Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দুব্বা, দুব্ব, দুব্বো Bengali definition ⇒ দূর্বা
  • Bengali Word দুবড়া ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দুবড়া] (বিশেষ্য) মোটা সুতায় তৈরি এক প্রকার শাড়ি (স্ত্রীর দুবুড়া-বদ)। {(তৎসম বা সংস্কৃত) দুকূল/ধৌতকট>}
  • Bengali Word দুভাপা Bengali definition ⇒ দো
  • Bengali Word দুভাষী Bengali definition ⇒ দো
  • Bengali Word দুম Bengali definition [দুম্‌] (বিশেষ্য) মৃদু দুড়ুম আওয়াজ (তালগাছটা .... শিকড় ছিড়িয়া দুম করিয়া পড়িয়া-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। দুম দুম, দুম দাম (বিশেষ্য) ক্রমাগত দুম আওয়াজ। □ (ক্রিয়াবিশেষণ) ক্রমাগত দুম আওয়াজ করে (ভোলানাথ যখন দরজায় দুম দুম লাথি মারিয়া চেঁচাইতে ছিল-সুকুমার রায়)। দুমাদুম (ক্রিয়াবিশেষণ) ক্রমাগত দুম দুম করে। দুমাদ্দুম (বিশেষণ) প্রচুর উচ্চ আওয়াজকারী (খুব কসে শ খানিক দুমাদ্দুম কিল বসিয়ে দিই পিঠে-কাজী নজরুল ইসলাম)। দুম-দুমি (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ (দুমদুমির শব্দের নিশান-কোদৌ)। দুম পটাস, ধুম পটাস (অব্যয়) উচ্চশব্দে ফাটবার শব্দ (চুনে কাদাতে পা পিছলে খেঁকশিয়ালের বৌ-দুম্‌ পটাস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দুমচি Bengali definition [দুম্‌চি] (বিশেষ্য) ঘোড়ার পেছনের দিক থেকে ঘুরিয়ে এনে চামড়ার যে ফিতা দিয়ে জিন আটকে রাখা হয়। {(তুর্কি)দুম্‌চী}
  • Bengali Word দুমনা Bengali definition ⇒ দু
  • Bengali Word দুমুখো, দুমুঠা, দুমেটে Bengali definition ⇒ দু
  • Bengali Word দুম্বা Bengali definition [দুম্‌বা] (বিশেষ্য) এক জাতীয় মেষ; এর লেজে চর্বি ও মাংস জমে কুলার মতো চ্যাপটা ও পুরু হয় (গো মেষ দুম্বা ও ছাগে করিলে কোরবানী-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) দুন্‌বা}
  • Bengali Word দুমড়া, দোমড়া Bengali definition [দুম্‌ড়া, দোমড়া] (বিশেষণ) ১ বাঁকা। ২ মোচড়ানো হয়েছে এমন। দুমড়ানো (ক্রিয়া) ১ বাঁকানো; বাঁকা করা। ২ মোচড়ানো; মোচড় দেওয়া। ৩ ভাঁজ করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থসমূহে। দুমড়ানি বি। {(তৎসম বা সংস্কৃত) √দ্রাঙ্ক্ষ্‌>দুমড়া>}
  • Bengali Word দুময় Bengali definition ⇒ দইয়ম
  • Bengali Word দুর Bengali definition ⇒ দুঃ
  • Bengali Word দুর দুর Bengali definition [দুর্‌দুর্‌] (অব্যয়) ভয় প্রভৃতি কারণে হৃৎস্পন্দন; বুকের অব্যক্ত স্পন্দন ধ্বনি। দুরুদুরু ((পদ্যে ব্যবহৃত)) (অব্যয়) দুর দুর আওয়াজ (দুরু দুরু করে বুক-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়াবিশেষণ) দুর দুর করে (হিয়া দুরু দুরু দুলিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word দুরক্ষ Bengali definition [দুরোক্‌খো] (বিশেষণ) কপট পাশা খেলে এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অক্ষ; প্রাদি.}
  • Bengali Word দুরক্ষর, দুরাক্ষর Bengali definition [দুরক্‌খোর, দুরাক্‌খর্‌] (বিশেষ্য) ১ কুটূক্তি; তিরস্কার; কুবাক্য; মন্দবাক্য (ধন গর্বে বল দুরক্ষর-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী; সৈয়দর তরে যেবা দুরাক্ষর বলে-হেয়াত মাহমুদ)। ২ দুর্বোধ্য হস্তাক্ষর। □ (বিশেষণ) অপ্রিয়; কঠোর (ভাল মন্দ বলিয়াছি দুরক্ষর বাণী-কৃদা)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অক্ষর,>}
  • Bengali Word দুরগ্রহ Bengali definition [দুরোক্‌‌গ্রোহো] (বিশেষ্য) মন্দগ্রহ; মন্দভাগ্য (এমন গ্রহ আমি স্বীকার করে নিতে নারাজ ছিলুম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুর্গ্রহ>}
  • Bengali Word দুরজন Bengali definition ⇒ দুর্জন
  • Bengali Word দুরতিক্রমণ Bengali definition [দুরোতিক্‌ক্রোমোন্‌] (বিশেষ্য) অতি কষ্টে উত্তরণ; খুব কষ্টে পার হওয়া। দুরতিক্রম, দুরতিক্রম্য, দুরতিক্রমণীয় (বিশেষণ) দুর্লঙ্ঘ্য; অতিকষ্টে অতিক্রম করা যায় এমন; দুস্তর (অতএব কাল দুরতিক্রম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দুরতিক্রম্যা, দুরতিক্রমণীয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অতিক্রম}
