দ পৃষ্ঠা ২৮
- Bengali Word দুর্বাসা Bengali definition [দুর্বাশা] (বিশেষণ) কুৎসিত বসন পরিহিত এমন। □ (বিশেষ্য) অতি কোপনস্বভাব স্বনামধন্য পৌরাণিক মুনি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাসস্(কুৎসিত বসনধারী); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বিনীত Bengali definition (বিশেষণ) ১ উদ্ধত; অশিষ্ট; অবিনয়ী; ভদ্রতা জানে না এমন (সাগরের প্রিয়তমা অয়ি দুর্বিনীত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অশিক্ষিত; দুর্বৃত্ত। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বিনয়; প্রাদি.}
- Bengali Word দুর্বিনেয় Bengali definition [দুরবিনেয়ো] (বিশেষণ) দুর্দমনীয়; দমিত করা কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃবিনেয়}
- Bengali Word দুর্বিনয় Bengali definition [দুর্বিনয়্] (বিশেষ্য) অশিষ্টাচারণ; বিনয়ের অভাব।
- Bengali Word দুর্বিপাক Bengali definition [দুর্বিপাক্] (বিশেষ্য) ১ দুর্যোগ; দুর্ঘটনা; অবাঞ্ছিত ঘটনা (পেটের পরিধি বিস্তারকে দুর্বিপাক বলে গণ্য করত না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অশুভ বা দুঃখময় পরিণাম। □ (বিশেষণ) কুফলপ্রদ (তুমি চন্দন তরু বোধে দুর্বিপাক বিষবৃক্ষের আশ্রয় গ্রহণ করিয়াছিলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বিপাক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বিষহ Bengali definition [দুর্বিশহো] (বিশেষণ) দুঃসহ; সহ্য করা কঠিন এমন; অসহনীয় (দুর্বিষহ শোক দহনে দগ্ধহৃদয় হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দুর্বিষহতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বি+√সহ্+অ(খল্)}
- Bengali Word দুর্বিাগাহ Bengali definition [দুর্বিগাহো] (বিশেষণ) ১ দুরবগাহ; প্রবেশ বা অবগাহন করা কঠিন এমন। ২ দুর্বোধ্য (উহারা দুর্বিগাহ মায়াজাল বিস্তৃত করিয়া উচ্ছেদ সাধন করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বি+√দাহ্+অ(খল্)}
- Bengali Word দুর্বুদ্ধি, দুরবুদ্ধি (বিরল) Bengali definition [দুর্বুদ্ধি] (বিশেষ্য) ১ কুবুদ্ধি; দুষ্টবুদ্ধি; দুর্মতি; খারাপ মনোভাব (এমন দুরবুদ্ধি ঘটিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মূর্খতা; বোকামি। ৩ অশুভকর বুদ্ধি। □ (বিশেষণ) দুষ্টবুদ্ধিযুক্ত; দুর্মতিশালী; বোকা; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বুদ্ধি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বৃত্ত Bengali definition [দুর্বৃত্তো] (বিশেষণ) ১ দুর্জন; দুশ্চরিত্র; দুরাত্মা; দুষ্টস্বভাব (রাবণও অতিদুর্বৃত্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; দুর্বৃত্ত মধুকর আমাকে নিতান্ত ব্যাকুল করিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দুর্বিনীত; উদ্ধত। □ (বিশেষ্য) দুষ্ট বা গুণ্ডা প্রকৃতির লোক। দুর্বৃত্ততা, দুর্বৃত্তি বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বৃত্ত(চরিত্র); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বেদ Bengali definition [দুর্বেদ্] (বিশেষণ) ১ কষ্ট করে জানা যায় এমন; দুর্জ্ঞেয়। ২ বোঝা কঠিন এমন; দুর্বোধ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বেদ}
- Bengali Word দুর্বোধ, দুর্বোধ্য Bengali definition [দুর্বোধ্, দুর্বোদ্ধো] (বিশেষণ) ১ বুঝতে পারা কঠিন এমন; দুর্জেয় (কাশী করিবারে চাহ এ বড় দুর্বোধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অর্থোদ্ধার করা কঠিন এমন (বিড়বিড় করিয়া দুর্বোধ্য মন্ত্র পড়িতে লাগিল-শামসুদ্দীন আবুল কালাম)। দুর্বোধ্যতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√বুধ্+অ(খল্), দুঃ+বোধ্য}
- Bengali Word দুর্ব্যবহার Bengali definition [দুর্ব্যাবোহার্] (বিশেষ্য) অভদ্র বা মন্দ আচরণ; অসদাচরণ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ব্যবহার}
- Bengali Word দুর্বৎসর Bengali definition [দুর্বত্সোর্] (বিশেষ্য) ১ অশুব বৎসর; যে বৎসর খুব দুঃখকষ্টে কাটে। ২ আকালের বৎসর; যে বৎসর জমিতে অজন্মা হয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বৎসর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্ভক্ষ্য, দুর্ভক্ষ Bengali definition [দুর্ভোক্খো] (বিশেষণ) খাওয়া দুঃসাধ্য বা কষ্টকর এমন; অখাদ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভক্ষ্য, ভক্ষ}
- Bengali Word দুর্ভগ Bengali definition [দুর্ভগো] (বিশেষণ) অদৃষ্ট মন্দ এমন; ভাগ্যহীন; দুর্দৃষ্ট। দুর্ভগা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ পতিপ্রেমে বঞ্চিতা; দুয়ো; স্বামী দেখতে পারে না এমন। ২ ভাগ্যহীনা; হতভাগিনী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভগ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্ভর Bengali definition [দুর্ভর্] (বিশেষণ) ১ বহন করা কষ্টকর এমন; দুর্বহ। ২ গুরুভার। ৩ দুঃসহ; অসহ্য (দুর্ভর বিচ্ছেদ অবলা বুকে বয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। দুর্ভরতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√ভৃ+অ(খল্)}
