দ পৃষ্ঠা ২৭
- Bengali Word দুর্দর্শ Bengali definition [দুর্দর্শো] (বিশেষণ) কষ্টে দর্শন করা যায় এমন; দর্শন করা দুঃসাধ্য এরূপ (মাথা তুলেচে দুর্দর্শ সূর্যালোকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+দর্শ, দুঃ+√দৃশ্+অ(খল্)}
- Bengali Word দুর্দশা Bengali definition [দুর্দশা] (বিশেষ্য) মন্দ অবস্থা; শোচনীয় অবস্থা; দুরবস্থা; দুর্গতি; দুর্ভোগ (আপন দুর্দশা আর শিবেরে নিন্দিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+দশা}
- Bengali Word দুর্দহন Bengali definition [দুর্দহোন্] (বিশেষ্য) অসহ্য দহন বা জ্বালা (ব্যাপ্ত হয়েছে পাপের দুর্দহন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+দহন}
- Bengali Word দুর্দান্ত Bengali definition [দুর্দান্তো] (বিশেষণ) ১ দমন করা বা বশ মানানো কঠিন এমন; দুর্দমনীয়; দুরন্ত। ২ প্রবল ও অত্যাচারী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√দম্+ত(ক্ত); দুপ্সুপা}
- Bengali Word দুর্দিন Bengali definition [দুর্দিন্] (বিশেষ্য) ১ অশুভ কাল; দুঃসময়; বিপদের দিন। ২ দুর্যোগময় দিন; অসময়; ঝড়বৃষ্টিযুক্ত দুর্যোগপূর্ণ দিন (শিরে লয়ে উন্মত্ত দুর্দিন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+দিন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্দৈব Bengali definition [দুর্দোইবো] (বিশেষ্য) ১ দুরদৃষ্ট; বদনসিব; মন্দ কপাল; মন্দ ভাগ্য (একীরে দুর্দৈব-রবীন্দ্রনাথ ঠাকুর; দেখ দেখ ওরে নন্দী ব্যাসের দুর্দ্দৈব-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ দুর্ঘটনা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+দৈব; প্রাদি.}
- Bengali Word দুর্ধর Bengali definition [দুর্ধর্] (বিশেষণ) ১ অসহ্য ধারণ; সহ্য করা কঠিন এমন (দুর্ধর শোক ভরে অভিভূত হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দুর্দান্ত। ৩ যা উত্তোলন করা কষ্টকর এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√ধৃ+অ(খল্)}
- Bengali Word দুর্ধর্ষ Bengali definition [দুর্ধর্শো] (বিশেষণ) ১ পরাজিত করা বা বশ মানানো কষ্টকর এমন; দুর্জয় (দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বল্গা পাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রবল পরাক্রমশালী। ৩ দুঃসহ; তেজ সহ্য করা যায় না এমন। (দুর্ধর্ষ ডেলাইট-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দুর্ধর্ষতা, দুর্দ্ধর্ষতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√ধৃষ্+অ(খল্)}
- Bengali Word দুর্ধী Bengali definition [দুর্ধি] (বিশেষণ) দুষ্ট বুদ্ধি; দুর্বুদ্ধি। সুধী বিপরীতর্থাক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ধী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্নমিত Bengali definition [দুর্নোমিতো] (বিশেষণ) বশ মানানো বা আয়ত্ত করা কষ্টকর এমন; দুর্জয়; দুর্ধর্ষ (দুর্নমিত, অসংযত, গূঢ়চারী, গহন গম্ভীর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নমিত}
- Bengali Word দুর্না Bengali definition [দুর্না] (বিশেষ্য) উচ্ছৃঙ্খল; দুর্দান্ত (দশদিক আন্ধার করিল মেঘগণ দুর্না হয়ে বহে ঊনপঞ্চাশ পবন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুর্নয়>}
- Bengali Word দুর্নাম Bengali definition [দুর্নাম্] (বিশেষ্য) বদনাম; অখ্যাতি; অপযশ; কলঙ্ক। (আমার দুর্নাম হবে না দেখ ভাবিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নাম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্নিবার, দুর্নিবার্য Bengali definition [দুর্নিবার, দুর্নিবার্জো] (বিশেষণ) রোধ বা নিবারণ করা কঠিন এমন। (পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে ...-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নিবার/নিবার্য; দুঃ+নি+√বারি+অ(খল)}
- Bengali Word দুর্নিমিত্ত Bengali definition [দুর্নিমিত্তো] (বিশেষ্য) অশুভ লক্ষণ; অমঙ্গলের চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নিমিত্ত}
