দ পৃষ্ঠা ২৯
- Bengali Word দুর্মেধা, দুর্মেধাঃ Bengali definition [দুর্মেধা, দুর্মেধাহ্] (বিশেষণ) ১ স্মরণশক্তি দুর্বল এমন; অল্প মেধাবিশিষ্ট। ২ দুর্বুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+মেধা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্মোচ্য Bengali definition [দুর্মোচ্চো] (বিশেষণ) মোচন করা বা দূর করা কঠিন এমন; দুরপনেয় (দুর্মোচ্য অন্ধকার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দুর্মোচ্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+মোচ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্যোগ Bengali definition [দুর্জোগ্] (বিশেষ্য) ১ ঝড়বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের সময়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+যোগ; প্রাদি.}
- Bengali Word দুর্যোধন Bengali definition [দুর্জোধন্] (বিশেষ্য) মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√যুধ্+অন(যুচ্)}
- Bengali Word দুর্লক্ষন Bengali definition [দুর্লক্খন্] (বিশেষ্য) অশুভ চিহ্ন; অকল্যাণের লক্ষণ। □ (বিশেষণ) অশুভ চিহ্ন বা লক্ষণযুক্ত। দুর্লক্ষণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+লক্ষণ}
- Bengali Word দুর্লক্ষ্য Bengali definition [দুর্লক্খো] (বিশেষণ) লক্ষ্য করা দুরূহ এমন; দেখতে পাওয়া কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+লক্ষ্য}
- Bengali Word দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য Bengali definition [দুর্লঙ্ঘো] (বিশেষণ) ১ লঙ্ঘন বা অতিক্রম করা কঠিন এমন; দুরতিক্রম্য (সেই সিক্ত বিশ্বাস ভরা মুখখানি .....মাঝখানে দুর্লঙ্ঘ্য প্রাচীর-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। ২ পালন করতেই হবে এমন (দুর্লঙ্ঘ্য আদেশ)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+লঙ্ঘ, লঙ্ঘ্য}
- Bengali Word দুর্লভ Bengali definition [দুর্লভ্] (বিশেষণ) দুষ্প্রাপ্য; পাওয়া কঠিন এমন; দুর্মূল্য; মহামূল্য। দুর্লভতা (বিশেষ্য) (দুর্লভতার কারণ জিজ্ঞাসা করলে বলে একা মানুষ কিন্তু কাজ বিস্তর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√লভ্+অ(খল্)}
- Bengali Word দুর্লেখ্য Bengali definition [দুর্লেক্খো] (বিশেষ্য) যে লেখার পাঠোদ্ধার করা কঠিন; অস্পট লেখা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+লেখা}
- Bengali Word দুর্হৃদয় Bengali definition [দুর্হৃদয়্] (বিশেষণ) দুষ্ট অন্তঃকরণ বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+হৃদয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুর্হৃৎ, দুর্হৃদ Bengali definition [দুর্হৃৎ, দুর্হৃদ্] (বিশেষণ) ১ হৃদয়হীন; নিষ্ঠুর (বুঝিলাম মোর শত্রু নয় দুর্হৃদ মানুষ কিংবা কুটিল দেবতা-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ কঠোর; হৃদয়হীন (রবীন্দ্রনাথের দুর্হৃদ মনোভাবে শুধু অনুকম্পার অভাব আছে-সুধীন্দ্রনাথ দত্ত)। সুহৃদ বিপরীতার্থক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+হৃদ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুল Bengali definition [দুল্] (বিশেষ্য) স্ত্রীলোকের কানের গহনা; যে অলঙ্কার কানে দোলে। {(তৎসম বা সংস্কৃত) √দুল্+অ}
- Bengali Word দুলকি Bengali definition [দুল্কি] (বিশেষ্য) ঘোড়া, পালকি ইত্যাদির চাল বা মৃদু গমনভঙ্গিবিশেষ; মৃদু দোলাজনিত চাল (পাল্কী চলে দুলকি চালে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √দুল্+কি}
- Bengali Word দুলদুল Bengali definition [দুল্দুল্] (বিশেষ্য) ১ হজরত মুহম্মদ (সা.)-এর জামাতা হজরত আলীর ঘোড়ার নাম। □ (অব্যয়) ক্রমাগত মৃদু আন্দোলনের ভাব। {(ফারসি) দুলদুল }
- Bengali Word দুলন Bengali definition ⇒ দোলন
- Bengali Word দুলহ ((ব্রজবুলি)) Bengali definition [দুলহ] (বিশেষণ) দুর্লভ; দুষ্প্রাপ্য (জগত দুলহ লেহ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দুর্লভ>}
