দ পৃষ্ঠা ২৫
- Bengali Word দুরবাপ Bengali definition [দুরোবাপ্] (বিশেষণ) দুর্গত; পাওয়া কঠিন এমন; দুষ্প্রাপ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অবাপ}
- Bengali Word দুরবিন, দূরবীন Bengali definition [দুর্বিন্] (বিশেষ্য) দূরবর্তী বস্তু স্পষ্টভাবে দেখার যন্ত্রবিশেষ; দুরবীক্ষণ যন্ত্র; telescope। {(ফারসি) দূরবীন}
- Bengali Word দুরবেক্ষিত Bengali definition [দুরোবেক্খিতো] (বিশেষণ) নগণ্য; অকিঞ্চিৎকর; অবজ্ঞার যোগ্য; অবজ্ঞেয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অবেক্ষিত}
- Bengali Word দুরভিগ্রহ Bengali definition [দুরোভিগ্গ্রোহো] (বিশেষণ) ১ অতি কষ্টে গ্রহণ করা যায় বা বোঝা যায় এমন; দুর্বোধ্য। ২ দুর্জ্ঞেয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অভিগ্রহ}
- Bengali Word দুরভিসন্ধি Bengali definition [দুরোভিশোন্ধি] (বিশেষ্য) কুমতলব; অসৎ অভিপ্রায়; যার অভিপ্রায় খারাপ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+অভিসন্ধি}
- Bengali Word দুরমুশ Bengali definition [দুর্মুশ্] (বিশেষ্য) ১ সুরকি, খোয়া ইত্যাদি পিটিয়ে মজবুত করে বসার দণ্ডযুক্ত মুষল। ২ দণ্ডযুক্ত মুষল দিয়ে পেটানো। দুরমুশ করা (ক্রিয়া) ১ দুরমুশ দ্বারা প্রহার করা বা পিটানো। ২ ((আলঙ্কারিক)) খুব বেশি প্রহার করা; মেরে শায়েস্তা করা। {(তুলনীয়) (হিন্দি) দুরমট}
- Bengali Word দুরস্ত, দুরুস্ত, দোরস্ত Bengali definition [দুরস্তো, দুরুস্ত, দোরস্তো] (বিশেষণ) ১ ঠিক; যথাযথ; নির্ভুল; যথার্থ (চোস্ত ফরাসী ভাষায় দুরস্ত ফরাসী কায়দায় বললেন-সৈয়দ মুজতবা আলী; দোহারেরাও মিলে ও তালে দোরস্ত-কালীপ্রসন্ন সিংহ)। ২ সংশোধিত; শাসিত; দমিত (তাঁহাকে দুরস্ত করিবার চেষ্টা পাইয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; যেমনি চালাকি খেলতে এসেছিলেন; তেমনি দুরন্ত হয়েছেন-মীর মশাররফ হোসেন; আমাদের এই বেঁড়ে জাতটাকে .... দোরস্ত না করলে-কাজী নজরুল ইসলাম)। ৩ সাজানো; গোছালো; পরিপাটি (একটু কাপড়-চোপড় দুরস্ত করিয়া নাও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; দশানি ছয় আনি ভাগের নিরাকরণ কাগজপত্র দোরস্ত করিয়া-রামরাম বসু)। ৪ মাফিক; অনুযায়ী; মতো; অনুসারে (কায়দা দুরস্ত, লেফাকা দুরস্ত)। ৫ সমভূমি; চৌরস; সমান (জমি পিটাইয়া দুরস্ত করা)। ৬ অভ্যস্ত; আয়ত্ত (লেজে ধরে তাদের উপরে তোলবার হাত তেমন দুরস্ত হয়নি-রবীন্দ্রনাথ ঠাকুর; তোমার এখনো লম্ফ বিদ্যে দোরস্ত হয়নি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) দুরস্ত}
- Bengali Word দুরাকাঙ্ক্ষা Bengali definition (বিশেষ্য) ১ দুরাশা; দুষ্প্রাপ্য বস্তু বা বিষয় লাভের প্রত্যাশা। ২ অসঙ্গত বা অসৎ আশা। দুরাকাঙ্ক্ষী, দুরাকাঙ্ক্ষ (বিশেষণ) ১ দুরাশা করে এমন; দুরাশাসম্পন্ন। ২ অন্যায় বা নিজের ক্ষমতায় আওতা-বহির্ভূত দুর্লভ বস্তুর প্রত্যাশা করে এমন। দুরাকাঙ্ক্ষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আকাঙ্ক্ষা}
- Bengali Word দুরাক্রম, দুরাক্রম্য Bengali definition [দুরাক্ক্রোম্, দুরাক্রোম্মো] (বিশেষণ) আক্রমণ করা অত্যন্ত কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আক্রম, য(যৎ)}
- Bengali Word দুরাক্ষর, দুরাখর Bengali definition ⇒ দুরক্ষর
- Bengali Word দুরাগ্রহ Bengali definition [দুরাগ্গ্রোহো] (বিশেষ্য) ১ অসৎ বা দুর্লভ বিষয়ে আগ্রহ। ২ দুশ্চেষ্টা। ৩ মন্দ অসৎ বা দুর্লভ বিষয়ে আগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আগ্রহ; প্রাদি.}
- Bengali Word দুরাচরণীয় Bengali definition [দুরাচরোনিয়ো] (বিশেষণ) বহুকষ্টে পালনীয়; কৃচ্ছ্রসাধ্য {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আচরণীয়}
- Bengali Word দুরাচার Bengali definition [দুরাচার] (বিশেষ্য) মন্দ বা কুৎসিত আচরণ; দুর্বৃত্ততা (শাপ দিলা দুই জনে যেমন করিলি দুরাচার-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) ১ দুর্বৃত্ত। ২ কদাচারযুক্ত। দুরাচারী (-রিন্) (বিশেষণ) পাপিষ্ঠ; পাপাচারী। দুরাচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আচার}