  • Bengali Word দুরত্যয় Bengali definition [দুরত্‌তয়্‌] (বিশেষণ) দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন; দুস্তর; দূরতিক্রম (শূন্য চক্রবালে দুরত্যয় মরুকুঞ্জ নিরখিবে দুর্মর খেয়ালে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অত্যয়}
  • Bengali Word দুরদৃষ্ট Bengali definition [দুরোদ্‌দৃশ্‌টো] (বিশেষ্য) মন্দভাগ্য; পোড়া কপাল। □ (বিশেষণ) দুর্ভাগা; মন্দ ভাগ্যযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অদৃষ্ট; প্রাদি.}
  • Bengali Word দুরধিগম, দুরধিগম্য, দুরধিগ Bengali definition [দুরোধিগম্‌, দুরোধিগোম্‌মো, দুরোধিগো] (বিশেষণ) ১ দুষ্প্রবেশ্য; দুর্গম; দুর্লভ এমন; অতি কষ্টে পাওয়া যায় এমন; দুষ্প্রাপ্য। ২ যাওয়া বা প্রবেশ করা কঠিন; দুর্গম; দুষ্প্রবেশ্য। ৩ জানা দুঃসাধ্য এমন; দুর্জ্ঞেয়। দুরধিগম্যা (স্ত্রীলিঙ্গ)। দুরধিগম্যতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অধিগম, অধিগম্য, অধিগ; সুপ্‌সুপা}
  • Bengali Word দুরধ্যয় Bengali definition [দুরোদ্‌ধয়] (বিশেষণ) ১ অধ্যয়ন করা কঠিন এমন; দুষ্পাঠ্য। ২ সাধনা করা কঠিন এমন; দুঃসাধ্য। দূরধীত (বিশেষণ) ১ ভুল উচ্চারণে পঠিত। ২ যথোপযুক্ত শিক্ষিত নয় এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অধ্যয়}
  • Bengali Word দুরন্ত Bengali definition [দুরন্‌তো] (বিশেষণ) ১ অশান্ত; দুষ্ট; দামাল (ডাক শোনো বজ্র আর দুরন্ত হাওয়ার-রখা)। ২ দুর্দম্য; দুর্দমনীয় (দুরন্ত রোগ)। ৩ দুর্দান্ত (ধাইল কুঞ্জর বল বড়ই দুরন্ত-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৪ ভীষণ; উগ্র (দুরন্ত ক্রোধ)। ৫ প্রবল (দুরন্ত পবন অতি আক্রমণে তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ দুষ্ট; দুর্বৃত্ত (কৃতান্ত আসিবে তোর দুরন্ত রাবণি-মাইকেল মধুষূদন দত্ত)। ৭ প্রচণ্ড তাপযুক্ত (দুরন্ত দুপুর)। ৮ দুরতিক্রমণীয় (দুরন্ত পথ)। দুরন্তপনা (বিশেষ্য) দুষ্টামি; উপদ্রব; দৌরাত্ম্য; দুষ্ট আচরণ (বাতাস করিছে দুরন্তপনা ঘরেতে ঢুকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুর্‌+অন্ত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দুরন্তর ১ Bengali definition [দুরন্‌তর্‌] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) ১ অপক্ষোকৃত অধিক বা অতিশয় দুরন্ত (পাইয়া শিবের বর দৈত্য হল দুরন্তর কোন দিন পাড়ে গণ্ডগোল-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ দূরবর্তী স্থান (গমন দুরন্তর-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অন্তর}
  • Bengali Word দুরন্বয় Bengali definition [দুরন্‌নয়্] (বিশেষ্য) দুষ্ট অন্বয়; বাক্যান্তর্গত কর্তা কর্ম ক্রিয়াদির অবিন্যস্ত ব্যবহার। □ (বিশেষণ) ১ অযথা বিন্যাসযুক্ত। ২ দুর্গম; দুর্বোধ্য। {(তৎসম বা সংস্কৃত) দুর্‌+অন্বয়}
  • Bengali Word দুরপনেয় Bengali definition [দুরপনেয়ো] (বিশেষণ) মোচন বা দূর করা অত্যন্ত কঠিন এমন; দুর্মোচনীয় (দুরপনের কলঙ্কের ভার মাথায় করে বসে রইলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুর্‌+অপনেয়; সুপ্‌সুপা}
  • Bengali Word দুরবগম, দুরবগম্য Bengali definition [দুরবোগম, দুরবগম্‌মো] (বিশেষণ) দুর্জ্ঞেয়; দুরধিগম; বোঝা কঠিন এমন। দুরবগম্যা (স্ত্রীলিঙ্গ)। দুরবগম্যতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অবগম, অবগম্য}
  • Bengali Word দুরবগাহ Bengali definition [দুরবোগাহো] (বিশেষণ) ১ অবগাহন করা কঠিন এমন; প্রবেশ করা দুরূহ এরূপ; দুষ্প্রবেশ্য। ২ দুর্বোধ্য; দুর্জ্ঞে (অহনিশি দুরগাহ নীতিশাস্ত্রের অবিশ্রান্ত পর্যালোচনা দ্বারা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ দুর্গম; দুরধিগম্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অবগাহ}
  • Bengali Word দুরবগ্রহ Bengali definition [দুরবোগ্‌গ্রোহো] (বিশেষণ) কষ্টে দূর বা অপসারণ করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অবগ্রহ}
  • Bengali Word দুরবস্থ Bengali definition [দুরোবস্‌থো] (বিশেষণ) ১ দুর্দশাগ্রস্ত; দুর্গত; মন্দ অবস্থায় পতিত। ২ দরিদ্র। দুরবস্থা (বিশেষ্য) দুর্দশা; দারিদ্র্য; দৈন্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অবস্থা; (বহুব্রীহি সমাস)}