- Bengali Word দুর্ভাগা Bengali definition [দুর্ভাগা] (বিশেষণ) হতভাগা; অদৃষ্ট মন্দ এমন। দুর্ভাগিনী, দুর্ভাগী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভাগ্যহীনা; হতভাগিনী (বিধবা হয়েছি সেই দোষে দুর্ভাগী বলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভাগ্য>}
- Bengali Word দুর্ভাগ্য Bengali definition [দুর্ভাগ্গো] (বিশেষ্য) দূরদৃষ্ট; পোড়া কপাল; মন্দ বাগ্য। □ (বিশেষণ) হতভাগা; হতভাগ্য; দুর্ভাগা; ভাগ্যহীন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভাগ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্ভাবনা Bengali definition [দুর্ভাবোনা] (বিশেষ্য) ১ দুশ্চিন্তা; অশুভ আশঙ্কা। ২ উৎকণ্ঠা; উদ্বেগ। দুর্ভাবনাগ্রস্ত (বিশেষণ) উৎকণ্ঠিত; উদ্বেগাকুল; উদ্বিগ্ন; দুশ্চিন্তাগ্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভাবনা}
- Bengali Word দুর্ভিক্ষ Bengali definition [দুর্ভিক্খো] (বিশেষ্য) আকাল; দেশব্যাপী খাদ্যাভাব; ভিক্ষার অভাব; যে অবস্থায় ভিক্ষা পাওয়া খুবই কষ্টকর। সুভিক্ষ বিপরীতার্থক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভিক্ষা; অব্যয়ী}
- Bengali Word দুর্ভিতা Bengali definition [দুর্ভিতা] (বিশেষণ) দুর্গম (জঙ্গ নন্দি নামে এক জঙ্গল দুর্ভিতা-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভিদা>}
- Bengali Word দুর্ভেদ্য, দুর্ভেদ Bengali definition [দুর্ভেদ্দো, দুর্ভেদ্] (বিশেষণ) ১ ভেদ বা বিদীর্ণ করা দুষ্কর এমন; দুষ্প্রবেশ্য (দুর্ভেদ্য ব্যুহ; দুর্ভেদ বাধা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুর্বোধ; দুর্জ্ঞেয় (যেমন দুর্ভেদ্য রহস্যপূর্ণ ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুর্ভেদ্যতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভেদ্য, ভেদ; সুপ্সুপা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্ভোগ Bengali definition [দুর্ভোগ্] (বিশেষ্য) অব্যবস্থাজনিত দুঃখকষ্ট; লাঞ্ছনা; দুর্গতি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ভোগ}
- Bengali Word দুর্মতি Bengali definition [দুর্মোতি] (বিশেষ্য) ১ কুবুদ্ধি; মন্দবুদ্ধি; অসৎ মনোভাব। ২ বোকামি। ৩ দুষ্টবুদ্ধিসম্পন্ন লোক; অসৎ মনোভাবাপন্ন লোক (এই দুর্মতিদের মাঝখানে থাকিয়া ইহাদের মতিগতি ভালো করো-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ১ দুষ্টবুদ্ধি বা অসৎ মনোভাবাপন্ন; মন্দগতি। ২ বোকা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+মতি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্মদ Bengali definition [দুর্মদ্] (বিশেষণ) ১ দুর্দান্ত; দুর্ধর্ষ (দুর্মদ সংগ্রামে-মাইকেল মধুষূদন দত্ত)। ২ পাগল; উন্মত্ত। ৩ উচ্ছৃঙ্খল। □ (বিশেষ্য) প্রমত্ত ব্যক্তি (আমি চিরদুরন্ত দুর্মদ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√মদ্+অ(খল্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্মনা Bengali definition [দুর্মনা] (বিশেষণ) দুশ্চিন্তাগ্রস্ত; দুর্ভাবনাগ্রস্ত; উদ্বিগ্নচিত্ত; চিন্তিত। দুর্মনায়মান (বিশেষণ) দুশ্চিন্তা করছে এমন; দুর্ভাবনাগ্রস্ত। দুর্মনায়মানা (স্ত্রীলিঙ্গ) (দেবী দুর্মনায়মানা হইলে কিরূপে তাহার চিত্তবিনোদন করিতে হয় তাহা তুমি বিলক্ষণ জান-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {দুঃ+মনঃ(মনস্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্মর Bengali definition [দুর্মর্] (বিশেষণ) ১ সহজে মরে না এমন; কঠিন-প্রান; diehard (বাল্য প্রত্যয় ক্ষণস্থায়ী হলেও ভাব উপসর্গ দুর্মর-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ সহজে নষ্ট বা নরম হয় না এমন; অতিশয় রক্ষণশীল। দুর্মরতা (বিশেষ্য) (বৃত্তির দুর্মরতা মেনে নিয়েছিলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+মর}
- Bengali Word দুর্মা, দুর্মো Bengali definition [দুর্মা, দুর্মো,] (বিশেষ্য) অর্ধপক্ব নারকেল। {(তুলনীয়) ওড়িয়া দোর্মা}
- Bengali Word দুর্মুখ Bengali definition [দুর্মুখ্] (বিশেষণ) ১ কঠোর বা তিক্ত কথা বলে এমন; কটুভাষী। ২ অপ্রিয় সত্য কথা বলে এমন; অপ্রিয়ভাষী। দুর্মুখতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+মুখ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্মূল্য Bengali definition [দুর্মুল্লো] (বিশেষণ) মহার্ঘ; অত্যধিক উচ্চমূল্যের; আক্রা (পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তাহার কাছে দুর্মূল্য বোধ হইতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+মুল্য}