- Bengali Word দুরাত্মা Bengali definition [দুরাত্তাঁ] (বিশেষণ) ১ পাপাত্মা; দুর্বৃত্ত; দুষ্ট-স্বভাব (দুরাত্মা রাম তোমাদের সর্বনাশে উদ্যত হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নির্দয়; অত্যাচারী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আত্মা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুরাধর্ষ Bengali definition [দুরাধর্শো] (বিশেষণ) দুর্ধর্ষ; দমন করা দুঃসাধ্য এমন; দুর্দম; দুর্দমনীয়; দুর্দান্ত। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আধর্ষ}
- Bengali Word দুরান্তর Bengali definition [দুরান্তর্] (বিশেষ্য) বহুদূরবর্তী স্থান। {(তৎসম বা সংস্কৃত) দূর+অন্তর}
- Bengali Word দুরাপ Bengali definition [দুরাপ্] (বিশেষণ) দুর্লভ; সহজে পাওয়া যায় না এমন; দুষ্প্রাপ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আপ}
- Bengali Word দুরারাধ্য Bengali definition [দুরারাদ্ধো] (বিশেষণ) আরাধনা বা পূজা করা দুঃসাধ্য এমন (অনাদি অনন্ত সে দেবের দুরারাধ্য-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আরাধ্য; সুপ্সুপা}
- Bengali Word দুরারোগ্য Bengali definition [দুরারোগ্গো] (বিশেষণ) আরোগ্য লাভ করা কঠিন এমন; চিকিৎসার অতীত। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আরোগ্য}
- Bengali Word দুরারোহ Bengali definition [দুরারোহো] (বিশেষণ) ১ আরোহণ করা কঠিন এমন। ২ দুর্গম (এই দুরারোহ পথ-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আরোহ; সুপ্সুপা}
- Bengali Word দুরালভ Bengali definition [দুরালভ্] (বিশেষণ) দুর্লভ; লাভ করা কঠিন এমন। □ (বিশেষ্য) কাঁটাযুক্ত গাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আলভ}
- Bengali Word দুরালাপ Bengali definition [দুরালাপ্] (বিশেষ্য) ১ দুষ্ট বা কদর্য আলাপ; গালি। ২ কটুভাষী; দুষ্টভাষী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আলাপ}
- Bengali Word দুরাশ Bengali definition ⇒ দুরাশা
- Bengali Word দুরাশা Bengali definition [দুরাশা] (বিশেষ্য) দুরাকাঙ্ক্ষা; দুর্লভ বিষয় বা বস্তু লাভের আশা (বহুদূর দুরাশার প্রবাসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুরাশ বিন দুরাকাঙ্ক্ষা; দুর্লভ বিষয় বা বস্তু লাভের প্রত্যাশা করে এমন (হৃদয় দুরাশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আশা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুরাশয় Bengali definition [দুরাশয়্] (বিশেষ্য) ১ মন্দ অভিপ্রায়; দুরভিসন্ধি। ২ পাপাশয়; মন্দ অভিপ্রায়যুক্ত (মায়া করি দ্বারকায় যাবে দুরাশয়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আশয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দুরাসদ Bengali definition [দুরাশদ্] (বিশেষণ) ১ দুর্ধর্ষ; দুর্দম (কি দুর্জয় তব কিবা দুরাসদ তেজঃরাশি-ইসমাইল হোসেন শিরাজী)। ২ লাভ করা অত্যন্ত কঠিন এমন; দুর্লভ; দুষ্প্রাপ্য। ৩ দুর্জ্ঞেয়; জানা কঠিন এমন। ৪ দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আসদ}
- Bengali Word দুরি, দুরী Bengali definition [দুরি] (বিশেষ্য) ১ দুই ফোঁটাযুক্ত তাস; যে তাসে দুই ফোঁটা আছে। ২ দুই সদস্যভুক্ত ঘর বা পরিবার (দুরি তিরি হইতে নহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
- Bengali Word দুরিত Bengali definition [দুরিতো] (বিশেষ্য) ১ পাপ (দুর্জ্ঞেয় দক্ষিণাকালী দুরিত নাশিনী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ ক্ষতি; অনিষ্ট। □ (বিশেষণ) ১ মহাপাপী; পাপিষ্ঠ। ২ কলুষিত (দারুণ কাহ্নাঞ দুরিত তার মন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দু+ইত}
- Bengali Word দুরু দুরু Bengali definition ⇒ দুর দুর
- Bengali Word দুরুক্ত Bengali definition [দুরুক্তো] (বিশেষণ) কটূক্তি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+উক্ত; সুপ্সুপা}