাধ্যমে ক্রোধ প্রকাশ করে; ধীর প্রকৃতির নারী। ২ (আলঙ্কারিক) যে নায়িকা অপরাধী নায়কের প্রতি স্পষ্ট ক্রোধ প্রকাশ না করে বক্রোক্তি দ্বারা উপহাস করে। {(তৎসম বা সংস্কৃত) ধী+√রা+অ(ক)+আ(টাপ্‌)}