- Bengali Word দুর্নিরীক্ষ্য Bengali definition [দুর্নিরিক্খো] (বিশেষণ) নিরীক্ষণ করা কষ্টকর এমন; ভালোবাবে দেখা কঠিন এমন (আপনাকে মধ্যাহ্ন তপনের মতো দুর্নিরীক্ষ্য বলিয়া বোধ হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নিরীক্ষ্য; দুপ্সুপা}
- Bengali Word দুর্নিয়তি Bengali definition [দুর্নিয়োতি] (বিশেষ্য) অমঙ্গলসূচক নিয়তি; দুরদৃষ্ট; বদনসিব (নানান মতে খাটো করে নতুন বেশে আসছে দুর্নিয়তি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নিয়তি}
- Bengali Word দুর্নীতি Bengali definition [দুর্নিতি] (বিশেষ্য) নীতিবিরুদ্ধ; কুনীতি; অসদাচরণ। দুর্নীতি পরায়ণ (বিশেষণ) নীতিবিরুদ্ধ আচরণ করে এমন; দুরাত্মা; দুঃশীল। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নীতি}
- Bengali Word দুর্নয় Bengali definition [দুর্নয়্] (বিশেষ্য) ১ দুর্নীতি; কুনীতি। ২ কূটনীতি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+নয়}
- Bengali Word দুর্পিটা Bengali definition [দুর্পিটা] (বিশেষ্য) উত্তপ্ত লাল লৌহে হাতুড়ির আঘাতে যে অগ্নিময় ময়লা ছিটকে পড়ে; লৌহজাল (কুজনের সঙ্গ যেন কামার দুর্পিটা, যদি নাহি পোড়ে অঙ্গে তবু লাগে ছিটা-হেয়াত মাহমুদ)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word দুর্বচন Bengali definition [দুর্বচোন] (বিশেষ্য) ১ কটুবাক্য; অশিষ্ট বা উদ্ধত বচন। ২ গালি; তিরস্কার। □ (বিশেষণ) কটুবাক্য বলে এমন; অপ্রিয়ভাষী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বচন; প্রাদি.}
- Bengali Word দুর্বর্ণ Bengali definition [দুর্বর্নো] (বিশেষণ) বিবর্ণ; বিকৃতবর্ণ; মলিন। □ (বিশেষ্য) ১ রৌপ্য; রুপা। ২ খারাপ অক্ষর। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বর্ণ}
- Bengali Word দুর্বল Bengali definition [দুর্বল্] (বিশেষণ) ১ বলহীন; শক্তিহীন। ২ ক্ষীণ। ৩ রোগা। □ (বিশেষ্য) শক্তিহীন বা রুগ্ন ব্যক্তি; কৃশকায় ব্যক্তি (দুর্বলেরে রক্ষা কর-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুর্বলা (স্ত্রীলিঙ্গ)। দুর্বলতা, দৌর্বল্য বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বল}
- Bengali Word দুর্বহ Bengali definition [দুর্বহো] (বিশেষণ) ১ বহন করা কঠিন এমন; গুরুভার; অসঙ্গ; দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√বহ্+অ(খল্)}
- Bengali Word দুর্বাক Bengali definition [দুর্বাক্] (বিশেষণ) কটুভাষী; অপ্রিয় বা অশিষ্ট বাক্য বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাক্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্বাক্য Bengali definition [দুর্বাক্কো] (বিশেষণ) কটু কথা; দুর্বচন; অশিষ্ট বা অপ্রিয় বাক্য; গালি; তিরস্কার। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাক্য; প্রাদি.}
- Bengali Word দুর্বাচ্য Bengali definition [দুর্বাচ্চো] (বিশেষণ) বলা উচিত নয় এমন; অপবাদ; নিন্দা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাচ্য; সুপ্সুপা}
- Bengali Word দুর্বার Bengali definition [দুর্বার্] (বিশেষণ) দুর্দমনীয়; রোধ বা নিবারণ করা কঠিন এমন; দুর্নিবার (শিয়রে কলিঙ্গ রাজা বড়ই দুর্বার-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√বৃ+ণিচ্+অ(খল্)}
- Bengali Word দুর্বারণ Bengali definition [দুর্বারোন্] (বিশেষণ) দুর্নিবার্য; নিবারণ করা কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বারণ}
- Bengali Word দুর্বার্তা Bengali definition [দুর্বার্তা] (বিশেষ্য) অশুভ সংবাদ; দুঃসংবাদ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বার্তা}
- Bengali Word দুর্বাসনা Bengali definition [দুর্বাশোনা] (বিশেষ্য) ১ দুরাকাঙ্ক্ষা; অপূরণীয় বাসনা। (নির্বাসনে বাঁধা আছি দুর্বাসনার ডোরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুরভিসন্ধি; দুষ্টাভিলাষ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+বাসনা; প্রাদি.}