- Bengali Word দুলা ১, দোলা Bengali definition ⇒ দোলা
- Bengali Word দুলা ২, দুলহা Bengali definition [দুলা, দুল্হা] (বিশেষ্য) বর; নওশা; স্বামী (নতুন দুলার রূপ দেখিয়ে চক্ষে মারে তাক-জসীমউদ্দীন; গর্ববোধ করব যে তার দুলহা ফকির নয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দুলহিন, দুলহন, দুলাইন, দুলহানি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কনে; বিবাহের পাত্রী (তোমার আমার সাদির দুলাইন কর্যাছি থির-ময়মনসিংহ গীতিকা)। দুলাভাই (বিশেষ্য) ভগিনীপতি; বোনাই। দুলামিঞা (বিশেষ্য) মেয়ের স্বামী; জামাতা (তারপর দুলা মিঞা .... কি মনে করে-কাজী ইমদাদুল হক)। {(হিন্দি) দুলহা}
- Bengali Word দুলারি, দুলারী Bengali definition [দুলারি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আদরিণী বা সোহাগিনী কন্যা। দুলাল (পুংলিঙ্গ)। {(তুলনীয়) (হিন্দি) দুলালী}
- Bengali Word দুলাল Bengali definition [দুলাল্] (বিশেষ্য) ১ আদরের বা পরম স্নেহের পাত্র। ২ আদুরে পুত্র; অতিরিক্ত যত্ন ও আদরে পালিত পুত্র। □ (বিশেষণ) ১ আদুরে; স্নেহভাজন (এক বুকের দুলাল ভাই-এয়াকুব আলী চৌধুরী; বাপের দুলাল বেটা ধীর মেঘনাদ-কৃত্তিবাস ওঝা)। ২ দোলায়িত (তরল তাল গতি দুলাল নাচে নটিনী নটন সুর-জ্ঞানদাস)। দুলালী (বিশেষণ), (স্ত্রীলিঙ্গ) আদরিণী; স্নেহের; আদরের; প্রিয়া; প্রিয়তমা। আলালের ঘরের দুলাল (বিশেষ্য) আদরে লালিত-পালিত ধনীর ছেলে। {(তুলনীয়) (হিন্দি) দুলাল}
- Bengali Word দুলি, দুলী Bengali definition [দুলি] (-প্রাচীন বাংলা) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) এক ধরনের মাদি কাছিম; কচ্ছপী। {(তৎসম বা সংস্কৃত) √দুল+ই (যে জল বা কাদা আলোড়িত করে)}
- Bengali Word দুলিচা Bengali definition [দুলিচা] (বিশেষ্য) ক্ষুদ্র আকারের গালিচা (সোনার দুলিচা তাতে বসাইল প্রাণনাথে-ফকির গরীবুল্লাহ)। {গালিচার সহচর শব্দ দুলিচা; (তুলনীয়) (হিন্দি) দুলীচা}
- Bengali Word দুলিত Bengali definition [দুলিতো] লম্বিত। {(তৎসম বা সংস্কৃত) দোলিত>}
- Bengali Word দুলে, দুলিয়া Bengali definition [দুলে, দুলিয়া] (বিশেষ্য) ডুলি, পালকি ইত্যাদির বাহক হিন্দু সম্প্রদায়বিশেষ (এদিকে দুলে, বেয়ারা, হাড়ি ও কাওরারা নূপুর পায়ে উত্তরী-সূতা গলায় দিয়ে নেচে বেড়াচ্চে-কালীপ্রসন্ন সিংহ)। দুলেনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দুল>; দোলা>}
- Bengali Word দুল্যমান Bengali definition [দুল্লোমান্] (বিশেষণ) কম্পমান; দোদুল্যমান। {(তৎসম বা সংস্কৃত) দোদুল্যমান>}
- Bengali Word দুল্লিল, দুল্লীল Bengali definition [দুল্লিল্] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) অতিরিক্ত স্নেহ; মাত্রাতিরিক্ত আদর (যথা তথা যাই সে দুল্লীল করে মোরে, দুল্লীল লাগিয়া কেহ পড়াইতে নার-কৃষ্ণদাস কবিরাজ)। {(মধ্যযুগীয় বাংলা)দুলাল>দুল্লীল}
- Bengali Word দুশমন, দুষমন Bengali definition [দুশ্মন্] (বিশেষ্য) শত্রু; বিপক্ষ; বৈরী; প্রতিকূল (মোর অপরাধে অপরাধী তুমি-রাজ্যেরি দুষমন-মোহিতলাল মজুমদার; বুজদিল ঐ দুশমন সব বিলকুল সাফ হো গিয়া-কাজী নজরুল ইসলাম)। ২ শয়তান; দুর্বৃত্ত। □ (বিশেষণ) বিকট; ভীষণ; ভয়ঙ্কর (দুশমন চেহারা)। দুশমনি, দুষমনি (বিশেষ্য) ১ শত্রুতা; বৈরিতা। ২ দুর্বৃত্ততা; শয়তানি। {(ফারসি) দুশ্মন্}
- Bengali Word দুশ্চর Bengali definition [দুশ্চর্] (বিশেষণ) দুর্গম; বিচরণ বা গমন দুঃসাধ্য এমন; আচরণ করা কঠিন এমন; কৃচ্ছ্রসাধ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√চর্+অ(খল্)}
- Bengali Word দুশ্চরিত্র, দুশ্চরিত Bengali definition [দুশ্চোরিত্ত্রো, দুশ্চোরিত্] (বিশেষণ) ১ চরিত্র বা স্বভাব খারাপ এমন; মন্দ চরিত্র; কুস্বভাব। ২ লম্পট। দুশ্চরিত্রতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+চরিত্র; চরিত}
- Bengali Word দুশ্চারিণী Bengali definition [দুশ্চারিনি] (বিশেষ্য) (বিশেষণ) দুশ্চরিত্রা বা ব্যভিচারিণী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√চর্+ইন(ণিনি)+ঈ(ঙীপ্)}